17/09/2022
All in one messenger 🤩
Let’s see
আপনি নিশ্চয়ই প্রতিদিন বিভিন্ন ম্যাসেজিং অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করেন। এগুলোর মধ্যে যেমন: WhatsApp, Messenger, telegram, Gmail, Skype, Hangout ইত্যাদি। আজ সব গুলো অ্যাপ্লের কাজ আমরা একটি মাত্র অ্যাপ্লিকেশন সম্পূন করবো । তো চলুন দেখা যাক ~~~
স্বাভাবিকভাবে, আমরা যদি সমস্ত মেসেজিং সার্ভিসগুলো ব্যবহার নাও করি, কিন্তু তবুও আমরা দুই তিনটি মেসেজিং Service অবশ্যই ব্যবহার করি। আর এসব মেসেজিং সার্ভিসগুলো ব্যবহার করার জন্য আমাদেরকে সংশ্লিস্ট অ্যাপ অথবা তাদের ওয়েবসাইট ওপেন করতে হয়। আর আপনার ডিভাইসে বা আপনার কম্পিউটারে একাধিক মেসেজিং Service থাকা সত্যিই অনেক বিভ্রান্তিকর এবং ঝামেলাযুক্ত মনে হতে পারে।
আর আপনি যদি কোন মেসেজিং সার্ভিস গুলোর ব্যবহার কমাতে না পারেন, তবে আপনি সে সমস্ত প্লাটফর্ম গুলোকে একটি জায়গায় নিয়ে আসতে পারেন। আর তা হলো, আপনি অন্তত সেসব প্লাটফর্ম গুলোকে একটি অ্যাপের ভেতরে নিয়ে আসতে পারেন এবং একটি অ্যাপের ভেতর থেকে সমস্ত অ্যাকাউন্ট গুলো কন্ট্রোল করতে পারবেন।
আর এই কাজের জন্য আমরা সাহায্য নিব Fredi নামক একটি ওপেন সোর্স অ্যাপের। এটি একটি বিনামূল্যের অ্যাপ্লিকেশন, যেটি আপনাকে একাধিক মেসেজিং সার্ভিসের অ্যাপ গুলোকে একত্রে ব্যবহার করতে দিবে। এই অ্যাপটি, Gmail, Hangout Slack, Telegram, WhatsApp, Discord, Twitter, Rocket Chat এবং আরো কিছু জনপ্রিয় ম্যাসেজিং প্ল্যাটফর্ম গুলো সমর্থন করে থাকে। এমনকি এটি ব্যবহার করার সময় যদি কোনো একটি Service সমর্থন না করে, তাহলে সেটি আপনি ম্যানুয়ালি ও যোগ করতে পারবেন এবং একটি Dedicated section-এ অ্যাপ্লিকেশনের মধ্যে একটি ওয়েব অ্যাপ হিসেবে সেটি ব্যবহার করতে পারবেন।
Fredi অ্যাপটি Franz এর মতই। Fredi একটি Cross Platform Application। আর এই অ্যাপ্লিকেশনটি Windows, Linux এবং MacOS এর জন্য Available রয়েছে। এটি Franz এর উপর ভিত্তি করে এটি একটি ওপেন সোর্স প্রকল্প হিসেবে GitHub-এ Available রয়েছে। আপনি এই অ্যাপ্লিকেশনটি গিটহাব থেকে ডাউনলোড করতে পারেন এবং এটির মাধ্যমে সমস্ত মেসেজিং সার্ভিস অ্যাপগুলো একত্রে যুক্ত করতে পারেন।
আপনি এই অ্যাপ্লিকেশনটিতে কোন অ্যাকাউন্ট তৈরি না করে Guest মোডে ও অ্যাপটি ব্যবহার করতে পারবেন। আর আপনি যদি এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করেন, তাহলে এটি আপনার যোগ করা Service গুলোকে Sync করবে এবং পুনরায় লগইন কিংবা ইন্সটলের সময় সেসব তথ্য গুলো আবার ফিরিয়ে আনবে। অর্থাৎ, এখানে অ্যাকাউন্ট তৈরি করে লগইন করলে আপনার মেসেজ গুলো Synchronize হবে।
আর Fredi অ্যাপটির ইউজার ইন্টারফেস ও অনেক সহজ। এই অ্যাপ্লিকেশনটির ভেতরে প্রবেশ করলে, বামদিকে আপনার যোগ করার সমস্ত ম্যাসেজিং সার্ভিস গুলো দেখতে পাবেন এবং এখান থেকে সেগুলো অ্যাক্সেস করতে পারবেন। এখানে আপনি সমস্ত মেসেজিং সার্ভিসগুলো একত্রিত করার পরিবর্তে, আপনি আপনার কাজ ও ব্যক্তিগত জীবনকে আলাদাভাবে পরিচালনা করার জন্য একটি Workspaces তৈরি করতে পারেন।