RUtv । রাবিটিভি

RUtv । রাবিটিভি Education I Campus |Youth

RUtv's primary goal is to present all kinds of information and internal activities of Rajshahi University to everyone.

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক দফার ক্যালিগ্রাফি বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক মুছা হয়েছে বলে জানা গেছে।এটা আপনারা কিভাবে দেখছ...
05/02/2025

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক দফার ক্যালিগ্রাফি বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক মুছা হয়েছে বলে জানা গেছে।

এটা আপনারা কিভাবে দেখছেন?

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্প্রতি ক্যাম্পাসের পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে সপ্তাহব্যাপী কর্মসূচি গ্রহণ করে...
04/02/2025

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্প্রতি ক্যাম্পাসের পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে সপ্তাহব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। বাংলাদেশের সর্ববৃহৎ পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস, রাবি শাখা, এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছে।

গ্রীন ভয়েসের পক্ষ থেকে আমরা সবাইকে আহ্বান জানাই: আসুন, নিজেদের ক্যাম্পাস নিজেরাই রাখি পরিচ্ছন্ন। এটি আমাদের সম্মিলিত দায়িত্ব।

উল্লেখ্য, এর আগেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সংগঠন পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রমে অংশগ্রহণ করেছে। উদাহরণস্বরূপ, ২০২৩ সালের জানুয়ারিতে 'আমার ক্যাম্পাস আমার পরিচ্ছন্নতা' স্লোগান নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় মার্কেটিং অ্যালামনাই এসোসিয়েশন (রুমা) ক্যাম্পাসে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করে। তারা উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের নিকট ৩৫টি আবর্জনা ফেলার পাত্র হস্তান্তর করেন।

এছাড়াও, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থীরা সেন্টমার্টিন দ্বীপে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। তাদের প্রতিপাদ্য ছিল 'সেন্টমার্টিন বাঁচান, পরিবেশ রক্ষা করুন'।

এ ধরনের উদ্যোগ ক্যাম্পাসের পরিবেশ সুরক্ষা ও সৌন্দর্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা আশা করি, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে এবং ক্যাম্পাসের সবাই এতে সক্রিয় অংশগ্রহণ করবেন।
#রাবিটিভি

রাবিতে এ বছর থেকে এক শিফটে পরীক্ষা হবে। ▣ পরীক্ষা হবে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম , খুলনা ও রংপুর ▣ জিপিএর উপর নাম্বার নেই ...
04/02/2025

রাবিতে এ বছর থেকে এক শিফটে পরীক্ষা হবে।
▣ পরীক্ষা হবে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম , খুলনা ও রংপুর
▣ জিপিএর উপর নাম্বার নেই
▣ বিষয়ভিত্তিক আলাদা পাস নেই
▣ মোট ৪০ পেলে পাস
▣ প্রশ্ন থাকবে ৮০টি
▣ নেগেটিভ মার্কিং আছে।
হাতে প্রায় ২.৫ মাস + সময় আছে ...
▣ ইংরেজি ব্যসিক ক্লিয়ার করে পড়ো।
▣ সাধারণ জ্ঞান রাজশাহী ও রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্পর্কে জেনে রাখিও।
আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য All in One ব্যাচে গুরুত্ব দিয়ে পড়াবো। শুধু রাজশাহী না, সাথে থাকবে (গুচ্ছ, কুবি, খুবি, ৭ কলেজ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের) ব্যাচ সম্পূর্ণ ফ্রী।
ক্লাস শুরু - ১০ ফেব্রুয়ারী। বিস্তারিত জানতে পেইজে মেসেজ দিন। কোর্স ফী - ১৩০০ টাকা।

● ফেব্রুয়ারি মাসে রাকসুর তফসিল ঘোষণা করা হবে।অধ্যাপক সালেহ্ হাসান নকীব উপাচার্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়
04/02/2025

● ফেব্রুয়ারি মাসে রাকসুর তফসিল ঘোষণা করা হবে।

অধ্যাপক সালেহ্ হাসান নকীব উপাচার্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পবিত্র কোরআন শরীফে অগ্নিসংযোগের ঘটনায় মূল সন্দেহভাজন হিসেবে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ ...
04/02/2025

