Waking World - জাগ্রত পৃথিবী

Waking World - জাগ্রত পৃথিবী Wellcome to my page

হযরত মুহাম্মাদ সাঃ কোনো পাপ না করেও দিনে সর্ব নির্ম্ন ১০০ বার ইস্তিগফার করতেন অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা চাইতেন।তাহলে আমা...
19/10/2024

হযরত মুহাম্মাদ সাঃ কোনো পাপ না করেও দিনে সর্ব নির্ম্ন ১০০ বার ইস্তিগফার করতেন অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা চাইতেন।তাহলে আমাদের কত কোটি বার চাওয়া উচিত?
আল্লাহ আমাদেরকে বেশি বেশি করে ক্ষমা চাওয়ার তৌফিক দিক। আমিন।

10/10/2024

ছোট বেলা থেকেই সুন্নি পরিবারে বড় হয়েছি, সুন্নি সকল মাহফিলে গিয়েছি, ওরসে গিয়েছি, চট্টগ্রামের মানুষ হওয়ায় আল্লামা হাশেমী র: এর ১২দিন ব্যাপি ঈদে মিলাদুন্নবিতে গিয়েছি, বিভিন্ন সুন্নি গ্রুপে যুক্ত ছিলাম।

এই এতকিছুতে ইনভলভড যে আমি ছিলাম, তাতে আল্টেমেটলি আমি কি জেনেছি জানেন? এই ২৫ বছর বয়সে এসে আমি শুধু তাদের মাহফিল এবং গ্রুপ থেকে শিখলাম-

১) নবী নূর
২) নবী গায়েব জানেন
৩) সকল ক্ষমতা আল্লাহ তায়ালা নবীর হাতে দিয়ে দিয়েছেন
৪) অলিদের অশেষ কেরামতি
৫) কওমি ও জামাতিদের নিয়ে সমালোচনা, গালি, দুশমনে রাসুল ইত্যাদি ইত্যাদি ট্যাগ দেওয়া।

এর বাহিরে আমি আর কিছু শিখিনি।

সুন্নি ওল্ড হুজুরদের মুখে শুধু এইসব-ই শুনে এসেছি। এইসব বললে কোমল সুন্নিদের অন্তরে বিদ্বেষ ঢুকিয়ে দেওয়া যায়, নিজের মার্কেট স্টেবল রাখা যায়।

আকিদাগত ভিন্নতা থাকতে পারে। শব্দচয়নে মানুষের ভুল হতে পারে। একজন মুসলিম হিসেবে বিষয়টা ইন্টারনালি সমাধান করাটা ছিল যৌক্তিক। তাই বলে সে দুশমনে রাসুল, তাওবা করতে হবে! নতুন করে কালেমা পড়তে হবে! তার সাথে কেউ কোলাকুলি করলে তার ও কালেমা পড়ে তাওবা পড়তে হবে! সিরিয়াসলি?

এইসব হুজুর নিজেদের মুসলিম প্রমাণের চেয়ে সুন্নি প্রমাণে বেশি তৎপর। ফলস্বরুপ জাতীয়ভাবে এদের গ্রহণযোগ্যতা খুবই কম। ধর্ম উপদেষ্টা হিসেবে আহমাদুল্লাহ হুজুরকে ডাকে। সুন্নিদের কোথাও কি ডাকল? কেন ডাকেনি, কেন সুন্নিদের পাত্তা দিল না, সেই চিন্তা কি একবারো মাথায় এসেছে আপনাদের?

