Md Mahin Bin Jami

Md Mahin Bin Jami ধীরে ধীরে তোমার সময় কমে যাচ্ছে..! ⏳
ফিরে এসো রবের দিকে.!🤲

21/01/2025

আসসালামুয়ালাইকুম 🥀

"তুমি যখন সাহায্য চাইবে, একমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাও।"
(সহীহ বুখারী, হাদিস: ৭৩১)

আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখো, কারণ তিনি সব কিছুর মালিক ও সর্বশ্রেষ্ঠ সাহায্যকারী। প্রতিটি কাজে তাঁর উপর নির্ভর কর এবং তাঁর আদেশ পালন করো। তবেই তুমি দুনিয়া ও আখিরাতে সফল হবে।

21/01/2025

রাসুল ﷺ বলেছেন:
"তোমরা অন্যদের জন্য হেদায়েত কামনা করো। যদি একজন ব্যক্তিকেও তুমি সঠিক পথে আনতে পারো, তবে তা তোমার জন্য সারা দুনিয়ার চেয়ে উত্তম।"
(সহীহ বুখারি: ৩০০৯)

21/01/2025

তুমি যা'ই হারাও না কেন, বিকল্প খুঁজে পাবে।

কিন্তু আল্লাহকে হারালে, কে হবে তার সমান?

21/01/2025

আল্লাহ কোনো ব্যক্তির উপর তার সাধ্যের চাইতে বেশি বোঝা চাপিয়ে দেন না।’
[সুরা বাকারা : ২৮৬]
🇵🇸 সুবহানআল্লাহ 🇵🇸

21/01/2025

মানুষকে ঠকিয়ে জান্নাতের আশা ছেড়ে দিন, আল্লাহ দয়াবান কিন্তু ন্যায়বিচারক।

21/01/2025

আসসালামুয়ালাইকুম 🥀🖤

"আপনি যদি আল্লাহকে ভয় করেন, তবে আল্লাহ আপনার সব কাজ সহজ করে দেবেন।"
(সূরা আত-তালাক: ৪)

সৎপথে চলা, সবর করা এবং আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখা একজন মুমিনের সবচেয়ে বড় গুণ। আমরা যেন সর্বদা আল্লাহর নিকট প্রার্থনা করি এবং তাঁর হুকুম অনুযায়ী চলি।

21/01/2025

আসসালামুয়ালাইকুম 🖤🥀

"নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে।"
– সূরা আনকাবুত: ৪৫

অর্থ:
নামাজ হলো মানুষের আত্মা শুদ্ধ করার মাধ্যম, যা তাকে পাপ থেকে বিরত রাখে ।💕

Turn To Allah 🤲📿
11/01/2025

Turn To Allah 🤲📿

09/01/2025

ইসলামে শূকরের মাংস হারাম করার কারণ কুরআন ও হাদিসে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে। শূকরের মাংস হারাম হওয়ার কারণগুলো নিম্নরূপ:

১. আল্লাহর নির্দেশ

কুরআনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে শূকরের মাংস খাওয়া হারাম:
"তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত প্রাণী, রক্ত, শূকরের মাংস এবং যে জিনিস আল্লাহ ব্যতীত অন্যের নামে উৎসর্গ করা হয়েছে।"
(সূরা আল-বাকারা: ১৭৩, সূরা মায়েদা: ৩)

২. স্বাস্থ্যগত কারণ

শূকরের মাংসে এমন কিছু জীবাণু ও পরজীবী থাকে, যা মানবদেহের জন্য ক্ষতিকর। যেমন:

ট্রাইকাইনোসিস: শূকরের মাংসে থাকা ট্রাইচিনেলা নামক পরজীবী মানুষের দেহে সংক্রমিত হয়ে নানা রোগ সৃষ্টি করে।

ফ্যাট ও কোলেস্টেরল: শূকরের মাংসে উচ্চমাত্রার ফ্যাট ও কোলেস্টেরল থাকে, যা হৃদরোগ ও অন্যান্য সমস্যা সৃষ্টি করতে পারে।

জীবাণুবাহী: শূকর অস্বাস্থ্যকর পরিবেশে থাকে এবং প্রায় সব ধরনের ময়লা-আবর্জনা খায়, যা তার মাংসে জীবাণু বহন করে।

৩. নৈতিকতা ও পবিত্রতা

শূকর একটি নোংরা প্রাণী, যা নিজের ও পরিবেশের পবিত্রতা নষ্ট করে। ইসলামে পবিত্রতা একটি মৌলিক নীতি।

