Shakil

Shakil I do not exist to impress the world. I exist to live my life in a way that will make me happy.

সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা 🇧🇩❤️শ্রদ্ধার সাথে স্মরণ করছি সকল শহীদ ও মুক্তিযোদ্ধাদের, যারা আমাদের একটি দেশ দিয়েছেন।...
16/12/2024

সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা 🇧🇩❤️

শ্রদ্ধার সাথে স্মরণ করছি সকল শহীদ ও মুক্তিযোদ্ধাদের, যারা আমাদের একটি দেশ দিয়েছেন। 🫡

ট্রয় নগরী ধ্বংস হয়েছিল হেলেনের জন্য আর বাংলার হেলাল হাফিজ ধ্বংস হয়েছিল আরেক হেলেন জন্য। কিশোর হেলাল হাফিজ প্রেম করতেন হে...
14/12/2024

ট্রয় নগরী ধ্বংস হয়েছিল হেলেনের জন্য আর বাংলার হেলাল হাফিজ ধ্বংস হয়েছিল আরেক হেলেন জন্য।

কিশোর হেলাল হাফিজ প্রেম করতেন হেলেন নামে এক কিশোরী সাথে। নেত্রকোনায় তারা প্রতিবেশী ছিলেন! দারোগার মেয়ের সাথে স্কুল শিক্ষকের ছেলের প্রেম মেনে নেননি দারোগা বাবু। মেয়েকে বিয়ে দিয়ে দেন এক সিনেমা হলের মালিকের সাথে ঢাকায়।

হেলাল হাফিজও চলেন আসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে। তার এক মাত্র কবিতার বই বের হয়। নাম "যে জ্বলে আগুন জ্বলে!"

হেলেনের স্বামী বইমেলা থেকে বইটি কিনে হেলেন কে উপহার দেন। হেলেন দেখেন পুরো কবিতার বই জুড়ে কবির আকুতি। তাকে না পাওয়ার। হেলেন সে কবিতার বই পড়ার পর মানসিকভাবে আঘাত পেয়ে আস্তে আস্তে পাগল হয়ে যান। স্বামী তাকে তালাক দেয়। নেত্রকোনায় বাবার বাড়ি ফিরে যান হেলেন। তাকে শেকল দিয়ে ঘরে বেধে রাখতে হয়।হেলাল হাফিজ নিজেকে কখনো ক্ষমা করতে পারেননি। কিংবা সে প্রেম থেকে বের হতে পারেননি।তাই আর কখনো বিয়ে করেননি।

খুব গুছিয়ে থাকতেন। গোছালো মানুষ ছিলেন। তাকে দেখে বুঝা যেতো না, ভেতরে ভেতরে তার ভেতর এতোটা ভাঙ্গন।

১৪ই ডিসেম্বরে এই জাতিকে পঙ্গু করে দেয়া হয়েছে!
14/12/2024

১৪ই ডিসেম্বরে এই জাতিকে পঙ্গু করে দেয়া হয়েছে!

08/12/2024
বিভিন্ন দেশের হিতোপদেশ: 1. "যে তার প্রতিবেশীর ঘর কাঁপিয়ে দেয় তার নিজের ঘরও নড়ে যায়।"  (সুইস প্রবাদ) 2. "কোন ব্যক্তি ...
06/12/2024

বিভিন্ন দেশের হিতোপদেশ:

1. "যে তার প্রতিবেশীর ঘর কাঁপিয়ে দেয় তার নিজের ঘরও নড়ে যায়।" (সুইস প্রবাদ)

2. "কোন ব্যক্তি যদি পেট ভরে খায়, তবে সে রুটির স্বাদ নিতে পারে না।" (স্কটিশ প্রবাদ)

3. "আপনি যদি হাসতে না জানেন তবে একটি দোকান খুলবেন না।" (চীনা প্রবাদ)

4. "ভাল চেহারা সবচেয়ে শক্তিশালী সুপারিশ।" (ইংরেজি প্রবাদ)

5. "সওয়াবের আশা না করে ভালো কাজ করা সমুদ্রে সুগন্ধি ঢেলে দেওয়ার মতো।" (পোলিশ প্রবাদ)

6. "একটি জাতির অগ্রগতি জানতে, তার নারীদের দিকে তাকান।" (ফরাসি প্রবাদ)

7. "আমরা প্রায়শই জিনিসগুলিকে ভিন্নভাবে দেখি কারণ আমরা কেবল শিরোনাম পড়ি।" (আমেরিকান প্রবাদ)

8. "অন্যান্য মানুষের ভুল সবসময় আমাদের নিজেদের থেকে পরিষ্কার হয়।" (রাশিয়ান প্রবাদ)

9. "তৃপ্তি সুখের অর্ধেক।" (ইতালীয় প্রবাদ)

10. "প্রত্যেক মানুষ তার নিজের ভাগ্য তৈরি করে।" (ইংরেজি প্রবাদ)

11. "আপনার মনকে জ্ঞান দিয়ে সাজান, আপনার শরীরকে রত্ন দিয়ে নয়।" (চীনা প্রবাদ)