সুন্নি হুজুররা মিজানুর রহমান আজহারীর সেই শব্দ চয়নকে কেন্দ্র করে বিষয়টাকে জাতীয় ইস্যু বানিয়েছেন। নিজেদের মার্কেট ধরে রাখতে সুন্নি আকিদার মানুষদের অন্তরে বিষ ভরে দিয়েছেন। কিন্তু আলটিমেটলি সুন্নি হুজুররাই দিনশেষে হিংসুটে হিসেবে সবার কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। দরকার ছিল উনাকে পার্সোনালি কল করে এমন শব্দচয়ন থেকে বিরত থাকার দাওয়াত দেওয়া। বিষয়টা আরো সুন্দর দেখাতো। এগ্রেসিবনেস এই জেনারেশন খায় না ভাই। এই জেনারেশন কোমলতাকে পছন্দ করেন। অথচ সুন্নি হুজুররা সেইসব ট্রিগার পয়েন্ট ধরতে পারেন না।

সুন্নিদের কাছে আশেকে রাসুল বলতে-

সে মিলাদ কিয়াম করতে হবে, নবীকে নূর মানতে হবে, গায়েব জানে সেইসব বিশ্বাস করতে হবে। অথচ রাসুলুল্লাহ সাঃ আল্লাহর প্রেরিত শেষ রাসুল এবং আল্লাহর পড়ে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী এই আকিদা পোষণ করাটায় ইনাফ ছিল।

হিন্দুর সাথে হাত মেলালে কেউ যেমন হিন্দু হয়না, তেমনি কোলাকুলি করলে কেউ নিজের আকিদা বিসর্জন দেয় না।

এই যে মুফতিয়ে আহলে সুন্নাত ট্যাগ বহনকারী এই হুজুরটা যে "কোলাকুলি করার কারণে কালেমা পড়ে তাওবা করতে হবে" এমন কথা বললেন না! সেটার ইফেক্ট টের পাবেন আপনারা। দেশ চলে যাচ্ছে সেক্যুদের হাতে। জামাত, কওমিরা সেইসব বিষয় নিয়ে চিন্তিত, কিন্তু সুন্নি হুজুরদের মেজাজ আবার ভিন্ন। দুনিয়া উলটে গেলেও এদের প্রথম পরিচয় হতে হবে এরা সুন্নি। যু*দ্বের সময় এরা মনে হয় আলাদা ভাবেই যু*দ্ধ করতে যাবে।

এখন আর সুন্নি সুন্নি করে আপনারা মার্কেট পাবেন না। লিখে রাখেন। নিজেদের তৈরি করা জগৎ থেকে বের হয়ে রিয়েল লাইফ সিনারিও দেখুন। সামনের জেনারেশনটা সুন্নি নামটাই ভুলে যাবে যদি এইসব বন্ধ না করেন।

এক ভাইয়ের ফেইসবুক টাইমলাইন থেকে সংগৃহীত।

04/10/2024

আল্লাহুম্মা সল্লি ওয়া সল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ🥰

আলহামদুলিল্লাহ ❤️❤️অনেক কাছ থেকে দেখার ইচ্ছা আল্লাহ চাইলে পূরন হবে এইবার।প্রিয় শায়েখ এখন বাংলাদেশে।
02/10/2024

আলহামদুলিল্লাহ ❤️❤️
অনেক কাছ থেকে দেখার ইচ্ছা আল্লাহ চাইলে পূরন হবে এইবার।প্রিয় শায়েখ এখন বাংলাদেশে।

25/08/2024

স্বাধীন বাংলাদেশ ২:০
মানুষের প্রতি মানুষের ভালবাসা এই ভাবেই যেন এগিয়ে যায় আমাদের বাংলাদেশ। ❤️❤️

19/08/2024

আহা কোন দিকে যাচ্ছে নতুন প্রজর্ম্ম🥲

08/08/2024

হাসিনা কত বড় মাফিয়া আর কিভাবে মাফিয়া সর্মাজ্য গড়ে তুলল শুনুন।

পুলিশ, র্র্যাব, সেনাবাহিনীর মধ্যে ঘুম খুনের সাথে জড়িতদের কে বিচারের আওতায় আনার জন্য কোন তথ্যের প্রয়োজন হলে এই পুলিশ সদস্যকে প্রয়োজন হতে পারে।

দুঃখের বিষয় হলেও সত্য বি এন পি নেতা ইলিয়াস আলী নেই উনাকে অনেক আগেই হত্যা করা হয়েছে বেনজীরের নেতৃত্বে।

05/08/2024

ডাটা চলতেছে...
ফোনে প্রথমে airplane mode দেন
তারপর airplane mode সরিয়ে সেটিং এ গিয়ে network 2G সিলেক্ট করে ভিপিএন কানেক্ট করুন ভিপিএন কানেক্ট অবস্থায় আবার সেটিং এ গিয়ে 4G চালু করুন
নেট চলতেছে। ফুল স্পিডে ট্রাই করেন...

