Soulful Sunnah

Soulful Sunnah ᵇˡᵒᵒᵈ:ᵃ+
�لآ اِلَهَ اِلّا اللّهُ
� ●──── 12:10
এক?

🥹
03/11/2023

🥹

01/11/2023
ফিরে এসো রবের দিকে!😥
21/10/2023

ফিরে এসো রবের দিকে!😥

21/10/2023

সৃষ্টির সবকিছুর সুন্দর🌸
অসুন্দরত মানুষের মন মানসিকতা 🖤

দৃষ্টি।😓
17/10/2023

দৃষ্টি।😓

17/10/2023

একদিন আমার ইনশাআল্লাহ গুলো। – আলহামদুলিল্লাহ তে পরিণত হবে।

17/10/2023

আমরা প্রতিদিন ৮৬৪০০ সেকেন্ড সময় শ্বাস নেই। – এর জন্য আল্লাহর কাছে হাজারো শুকরিয়া।

16/10/2023

🖤💙

16/10/2023

Feel this🥺

12/10/2023

ইনশাআল্লাহ 💜

11/10/2023

খুব ক্লান্ত হয়ে আকাশের দিকে তাকালে মনে হয় কেউ যেন বলছে " হতাশ হইয়ো না, নিরাশ হইয়ো না আমি সব দেখছি শুনছি। একদিন সব ঠিক করে দিবো।
ইনশাআল্লাহ🥲

07/08/2023

একা আছেন তো আলহামদুলিল্লাহ অন্তত গীবত করা থেকে বিরত আছেন!🖤

17/06/2023

Alhamdulillah !!
I'am Born as an Ummati of Muhammad ﷺ .☾💙

🤍☁️.
06/06/2023

🤍☁️.

05/06/2023

যে ব্যাক্তি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ ছাড়ে সে যেন কুফুরী করলো।

04/06/2023

-তওবা করতে লজ্জিত হয়ো না।
মনে রেখো তোমার গুনাহের
চাইতে আল্লাহ্'র ক্ষমা অনেক বড়।🤲

04/06/2023

-কাউকে বারবার ডাকলে সে রাগ হয়।

-কিন্তু আল্লাহ কে বারবার ডাকলে তিনি খুশি হন।😊🌸

04/06/2023

যুবক ফিরে এসো রবের দিকে।🥺

29/05/2023

💜💜

সুবহান'আল্লাহ!🖤🌸
09/05/2023

সুবহান'আল্লাহ!🖤🌸

11/04/2023

মাসজিদ আল-হারামের ইমাম শাইখ মাহির রমজানের শেষ দশ দিনের জন্য চমৎকার এক আমলের ফর্মুলা দিয়েছেন।

১. প্রতিদিন এক দিরহাম (এক টাকা) দান করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর বা ১০০০ মাস পর্যন্ত প্রতিদিন এক টাকা দান করার সাওয়াব পাবেন।

২. প্রতিদিন দুই রাকা'আত নফল সালাত আদায় করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর পর্যন্ত প্রতিদিন দুই রাকা'আত নফল সালাত আদায় করার সাওয়াব পাবেন।

৩. প্রতিদিন তিনবার সূরা ইখলাস পাঠ করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর পর্যন্ত প্রতিদিন এক খতম ক্বুর'আন পাঠের সাওয়াব পাবেন।

তিনি আরো বলেন, এ কথাগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিন, যারা আপনার এ কথা শুনে আমল করবে, আপনিও তাদের আমলের সমপরিমাণ সাওয়াব পাবেন ইনশাআল্লাহ্। কারণ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, "ভালো কাজের পথপ্রদর্শনকারী আমলকারীর সমপরিমাণ সাওয়াব পাবে, কিন্তু আমলকারীর সাওয়াবে কোনো ঘাটতি হবে না।" (মুসলিম, ২৬৭৪)

আল্লাহ্ সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন, আমিন।

তাহাজ্জুদ নামাজ পড়ে কিছু চেয়েছেন আর ভাবছেন সেটা কবুল হবে নাকি হবে না!এমন ভাবনা ভাবাটা বড়ই বোকামী আর তায়াক্কুলের অভাব!!কা...
05/04/2023

তাহাজ্জুদ নামাজ পড়ে কিছু চেয়েছেন আর ভাবছেন সেটা কবুল হবে নাকি হবে না!
এমন ভাবনা ভাবাটা বড়ই বোকামী আর তায়াক্কুলের অভাব!!