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পবিত্র কোরআন শরীফে অগ্নিসংযোগের ঘটনায় মূল সন্দেহভাজন হিসেবে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে তদন্ত করে তাকে শনাক্ত করে।

উল্লেখ্য, গত ১২ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হল, শহীদ হবিবুর রহমান হল, শহীদ জিয়াউর রহমান হল, মতিহার হল ও মাদার বখ্শ হলে পবিত্র কোরআন শরীফ পোড়ানোর ঘটনা ঘটে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ৯ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটির প্রধান, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মোহা. ফরিদ উদ্দিন খান, দ্রুততম সময়ে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা পান।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব এ ঘটনাকে পূর্বপরিকল্পিত ও ন্যক্কারজনক উল্লেখ করে বলেন, "একই গোষ্ঠী সম্ভবত একই সময়ে রাতের আঁধারে এ ঘটনা ঘটিয়েছে। তাদের উদ্দেশ্য খুব স্পষ্ট, তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গৌরবময় সাম্প্রদায়িক সম্প্রীতির যে ইতিহাস আছে, সেই জায়গা থেকে আমাদের ধর্মপ্রাণ মুসলিমদের আবেগ–অনুভূতিতে আঘাত হেনে সেই সম্প্রীতির জায়গাটা বিনষ্ট করার চেষ্টা করছে।"

এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশের মাধ্যমে প্রতিবাদ জানান। তারা দোষীদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তির দাবি করেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে তদন্ত চালিয়ে সন্দেহভাজন শিক্ষার্থীকে শনাক্ত করে এবং তাকে পুলিশ হেফাজতে নেয়। তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে, এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের উদ্যোগে ‘পজিশনধারী শিক্ষার্থী সংবর্ধনা’ অনুষ্ঠিত হতে যাচ্ছেবাংলাদেশ ইসলামী ছাত্রশিবি...
04/02/2025

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের উদ্যোগে ‘পজিশনধারী শিক্ষার্থী সংবর্ধনা’ অনুষ্ঠিত হতে যাচ্ছে

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত ‘পজিশনধারী শিক্ষার্থী সংবর্ধনা’ অনুষ্ঠান আগামী ৮ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৫ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এই বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের অনার্স ফাইনাল পরীক্ষায় প্রথম থেকে সপ্তম স্থান অধিকারী শিক্ষার্থীদের (সর্বোচ্চ সেশন ২০১৭-১৮) সংবর্ধনা দেওয়া হবে।

অনুষ্ঠানে অংশগ্রহণের যোগ্যতা

✅ অনার্সের চূড়ান্ত পরীক্ষায় প্রথম থেকে সপ্তম স্থান অধিকারী শিক্ষার্থী
✅ সর্বোচ্চ সেশন ২০১৭-১৮

অনুষ্ঠানে অংশগ্রহণের প্রক্রিয়া

উক্ত ক্যাটাগরির শিক্ষার্থীদের এই আয়োজনে অংশগ্রহণের জন্য নিম্নোক্ত গুগল ফর্ম পূরণ করতে হবে:
📌 গুগল ফর্ম লিংকঃ
https://docs.google.com/forms/d/1rbc5wkO6f4SAfZvmyPV_MiBhUzIc56WMbiK9xVVrXBQ/edit

ফর্ম পূরণ করা যাবে বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত।

সংবর্ধনা অনুষ্ঠানের স্থান ও সময়

অনুষ্ঠানের স্থান ও সময় রেজিস্ট্রেশনকারীদের ব্যক্তিগত মেসেজের মাধ্যমে জানানো হবে।

যোগাযোগের জন্য

সংবর্ধনা অনুষ্ঠান সংক্রান্ত যেকোনো তথ্য বা সহযোগিতার জন্য নির্ধারিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা যাবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উচ্চশিক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সম্মানিত করার এই ব্যতিক্রমী আয়োজন সবার মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি করেছে।

রাবি আউটসোর্সড কর্মচারীদের মধ্যে শীতবস্ত্র বিতরণরাজশাহী বিশ্ববিদ্যালয়, ৪ ফেব্রুয়ারি ২০২৫:রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ...
04/02/2025

