Boro Vaiya Faysal Jakaria

Boro Vaiya Faysal Jakaria This page is creation By Faysal Jakaria. This is aDigital creator, public figure,street food, stoves,

10/10/2023

ইসরায়েলের পতাকা ফেলে দিয়ে সেখানে ফিলিস্তিনের পতাকা লাগিয়ে আজান দেয়াত মত সুন্দর মুহুর্ত আর কি ই বা হতে পারে?

আল্লাহু আকবর ❤️

03/09/2023

ইন্টিমেশন জমা (নিজ অভিজ্ঞতায়) দেওয়া সংক্রান্ত কিছু বিষয়।

পূর্ব প্রস্তুতি :
১, নিজের নামের বানান
২, পিতার নাম, মাতার নাম
৩, সঠিক ঠিকানা বর্তমান এবং স্থায়ী এগুলোর সঠিক বানান ( বাংলা এবং ইংরেজিতে)
৪,সিনিয়রের নাম ও তার এনরোলমেন্ট তারিখ ইংরেজিতে সঠিকভাবে)
* আপনার সিনিয়ারের মেম্বারশিপ নাম্বার অথবা এনরোলমেন্ট তারিখ অনলাইনে সার্চ করলেই পাবেন।

৫, সমস্ত সার্টিফিকেট এবং মার্কশিটের ফটোকপি।
৬, ১ কপি পাসপোর্ট সাইজের ছবি।
৭, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।

(যখন ইন্টিমেশনের জন্য অনলাইনে আবেদন করবেন তখন এ সমস্ত সকল ডকুমেন্টস নিয়ে দোকানে যাবেন অথবা আপনি নিজে অনলাইনে ফরম ফিলাপ করার সময় এগুলো সাথে রাখবেন)

এরপর ১০০+ ১০০+১০০ মোট ৩০০ টাকার স্ট্যাম্প এবং ৪ টা কার্টিজ পেপার ( দাম স্ট্যাম্প + কার্টিজ পেপার ৩৬০ + ৮০ মোট ৪৪০ টাকা), দোকানদারের খরচ ৩০০- ৩৫০ টাকা। নোটারি খরচ ৫০ - ১০০ টাকা (নোটারি ঢাকা বরের দোতলায় হলরুমেই পাবেন)

*অনলাইনে ফরম ফিলাপের সময় দোকানদার যখন তথ্য পূরণ করবেন তখন আপনি সাথে সাথে তা মিলিয়ে নিবেন যাতে কোথাও ভুল না হয়।
এরপর অনলাইনে যে ফরম পূরণ করেছেন সেই ফরমটি প্রিন্ট আউট করবেন। এরপর সেগুলো নিয়ে আপনার সিনিয়র এর কাছে যাবেন।

*ফরমে আপনার সিনিয়রের সিগনেচার এবং অন্যান্য কাগজপত্র সত্যায়িত সিল সিনিয়রকে দিয়ে করাবেন। আর উইটনেস হিসেবে ২ জন আইনজীবীর ( উইটনেস হিসেবে যে দুইজন আইনজীবী স্বাক্ষর করবেন তাদের সনদের এক বছর হলেও চলবে) স্বাক্ষর ও সিল লাগবে।

*আপনি কি কি জমা দিচ্ছেন তা কার্টিজ পেপারের শেষের পাতার উল্লেখ আছে কিনা চেক করে নিবেন।

*এরপর সমস্ত কাগজপত্র নিয়ে নোটারির জন্য যাবেন। নোটারি কারা করে এ বিষয়ে কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দিবে।
পাসপোর্ট সাইজের এক কপি ছবি হলে চলবে যেটা নোটারি দ্বারা সিল করাবেন। ( ১০০ টাকার স্ট্যাম্পের যে পাতায় এফিডেফিট লেখা থাকবে সেই পাতার উপরে ছবিটি অ্যাটাচ করবেন এবং এই ছবিটি নোটারি কর্তৃক সিল করা হবে )

* সমস্ত কাগজপত্রে সিনিয়রের, আপনার নিজের, দুইজন উইটনেসের এবং নোটারি কর্তৃক এক কপি ছবি সহ অন্যান্য জায়গায় সিল স্বাক্ষর ( যেখানে যেখানে দরকার ছিল) সম্পন্ন হওয়ার সে সেটটির ১ সেট ফটোকপি করবেন।

এরপর আপনার কাছে থাকা মূল কপির সেট এবং ফটোকপির ১ সেট নিয়ে জমা দেওয়ার জন্য চলে যাবেন
মৎস ভবনের পাশে অর্থাৎ হাইকোর্টের সামনে বাংলাদেশ বার কাউন্সিলের ৪ তলায়। মূল কপির সেট জমা দিবেন এবং ফটোকপির সেটটা রিসিভ করিয়ে নিয়ে আসবেন।

* গুরুত্বপূর্ণ বিষয় : চেষ্টা করবেন, যেদিন ফরম ফিলাপ করবেন সেদিনিই সবকিছু সম্পন্ন করে জমা দেওয়ার জন্য। সকাল সকাল যাবেন যাতে কাজগুলো সুন্দরভাবে সম্পন্ন করতে পারেন।