৪. সামাজিক প্রভাব

ইসলামে মুসলমানদের সামাজিক, শারীরিক ও আধ্যাত্মিক কল্যাণের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। শূকরের মাংস খাওয়া মানুষের চরিত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করা হয়।
_____
শূকরের মাংস হারাম হওয়ার মূল কারণ আল্লাহর নির্দেশ। এর পাশাপাশি আধুনিক বিজ্ঞানও প্রমাণ করেছে যে এটি মানবদেহের জন্য ক্ষতিকর। তাই একজন মুসলমান হিসেবে আল্লাহর নির্দেশ মেনে চলা ও শূকরের মাংস থেকে বিরত থাকা আবশ্যক।

সূত্র:
১. আল-কুরআন, সূরা আল-বাকারা: ১৭৩
২. আল-কুরআন, সূরা মায়েদা: ৩
৩. হাদিস: সহীহ বুখারি, হাদিস নম্বর ৫৫২৩©

09/01/2025

ইয়া রব...

আমাকে এমন হৃদয় দান করুন, যে হৃদয় কখনো

আপনার ফয়সালায় অসন্তুষ্ট হবে না।🥀🌺

09/01/2025

যে ব্যাক্তি আল্লাহর উপর প্রবল আস্থা রাখে,আল্লাহ তায়ালা তাঁর কোনো ইচ্ছে অপূর্ণ রাখেন না, সুবহানাল্লাহ!🖤🌸

31/12/2024

■ থার্টি ফার্স্ট নাইট কি ইসলাম সমর্থিত?

১. অ-শ্লী-লতা ও বে-হা-য়াপনা:

এ রাত্রিকে কেন্দ্র করে চলে অশালীন ও বে-হা-য়াপনার মহোৎসব। যুবতীরা আঁটসাঁট, অশালীন ও অর্ধ ন-গ্ন পোশাক পরিধান করে অবাধে চলাফেরা করে। অথচ এ প্রসঙ্গে নবী (সা:) বলেন,

“ঐসব নারী যারা হবে পোষাক পরিহিতা কিন্তু প্রায় নগ্ন। যারা পরপুরুষকে আকৃষ্ট করবে এবং নিজেরাও আকৃষ্ট হবে। তাদের মাথা বক্র উঁচু কাঁধ বিশিষ্ট উটের ন্যায়। তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। এমনকি জান্নাতের সুগন্ধিও পাবে না।”
(সহীহ মুসলিম: ২১২৮)

২. শিরক যুক্ত শ্লোগান:

মুসলিমদের অনেকেই বর্ষবরণ করতে দিয়ে শিরকের মধ্যে লিপ্ত হয়ে ইমান হারা হচ্ছে। আর তাদের শ্লোগান হচ্ছে-

মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা
অগ্নি স্নানে সূচি হোক ধরা।”

উক্ত শ্লোগানে অ-গ্নি-পূজ-কদের আ-গু-ন দ্বারা পবিত্র হওয়ার ভ্রান্ত বিশ্বাস সু-স্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে। অথচ অ-গ্নি-কে সম্মান করা, আ-গু-নে-র কাছে সাহায্য চাওয়া এবং আ-গু-ন দ্বারা পবিত্র হওয়ার ধারণা করা শিরক। আর আল্লাহ তা’য়ালা বলেন,

“নিশ্চয় আল্লাহ তা’য়ালা তার সাথে শিরুক কারীকে ক্ষমা করবেন না।”
(সূরা নিসাঃ ১১৬)

৩. বিজাতীয় সাদৃশ্য:

থার্টি ফার্স্ট নাইট উদযাপন সম্পূর্ণরূপে বিজাতীয় সংস্কৃতি। এ রাত্রিতে বলে ও ম্যাসেজের মাধ্যমে অভিবাদন জানানো, আতশবাজি, পটকাবাজি, ফ্যাশন শো, ফায়ার প্লে, ট্যাটাে বা উল্কি অংকন, ডিজে পার্টি ও কনসার্ট, নেশা সেবনসহ বিজাতীয় সংস্কৃতির সাথে সাদৃশ্য রাখে। ইসলাম এটি কঠোরভাবে নিষেধ করেছে।

রাসূল (স.) বলেছেন,
“যে ব্যক্তি কোনাে সম্প্রদায়ের সাদৃশ্য অবলম্বন করলো সে তাদেরই অন্তর্ভুক্ত।”
(আহমদ, আবু দাউদ, মিশকাতঃ ৪৩৪৭)

■ যুব সমাজকে ধ্বংস ও নারীদের সম্ভ্রম নষ্ট করার নীল নকশা:

