Hare Krishna

Hare Krishna Chant
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare Hare Rama Rama Hare Hare
and be happy -

শ্রীল প্রভুপাদের গ্রন্থাদি ও বাণী প্রচারের ক্ষুদ্র প্রয়াসী। �

14/10/2024
18/09/2024
09/09/2024

The material energy means s*x. So that is energy. If a person who is working in the factory, if you stop s*x, he cannot work. And when he's unable to enjoy s*x life, then he takes intoxication. This is material life. So energy must be there. Here in the material world the energy is s*x, and in the spiritual world the energy is love. Here the love is misrepresented in s*x. That is not love; that is lust.
----------------------
Srila Prabhupada, Lecture, 18 October 1968, Seattle
https://grihasthalife.wordpress.com/
https://www.facebook.com/GrihasthaLife

বৈষ্ণব সার্বভৌম সিদ্ধ শ্রীল জগন্নাথ দাস বাবাজী মহারাজের উপদেশামৃতঃ১) কখনো বিষয়ীর অন্নগ্রহণ করিও না, গ্রহণ করিলে বিষয়ী ...
14/03/2024

বৈষ্ণব সার্বভৌম সিদ্ধ শ্রীল জগন্নাথ দাস বাবাজী মহারাজের উপদেশামৃতঃ

১) কখনো বিষয়ীর অন্নগ্রহণ করিও না, গ্রহণ করিলে বিষয়ী হইয়া যাবে।
২) সাংসারিক অমঙ্গলকে ভগবানের দয়া বলিয়া জানিবে।
৩) 'সেবা করিয়াছি' বলিয়া ঢাক পিটাইয়ো না, তখন আর ইহাকে 'সেবা' বলা যাইবে না।
৪) গৌরধাম কৃপা করিলেই ব্রজবাস হয়।
৫) কখনো মর্কটবৈরাগীর (বিরক্তবেষী কপট সাধু) সহিত মিশিও না।
৬)অন্তরে ঐকান্তিক কৃষ্ণসেবার জন্য অনুরাগ না আসিলে বাহিরে বেষগ্রহণ করিলে তাহাকে পরমহংস বলা যায় না। ৭) নির্জনভজনের ছলনায় অলস হইও না।
৮) অপরাধের সহিত লক্ষ লক্ষ মালা টানিবার চেয়ে বৈষ্ণবসেবার জন্য বাগানে চাষ ও গাছে জল দেওয়া অধিক মঙ্গলজনক। বৈষ্ণবসেবার ফলে শ্রীহরিনামে অকপট রুচি আসিবে।
৯) বৈষ্ণবের অনুকরণ করিও না, পুড়িয়া মরিবে। তাঁহার অকপট সেবা যাচনা কর।
১০) যিনি হরিসেবার অর্থ ভোগ করেন, তিনি মহাপাষণ্ডী।
১১) সাধারণ চোরের কখনো কখনো মঙ্গল হইয়া থাকে, কিন্তু গুরু-বৈষ্ণবের নামে অর্থ ভোগকারীর কখনোই মঙ্গল হয় না ।
১২) অন্যাভিলাষের সহিত গুরু-বৈষ্ণবের সেবা করলে তাঁহারা সেবকাভিমানীকে লাভ-পূজা-প্রতিষ্ঠা দিয়া সরে পড়েন।
১৩) আনুগত্যময় আচরণই সদাচার, স্বতন্ত্রতাই কদাচার।
১৪) কৃত্রিম অষ্টকালীন লীলা স্মরণপদ্ধতি রূপানুগ ভজনরীতি নহে শ্রীনামকীর্তনযোগে স্মরণই গোস্বামীগণের সিদ্ধান্ত। (সূত্রঃ সংগ্রহিত)

সবচেয়ে বড় বিপদ : -সবচেয়ে বড় বিপদ হল মানুষের চেয়ে নিচু দেহ পাওয়ার বিপদ। অত্যন্ত কষ্টে আমরা এই মনুষ্য আকৃতি পেয়েছিলা...
11/03/2024