রাবি আউটসোর্সড কর্মচারীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ৪ ফেব্রুয়ারি ২০২৫:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন প্রতিষ্ঠানে আউটসোর্সড ভিত্তিতে কর্মরত কর্মচারীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে শীতার্ত কর্মচারীদের হাতে এসব শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান। তাঁরা বিভিন্ন আবাসিক হল ও রাবি ক্লাবের ৫০ জন কর্মচারীর হাতে শীতবস্ত্র তুলে দেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, তীব্র শীতের কারণে কর্মচারীদের দৈনন্দিন দায়িত্ব পালনে যে অসুবিধা হয়, তা লাঘবের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মচারীদের কল্যাণে প্রশাসন সবসময় সচেষ্ট এবং আগামীতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে তাঁরা আশ্বাস দেন।

উল্লেখ্য, এর আগে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কয়েক দফায় কর্মচারীদের শীতবস্ত্র প্রদান করা হয়েছে এবং আগামী কয়েক দিনের মধ্যে অন্যান্য কর্মচারীদেরও শীতবস্ত্র দেওয়া হবে বলে জানানো হয়েছে।

প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার
প্রশাসক, জনসংযোগ দপ্তর
রাজশাহী বিশ্ববিদ্যালয়

#রাবিটিভি

Rajshahi University Journal of Social Science and Business Studies(ISSN 2309-0944)Call for PapersContributions are hereb...
04/02/2025

Rajshahi University Journal of Social Science and Business Studies

(ISSN 2309-0944)

Call for Papers

Contributions are hereby invited from teachers and researchers of Social Science, Business Studies and related fields from the University of Rajshahi, and those outside of the University for publication in the forthcoming issue(s) of the Rajshahi University Journal of Social Science and Business Studies (RUJSSBS). Next issue of the journal is expected to be published by April 2025. Last date of submitting manuscripts is February 16, 2025. Submissions made after this date will also be considered for subsequent issues.

Manuscripts should be original, theoretical or empirical, plagiarism free, and are not under consideration for publication or have not been accepted or published in any other journal. All submissions are subject to double-blind peer review, editing (If required), and plagiarism check. For style, the APA (7th) manual of style should be followed. Details of manuscript format and style can be found in the guidelines to be viewed at https://www.ru.ac.bd/publication/guidelines-for-authors/.

Manuscript(s) must be typed clearly in English with double space on one side of A4 size white paper (with at least 2.54 cm margin on all sides), and pages numbered consecutively. In the manuscript, there should be a title page containing the title of the paper, name(s) of the author(s) with affiliation and e-mail ID. The full paper will start from the second page with 'Title', 'Abstract', 'Keywords', 'Introduction', 'Literature Review', 'Methodology', 'Results and Interpretations', 'Conclusion', 'Acknowledgements' (if any), 'Notes and References', etc. Notes and references should be placed at the end of the article, and footnotes should be avoided. Notes should be numbered consecutively in the text in superscript. The size of the article preferred to be limited to twenty type-written pages (around 2,500 words).

Contributions must be submitted in triplicate along with a soft copy and a covering letter from the corresponding author addressed to the Editor-in-Chief, or Member-Secretary, Rajshahi University Journal of Social Science and Business Studies, Publications Office, University of Rajshahi, Rajshahi 6205, Bangladesh.

Professor Dr. Md. Elias Hossain

26 January 2025

Editor-in-Chief

Rajshahi University Journal of Social Science and Business Studies

04/02/2025

♦️♦️𝐁𝐢𝐠 𝐀𝐧𝐧𝐨𝐮𝐧𝐜𝐞𝐦𝐞𝐧𝐭: 𝐈𝐒𝐂𝐑𝐅-𝟐𝟎𝟐𝟒♦️♦️

রাজশাহী বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ কর্তৃক আয়োজিত: RURS 1st International Student Conference & Research Fair-2024.

● 𝐁𝐞𝐧𝐞𝐟𝐢𝐭𝐬 𝐟𝐫𝐨𝐦 𝐩𝐚𝐫𝐭𝐢𝐜𝐢𝐩𝐚𝐭𝐢𝐧𝐠 𝐚𝐬 𝐚𝐧 𝐀𝐮𝐝𝐢𝐞𝐧𝐜𝐞:
✔ International Research Conference Certificate of Participation (𝐈𝐒𝐂𝐑𝐅-𝟐𝟎𝟐𝟒)
✔ Event Badge
✔ Book of Abstracts
✔ Pen and Notepad
✔ Conference Bag
✔ Snacks and Food
✔ Unlimited Coffee

