রাজশাহী বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ কর্তৃক আয়োজিত: RURS 1st International Student Conference & Research Fair-2024.
♦️♦️𝐁𝐢𝐠 𝐀𝐧𝐧𝐨𝐮𝐧𝐜𝐞𝐦𝐞𝐧𝐭: 𝐈𝐒𝐂𝐑𝐅-𝟐𝟎𝟐𝟒♦️♦️
রাজশাহী বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ কর্তৃক আয়োজিত: RURS 1st International Student Conference & Research Fair-2024.
● 𝐁𝐞𝐧𝐞𝐟𝐢𝐭𝐬 𝐟𝐫𝐨𝐦 𝐩𝐚𝐫𝐭𝐢𝐜𝐢𝐩𝐚𝐭𝐢𝐧𝐠 𝐚𝐬 𝐚𝐧 𝐀𝐮𝐝𝐢𝐞𝐧𝐜𝐞:
✔ International Research Conference Certificate of Participation (𝐈𝐒𝐂𝐑𝐅-𝟐𝟎𝟐𝟒)
✔ Event Badge
✔ Book of Abstracts
✔ Pen and Notepad
✔ Conference Bag
✔ Snacks and Food
✔ Unlimited Coffee
⦿ 𝑹𝒆𝒈𝒊𝒔𝒕𝒓𝒂𝒕𝒊𝒐𝒏 𝑭𝒆𝒆:
▪️Partial: ৳𝟓𝟎𝟎 𝐓𝐊 or $𝟓𝟎 𝐔𝐒𝐃
▪️Full: ৳𝟏,𝟐𝟎𝟎 𝐓𝐊 or $𝟏𝟎𝟎 𝐔𝐒𝐃
✅ 𝐑𝐞𝐠𝐢𝐬𝐭𝐫𝐚𝐭𝐢𝐨𝐧 𝐋𝐢𝐧𝐤: 🔗
https://forms.gle/WXAUbv7fUgF1LQVRA
✅ 𝐅𝐨𝐫 𝐃𝐞𝐭𝐚𝐢𝐥𝐬: 🔗
https://rursbd.org/reg/
⦿ Conference Date: 𝟐𝟐𝐧𝐝-𝟐𝟑𝐫𝐝 𝐅𝐞𝐛𝐫𝐮𝐚𝐫𝐲, 𝟐𝟎𝟐𝟓
⦿ Venue: 𝐔𝐧𝐢𝐯𝐞𝐫𝐬𝐢𝐭𝐲 𝐨𝐟 𝐑𝐚𝐣𝐬𝐡𝐚𝐡𝐢, 𝐁𝐚𝐧𝐠𝐥𝐚𝐝𝐞𝐬𝐡
⦿ Registration Deadline: 𝟏𝟎𝐭𝐡 𝐅𝐞𝐛𝐫𝐮𝐚𝐫𝐲, 𝟐𝟎𝟐𝟓
#RURS #InternationalConference #ResearchFair #ISCRF2024 #UniversityOfRajshahiAnnouncement
শীতের সকালে কুয়াশায় মোড়ানো রাজশাহী বিশ্ববিদ্যালয়
শীতের সকালে কুয়াশায় মোড়ানো রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাগল চোর আটক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীদের তৎপরতায় এক ছাগল চোর আটক হয়েছে। আজ সোমবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১টা ১০ মিনিটের দিকে বুদ্ধিজীবী চত্বরের সামনে থেকে তাকে আটক করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, এক ব্যক্তি বেপরোয়া গতিতে রিকশা চালিয়ে পালানোর চেষ্টা করছিল। শিক্ষার্থীদের সন্দেহ হলে তারা রিকশাটিকে থামতে বলেন। এ সময় রিকশায় থাকা একটি বস্তা থেকে ছাগলের বাচ্চার ডাক শোনা যায়। শিক্ষার্থীরা বিষয়টি নিশ্চিত হয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে বারবার কথা পাল্টাতে থাকে।
কোনো সন্তোষজনক উত্তর না পাওয়ায় শিক্ষার্থীরা তাকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করেছে।
বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, "রিকশাচালকের আচরণ
রাবি বধ্যভূমি এলাকার কাছাকাছি এলাকায় বৈদ্যুতিক তার চুরি করার সময় এই চোরকে আটক করা হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয় বধ্যভূমি এলাকার কাছাকাছি এলাকায় বৈদ্যুতিক তার চুরি করার সময় এই চোরকে আটক করা হয়।
৩০ টাকার স্টল এখন রাবিতে
রাবিতে মাত্র ৩০ টাকায় সুস্বাদু খাবার! স্টুডেন্টদের বাজেট ফ্রেন্ডলি ‘৩০ টাকার স্টল’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের জন্য সুখবর! সিরাজী ভবনের সামনে (কুটুম বাড়ির পাশে) চালু হয়েছে ‘ ৩০ টাকার স্টল যেখানে মাত্র ৩০ টাকায় মিলছে সুস্বাদু খাবার।
এই স্টলটি সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে, যা শিক্ষার্থীদের জন্য একটি দুর্দান্ত সুযোগ। সাধ্যের মধ্যে পুষ্টিকর খাবার খেতে চাইলে এটি হতে পারে আদর্শ ঠিকানা।
কেন এত হাইপ?