সোর্স সাইবার ৭১

03/08/2024

উ* হুদের ময়.দানে সেদিন সাহাবীরা প্রাথমিক বিজয়কে চূড়ান্ত বিজয় মনে করে তার চরম মূ*ল্য দিতে হয়েছিলো।তাই সাবধান জনতা! চূ*ড়ান্ত বিজয়ের ক্ষণিক পূর্বেও নিজেদের বি*জয়ী ভাবা যাবে না।

এই অবুঝ বাচ্চাটার কি দোষ ছিল।সে তো তার বাসায় ছিল।একবার কল্পনা করুনতো এই বাচ্চাটা যদি আমার বা আপনার হত কি করতেন কার সাপোর...
02/08/2024

এই অবুঝ বাচ্চাটার কি দোষ ছিল।সে তো তার বাসায় ছিল।একবার কল্পনা করুনতো এই বাচ্চাটা যদি আমার বা আপনার হত কি করতেন কার সাপোর্ট করতেন কাকে সঙ্গ দিতেন একটু বিবেক দিয়ে চিন্তা করুনতো?

বাপ দাদা ভুল করে জালেমকে সাপোর্ট করে বলে আপনিও জালেমকে সাপোর্ট করবেন?

একটু ক্ষমতার জন্য যুবকেরা জালেমের সাপোর্ট করতেছ।কি করেছ এতদিন সেই ক্ষমতা দিয়ে। কিছুই করতে পারো নি বরং বড় ভাই নামের সেই নেতার গোলামী আর চামচামি ছাড়া।কি পেয়েছ বড় ভাইদের গোলামী করে বিনিময়ে পেয়েছ অসংখ্য মানুষের অভিশাপ, করেছ সহজ জাহান্নামে যাওয়ায় পথকে।কয় কোটি টাকার মালিক হয়েছ বিনিময়ে দেখ তোমাদের ব্যবহার করে বড় ভাই নামক নেতারা হয়েছে কোটি কোটি টাকার মালিক।

অল্লাহে আল্লার কসম করে বলছি ভয় কর আল্লাহকে যিনি সকল ক্ষমতার মালিক। বন্ধ কর বড় ভাই নামক এই সব কুলাঙ্গারের চামচামি।প্রত্যেকটা কাজের জন্য আল্লাহর হিসাবের মুখোমুখি হতে হবে সবার।

পুলিশ বা অন্যান্য বাহিনী যারা সামান্য চাকরি বাচানোর জন্য ন্যায় অন্যায় বিবেচনা না করে মানুষ হত্যা করছেন কি জবাব দিবেন আল্লাহ কাছে?
যখন পুলিশ চিলেন না তখন কি আল্লাহ আপনাদের রিজিক দেন নি আপনারা কি না খেয়ে ছিলেন? তাহলে এখন কিসের এত চাকরির ভয়, কিসের আসায় আজকে আপনারা জালিমদের সঙ্গী হচ্ছেন জাহান্নাম নিশ্চিত করতেছেন,মানুষ হত্যা করতেছেন?

