Robaiya Rumi

Robaiya Rumi Dreaming big, achieving bigger.

02/02/2025

#শীতের সকাল কুয়াশায় মোড়ানো রাস্তায় গাড়ি চালিয়ে মেয়ের কোচিং-এ যায়🥶🥶

30/01/2025
😊😊
30/01/2025

😊😊

কিছু পুরুষ মানুষ দ্বিতীয় বার তার জীবনে একজন ভালো প্রকৃত নারীর দেখা পায় না। একজন পুরুষ মানুষের জীবনে হঠাৎ আলোর মতন গুড ওমেন আসে ।তারা বুঝতে পারেনা তার উপস্হিতিতে তার মূল‍্যে কত টুকুন । তারা যখন হারিয়ে যায় তখন কোন একদিন রিয়েলাইজ করে , তার জীবন থেকে সবচেয়ে দামী জিনিসটি তার অবহেলায় চলে গেছে।

কারন গুড ওমেন কখনোই কোন পুরুষের কাছে টাকা- পয়সা চাইবে না, কখনোই তার পুরুষকে তার নিজের জীবন গড়তে ব‍্যবহার করবে না।সে সামজিক জীবনে তার পুরুষটিকে নিয়েই বেড়ে উঠে ।
একজন গুড ওমেন নিজের মূল‍্যের মতনই তার প্রিয় পুরুষকে মনে করে । তাকে তার সময় , হৃদয় নিংড়ানো মমতা, স্নেহ , তার নিজের সাধ‍্যের মধ‍্যে সবটুকু কেয়ার ও লয়‍্যালিটি দেয় ।সে তার প্রিয় পুরুষকে হিল হতে সাহয‍্য করে । সে তাকে তার পুরুষটিকে সম্মান করে এবং সে চায় তার আশে পাশে থাকা মানুষ গুলোর কাছেও সে সম্মানীত থাকুক ।সে কখনোই ভুলে না তার মানুষটিকে প্রায়োরিটি দিতে।সে জানে দায়িত্ববোধ কি? সম্পর্কের ভারসাম‍্য রক্ষা সে করতে জানে।

অথচ কিছু পুরুষ মানুষ তার এই কেয়ারটাকে টেকেন ফর গ‍্যারান্টেড নিয়ে নেয় ।সে নারীটিকে সাধারন নারী ভেবে নেয় । পুরুষটি সে নারীটিকে কেয়ার ও রেসপেক্ট দেয় না। তাকে অবহেলা , ও অনাদরে অন‍্যে কোন ভাবনায় ফেলে দেয় , যাতে করে নারীটি নিজেকে ধীরে ধীরে গুটিয়ে নেয় ।

গুড ওমেন যখন বুঝতে পারে , তাকে তার প্রিয় পুরুষটি তাকে সময়ের চাহিদায় ব‍্যবহার করেছে । কিন্তু সে প্রায়োরিটি দেয় নি । সে কখনোই তর্ক ও ঝগড়া করে না। প্রথম প্রথম সম্পর্কটি বাঁচাতে নিজের সাথে আপ্রান লড়াই করে । কিন্তু যখন বুঝতে পারে তাকে ভয়ংকর চতুরতায় ঠকানো হয়েছে , সে নিঃশব্দে সে পুরুষের জীবন থেকে ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেয় । সে জানে তার মূল‍্য কতটুকুন । গুড ওমেন অপাত্রে দান সে যাচাই না করে কিন্তু তাকে ধরে রাখার ক্ষমতা না থাকলে সে , নিজেকে সে আর মেলে দেয় না।যখন রিয়েলাইজ করে পুরুষটি ভীতু ও দূর্বল মানসিকতার তাকে ধারন করার ক্ষমতা নেই , নিজের আত্ন সম্মান বোধ তাকে জানান দেয় , সে কাঁচ কে হাীরা ভেবে ছিলো। আসলে ক্ষমতা নেই চমকানোর ।সে জানে সে গিভার তাকে দেওয়ার ক্ষমতা সব মানুষের নেই।

পৃথিবীতে প্রায় সব পুরুষই নারী পায় ,কিন্তু প্রকৃত ভালো নারী কম পুরুষের ভাগ‍্যে জুটে ।
পুরুষ যখন আফসোসে তার জীবনের অপূর্তা নিয়ে মরে যায় , আর গুড ওমেন মরে মুখে প্রাশান্তির হাসি নিয়ে ।

~মাসুমা ইসলাম নদী -

19/01/2025

নায়ক সাকিব খানের বড়ভাই🤣🤣🤣

13/01/2025

চরিত্র আর ব্যবহারের যত্ন নিন। দামী পোশাক, গাড়ি, বাড়ির মালিক হইলেই মানুষ হওয়া যায় না।🖤
শুভ রাএি😴