যুব সমাজকে ধ্বংস ও নারীদের সম্ভ্রম নষ্ট করার জন্যই থাটি ফার্স্ট নাইট বাংলাদেশে আমদানি করা হয়েছে। ২০০০ সালের ৩১ শে ডিসেম্বর রাত ১২টা ২৫ মিনিটে গুলশানে থার্টি ফার্স্ট নাইট উদযাপনকারী এক তরুণীকে কিছু মা-তা-ল যুবক শ্লী-ল-তা হানি করে ও তার শরীরের বেশীর ভাগ কাপড় ছিঁড়ে ফেলে। (সূত্র- দৈনিক মানবজমিন, ২ ফেব্রুয়ারি, ২০০০ইং)

আর ২০০১ সালের শাওন আখতার বাধনের ক্ষত-বি-ক্ষ-ত দেহ কে না দেখেছেন? আরও কত বাধন। এ থেকে স্পষ্ট বুঝা যায় থার্টি ফার্স্ট নাইট একটি যৌ-ন উৎসব। যা তাদের জন্য অসম্মান জনক। অথচ, আল্লাহ তা’য়ালা বলেন:

“আর তোমরা যেনার নিকটবর্তী হয়ো না।”
(সূরা বনী-ইসরাইল: ৩২)

“মহান আল্লাহ যাবতীয় অ-শ্লী-ল অন্যায় কাজ হারাম করেছেন।”
(সূরা আল আ’রাফ: ৩২)

৪. গান বাজনা:

থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে আয়োজিত বিভিন্ন কনসার্টে নারী পুরুষের একসঙ্গে গান বাজনা, ন-গ্ন নৃত্য যেন আবশ্যকীয় বিষয় হয়ে দাড়িঁয়েছে। অথচ ইহা আল্লাহ তায়ালা ও রাসূল (সা) সম্পূর্ণ হারাম ও অবৈধ বলে ঘোষণা করেছেন। (সূরা লুকমান-৬, সহীহ বুখারী-৫৫৯০, ৬৮৯১)

৫.আতশবাজী ও পটকাবাজী:

এ রাতে আনন্দ উল্লাস উপভোগ করার জন্য মধ্যরাত থেকে শুরু হয় আ-ত*শ-বা-জীও পট-কা-বাজী। যা জনমনে ব্যাপক আ-ত-ঙ্ক ও ভী-তি সৃষ্টি করে এবং জনসাধারণের জন্য কষ্টদায়ক হয়। অথচ আল্লাহ বলেন: যা বিনা অপরাধে মুমিন পুরুষ ও মুমিন নারীদের কষ্টদেয়, তারা মিথ্যা অপবাদ ও প্রকাশ্য পাপের বোঝা বহন করে। (সূরা আহযাব-৫৮, সহীহ বুখারী-২৯০৫)

৬. অর্থ অপচয়:

এ রাতকে কেন্দ্র করে অনেক অর্থ অনৈসলামিক ও হারাম কাজে ব্যায় করা হয়। যা অপচয় ও অপব্যায়ের শামিল। আর ইসলাম অপব্যাকারীকে শয়তানের ভাই হিসাবে আখ্যায়িত করেছে। (সূরা বানী ইসরাঈল ২৬-২৭)

৭. যুবক-যুবতীর অবাধ মেলামেশা:

এ রাত্রিতে বিভিন্ন আবাসিক হোটেল, কমিউনিট সেন্টার, সমুদ্র সৈকত, নাইট ক্লাব গুলোতে যুবক-যুবতীরা অবাধে মেলামেশা ও অ-প-ক-র্মে লিপ্ত হয়। অথচ ইসলাম ইহাকে কঠোরভাবে নিষেধ করেছে। রাসূল (সা) বলেছেন: অবশ্যই কোন পুরুষ কোন নারীর সাথে নির্জনে একত্রিত হলে তাদের তৃতীয়জন হয় শয়তান। (তিরমিযি, মিশকাত-১৩১৮, সহীহ)

25/12/2024

হযরত মুহাম্মদ সাঃ এর সন্তানদের নাম তিন পুত্র কাসেম (রাঃ), তাহের তৈয়ব (রাঃ), আব্দুল্লাহ (রাঃ) এবং চার কন্যা জয়নব (রাঃ), রুকাইয়া (রাঃ), উম্মে কুলসুম (রাঃ) ও ফাতিমা (রাঃ)। এরা সবাই খাদিজা (রাঃ) -এর গর্ভজাত সন্তান। হযরত মুহাম্মদ সাঃ এর সর্বশেষ পুত্রের নাম ইব্রাহিম।

💓।সুবহানাল্লাহ।💝

Islamic- জীবন ヅIslamic Life - ইসলামমIslamic group 󱢏

25/12/2024

তোমরা ধৈর্য ধরো
নিশ্চই আল্লাহ্
ধৈর্যশীলদের পাশে আছেন।

[সূরা: আল আনফাল ,,,আয়াত:৪৬]