⦿ 𝑹𝒆𝒈𝒊𝒔𝒕𝒓𝒂𝒕𝒊𝒐𝒏 𝑭𝒆𝒆:
▪️Partial: ৳𝟓𝟎𝟎 𝐓𝐊 or $𝟓𝟎 𝐔𝐒𝐃
▪️Full: ৳𝟏,𝟐𝟎𝟎 𝐓𝐊 or $𝟏𝟎𝟎 𝐔𝐒𝐃

✅ 𝐑𝐞𝐠𝐢𝐬𝐭𝐫𝐚𝐭𝐢𝐨𝐧 𝐋𝐢𝐧𝐤: 🔗
https://forms.gle/WXAUbv7fUgF1LQVRA

✅ 𝐅𝐨𝐫 𝐃𝐞𝐭𝐚𝐢𝐥𝐬: 🔗
https://rursbd.org/reg/

⦿ Conference Date: 𝟐𝟐𝐧𝐝-𝟐𝟑𝐫𝐝 𝐅𝐞𝐛𝐫𝐮𝐚𝐫𝐲, 𝟐𝟎𝟐𝟓
⦿ Venue: 𝐔𝐧𝐢𝐯𝐞𝐫𝐬𝐢𝐭𝐲 𝐨𝐟 𝐑𝐚𝐣𝐬𝐡𝐚𝐡𝐢, 𝐁𝐚𝐧𝐠𝐥𝐚𝐝𝐞𝐬𝐡
⦿ Registration Deadline: 𝟏𝟎𝐭𝐡 𝐅𝐞𝐛𝐫𝐮𝐚𝐫𝐲, 𝟐𝟎𝟐𝟓

04/02/2025

শীতের সকালে কুয়াশায় মোড়ানো রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পবিত্র কোরআন শরিফে অগ্নিসংযোগের ঘটনায় মূল সন্দেহভাজন ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানি...
04/02/2025

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পবিত্র কোরআন শরিফে অগ্নিসংযোগের ঘটনায় মূল সন্দেহভাজন ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব। তিনি এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির অসাধারণ কাজের প্রশংসা করেন এবং সময়মতো বিস্তারিত তথ্য প্রকাশের আশ্বাস দেন।

গত ১২ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের পাঁচটি আবাসিক হলে পবিত্র কোরআন শরিফের পোড়া কপি পাওয়া যায়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ৯ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে, যার প্রধান ছিলেন সহ–উপাচার্য (একাডেমিক) মোহা. ফরিদ উদ্দিন খান। তদন্ত কমিটি দ্রুততার সঙ্গে কাজ করে সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করতে সক্ষম হয়।

উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, "আমাদের তদন্ত কমিটি অসাধারণ কাজ করেছে। আমরা যথাসময়ে বিস্তারিত জানাতে পারব।" তিনি আরও বলেন, "ঘটনাটি পূর্বপরিকল্পিতভাবে ঘটানো হয়েছে, যা অত্যন্ত ন্যক্কারজনক। এ ঘটনায় দোষীদের খুব দ্রুত খুঁজে বের করা হবে।"

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে কাজ করে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়েছে। তদন্তের স্বার্থে তার পরিচয় গোপন রাখা হয়েছে। তদন্ত কমিটি দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, এ ঘটনার পর শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের ধৈর্য ও সহনশীলতার প্রশংসা করে এবং সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানায়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ধরনের ন্যক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি রোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। তদন্তের অগ্রগতি সম্পর্কে সময়মতো বিস্তারিত তথ্য প্রদান করা হবে।

04/02/2025

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাগল চোর আটক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীদের তৎপরতায় এক ছাগল চোর আটক হয়েছে। আজ সোমবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১টা ১০ মিনিটের দিকে বুদ্ধিজীবী চত্বরের সামনে থেকে তাকে আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, এক ব্যক্তি বেপরোয়া গতিতে রিকশা চালিয়ে পালানোর চেষ্টা করছিল। শিক্ষার্থীদের সন্দেহ হলে তারা রিকশাটিকে থামতে বলেন। এ সময় রিকশায় থাকা একটি বস্তা থেকে ছাগলের বাচ্চার ডাক শোনা যায়। শিক্ষার্থীরা বিষয়টি নিশ্চিত হয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে বারবার কথা পাল্টাতে থাকে।

