Munzia Islam Rumu

Munzia Islam Rumu Age does not make a man mature Life makes him mature if the amount of pain is high

01/01/2025

২০২৪ সাল পার করে আসলাম একটা ঘোরের মধ্যে দিয়ে কিভাবে আসলো কিভাবে গেল কিছুই টের পেলাম না। শুধু মাঝে মাঝে জীবন একেকটা ব্যাথা অনুভব করিয়েছে।😟
জীবন অনেক গুলো সম্পর্কের অবসান ঘটিয়েছে।
তারপরও সবকিছু অনেক সুন্দর ছিল অনেক কিছু উপলব্ধি করিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ ❤️

২০২৫ সালে কি হবে জানি না তবে এতোটুকু চাওয়া এই সালটা একান্ত আমার সাল হোক এটাই আমার আসা।🙂 Happy New Year 2025 📢



আজ ১৬ ডিসেম্বর  মহান বিজয় দিবস 🇧🇩🇧🇩আমি আমার এই সুন্দর দেশকে অনেক ভালবাসি
16/12/2024

আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস 🇧🇩🇧🇩
আমি আমার এই সুন্দর দেশকে অনেক ভালবাসি


06/12/2024

ভালোবাসা

৯ বছর ধরে ভালোবাসে আগলে রাখা হলো কিন্তু শেষ সময় এসে একটুখানি স্বার্থের জন্য ভুলে যাওয়া হলো এই স্বার্থ সম্পর্কটার উপর কি প্রভাব ফেলবে।

৫ বছর ধরে কতো ভালোবাসা, ত্যাগ,কতোই না প্রতিশ্রুতি কিন্তু দিন শেষে একবার ঘুরে তাকিয়ে দেখা হলো না কারণ মুখ ফিরিয়ে নিলে আর ভালোবাসা থাকে না।

সবচেয়ে ভালো বন্ধু ভাবা মানুষটা হঠাৎ করেই বদলে যাবে এমনভাবে বদলাবে যাবে যে তোমার খারাপ সময়ও সমবেদনা জানাতে আসবে না।

এসব কিছুর একটাই মানে যতই ভালোবাসা থাকুক কিন্তু প্রতিটা মানুষের মুখোশের আড়ালে একটা আলাদা মানুষ থাকে তাই সে যতই প্রিয় হোক সুতো পরিমাণ ফাঁক রাখা দরকার।


21/11/2024

আমি আমার জীবনকে ভালোবাসি নাকি বাসি না?
আমার কি কষ্ট হচ্ছে নাকি হচ্ছে না?
আমি ভালো আছি নাকি খারাপ আছি?
আমি ঠিক যন্ত্রণার কোন পর্যায়ে আছি তাও বুঝতেছি না!
আমার ভিতরে কি চলতেছে কিছুই বুঝতেছি না,
শুধু মাথার মধ্যে মাঝে মাঝে তীব্র যন্ত্রণা হচ্ছে আর নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছে।
আমার কি অনেক অভিমান করা দরকার নাকি সব ভুলে যাওয়া দরকার?
এই যে জীবন একটার পর একটা যন্ত্রণা চাপিয়ে দিচ্ছে এটা কি আমার জন্যই নাকি জীবনই দিচ্ছে? এতো যন্ত্রণা নিয়ে আমি কি করবো আমার তো রাখার জায়গা নেই।
আমি কি জীবনকে একটা অভিযোগ করতে পারি?
এমন কেন????