12. "আত্মপ্রেম হল অজ্ঞতার সন্তান।" (স্প্যানিশ প্রবাদ)

13. "প্রেম যা উপহারের উপর নির্ভর করে সবসময় ক্ষুধার্ত।" (ইংরেজি প্রবাদ)

14. "যে মহিলা তার গুণাবলী সম্পর্কে কথা বলে এবং যে তার সততার কথা বলে তার থেকে সাবধান।" (ফরাসি প্রবাদ)

15. "আপনার স্ত্রীকে ভালোবাসুন এবং আপনার মাকে বিশ্বাস করুন।" (আইরিশ প্রবাদ)

16. "আপনার সন্তানকে পাঁচ বছরের জন্য রাজপুত্র, দশ বছরের জন্য একজন ক্রীতদাস এবং তারপরে একজন বন্ধু বানাও।" (হিন্দি প্রবাদ)

17. "মানুষ হওয়া সহজ; মানুষ হওয়া কঠিন।" (রাশিয়ান প্রবাদ)

18. "আমার পরিবার আমাকে কথা বলতে শিখিয়েছে, এবং লোকেরা আমাকে চুপ থাকতে শিখিয়েছে।" (চেকোস্লোভাক প্রবাদ)

19. "যে মানুষকে জ্ঞানের সাথে দেখে সে তাদের ঘৃণা করে; যে তাদের বাস্তবতার সাথে দেখে সে তাদের ক্ষমা করে।" (ইতালীয় প্রবাদ)

20. "ক্রোধ একটি শক্তিশালী বাতাস যা যুক্তির প্রদীপ নিভে যায়।" (আমেরিকান প্রবাদ)

21. "যারা দেয় তাদের দান করার কথা বলা উচিত নয়; যারা পায় তাদের উচিত।" (পর্তুগীজ প্রবাদ)
22. "একটি বড় গাছ বেশি ছায়া দেয় কিন্তু ফল কম দেয়।" (ইতালীয় প্রবাদ)

23. "আপনার উদ্বেগগুলি একটি ছেঁড়া পকেটে রাখুন।" (চীনা প্রবাদ)

26/11/2024

হিন্দু মুসলিম বুঝি না।কোন ধর্মীয় স্থাপনায় আক্রমণ গ্রহণযোগ্য নহে।

হিন্দুরা যেন মসজিদে আক্রমণ না করে।মুসলিম যেন মন্দিরে আক্রমণ না করে।

এরকম হলে আমাদের দেশের অসাম্প্রদায়িক মূল্যবোধ মূল্যহীন হয়ে যাবে।

বাংলার প্রতিটি মানুষ শান্তি চায়-সংঘাত নয়।

Train Late.
22/11/2024

Train Late.

জীবন যেখানে যেমন! রাত ২টা ৩৪ বাজে। রাত্রীর ট্রেন করুণ শঙ্খের মতো
20/11/2024

জীবন যেখানে যেমন! রাত ২টা ৩৪ বাজে।

রাত্রীর ট্রেন
করুণ শঙ্খের মতো

আজ দুপুরে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা: মোস্তাফিজুর রহমান ইরান এর সাথে সৌজন্য সাক্ষাৎ এ। আগামীকাল বাংলাদেশ সশস্ত...
20/11/2024

আজ দুপুরে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা: মোস্তাফিজুর রহমান ইরান এর সাথে সৌজন্য সাক্ষাৎ এ। আগামীকাল বাংলাদেশ সশস্ত্র দিবস উপলক্ষে মাননীয় প্রধান উপদেষ্টার আমন্ত্রণে সেনা কুঞ্জে একটি অনুষ্ঠান রয়েছে। যেখানে বাংলাদেশের গণ্যমান্য রাজনৈতিক দলের প্রধানরা আমন্ত্রণ পেয়েছেন। ইরান স্যার কে অভিনন্দন।

৩০ বছর পূর্বে সেন্ট মার্টিনের বাসিন্দারা মাছ ধরে, কেওড়া গাছ কেটে, শামুক ও ঝিনুক কুড়িয়ে জীবিকা নির্বাহ করতো। পরবর্তীতে সে...
19/11/2024

৩০ বছর পূর্বে সেন্ট মার্টিনের বাসিন্দারা মাছ ধরে, কেওড়া গাছ কেটে, শামুক ও ঝিনুক কুড়িয়ে জীবিকা নির্বাহ করতো। পরবর্তীতে সেন্ট মার্টিন পর্যটন কেন্দ্র হলে তারা পেশা পরিবর্তন করে। ৩০ বছর আগে কিন্তু পরিবেশের ক্ষতিটা বেশি হতো। বর্তমান পরিবেশ উপদেষ্টা সেন্ট মার্টিন নিয়ে বেশি শক্ত অবস্থানে গেছেন। ১০ হাজার মানুষ বিপদে আছে। এসব না করে সেন্ট মার্টিনে টুরিস্ট পুলিশ নিয়োগ করতে হতো যাতে পর্যটকরা পরিবেশের ক্ষতি না করে। রিজওয়ানা ম্যাম অষ্ট্রেলিয়ার পরিবেশ মডেল নিয়ে আসতে চাচ্ছেন এগুলা এখনে চলে না। ঐসব জায়গায় কোন ধরনের সংস্কার চললে জনগণকে ক্ষতিপূরন দিয়ে দেওয়া হয়। আর সত্য কথা হচ্ছে পেটে ভাত না থাকলে মানুষ পরিবেশ খেয়ে ফেলবে। প্রত্যেক জাতির সেন্টিমেন্ট আলাদা। ক্ষমতায় যারাই থাকুক না কেন সেটা মানিয়ে নিয়ে সিদ্ধান্ত না নিলে সমস্যা অনিবার্য।