বিবেক মানুষকে যেমন ন্যায় অন্যায় শেখায় ঠিক তেমনি বিবেক মানুষকে ধ্বংসের দিকেও ঠেলে দেয়।।
বুঝ সবারি আসবে কারও সময়ে কারও অসময়ে।সেদিন শুধু আফসোস ছাড়া কিছুই করার থাকবে না।

17/07/2024

#জুরুরী_নোটিশ
স্কুল কলেজ যদি বন্ধ দিয়ে দেয় তবে স্কুল কলেজ বন্ধ দেয়ার মেইন মোটিভ টা কি সবাই ধরতে পারছেন?
না, ছাত্রছাত্রীদের নিরাপত্তার জন্য স্কুল-কলেজ বন্ধ দেয় নাই। বন্ধ দিছে আন্দোলনের তীব্রতা কমানোর জন্য। স্কুল- কলেজ বন্ধ থাকলে ইউনিফর্ম পড়ে আন্দোলন করা শিক্ষার্থীর সংখ্যা কমবে। ফলে তারা শিক্ষার্থীদের অন্য ট্যাগ দিয়ে হামলা করতে পারবে। কারণ ইনফর্ম পড়া শিক্ষার্থীদের গায়ে পুলিশ হাত দিলে বহির্বিশ্ব থেকে চাপ আসবে।
তাই বলতেছি যারা আন্দোলনে যাবেন অবশ্যই ইউনিফর্ম পড়ে আসবেন এবং সাথে আইডি কার্ড রাখবেন।
আবার বলছি...
You must come in uniform and with ID card!

17/07/2024

সকল বিশ্ববিদ্যালয়ের ভাই বোনদের প্রতি অনুরোধ সবাই একএিত হয়ে কুত্তালীগ নামক এইসব জারজের বাচ্চাদেরকে হল থেকে বের করে দেন।নিষিদ্ধ করে দেন এসব টোকাই জানোয়ারদেরকে।প্রয়োজনে শক্ত অবস্থানে যেতে লাগলে যান তারপরও শিক্ষাঙ্গন সন্ত্রাস মুক্ত করুন।

17/07/2024

কোটা আন্দোলনকারীদের জন্য যদি রক্তের প্রয়োজন হয় যোগাযোগ করবেন।

❗Only For Dhaka❗

(রক্তের গ্রুপ)-(ফোন নাম্বার)
A- Negative 01933892321
A- Negative 01844464155
A- Negative 01676335830
A- Negative 01883586717
A+ 01706926694
A+ 01689223789
A+ 01703268335
A+ 01875024194
A+ 01710376348
A+ 01928275633
A+ 01890372558
A+ 01911303620
A+ 01910902996
A+ 01995362098
A+ 01715323084
A+ 01701833905
A+ 01877793861
A+ 01937906789
AB- Negative 01913545498
AB+ 01626804795
AB+ 01925582350
AB+ 01790059606
AB+ 01558448484
AB+ 01919888277
AB+ 01770412286
AB+ 01925582350
Ab+ 01792208551
Ab+ 01863181279
AB+ 01626804795
B- Negative 01870435259
B- Negative 01722414689
B+ 01967507147
B+ 0130479265
B+ 01748446523
B+ 01949315386
B+ 01703778563
B+ 01712258706
O- Negative 01643105457
O- Negative 01406310948
O+ 01302900057
O+ 01634189232
O+ 01714501929
O+ 01571024605
O+ 01736582765
O+ 01812765772
O+ 01765606433
O+ 01521467763
O+ 01626822146
O+ 01841008718
O+ 01715826941
O+ 01834878727
O+ 01920869955
O+ 01921798307
O+ 01755700448
O+ 01300334793

দয়া করে বিভিন্ন গ্রুপে পোস্ট করেন, হতেও তো পারে আপনার উছিলায় কারো জীবন বাঁচলো।
🖤 copy post

16/07/2024

যদি আজ শহীদ হই তবে আমার নিথর দেহটা রাজপথে ফেলে রাখবেন।
ছাত্র সমাজ যখন বিজয় মিছিল নিয়ে রুমে ফিরবে তখন আমাকেও বিজয়ী ঘোষনা করে দাপন করবেন।