কারন সবাই তাহাজ্জুদ পড়ার তৌফিক পায় না! আর যেখানে আল্লাহ স্বয়ং শেষরাতে প্রথম আকাশে এসে বলতে থাকেন যে কেউ কি আছে যে আমার কাছে চাইবে, আমি তাকে তাই দিব, সেখানে দোয়া কবুল হবে না কিভাবে? অবশ্যই হবে,
ইনশাল্লাহ ❤

03/04/2023

❤️💙

31/03/2023

“মানুষ যদি মৃত ব্যাক্তির আর্তনাদ দেখতে এবং শুনতে পেত, তাহলে মানুষ মৃত ব্যক্তির জন্য কান্না না করে নিজের জন্য কান্না করত ।”
— হযরত মুহাম্মদ (সাঃ)

31/03/2023

রহমতের দিনগুলো কেমন যাচ্ছে??
🙂🌸

Alhamdulillah❤️
31/03/2023

Alhamdulillah❤️

আল্লাহুম্মাগফিরলি😢
30/03/2023

আল্লাহুম্মাগফিরলি😢

30/03/2023

কেউ যদি রমাদানে ও পাপ কাজে জড়িয়ে পরে,
তাহলে বুঝতে হবে তার নফস 'স্বয়ং শয়তানের চেয়ে ও খারাপ.......!!আল্লাহুম্মাগফিরলি😢

22/03/2023

ফয়সালা রবের হাতে ছেড়ে দিন" আর আপনি আশ্রয় নিন জায়নামাজে" দেখবেন হঠাৎ করেই অগোছালো সবকিছুর সমাধান মিলে গেছে
ইনশাআল্লাহ"

19/03/2023

আগামী শুক্রবার থেকে আমরা রহমতের
রোজা পাবো,
আলহামদুলিল্লাহ!!🥰🥰

"পরিপূর্ণ মানসিক শান্তি' একমাত্র আল্লাহর দিকেই রয়েছে!"
19/03/2023

"পরিপূর্ণ মানসিক শান্তি' একমাত্র আল্লাহর দিকেই রয়েছে!"

19/03/2023

তিনিই হযরত মোহাম্মদ (সাঃ) 🥰🥰

18/03/2023

খুব করে কিছু চাইছেন কিন্তু পরিস্থিতি পরিবর্তন হচ্ছেনা?

একটা বিষয় জেনে রাখুন,

যখনই আল্লাহর কাছে কিছু চাইবেন একদম নাছোড়বান্দার মত চাইবেন ।
নাছোড়বান্দা মানে কি জানেন ?
মানে হলো আপনি আল্লাহর কাছ থেকে নিয়েই ছাড়বেন ! পরিস্থিতি না দেখে বার বার চেয়েই যাবেন ।

পরিস্থিতি কোথায় গড়ালো সেটা এখন দেখার বিষয় নয়।
যখন আপনি দোয়া করছেন তখন আপনি কেবল মনে প্রাণে মহান আল্লাহ কে কিভাবে রাজি খুশি করানো যায় সেই চিন্তাটি করুন , কিভাবে আল্লাহর নৈকট্য লাভ করবেন সেটা ভাবুন ।

অনেকেই হতাশ আর নিরাশ হয়ে দোয়া করাই বন্ধ করে দেয়!!
কি আশ্চর্য হতাশা কে প্রশ্রয় দিয়ে কি কখনো আপনি পরিস্থিতি পরিবর্তন হতে দেখেছেন!?
না কক্ষনও না !
আপনাকে দোয়া করতেই হবে শেষ মুহূর্ত পর্যন্ত। কোনো অবস্থাতেই দোয়া করা বন্ধ করা যাবেই না ।

যেখানে শয়তান এর দোয়া পর্যন্ত কবুল করেছিলেন আল্লাহ , সেখানে মুমিন কেনো হতাশ হবে?

এভাবে দোয়া করেই দেখুন কিভাবে আল্লাহ আপনার দোয়া অলৌকিক ভাবে কবুল করে নেন।
পরিস্থিতি দেখে ভয় পাওয়া যাবেনা ,নাছোড়বান্দার মতো দোয়া করে যেতেই হবে ।
ইনশাআল্লাহ

18/03/2023

সুবহানাল্লাহ 🌼

17/03/2023

এটা কি কোন জিন্দেগি হলো ভাইয়া! এক বেলা নামাজ পড়তেও মন চায় না 🥺🥺

Address

রামগন্জ, লক্ষীপুর
Ramganj

Alerts

Be the first to know and let us send you an email when Soulful Sunnah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category



You may also like