নিজেকে সময় দিন, নিজেকে সম্মান দিন,আপনি নিজেই একটা সম্পদ। 🖤বড় মেয়ের সাথে আমি🥰শুভ সকাল😶‍🌫️
13/01/2025

নিজেকে সময় দিন, নিজেকে সম্মান দিন,আপনি নিজেই একটা সম্পদ। 🖤
বড় মেয়ের সাথে আমি🥰
শুভ সকাল😶‍🌫️

একটা কথা আছে, "Invest in yourself" কথাটা প্রচন্ড রকমের সত্যি। নিজেকে ভালোবাসুন, নিজেকে সময় দিন, এর উপরে আর কিছুই নেই। নি...
09/01/2025

একটা কথা আছে, "Invest in yourself" কথাটা প্রচন্ড রকমের সত্যি। নিজেকে ভালোবাসুন, নিজেকে সময় দিন, এর উপরে আর কিছুই নেই। নিজেই নিজের ফাস্ট প্রায়োরিটি হোন। No one can beat you.

লাইফে অনেক মানুষ আসবে যাবে। নিজেকে এমন ভাবে গড়ে তুলতে হবে কারো উপস্থিতি, অনুপস্থিতি যেন জীবনে কোনো প্রভাব ফেলতে না পারে। নিজেকে ভালো রাখতে একটু স্বার্থপর হওয়া খারাপ না। 🌸🤍

09/01/2025

রাস্তাঘাটে চোখে পড়লে এভাবে ঘুরে ঘুরে দেখার কি আছে 😁লজ্জা লজ্জা😁 আমি কি সেলিব্রেটি নাকি 🤔আচ্ছা দেখুক তাতে আমার কি 🤨 নিজেরে সেলিব্রিটি ভাবমু আজ থেকে🤭🤗

অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে পারা-ই সবচেয়ে বড় ম্যাচিউরিটি👍৮.২৫
07/01/2025

অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে পারা-ই সবচেয়ে বড় ম্যাচিউরিটি👍৮.২৫

জীবনে কখনো কখনো এমন একজনের খুব প্রয়োজন যে শুনবে, বুঝবে এবং প্রশংসা করবে, আপনি নিখুঁত না হওয়া সত্ত্বেও আপনাকেই ভালোবেসে...
03/01/2025

জীবনে কখনো কখনো এমন একজনের খুব প্রয়োজন যে শুনবে, বুঝবে এবং প্রশংসা করবে, আপনি নিখুঁত না হওয়া সত্ত্বেও আপনাকেই ভালোবেসে আগলে রাখবে🥰🥰এরপরেও নারী কিসে আটকায় এটা যারা গবেষণা করে পাচ্ছেন না তাদের বলছি, নারী আসলে আটকায় পুরুষের যত্নে 🥰🌸

02/01/2025

কথায় আছে না অহংকার পতনের মূল👆তাইতো ঘাড় থেকে হাতে চলে আসছে😁 এরপরে পায়ের নিচের জু..** থাকবে না😄😁😁😄 শুধু দেখার অপেক্ষায় আল্লাহ ছাড় দেন ছেড়ে দেয় না🤞🤞

01/01/2025
জীবন তোমাকে সুযোগ দিবে, চিনে নিও কে তোমার প্রয়োজন কে তোমার প্রিয়জন। প্রিয়জনকে দুহাত বাড়িয়ে বুকে টেনে নাও।আর যে তোমার প্র...
31/12/2024

জীবন তোমাকে সুযোগ দিবে, চিনে নিও কে তোমার প্রয়োজন কে তোমার প্রিয়জন। প্রিয়জনকে দুহাত বাড়িয়ে বুকে টেনে নাও।আর যে তোমার প্রয়োজনে প্রিয়জন, তাকে মিডিল ফিঙ্গার দেখিয়ে মুখ ফিরিয়ে এক্কেবারে চলে আসো। যেন তুমি তাকে কখনো দেখোনি, চিনো না।

জীবন সুন্দর, ভীষণ রকম সুন্দর, উপভোগ করতে শিখো।যে মানুষটা রাস্তার ব্যাকরণ বুঝে,দেয়াল ডিঙানোর নামতা শিখে চলে যাচ্ছে তার ফিরে আসার রাস্তায় এমন পাহাড় তুলে দাও যেন ফিরতে না পারে।

বাবা হচ্ছেন প্রতি টা সন্তানের জন্য বটবৃক্ষ স্বরূপ।💞
18/12/2024

বাবা হচ্ছেন প্রতি টা সন্তানের জন্য বটবৃক্ষ স্বরূপ।💞

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Robaiya Rumi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share