রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি - রাবিসাস

  • Home
  • রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি - রাবিসাস

রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি - রাবিসাস সঠিক তথ্য জনগণের সামনে তুলে ধরাই উদ্দেশ্য।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি - যা সংক্ষেপে রাবিসাস হিসেবে পরিচিত। ছাত্রজীবন থেকেই দেশের উচ্চ শিক্ষাঙ্গনে সাংবাদিকতা চর্চায় দীর্ঘ চার যুগ ধরে গৌরবময় ভুমিকা পালন করে আসছে এই সংগঠনটি। এই সংগঠনের সাবেক সদস্যরা গণমাধ্যম ও গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন অঙ্গনে কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে। যা শুধু এই সংগঠনেরই নয়; এই বিশ্ববিদ্যালয়ের জন্যও গৌ

রবের।

১৯৬৯ সালে তৎকালীন পাকিস্তান অবজারভারের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (পরবর্তী রাজশাহী জেলা প্রতিনিধি) হামিদুজ্জামান রবিকে সভাপতি ও দৈনিক জনপদের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নজরুল ইসলাম বুলবুলকে সাধারণ সম্পাদক করে যাত্রা শুরু করে রাবিসাস। পরে মহান স্বাধীনতা যুদ্ধের সময় থেকে মাঝখানে বেশ কিছুদিন কার্যক্রম বন্ধ থাকার পর আবারও সরব হয় সংগঠনটি। মতিহারের চত্ত্বরে প্রগতিশীল সাংবাদিক তৈরির আতুঁড় ঘর হিসেবে পরিচিত এই সংগঠনটি এগিয়ে চলে চড়াই-উৎরায় পেরিয়ে আপন গতিতে।

দেশের শীর্ষ পত্রিকার প্রতিনিধিরা এই সংগঠনটিতে কাজ করছেন। বর্তমানে সংগঠনের সদস্য সংখ্যা ২৬ জন। সংগঠনটির বর্তমান সভাপতি দৈনিক সমকাল-এর প্রতিনিধি নুরুজ্জামান খান এবং সাধারণ সম্পাদক দৈনিক আলোকিত বাংলাদেশ-এর প্রতিনিধি নূর আলম।

রাবিসাস একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সাংবাদিকতায় আগ্রহী বিশ্ববিদ্যালয়ের যে কোনো বিভাগের শিক্ষার্থী এর সদস্য হতে পারবেন।

রাবিসাস বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের মান্নোয়নে প্রশিক্ষণমূলক কর্মশালা, সেমিনার, সিম্পোজিয়ামসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার সঙ্গে নানা ধরণের অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এসব অনুষ্ঠানে প্রথিতযশা সাংবাদিক, প্রাবন্ধিক, সাহিত্যিক ও শিক্ষাবিদরা অতিথি হিসেবে উপস্থিত থাকেন।

মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী রাবিসাসের সদস্যরা সৎ, বস্তুনিষ্ঠ, প্রগতিশীল চিন্তা-চেতনা ধারণ করে সংবাদ পরিবেশনে বদ্ধপরিকর। বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক সংবাদের পাশাপাশি অনিয়ম, দূর্নীতি ও শিক্ষার্থীদের বিভিন্ন অধিকারের বিষয় নিয়েও গুরুত্বসহকারে সংবাদ পরিবেশন করে থাকে। এছাড়া দেশের অন্যতম এই বিদ্যাপিঠের শিক্ষা-গবেষণা কার্যক্রম নিয়ে পর্যালোচনামূলক তথ্যও সংবাদে তুলে আনায় সচেষ্ট।

অনেক সমস্যা-সীমাবদ্ধতা থাকা সত্বেও বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল সাংবাদিকদের এই সংগঠনটি বেশ জোরালোভাবেই তার অবস্থান প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। সাফল্য ও পেশাদারিত্ব দিয়ে সেই অবস্থান সুদৃঢ় করেছে, জাগিয়েছে বিভিন্নমূখী আশাও। পঠন-পাঠন ও চিন্তার দ্বার প্রসারিত করতে ও তাল মিলিয়ে চলতে রাবিসাস সব সময় সকলের সুচিন্তা ও পরামর্শ সাদরে গ্রহণ করে থাকে।

যোগাযোগ : কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী।
টেলিফোন : ০৭২১-৭১১১১৮৭, মুঠোফোন : ০১৭৪০-২৫০১১৭ (সভাপতি)
ই-মেইল : [email protected]

06/06/2025

Trả lời

05/06/2025

04/06/2025

😋

04/06/2025

Fake body

03/06/2025

this is akward

03/06/2025

Beautiful Asian Girls 🥰

02/06/2025

Silas Price - 2025-03-17T111851.773

02/06/2025

01/06/2025

😍😍

01/06/2025

(2)

31/05/2025

Silas Price (39)

Address


Alerts

Be the first to know and let us send you an email when রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি - রাবিসাস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি - রাবিসাস:

  • Want your business to be the top-listed Media Company?

Share