আরেকটা বিষয় বলি বেশিরভাগ ছাত্র-ছাত্রী যেটা ভুল করে সেটা হল তারিখ, এক্ষেত্রে আমার সাজেশন হলো ঠিক যেই তারিখে ফরম ফিলাপ করবেন সেই তারিখেই সবকিছু সম্পন্ন করবেন। তারিখের বিষয়ে যদি কোন কনফিউশন থাকে তাহলে সিনিয়র এর সাথে পরামর্শ করে নিবেন। এতে করে টেনশন ফ্রি থাকবেন।

সবার জন্য শুভকামনা রইল।

- মোশাররফ হোসেন (স্বপন)
Swapan Lead

29/07/2023

ইউরোপের একটি দেশ যেখানে এই দৃশ্য অহরহ দেখতে পাবেন ।

একটি রেস্তোরা। ঐ রেস্তোরার ক্যাশ কাউন্টারে এক ভদ্রমহিলা এলেন আর বললেন ৫ টা কফি আর একটা সাসপেনশন। তারপর উনি পাঁচটি কফির বিল মেটালেন আর চার কাপ কফি নিয়ে চলে গেলেন।
কিছুক্ষণ পরে এক ভদ্রলোক এলেন আর অর্ডার করলেন দুটো লাঞ্চ প্যাক করুন আর দুটো সাসপেনশন রাখুন। উনি চারটে লাঞ্চের বিল মেটালেন আর দুটো লাঞ্চ প্যাকেট নিয়ে চলে গেলেন।
তার কিছুক্ষণ পর আরো একজন এলেন। অর্ডার করলেন দশটা কফি ছটা সাসপেনশন। উনি দশটা কফির পেমেন্ট করলেন আর চারটে কফি নিয়ে গেলেন।
এভাবেই একের পর এক চলতে লাগলো। বেশ কিছুক্ষণ পরে একজন বৃদ্ধ ব্যক্তি জর্জর অবস্থায় কাউন্টারে গিয়ে জিজ্ঞাসা করলেন কোনো সাসপেনশন কফি আছে ?
কাউন্টার থেকে জানানো হলো অবশ্যই আছে এবং এক কাপ গরম কফি ওনাকে দেওয়া হলো।
তারও অল্প কিছুক্ষণ পরে এক দাড়িওয়ালা ভদ্রলোক ভিতরে এসে জিজ্ঞাসা করলেন আজ কি কোনো লাঞ্চ সাসপেনশনে রাখা আছে ? কাউন্টার থেকে যথারীতি সম্মতি জানিয়ে তাকে গরম খাবারের একটি পার্সেল আর এক বোতল জল দেওয়া হলো।
এই ব্যাপারটা সারাদিন চলছে তো চলছেই। কিছু মানুষ নিজেদের পকেট থেকে নিজেদের অর্জিত রোজগার থেকে কিছু অজানা মানুষের খাওয়ার জন্যে পেমেন্ট করছেন আর কিছু গরীব দুস্থ মানুষ বিনা পেমেন্টে নিশ্চিন্তে খাওয়া দাওয়া করছেন। দিনভর চলছে এই কান্ড।

অথচ কেউ জানেনা কারোরই পরিচয়। না দাতা জানে গ্রহীতার পরিচয় না গ্রহীতা জানে দাতার পরিচয়।

প্রয়োজন নেই পরিচয় জানার,
প্রয়োজন নেই নিজের নাম জাহির করার।
কিন্ত প্রয়োজন আছে কিছু অভুক্ত মানুষের মুখে অন্ন তুলে দেবার এবং সেটা একেবারেই গোপনে।

মানবিকতার এই চরম শিখরে পৌঁছনো দেশটির নাম "নরওয়ে", এবং নরওয়ের দেখাদেখি এই পরম্পরা ছড়িয়ে পড়ছে ইউরোপের অন্যান্য দেশেও!!

@ সংগৃহীত।

07/06/2023

"এখন যে পোস্ট পড়ছেন তখন কি কারেন্ট আছে".!

হ্যা.! ❤️ না.!🥲

23/05/2023

"চা খাওয়ানোর নিয়ত থাকলে মগে ভরে চা দিবেন। কাপ পিরিচের ২-১ ফোটা চা আমার রুচি মিটায় না!😊

23/05/2023

আমার বন্ধু সিয়াম সিগারেট খেতে খেতে আমাকে বললো, " দুধ চা কেনো খাস? এটা তো ক্ষ'তিকর"।🙂

20/05/2023

ভাই আমি টেন'শ'ন নি না, টেন'শ'ন নিজে আমাকে কোলে করে ঘুরে বেড়ায়..🙂

20/05/2023

ঘুমাতে গিয়ে দেখি রাত শেষ,ঘুম থেকে উঠে দেখি দিন শেষ!🙂

19/05/2023

- লিষ্টে থেকেও যে আপনারা রিয়েক্ট দেন না.!🤦‍♀️

- একদিন আসেন, বসে আড্ডা দেই, শুনি আমার সাথে কি শত্রুতা আপনাদের.!🙂🐸

19/05/2023

৩২টা দাত বের করে ফোনে face look দিছিলাম.!😁
গতকাল একটি দাত পরে গেছে এখন লক খুলতেছে না..!🥺

