31/12/2024
জীবন থেকে আরো একটি বছর চলে যাওয়া আনন্দের কোন বিষয় নয় বরং আফসোস করার বিষয়!
আমাদের ভাবা উচিত জীবন থেকে এক বছর হায়াত কমে গেলো,এক বছর তওবা করার দরজা বন্ধ হয়ে গেল এবং মৃত্যুর আরও কাছাকাছি চলে গেলাম।কি আমল করলাম এই একটি বছর!
একজন মুমিন তার গন্তব্য নিয়ে চিন্তিত থাকে। সবসময় সে ভাবে,"হায় আমি কি করলাম!
আমার তো ফূর্তি করার সময় নয়,নেচে-গেয়ে আতশবাজি ফোটানো আমার কাজ নয় বরং বিগত বছরের পাপাচারের জন্য আল্লাহর কাছে তওবা করে সামনের বছরে যেনো আরও ভালোভাবে আমল করতে পারি"
এই দোয়া করাই মুমিনের কাজ।
❝রাসূল (ﷺ) তোমাদের যা দিয়েছেন,তা গ্রহণ করো এবং যা করতে নিষেধ করেছেন,তা থেকে বিরত থাকো এবং আল্লাহকে ভয় করো।❞ [সূরা হাশর:০৭]
- Rehnumah Tarannum Numa