Rajshahi University News24

Rajshahi University News24 It is a media page deals with current news and information of Rajshahi University.

02/01/2025

পোষ্য কোটা বাতিলের পক্ষে অবস্থান নিয়ে ক্লাস বর্জনের ঘোষণা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারীজ বিভাগের এক শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের।

02/01/2025

পোষ্য কোটা বাতিলের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে তালা

02/01/2025

রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্যকে যে কথা স্মরণ করিয়ে দিলেন সমন্বয়ক আম্মার

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সরিষা ক্ষেতের সৌন্দর্য ঘুরে দেখেছেন তো...?
02/01/2025

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সরিষা ক্ষেতের সৌন্দর্য ঘুরে দেখেছেন তো...?



02/01/2025

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে তালা, অবরুদ্ধ দুই উপ-উপাচার্য

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বর্জনের ডাকরাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সব ধরনের পোষ্য কোটা বাতিলের দাবিতে প্রশাসন ভব...
02/01/2025

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক

রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সব ধরনের পোষ্য কোটা বাতিলের দাবিতে প্রশাসন ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ভবনে তালা দেওয়া হয়।

কর্মসূচি থেকে ক্লাস-পরীক্ষা বর্জনের জন্য সব শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাবি শাখার সমন্বয়ক সালাউদ্দিন আম্মার।



02/01/2025

রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সব ধরনের পোষ্য কোটা উঠে যাক, এটা কি আপনি চান?

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুইপার হওয়ার কারণে কোটা দিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে। আর বাইরের সুইপার হওয়ার কারণে তার সন্তান...
02/01/2025

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুইপার হওয়ার কারণে কোটা দিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে। আর বাইরের সুইপার হওয়ার কারণে তার সন্তান মেধার ভিত্তিতে আসছে, এটার কোনো যৌক্তিকতা যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন দেখাতে পারে, তাহলে দেখাক।

বিস্তারিত মন্তব্যে...



পোষ্য কোটা বিশ্ববিদ্যালয়ের জন্য ক্যান্সার, তাই একে সমূলে উপড়ে ফেলতে হবে....
02/01/2025

পোষ্য কোটা বিশ্ববিদ্যালয়ের জন্য ক্যান্সার, তাই একে সমূলে উপড়ে ফেলতে হবে....



রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তার সন্তানদের পোষ্য কোটা বাতিল করা হয়েছে। তবে সহায়ক ও সাধারণ কর্মচারীদের ছেলেমেয়েদ...
01/01/2025

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তার সন্তানদের পোষ্য কোটা বাতিল করা হয়েছে। তবে সহায়ক ও সাধারণ কর্মচারীদের ছেলেমেয়েদের জন্য ১ শতাংশ কোটা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত মতামত তুলে ধরেছেন উপাচার্য। বিস্তারিত মন্তব্যে:



01/01/2025

দায়িত্বশীলতার জায়গা থেকে সব কথা বলা যায় না: রাবি উপাচার্য

আজ প্রায় দু'মাস ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষায় কোটা নিয়ে অস্থিরতা চলছে। অনেক চড়াই উতরাই পেরিয়ে আজ একটা সিদ্ধান্ত এসেছে। এতদিন বহু কথা বলার থাকলেও কিছু বলি নি। একটা দায়িত্বশীলতার জায়গা থেকে সব কথা বলা যায় না।

তবে আজ কিছু কথা বলতে হচ্ছে। প্রথমে পরিষ্কার করি আজ যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভর্তি উপকমিটির সকালে মিটিং ছিল। সেখানে সিদ্ধান্ত হয়, শিক্ষক এবং কর্মকর্তা যারা কোন বিচারেই অনগ্রসর শ্রেণিতে পড়েন না, তাদের জন্য আর কোটা সুবিধা থাকছে না। একেবারে লোয়ার লেভেলে যারা সার্ভিস দিচ্ছেন তাদের জন্য ১% কোটা এখন থাকছে। এর কারনটা বলি। আজ প্রায় ৩৪ বছর এই বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পর্ক। শুরু থেকেই দেখেছি, সুইপারের সন্তান সুইপার হচ্ছে, মালির ছেলে মালি। যদিও আমি প্রতিটি পেশাকে মর্যাদাপূর্ণ বলে মনে করি, কিন্তু সমাজ আমার দৃষ্টিভঙ্গিতে চলে না। আমি মনে করি আমাদের বিশ্ববিদ্যালয়ে কর্মরত এই শ্রেণিটির এই বৃত্ত ভাঙ্গার একটা সুযোগ এবারো থাকা উচিত।

এই প্রস্তাবনা নিয়ে আজ দুপুর সাড়ে বারোটায় ভর্তি কমিটির মিটিং ছিল। সেখানে আমার সম্মানিত সহকর্মিরা তাদের মতামত দিয়েছেন। তর্কবিতর্ক হয়েছে। পক্ষে-বিপক্ষে অনেক কথা হয়েছে শেষ পর্যন্ত ভর্তি উপকমিটির সিদ্ধান্ত বলবত থেকেছে।