সবচেয়ে বড় বিপদ : -
সবচেয়ে বড় বিপদ হল মানুষের চেয়ে নিচু দেহ পাওয়ার বিপদ। অত্যন্ত কষ্টে আমরা এই মনুষ্য আকৃতি পেয়েছিলাম শুধুমাত্র .এই দেহের সদ্ব্যবহার করতে এবং পরমেশ্বর ভগবান গোবিন্দের সাথে আমাদের সম্পর্ক পুনঃস্থাপনের জন্য ।
শ্রীল প্রভুপাদ

17/09/23 Vyas puja at ISKCON Rajshahi.
09/11/2023

17/09/23 Vyas puja at ISKCON Rajshahi.

আচার্যদের মুখ থেকে আমরা শুনেছি, রাধারাণীর সবচেয়ে প্রিয় খাবার হলো গাঁটি কচু। কচুর যেকোনো আইটেমই রাধারাণীর খুব প্রিয়। বর্...
22/09/2023

আচার্যদের মুখ থেকে আমরা শুনেছি, রাধারাণীর সবচেয়ে প্রিয় খাবার হলো গাঁটি কচু। কচুর যেকোনো আইটেমই রাধারাণীর খুব প্রিয়। বর্ষানা এবং সমগ্র বৃন্দাবন জুড়ে রাধাষ্টমীর দিন জোয়ান ফোড়ন দিয়ে চটপটে মশলাযুক্ত দই-কচু প্রসাদ হিসেবে বিতরণ করা হয়। রাভেল গ্রামের গোপবালিকাদের প্রিয় খাবার ছিল এটি। যেসকল শাক অথবা কন্দমূল দুর্গম জলে-জঙ্গলে উৎপন্ন হয় ( যেমন পদ্মের কন্দ, শালুকের নাল, মাখনা ইত্যাদি ) অথবা যেসব সবজি সাধারণতঃ সঠিকভাবে রন্ধন না করলে গলা চুলকায় ( মানকচু, কচুর শাক , ঘেটকোল বা খারকোন পাতা ইত্যাদি ) রাধারাণীর প্রিয় খাবারের তালিকাভুক্ত। এছাড়া মিষ্টি কুমড়ার সবজি উনার বিশেষ পছন্দ।

ফলের মধ্যে উনার প্রিয় ফল হচ্ছে আতা। এছাড়া খেজুর, বেদানা, কিশমিশ জাতীয় শুকনো ফল, মধু, দইয়ের ঘোল উনার পছন্দের। পানীয় হিসেবে পঞ্চামৃত, এলাচ, জায়ফল, কর্পূর ও গোলমরিচ চূর্ণ সহযোগে প্রস্তুত 'রসালা' নামক এক বিশেষ প্রকার সরবৎ রাধারাণীর বেশ প্রিয়, যা ললিতা সখী ব্যক্তিগতভাবে খুব যত্ন সহকারে প্রস্তুত করতেন। মধ্যাহ্ন সময়ে যখন সূর্যপূজার ছলে রাদারাণী কৃষ্ণের সঙ্গে মিলিত হতেন, তখন প্রায়শঃই সখীগণ তাদের দুজনকে নৈবেদ্য হিসেবে বনের মধু এবং বিভিন্ন ফল নিবেদন করতেন।

রাধারাণী দুগ্ধজাত অথবা মিষ্টি জাতীয় খাবার খুব পছন্দ করেন, বিশেষ করে মালপোয়া উনার খুব প্রিয়। রাধাষ্টমীর পরের দিন নবমী তিথিতে বৃষভানু রাজার আনন্দোৎসব হয়। ঐদিন বৃন্দাবনের বহু মন্দিরে রাধামাধব যুগলকে তালের বিভিন্ন আইটেম ভোগ লাগানোর রীতি প্রচলিত আছে।