শিক্ষার্থীদের বাজেটের কথা মাথায় রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনেকেই এখানে এসে খাবার খেয়ে দারুণ অভিজ্ঞতা শেয়ার করছেন।
✏️মেনুতে থাকছেঃ চিকেন স্যান্ডউইচ, চিকেন কাপ পাস্তা, বার্গার, বিভিন্ন ধরনের পাকোড়া, এছাড়া বিভিন্ন ধরনের ড্রিঙ্কস আইটেম।
লোকেশন ও যোগাযোগ:
📍 লোকেশন: সিরাজী ভবনের সামনে, কুটুম বাড়ির পাশে
📞 ফোন: 01747476351
শিক্ষার্থ
স্বপ্নের রাবি তোমার অপেক্ষায়! দ্রুত আবেদন করো!
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য দারুণ সুযোগ! যদি তোমার স্বপ্ন হয় রাবির গর্বিত অংশ হওয়া, তাহলে আর দেরি না করে এখনই আবেদন করে ফেলো!
✅ আবেদনের শেষ সময়: ৫ই ফেব্রুয়ারি ২০২৫
✅ বিশ্ববিদ্যালয়ের মর্যাদা: বাংলাদেশ ও আন্তর্জাতিক পর্যায়ে অন্যতম শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়
✅ বিভাগসমূহ: বিজ্ঞানের অগ্রগামী গবেষণা, সামাজিক বিজ্ঞান, মানবিক বিভাগ, ব্যবসায় প্রশাসনসহ অসংখ্য শিক্ষাবিষয়ক সুযোগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, একাডেমিক উৎকর্ষতা ও চমৎকার ক্যাম্পাস লাইফ তোমার ভবিষ্যত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই আর দেরি নয়, দ্রুত আবেদন করে স্বপ্নপূরণের পথে এক ধাপ এগিয়ে যাও!
#RU #University_of_Rajshahi #UniversityRankings #রাবি #রাজশাহী_বিশ্ববিদ্যালয় #WebMatrix
মেহেরচন্ডি ফ্লাইওভারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, আহত কয়েকজন
মেহেরচন্ডি ফ্লাইওভারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, আহত কয়েকজন
রাজশাহী, ৩১ জানুয়ারি:
রাজশাহীর মেহেরচন্ডি ফ্লাইওভারে আজ একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে, যা প্রত্যক্ষদর্শীদের মতে, হলিউড সিনেমার শুটিং দৃশ্যের মতো মনে হতে পারে। বেপরোয়া গতির কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ধাক্কা খায়, ফলে গাড়িটি উল্টে যায়। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন, যাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, অতিরিক্ত গতির কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। সাধারণ মানুষকে সাবধানে গাড়ি চালানোর আহ্বান জানানো হয়েছে।
সড়কে নিরাপত্তা সবার আগে
এ ধরনের দুর্ঘটনা আমাদের আবারও মনে করিয়ে দেয়, "Speed thrills but kills"—গতি আমাদের রোমাঞ্চিত করলেও এটি প্রাণঘাতী হতে পারে। তাই সকল চালককে ট্রাফিক আই
“Voices that inspire, ideas that ignite! ✨ Presenting the brilliant minds of TEDxRajshahiUniversity—visionaries, disruptors, and changemakers ready to spark new possibilities!”
From the depths of science and innovation to the heights of cinema and storytelling, our speakers are redefining boundaries:
🚀 Dr. Saleh Hasan Naqib—pioneering research in superconductivity and computational physics.
🌱 Dr. Abed Chaudhury—revolutionizing agriculture with high-yield rice innovations.
🎬 Syed Ahmed Shawki—the director behind Karagar and Taqdeer, reshaping Bangladeshi cinema.
🎭 Khairul Basar & Manoj Kumar Pramanik—versatile actors bringing compelling stories to life.
📈 Md. Miarul Haque—Managing Director of DHL Express Bangladesh, is a forward-thinking business leader driving innovation and sustainability
📈 Md. Tajdin Hassan—marketing strategist driving impact at The Daily Star.
Be there as they share their boldest ideas and most inspiring journeys on February 2! Online registration is open until February 1—grab your tickets before it’s too late!
🎟 Gold Ticket: 700 BDT
🎟 VIP Ticket: 1000 BDT
Don’t just hear ideas—be part of the movement. See you at TEDxRU! #TEDxRU #IdeasWorthSpreading
#rutv
#রবিটভি