18/05/2023

Shokale ghum theke uthe full charged phone ta hatee neyar je bepar ta>>>>

18/05/2023

পৃথিবীর সবচেয়ে বড় পিৎজা

#পৃথিবীর_সবচেয়ে_বড়_পিৎজা

08/05/2023

১৫মিনিটে মজিদ কাকার ২০কেজি জিলাপি তৈরি চ্যালেঞ্জ |



#জিলাপিরেসিপি
#বাংলাদেশিজিলাপিরেসিপি



#ময়দারজিলাপি #ইষ্টছাড়াজিলাপি

অথচ পাবলিক সত্যি ভেবে বসে আছে 😂😂🤣🤣
06/05/2023

অথচ পাবলিক সত্যি ভেবে বসে আছে 😂😂🤣🤣

06/05/2023

চলুন দেখি চাইনিজ শর্মা তৈরি | chines food in Bangladesh




to make shawarma ,



04/05/2023

দেশি ফুচকা❣️শেওড়াপাড়া, ঢাকা

 #আমি কখনো হার মানবো না, সংগ্রাম করে বাঁচবো 💖💖💖মহারাষ্ট্রের অমরাবতী বলে একটি অঞ্চলের এই ছোট্ট মেয়েটির নাম "কার্তিকা", ম...
25/04/2023

#আমি কখনো হার মানবো না, সংগ্রাম করে বাঁচবো 💖💖💖

মহারাষ্ট্রের অমরাবতী বলে একটি অঞ্চলের এই ছোট্ট মেয়েটির নাম "কার্তিকা", মাত্র 12 বছর বয়স....ক্লাস সিক্স এ পড়ে।বাড়িতে শয্যাশায়ী অসুস্থ মা আর একজন বৃদ্ধা ঠাকুমা ছাড়া আর কেউ নেই।💖💖💖

তার পরিবারকে সহায়তা করা ও নিজের লেখাপড়া চালানোর জন্য, সে বাইক মেরামতের কাজ করে।এই কাজ করে অমরাবতী হাই স্কুলে ক্লাসের ফার্স্ট গার্ল কার্তিকা।এই অঞ্চলের সমস্ত মানুষের হৃদয়ের মনি এই ছোট্ট বোনটি।💖💖💖

অমরাবতী অঞ্চলের দুর্গা মোটরস বলে একটি বিখ্যাত দোকানে এই ছোট্ট বোনটি কাজ করে। রয়্যাল এনফিল্ড বুলেটের স্পেশালিস্ট , এটি মেরামত সংক্রান্ত প্রতিটি তথ্য রাখে সে। স্কুল থেকে ফিরেই কাজে লেগে যায়। গভীর রাতে হোম ওয়ার্ক করে এবং পড়ে। এই মেয়েটির পড়াশোনার প্রতি এত আগ্রহ যে সমস্ত সামাজিক বিধিনিষেধকে অস্বীকার করার সাহস রাখে সে। এই মেয়েটি অন্যদের জন্য অনুপ্রেরণা যে এত অল্প বয়সে তার পড়াশোনার খরচ তথা বাড়ির অন্যান্য আর্থিক ভার বহন করে..... 💖💖💖

তুমি অনেক বড় হও মানুষ হও এবং তোমার মাকে তুমি সুস্থ করে তোলো এবং জীবনে আরো আরো এগিয়ে যাও ।একদিন তুমি অনেক বড়ো হবে।💖💖💖💖💖💖

সংগৃহীত।

21/04/2023

আগুন লাগার পর😭নিউমার্কেটের ইফতার বাজার #নিউমার্কেট ইফতার বাজার
#ইফতার


#রাফসানদাছোট ভাই ব্লগ
#বাংলাদেশিফুডরিভিউ





blog
Joshi blog


blog





bazar

20/04/2023

আহা ভাই বোনের ভালোবাসা | খুব মনে পড়ে যাচ্ছে ছোটবেলার কথা 😭😭 ধান ক্ষেতের পাশ দিয়ে ঠিক এই ভাবেই নানুর বাড়ি যেতাম🥰🥰



#ভাইবোনেরভালোবাসা
#ভাইবোন





15/04/2023

"তুই আমার স্টাফ, রক্ত বেইচ্চ্যা হইলেও বেতন বোনাস দিমু" বলছেন একজন নিউমার্কেট ব্যবসায়ী ভাই! #মানোবতা

13/04/2023

সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি 😭😭🙏🙏

02/04/2023

This page is creation By Faysal Jakaria. This is aDigital creator, public figure,street food, stoves,public vlog,nonprofit organisations. Please Liked and Follow this page. Thank you� this page

02/04/2023

Address

Lakshmipur
Ramganj
3724

Telephone

+8801318828244

Website

Alerts

Be the first to know and let us send you an email when Boro Vaiya Faysal Jakaria posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Boro Vaiya Faysal Jakaria:

Videos

Share



You may also like