
12/02/2025
রাজশাহীতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, আমরা জামায়াতকে সমর্থন করিনি, বিএনপি সরকারের উদারতার কারণে দেশে রাজনীতি করার প্রথম সুযোগ পায় দলটি। কিন্তু সব সময় দেখেছি, এই দলটি মোনাফেকি করেছে।
বুধবার বিকালে রাজশাহীর বাগমারা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত আবদুল ওয়াহেদ মণ্ডলের স্মরণ সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তাহেরপুর স্কুল মাঠে পৌর বিএনপির আহ্বায়ক আবু নঈম শামসুর রহমান মিন্টুর সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ, বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক কামাল হোসেন, প্রমুখ।
রিজভী বলেন, শেখ হাসিনা পদ্মাসেতু, মেট্রোরেল করেছেন বিদেশে টাকা পাচারের জন্য। ক্ষমতায় থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন। নিজের বাড়ি থাকার পরেও ৬০ কাঠার প্লট নিয়েছেন। তিনি বলেন, গণতন্ত্রের প্রথম শর্ত হলো আমরা প্রাণখুলে কথা বলবো। ভোটের নিশ্চয়তা আমাদের দিতে হবে, যেটা ১৭ বছর মানুষ পায়নি।
সিংক : রুহুল কবির রিজভী, সিনিয়র যুগ্ম মহাসচিব, বিএনপি