20/11/2024
ছাত্রলীগ নিষিদ্ধ হয়ে অনেকে অতীত টেনে নিয়ে আসতেছে এই করেছিলাম সেই করেছিলাম পতাকা ডিজাইন করেছে ছাত্রলীগ ভাই এই ছাত্র সংগঠন...
24/10/2024

ছাত্রলীগ নিষিদ্ধ হয়ে অনেকে অতীত টেনে নিয়ে আসতেছে এই করেছিলাম সেই করেছিলাম পতাকা ডিজাইন করেছে ছাত্রলীগ ভাই এই ছাত্র সংগঠন ভাষা আন্দোলন, ছয়দফা, স্বাধীনতা সংগ্রাম এবং মহান মুক্তিযুদ্ধে একনিষ্ঠ হয়ে কাজ করেছিল একটা গর্বিত ছাত্র সংগঠন ছিল কিন্তু এই ১৫ বছর আপনারা এই সংগঠনকে সন্ত্রাসে পরিণত করেছেন এই সংগঠনকে কাজে লাগিয়ে হাজার হাজার অপকর্ম করেছেন। এতো বর্বরতার সৃষ্টি করার পরেও আপনারা নির্লজ্জের মত এসব নিয়ে কথা বলছেন দোয়া করে আপনারা চুপ
হয়ে যান ক্ষমতার বড়াই অনেক করেছেন। একটু মাজায় হাত দিয়ে দেখুন আপনাদের মেরুদন্ড নেই

??
23/10/2024

??

23/10/2024

Education system needs to be updated

💫🙎‍♀️
16/10/2024

💫🙎‍♀️


মানুষ যখন মৃত্যুর খুব  কাছাকাছি যায় তখন এক মুহূর্তে তার জীবনের সমস্ত পাপ চোখের সামনে চলে আসে সে আর কিছুই দেখতে পায় না মৃ...
13/10/2024

মানুষ যখন মৃত্যুর খুব কাছাকাছি যায় তখন এক মুহূর্তে তার জীবনের সমস্ত পাপ চোখের সামনে চলে আসে সে আর কিছুই দেখতে পায় না মৃত্যুভয় এমনভাবে আঁকড়ে ধরে তখন চোখ বন্ধ করতে ভয়।

হয়তো??
12/10/2024

হয়তো??

05/10/2024

1.তুমি ন্যায়ের মাঝে অন্যায় খুঁজেছিলে তাই তোমাকে আর ভালোবাসি না
২. তোমার বিবেক আজও নাড়া দেয়নি তাই তোমাকে আর ভালোবাসি না
৩. আবু সাঈদের গুলিবিদ্ধ দেখে চোখকে বন্ধ করেছিলে তাই তোমাকে আর ভালোবাসি না
৪. মুগ্ধর পানি দিয়েও তোমার চোখের পানি ঝরাতে পারেনি তাই তোমাকে আর ভালোবাসি না
৫. এই যুদ্ধে দেখছি তোমায় স্বার্থপর হতে তাই তোমাকে আর ভালোবাসি না
৬. সবসময়ের মতো বাকশক্তিকে কেড়ে নিতে চেয়েছো তাই তোমাকে আর ভালোবাসি না
৭. তুমি রাজনীতি আর সম্পর্ক আলাদা করতে পারনি তাই তোমাকে আর ভালোবাসি না
৮. তুমি নিজের সমস্ত ভুল গুলো আমার উপর চাপিয়ে দিয়েছো তাই তোমাকে আর ভালোবাসি না
৯. তুমি যখন দেখলে সবশেষ কিন্তু আমি বাকি তখন আমাকে শেষ করলে তাই তোমাকে আর ভালোবাসি না
১০. তুমি যখন কাউকে আক্রমণ করতে পারলে না তখন শেষটা আমি ছিলাম তাই তোমাকে আর ভালোবাসি না
১১. স্বার্থের কাছে বিবেক নাড়া দেয়নি তাই তোমাকে আর ভালোবাসি না কিন্তু কি আশ্চর্য বিষয় তোমার নৈতিকতার আঘাত দিয়েও সবাই থেকে গেল শুধু আমি ছাড়া
আজ ভালোবাসা শেষ কারণ তুমি সবার আগে ভালেবাসাকে শেষ করেছো
আর তাই তোমাকে আর ভালোবাসি না 🙏

আজ ৫ই অক্টোবর

Hello October 🫰
05/10/2024

Hello October 🫰

Address

Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when Munzia Islam Rumu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share