আমি খুব পরিষ্কার জানি, আমাদের সিদ্ধান্ত শিক্ষক-কর্মকর্তাদের একটা বড় অংশের পছন্দ হবে না। এটা স্বাভাবিক, দীর্ঘদিনের একটা সুবিধা উঠে গেলে ভালো লাগার কথা নয়। তবে তাদের শুভবুদ্ধির কাছে আবেদন, আপনারা ভাবলে বুঝতে পারবেন, দীর্ঘদিনের অপমান এবং অসম্মান থেকে আপনারা এবং আপনাদের সন্তানদের মুক্ত হওয়ার একটা সুযোগ সৃষ্টি হয়েছে।

কোটার ব্যাপারে আমার ব্যক্তিগত অবস্থান সবসময় পরিষ্কার। এই সব দাবি দাওয়া বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যখন কোন নাম নিশানা ছিল না তখন থেকেই। তবে বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে কখনই আমি ব্যক্তিগত মনোভাবকে সামনে রাখি নি। আমার বিশ্ববিদ্যালয় পরিবার অনেক বড়। এদের সবার মতামতের মুল্য আছে। তবে সেই মতামত যৌক্তিক এবং ন্যায়সঙ্গত হতে হবে। এই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে দুজন প্রোভিসির নেতৃত্বে একটা কমিটি গঠন করা হয় - উদ্দেশ্য বিভিন্ন পক্ষের মতামতের ভিত্তিতে একটা সিদ্ধান্ত নেওয়া। এই কমিটি ফর্মালি, ইনফর্মালি বহু চেষ্টা করেছে। তাদের চেষ্টার কোন ত্রুটি ছিল না। কিন্তু শেষ পর্যন্ত কোন ঐক্যমতে পৌঁছানো যায় নি। আমি যথেষ্ট সময় দিয়েছি। আর সময় দেওয়ার সুযোগ নেই।

এই পুরো সময়টা আমার উপর যথেচ্ছ অপবাদ দেওয়া হয়েছে। আমি একেবারেই যা নই তা বলা হয়েছে। শুধুমাত্র যারা মিথ্যা বলতে অভ্যস্ত এবং ধানাই পানাইয়ে অভ্যস্ত তারাই আমার কনভিকশন নিয়ে প্রশ্ন তুলতে পারে।

শিক্ষক এবং কর্মকর্তাদের জন্য কোটা তুলে দেওয়া হয়েছে কারন এই কোটা রাখার পেছনে কোন শক্তিশালি যুক্তি বা নৈতিক ভিত্তি নেই। কেউ যেন ঘুনাক্ষরেও মনে না করে শুধুমাত্র দাবির মুখে এটা করেছি। ছাত্রছাত্রীদের কোন অন্যায় আবদার মানার কোন দায় আমার নেই। এটা সামনে আরো পরিষ্কার হবে।

সামনের দিকে তাকাতে চাই। এই মুহূর্তে আমাদের ফোকাস চারটি, ছাত্রছাত্রীদের জীবনমানের উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, সামনের ভর্তি পরিক্ষা সুষ্ঠুভাবে নেওয়া এবং রাকসু নির্বাচন। এই সমস্ত কাজে মনোযোগ দিতে চাই। অনেক সময় নষ্ট হয়েছে।

কোটা ইস্যু নিয়ে আর কোন ধরনের যন্ত্রণা চাই না। নতুন যন্ত্রণা সৃষ্টির আর কোন যৌক্তিক কারন নেই। এই ধরনের চেষ্টাকে অপচেষ্টা বলে বিবেচনা করা হবে।

Saleh Hasan Naqib

01/01/2025

রাবির ভর্তিতে পুত্র-কন্যা কোটা পুনঃনির্ধারণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পুত্র-কন্যা কোটার হার পুনঃনির্ধারণ করা হয়েছে।

এখন কেবল সহায়ক ও সাধারণ কর্মচারীদের পুত্র-কন্যাদের জন্য ১% কোটা রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত ভর্তি কমিটির জরুরি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কমিটির সভাপতি উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব সভায় সভাপতিত্ব করেন।

31/12/2024

সচিবালয়ে আগুনের সূত্রপাত হয়েছিল বৈদ্যুতিক স্পার্ক থেকে: তদন্ত কমিটি

ছাত্রশিবিরের নতুন সভাপতি জাহিদুল ইসলামবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৫ সেশনের জন্য নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন...
31/12/2024

ছাত্রশিবিরের নতুন সভাপতি জাহিদুল ইসলাম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৫ সেশনের জন্য নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জাহিদুল ইসলাম।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সদস্য সম্মেলনে ভোটের ভিত্তিতে তাকে সভাপতি নির্বাচন করা হয়।

শিবিরের সংবিধান অনুযায়ী নবনির্বাচিত সভাপতি পরবর্তী সময়ে সেক্রেটারি জেনারেল মনোনয়ন দেন। যার কার্যক্রম এখন চলমান রয়েছে।



রাবি জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণাবাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যাল...
31/12/2024