একজন পরাজিতের লাশ তার মা-বাবা কখনও গ্রহন করবে না।

15/05/2024

অসংখ্য পথব্রষ্ট মানুষকে আল্লাহ যে আলেমের মাধ্যমে আলোর পথ দান করেছেন, অসংখ্য পরিবার কে কর্মসংস্থানের ব্যবস্থা আল্লাহ যে আলেমের মাধ্যমে করে দিয়েছেন আজকে তাকে এত তুচ্ছতাচ্ছিল্য করে কথা শুনতে হচ্ছে এবং মামলা পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে 🥲

এমন নম্র বিনয়ী একজন আলেমের পিছনে আপনি উঠে পড়ে লেগেছেন আপনি মামলা করতেছেন কিন্তু এই দেশে তো রাসূল (সাঃ) কে গালাগালি ও করা হয়েছে, উনার চরিত্র নিয়ে কথা বলা হয়েছে, আল্লাহ কে নিয়ে প্রশ্নবিদ্ধ করা হয়েছিল, ইসলাম কে নিয়ে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, ভন্ড নবী দাবী করা হয়েছিল, তাদের বিরুদ্ধে তো মামলা করার প্রয়োজন হয় নি আপনার।

আলেমদের ভুল হতেই পারে যদি ভুল হয়েই থাকে তবে ভুল ধরিয়ে দিয়ে চুপ করে যাওয়াটাই তো ভাল কাজ।

তাহেরি সাব রাসূল (সাঃ) কে কখনই বেশী ভালবাসেন না আপনি কিন্ত দেশের জনগনকে দেখাচ্ছেন খুব ভালবাসেন আপনি।আর আপনার লোক দেখানো এই ভালবাসার জন্যই না জানি আল্লাহ আপনাকে আটকে দেয়।যদি ভুল করার জন্য মামলাই করা লাগতো তাহলে এত দিনে কয়েক হাজার মামলা আপনার মত ভন্ড তাহেরীর বিরুদ্ধে করা লাগতো।কারন আপনার দীন প্রচারের ইতিহাসে ভুল আর পথব্রষ্টতা ছাড়া আছে আর কি।
সারা বিশ্বের ইসলামের দুশমনরা, অসংখ্য নাস্তিকেরা এমনি কি সরকারের পা চাটা কিছু প্রশাসন মিলে আলেমদের এক চুল পরিমান হক থেকে পিছপা করতে পারে নি আর আপনার মত অসভ্য, ভন্ড, মূর্খ ২/৪ টা তাহেরী ও কিছু করতে পারবেন না শায়েখ আহমাদুল্লাহর ইনশাআল্লাহ।

আল্লাহ যাকে চান সম্মান দান করেন যাকে চান অপমানিত করেন।আপনার হাতেই সব কল্যান।নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান।
সূরাহ :আল- ইমরান, আয়াত-২৬

05/04/2024

"আমি ক্ষমাপ্রার্থী"🙏🙏
ইসলামে নির্দেশ দেয়া হয়েছে, গীবতকারীকে লাইলাতুল কদরেও ক্ষমা করা হবে না! যতক্ষণনা সে 'তার' কাছে ক্ষমা প্রার্থনা করে। (যার নামে গীবত করা হয়েছে)।
আমাকে যারা কখনো কষ্ট দিয়েছেন, আমার সম্মুখে বা অজ্ঞাতে আমার সমালোচনা বা গীবত করেছেন, আল্লাহর নামে আমি তাদের ক্ষমা করে দিলাম।
একই সাথে, জেনে...না জেনে, বুঝে...না বুঝে, আমিও যাদের অগোচরে খারাপ কথা বলেছি, কিংবা গীবত করে ফেলেছি, সকলের কাছে আমিও ক্ষমা প্রার্থনা করছি।
আল্লাহ সুবাহানাহুতা'লা আমাদের সকলকে ক্ষমা করুন। আমাদের সব্বাইকে রহমত, বরকত, হিদায়াত, ঈমান, তাকওয়া ও সবর দান করুন।
আমিন.....…🕌

Address

Ramganj, Lakshmipur
Ramganj
3720

Alerts

Be the first to know and let us send you an email when Waking World - জাগ্রত পৃথিবী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Waking World - জাগ্রত পৃথিবী:

Videos

Share