কোনো সন্তোষজনক উত্তর না পাওয়ায় শিক্ষার্থীরা তাকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করেছে।

বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, "রিকশাচালকের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় আমরা তাকে থামতে বলি। পরে বস্তার ভেতর থেকে ছাগলের বাচ্চার ডাক শুনে নিশ্চিত হই যে, সে চুরি করেছে। এরপর আমরা প্রশাসনকে বিষয়টি জানাই।"

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের একজন কর্মকর্তা জানান, "আমরা শিক্ষার্থীদের কাছ থেকে বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি এবং আটক ব্যক্তিকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করেছি।"

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষ শিক্ষার্থীদের এ ধরনের সচেতনতা ও উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের ১১তম কার্যনির্বাহী কমিটি গঠিতরাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের (RUSC) ১১তম কার...
03/02/2025

রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের ১১তম কার্যনির্বাহী কমিটি গঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের (RUSC) ১১তম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে গঠিত এই নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ সাইকত।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয়েছেন—
- কোষাধ্যক্ষ: ইসমাইল হোসেন আশিক
- সাধারণ সম্পাদক: রবি উস সানি শাপন
- সহ-সভাপতি: খালিদ মাহমুদ
- যুগ্ম সাধারণ সম্পাদক: সোহরাব উদ্দিন
- সংগঠনিক সম্পাদক: মো. আবু যুবায়ের
- যুগ্ম সংগঠনিক সম্পাদক: আরিফা খাতুন

নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যরা ক্লাবের কার্যক্রম আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তারা বিজ্ঞানচর্চাকে জনপ্রিয় করা এবং শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান-মনস্কতা গড়ে তোলার লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন!

03/02/2025
তারুণ্যের ভাসানী সামিট-২০২৫ এর অংশ হিসেবে—•বইমেলা ও সাংস্কৃতিক উৎসব•৭ দিনব্যাপী মেলার পাশাপাশি থাকছে—• লেখক আড্ডা• মোড়ক ...
03/02/2025

তারুণ্যের ভাসানী সামিট-২০২৫ এর অংশ হিসেবে—
•বইমেলা ও সাংস্কৃতিক উৎসব•

৭ দিনব্যাপী মেলার পাশাপাশি থাকছে—
• লেখক আড্ডা
• মোড়ক উন্মোচন
• গান, কবিতা ও মঞ্চ নাটক
•সিনেমা ও ডকুমেন্টারি প্রদর্শনী
• বিষয়ভিত্তিক আলোচনা
• বারোয়ারী বিতর্ক
• প্যানেল ডিসকাশন
•বুক রিভিউ
• পাঠচক্র

৫-১১ ফেব্রুয়ারি ২০২৫ (প্রতিদিন: সকাল ১০টা থেকে রাত ৯টা) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্ত্বরে আপনি সদলবলে আমন্ত্রিত।

রাবিতে পর্দানশীন শিক্ষার্থীদের অধিকার রক্ষার দাবিতে মৌন মিছিলরাজশাহী, ৪ ফেব্রুয়ারি ২০২৫: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ...
03/02/2025

রাবিতে পর্দানশীন শিক্ষার্থীদের অধিকার রক্ষার দাবিতে মৌন মিছিল

রাজশাহী, ৪ ফেব্রুয়ারি ২০২৫: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পর্দানশীন শিক্ষার্থীদের অধিকার রক্ষার দাবিতে আজ এক মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের আয়োজনে এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ভর্তি পরীক্ষায় কান দৃশ্যমান না হলে আবেদন ফরম প্রত্যাখ্যানসহ বিভিন্ন নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানান।