هايلايتر - highlighterIslamic Life - ইসলামIslamic - জীবন ヅEveryonehightlightshightlightGreatestHighlightsfollow to followVerified Man City Ticket Group ☑️

25/12/2024

যে নারী বোরকা পরেও আয়নার সামনে দাঁড়িয়ে ভাবে, আমাকে দেখতে সুন্দর লাগছে তো! বাইরে গেলে আমাকে ভালো লাগবে তো! সে এখনো বেপর্দাই রয়ে গেল।

Islamic Life - ইসলামIslamic - জীবন ヅEveryonefollow to followhightlightsهايلايتر - highlighter

25/12/2024

বড়দিন পালন বা শুভেচ্ছা জানানোর অর্থ হলো — আপনি সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ তা'আলা এই দিনে পুত্র সন্তান জন্ম দিয়েছে!

নাউজুবিল্লাহ।Islamic Life - ইসলামIslamic - জীবন ヅEveryoneHighlightsHighlight'sfollow to follow

25/12/2024

H~ বেনামাজীর শাস্তি..! 😓

~ নামাজ ত্যাগ করলে , নিয়মিত আদায় না করলে তার উপর ১৫টি আজাব নাজিল হবে..! 🥺

~ দুনিয়াতে ৬ টি..! 🥺
~ মৃত্যুর সময় ৩ টি..! 🥺
~ কবরের মধ্যে ৩ টি..! 🥺
~ হাশরের মাঠে ৩ টি..! 🥺



~ দুনিয়াতে ৬টি আজাব হলো :
(১) বেনামাজীর হায়াত কমে যাবে..! 🥺
(২) বেনামাজীর জীবনে বরকত হবে না..! 🥺
(৩) বেনামাজীর চেহারার সৌন্দর্য্য থাকবে না..! 🥺
(৪) বেনামাজীর কোন দোয়া কবুল হবে না..! 🥺
(৫) বেনামাজীর সব নেকী বরবাদ হবে..! 🥺
(৬) বেনামাজীর নিকট হতে সব রহমতের ফেরেশতা চলে যাবে এবং এক সময় ইসলাম হতে খারিজ হয়ে যাবে..! 🥺



~ মৃত্যুর সময় ৩টি আজাব হলো :
(১) বেনামাজীকে মৃত্যুর সময় অপমানিত , লাঞ্ছিত ও শিদ্দাত (অতিকষ্ট) দিয়ে জান বের করা হবে..! 😓
(২) বেনামাজী ক্ষুধার্ত অবস্থায় মৃত্যু বরণ করবে..! 😓
(৩) বেনামাজী পিপাসার্ত অবস্থায় মৃত্যু বরণ করবে..! 😓



~ কবরের মধ্যে ৩টি আজাব হলো :
(১) বেনামাজীর কবর চেপে আসতে থাকবে এবং তাকে পিষতে থাকবে , এতে তার এক পাজরের হাঁড় আরেক পাজরের হাড়েঁর সাথে মিশে যাবে..! 😭
(২) বেনামাজীর কবরে দাউ দাউ করে আগুন জ্বলবে..! 😭
(৩) বেনামাজীর কবরে বিরাট বিরাট সাপ এসে ভরে যাবে এবং এক ফেরেশতা এসে জোরে জোরে গুর্জ মারতে থাকবে..! 😭



~ হাশরের মাঠে তিনটি আজাব হলো :
(১) বেনামাজীকে আল্লাহ পাক গজবের সাথে ডাকবেন এবং বিরাট এক সাপ এসে তার খোঁজ করতে থাকবে..! 😪
(২) বেনামাজীর ত্রিশ হাজার বছরের পুলসিরাতের রাস্তা হিরার চেয়ে ধারালো , চুলের চেয়ে চিকন , অমাবস্যার রাত্রের চেয়ে অন্ধকার হবে , বেনামাজী যখন সেই পুলের উপরে পা রাখবে সংগে সংগে পা কেটে টুকরো টুকরো হয়ে যাবে..! 😪
(৩) আল্লাহ বেনামাজীর জন্য “ ওয়াইল ” নামক দোযখ ঠিক করে রেখেছেন..! 😪



~ আল্লাহ আমাদের ক্ষমা করুন এবং সঠিক পথ প্রদর্শন করুন..!🤲🤲🥀Everyone Highlights HighEveryonesHighlights Highlight'sIslamic Life - ইসলামIslamic - জীবন ヅIslamic life (ইসলামী জীবন)

25/12/2024

পৃথিবীর সবচেয়ে দামী উপহার হলো হিদায়াত।

এটি এমন এক সম্পদ, যা হৃদয় আলোকিত করে এবং জীবনের প্রকৃত পথ দেখায়।
Alhamdulillah 💓💞

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Mahin Bin Jami posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share