আমাদের মিডিয়াগুলোতে টিকটক, রিলস ও সর্টস টাইপ সাংবাদিকের অনেক নিয়োগ হয়েছে। যাচাই বাচাই না সাদ বিন আজিজুর কে আসামী করে নিউ...
18/11/2024

আমাদের মিডিয়াগুলোতে টিকটক, রিলস ও সর্টস টাইপ সাংবাদিকের অনেক নিয়োগ হয়েছে। যাচাই বাচাই না সাদ বিন আজিজুর কে আসামী করে নিউজ ছাপিয়ে দেওয়া হয়েছিলো।

RAB এর দেয়ালে পিঠ ঠেকে গেছে। RAB কে নতুন করে সাজাতে হবে। পুরো প্রশাসন কে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। সাদ মাকে হাড়ালো ভাড়াটিয়ার জন্য। পরে আবার মায়ের খুনি বানানো হয়েছে। RAB ও মিডিয়ার উচিত তাদের ভুল ত্রুটি মেনে নেওয়ার। দ্রুত বিচার করতে হবে। আর ভাড়াটিয়া ভাড়া দেওয়ার ব্যাপারে বাড়িওয়ালাদের মানুষ সম্পর্কে যাচাই বাচাই করতে হবে।

আজ মাওলানা হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যু বার্ষিকী। তিনি সর্বজনীন। তিনি সকল রাজনৈতিক দলের জন্য আদর্শ। এতোটা সাধারণ জীবন য...
17/11/2024

আজ মাওলানা হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যু বার্ষিকী। তিনি সর্বজনীন। তিনি সকল রাজনৈতিক দলের জন্য আদর্শ। এতোটা সাধারণ জীবন যাপন কয়জন রাজনৈতিক ব্যক্তি করে। আমাদের স্বাধীনতা পরবর্তী রাজনীতি ব্যাক্তিরা তার পথে হাটলে বাংলাদেশ অনেক ভালো জায়গায় থাকতো। নতুন প্রজন্ম ভাসানী কে জানুক। আর এই বাংলায় আবারও একজন ভাসানী প্রয়োজন।

bbQ 🍖 night  SurjoSnan
16/11/2024

bbQ 🍖 night SurjoSnan

12/11/2024

বাংলাদেশে এখন উপদেষ্টা হওয়ার প্রতিযোগিতা চলছে।

BBL flavour!
11/11/2024

BBL flavour!

বাঙালী অসভ্য জাতি। পৃথিবীতে  হাজার হাজার দেশ আছে কিন্তু বাস বা ট্রেন লক্ষ করে ঢিল ছুড়া। প্লেন ল্যান্ডিং এর সময় লেজার লাই...
09/11/2024

বাঙালী অসভ্য জাতি। পৃথিবীতে হাজার হাজার দেশ আছে কিন্তু বাস বা ট্রেন লক্ষ করে ঢিল ছুড়া। প্লেন ল্যান্ডিং এর সময় লেজার লাইট ফোকাস করা এগুলা বাংলাদেশ ছাড়া অন্য কোথাও হয়না। যারা এসব করে তারা কিন্তু শত্রুতার জায়গা থেকে এ ধরনের ক্ষতিকর কাজগুলো করে না। মনের আনন্দে বা অকারণে করে থাকে। তবে এভাবে অনেক দুর্ঘটনা ঘটছে। শিক্ষার কথা উঠলে সবাই স্কুল বা ভার্সিটির কথা বলেন। আমি বলি শিক্ষা আসলে শুরু হয় পরিবার থেকেই। অভিভাবকদের দায়িত্ব আছে সন্তানদের প্রতি। দামি স্কুল আর প্রাইভেট দিয়ে দিলেই আজ কাল অভিভাবকরা ভাবেন তাদের দায়িত্ব শেষ।

09/11/2024

২০১৪ সনে বিনা ভোটে ক্ষমতা, ২০১৮তে রাতের ভোট এবং সর্বশেষ ২০২৪ সনে পাতানো নির্বাচন করে আওয়ামী লীগ নিজে ডুবেছে। এবং দেশ ও দেশের মানুষকে বিপদে ফেলে গেছে। এছাড়া দেশে রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে। নিজেরা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করে ঠিকই সুখে জীবন পাড় করছে। এ কথা অবশ্য আওয়ামী লীগের কর্মীরা বিশ্বাস করতে চান না। তারপরও তারা থেমে নেই। ট্রাম্পের ছবি লাগিয়ে ফেরার চেষ্টা করবেন। লাভ হবে না।

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shakil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share