রাবি জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।গতকাল সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম, কেন্দ্রীয় সংসদের আহ্বায়ক এম. আবু ফয়েজ ও সদস্যসচিব মো. বিল্লাল হোসেন (বিপ্লব) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

নতুন আহ্বায়ক কমিটিতে রাবি আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু সাঈদ আহ্বায়ক এবং মারিশা রহমান সদস্যসচিব মনোনীত হয়েছেন।

কমিটির অন্যরা হলেন- সিনিয়র যুগ্ন-আহ্বায়ক মো. সালসাবিল, যুগ্ন-আহ্বায়ক মো. রফিকুল ইসলাম, সাবিহা আলম মুন্নী, হুমায়ুন কবির, আমিরুল ইসলাম আমির, মোহাম্মদ আলী আকন্দ, মো. গোলাম আযম সিয়াম, নাফিউল ইসলাম, নাঈম মিয়া, জহিরুল মিয়া, মো. আশিক, মির্জা আলমগীর, হাবিবুর রহমান, মো. ময়নুল ইসলাম বিপ্লব, মো. সোহাগ সরকার ও আজিম।

এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন- তাওহীদ ইকবাল, মেহেদী হাসান সিয়াম, আব্দুল্লাহ ফাহাদ, মো. আসিফ আল মাহমুদ, আরফান হোসেন আরিফ, আতিকুর রহমান, মো. রাজিন সালেহ, মো. মাহরুফ ইসলাম, মো. মাহরুফ ইসলাম মাহিম, সোহানুর রহমান ও মো. খালিদ।

সংবাদ বিজ্ঞাপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম- কেন্দ্রীয় সংসদের আহবায়ক এম. আবু ফয়েজ এবং সদস্যসচিব মো. বিল্লাল হোসেন (বিপ্লব) এর সিদ্ধান্ত মোতাবেক উল্লেখিত প্রতিষ্ঠান বা, ইউনিটের আইনের ছাত্র-ছাত্রীদেরকে জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ করতে নতুন সদস্য সংগ্রহ এবং ওই ইউনিটে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য এই আহবায়ক কমিটি অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়।

নতুন কমিটির আহ্বায়ক আবু সাঈদ বলেন, ‌‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক এম. আবু ফয়েজ ও সদস্যসচিব মো. বিল্লাল হোসেন (বিপ্লব) আমাদের উপর যে দায়িত্ব অর্পণ করেছেন, তা যথাযথভাবে সম্পাদনে আমরা বদ্ধপরিকর। আইন ছাত্র ফোরাম জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে সাংগঠনিকভাবে সাধারণ শিক্ষার্থীদের মাঝে জাতীয়তাবাদের বার্তা পৌঁছে দেবে, দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি আইনি সচেতনামূলক বিভিন্ন কাজের মাধ্যমে রাবি আইন ছাত্র ফোরামকে বাংলাদেশের অন্যতম সেরা ইউনিট হিসেবে দাঁড় করাতে কাজ করে যাবো, ইনশাআল্লাহ।’



31/12/2024

‘রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার’ কি শিক্ষার্থীদের হয়রানি করার মাধ্যম?

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘুরতে আসা বরেন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে যা ঘটেছে, তা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির সদস্যরা যে ভাষায় কথা বলেছেন, তা কোনো সভ্য মানুষ বলে না। বরেন্দ্র বিশ্ববিদ্যালয় সম্পর্কে তারা যে ধরনের ঘৃণা ছড়ালেন, তা কাম্য নয়।

সবচেয়ে ন্যাক্কারজনক কাজ হয়েছে ওই ঘটনাটি ভিডিও করে প্রকাশ করা। এতে ভুক্তভোগী ছাত্রী-ছাত্রীকে সেখানে দেখানো হয়েছে। এটা হয়রানি। সেই হয়রানির ভিডিও প্রকাশ করেছে ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার’ নামের গ্রুপ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে এ ধরনের হয়রানি করা অপরাধ।

আমাদের ভাষ্য হচ্ছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পাবলিক সম্পদ। এখানে সবাই আসতে পারবেন, ঘুরতে পারবেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় শুধু সেখানকার শিক্ষক-শিক্ষার্থী বা কর্মকর্তা-কর্মচারীর নয়। এখানে সবার চলাচলের অধিকার সংরক্ষিত আছে। তবে শৃঙ্খলা পরিপন্থী কিছু ঘটলে তাদের শাস্তি হওয়া উচিত।

বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রীদের দেখলেই লাথি মারার যে কথা প্রক্টরিয়াল বডির সদস্যরা বলেছেন, তা কোনোভাবেই আমরা আশা করি না। দেশের মানুষ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের থেকে আরও ভালো ব্যবহার ও ভাষা আশা করে। কিন্তু প্রক্টরিয়াল বডির সদস্যরা বোধহয় সেই ভাষা ভুলে গেছেন।

৩১ ডিসেম্বর বিকেল ৫টা থেকে ১ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন...
30/12/2024

৩১ ডিসেম্বর বিকেল ৫টা থেকে ১ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন...

Address

Rajshahi University
Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rajshahi University News24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rajshahi University News24:

Share