এছাড়াও দই দিয়ে প্রস্তুত বিভিন্ন টক-মিষ্টি মুখরোচক পদ রাধারাণীর পছন্দের তালিকায় রয়েছে। ব্রজবাসীরা বলেন দইবড়া ও রাইতা উনার খুব প্রিয়। এছাড়া রাধাবল্লভী নামক একপ্রকার কচুরি রয়েছে। নাম থেকেই স্পষ্ট যে এটি রাধারাণীর বিশেষভাবে প্রিয়। রাধাষ্টমীর দিন রাধাবল্লভী কচুরি সহযোগে মিষ্টি কুমড়ো ও গাটিকচুর সবজি নিবেদন করলে আপনারা রাধারাণীর বিশেষ কৃপা লাভ করতে পারবেন।

এছাড়া রাধারাণীর প্রিয় পুষ্প হল জুঁই , মল্লিকা ও পদ্ম। প্রিয় রং হল নীল, যেহেতু এটি উনার প্রিয়তম শ্রীকৃষ্ণেরই গাত্রবর্ণ।

শ্রীলভক্তিচারু স্বামী গুরুমহারাজের সংক্ষিপ্ত পরিচিতি:-(The Commander-In-Chief of ISKCON) (১) আবির্ভাব- ১৭ সেপ্টেম্বর ১৯৪...
17/09/2023

শ্রীলভক্তিচারু স্বামী গুরুমহারাজের সংক্ষিপ্ত পরিচিতি:-
(The Commander-In-Chief of ISKCON)
(১) আবির্ভাব- ১৭ সেপ্টেম্বর ১৯৪৫
(২) জন্মস্থান- কুটি (ব্রাহ্মণবাড়িয়া), বাংলাদেশ।
(৩) শিক্ষা-দেশে স্নাতক সমাপন। তারপর ১৯৭০ সালে জার্মানিতে (কেমিস্ট্রি বিষয়ে) উচ্চশিক্ষা গ্রহন।
(৪) শ্রীল প্রভুপাদের সাথে প্রথম সাক্ষাৎ- জানুয়ারি, ১৯৭৭ (মহাকুম্ভ, প্রয়াগরাজ, উত্তরপ্রদেশ)।
(৫) হরিনাম ও ব্রাহ্মণ দীক্ষা- মার্চ, ১৯৭৭ (শ্রীধাম মায়াপুর) গৌর পূর্ণিমা তিথি।
(৬) সন্ন্যাস- ১৯৭৭ (বৃন্দাবন), জগন্নাথের স্নানযাত্রা তিথি।
(৭) জি.বি.সি চেয়ারম্যান- ১৯৮৯, ২০১৭
(৮) গুরুত্বপূর্ণ স্থাপত্য- ১০০ এপিসোডের অভয়চরণ শর্ট ফিল্ম, উজ্জ্বয়নীতে ইস্কন মন্দির স্থাপন (২০০৬), উজ্জ্বয়ণে ভগবানের মূর্তি ও ড্রেস তৈরির শিল্পকারখানা (২০০৭), পাণিহাটীতে ইস্কন মন্দির (২০১৩), আরোগ্য নিকেতন (২০১৪)। এছাড়া দেশ ও বিদেশে আরো অগণিত প্রতিষ্ঠান ও স্থাপত্য।
(৯) চেয়ারম্যান-বেদ ফাউন্ডেশন ও গোপালন, ফ্লোরিডা।
(১০) চেয়ারম্যান- অন্নামৃত ফাউন্ডেশন (মিড ডে মিল)।
(১১) অপ্রকট লীলা- ০৪ জুলাই ২০২০ (বয়স-৭৪), ফ্লোরিডা, আমেরিকা।
জয় শ্রীল ভক্তিচারু স্বামী গুরু মহারাজ! জয় শ্রীল প্রভুপাদ হরে কৃষ্ণ।
ধন্যবাদ 🙏🏻

03/02/2023

নিত্যানন্দ ত্রয়োদশী মহোৎসব,
খেতুরি ধাম, রাজশাহী ।

Address


Opening Hours

11:45 - 17:00

Telephone

+8801917796071

Alerts

Be the first to know and let us send you an email when Hare Krishna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Opening Hours
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share