সকাল ১১:৩০টায় তাপসী রাবেয়া হলের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি বিজ্ঞান ভবন, টুকিটাকি, সিরাজী ভবন, ইবলিস চত্বর ও প্যারিস রোড প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে উপাচার্য বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো:
১. ভর্তি পরীক্ষায় কান দৃশ্যমান না হলে আবেদন বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার এবং পরীক্ষার হলে নিকাব খুলতে বাধ্য না করা।
২. ক্লাস, প্রেজেন্টেশন ও ভাইভায় হিজাব-নিকাব পরিহিত শিক্ষার্থীদের প্রতি কোনো ধরনের কটূক্তি বা বাধ্যবাধকতা বন্ধ করা।
৩. বায়োমেট্রিক বা মহিলা শিক্ষক/কর্মকর্তার মাধ্যমে পর্দানশীন শিক্ষার্থীদের পরিচয় নিশ্চিত করার ব্যবস্থা করা।
৪. প্রতিটি ভবনে ছাত্রীদের জন্য নামাজের স্থান এবং ক্যাফেটেরিয়ায় আলাদা কর্নার সংরক্ষণ।
৫. দ্রুততম সময়ের মধ্যে সব বিভাগে হিজাব-নিকাব পরিধানকারী শিক্ষার্থীদের প্রতি হয়রানি বন্ধে নোটিশ প্রদান এবং বিশ্ববিদ্যালয় বিধিতে হিজাব পরিধানের স্বাধীনতা নিশ্চিত করা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, এটি ধর্মীয় স্বাধীনতা ও ব্যক্তিগত অধিকারের বিষয়। তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিয়ে আলোচনার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে।
#রাবিটিভি

03/02/2025

ব্যাকডোর দিয়ে কাঙ্ক্ষিত গৃহে প্রবেশ: প্রেক্ষিত বাংলাদেশ

সংবাদদাতা: Md. Sagor Islam

বাংলাদেশের চাকরির বাজারে বর্তমানে একটি চিত্র স্পষ্ট হয়ে উঠেছে—আন্দোলনের মাধ্যমে কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছানো। একসময় যেখানে মেধা, পরিশ্রম ও প্রতিযোগিতার মাধ্যমে চাকরি পাওয়া স্বাভাবিক ধারা ছিল, এখন সেখানে আন্দোলনকেই সহজ ও কার্যকর পথ হিসেবে বেছে নিচ্ছে অনেকে।

বিশ্ববিদ্যালয়, সরকারি চাকরি, ক্যাডার পদের উন্নীতকরণ—সব ক্ষেত্রেই চলছে এই ‘ব্যাকডোর’ সংস্কৃতি। বিশ্ববিদ্যালয়ে চান্স না পেলে কলেজে ভর্তি হয়ে সেটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের আন্দোলন, বেসরকারি চাকরিকে জাতীয়করণের দাবি, আউটসোর্সিং বা প্রকল্পের মাধ্যমে সরকারি প্রতিষ্ঠানে ঢুকে পরে স্থায়ীকরণের প্রয়াস—এসব যেন এক পরিচিত কৌশলে পরিণত হয়েছে।

সরকারি চাকরিতে তৃতীয় শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণিতে উত্তরণের আন্দোলন, নন-ক্যাডারকে ক্যাডারে রূপান্তরের দাবিতে আন্দোলন, এমনকি ক্যাডার পেয়ে আরও উচ্চপদে যাওয়ার জন্য আন্দোলন—এসবই দেশের বিভিন্ন স্থানে লক্ষ করা যাচ্ছে। সব ক্ষেত্রেই যুক্তি একটাই—“এটি জনস্বার্থে, দেশের কল্যাণে।”

কেউ কেউ বলছেন, এসব আন্দোলন আসলে যোগ্যতা ও প্রতিযোগিতার ভিত্তিতে মূল্যায়নের পরিবর্তে ‘সংগঠিত চাপ’ প্রয়োগের সংস্কৃতি গড়ে তুলছে। আবার অনেকে মনে করেন, বঞ্চিতদের অধিকার আদায়ের এটি একটি বাস্তবসম্মত উপায়। তবে এতে মেধাভিত্তিক নিয়োগ ও প্রশাসনিক কাঠামো কতটা টিকবে, সে প্রশ্ন থেকেই যায়।

দেশ কি এই ধারার মধ্য দিয়ে একটি নতুন চাকরির সংস্কৃতির দিকে এগিয়ে যাচ্ছে, নাকি এটি সামগ্রিক দক্ষতা ও প্রশাসনিক কাঠামোর ওপর নেতিবাচক প্রভাব ফেলবে—এটি সময়ই বলে দেবে।

RUtv । রাবিটিভি
প্রকাশের তারিখ: ৩ ফ্রেব্রুয়ারী ২০২৫

Address

Rajshahi Univesity
Rajshahi
6000

Alerts

Be the first to know and let us send you an email when RUtv । রাবিটিভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share