07/12/2024
কী অদ্ভুত! আমার বুঝে আসে না, মানুষ কেন প্রেম করে? প্রেম করে আবার কেন কাঁদে? তাদের তো বুঝা উচিত ছিল, এটা একটা মোহ; শয়তানের পাতা ফাঁদ। তারা কি জানে না, তাদের বয়ফ্রেন্ড/গার্লফ্রেন্ডের মুখ থেকে যেই প্রতিশ্রুতির কথা বের হয়, সেটা আসলে তাদের নয়; অভিশপ্ত শয়তানের। বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ড একে অন্যের জন্য শয়তানের স্বরূপ। তাদের দেয়া প্রতিশ্রুতি, প্রতারণা বৈ কিছুই নয়।
শয়তানের প্রতিশ্রুতির ব্যাপারে আল্লাহ তাআলা বলেন,
সে তাদেরকে প্রতিশ্রুতি দেয় এবং তাদেরকে আশ্বাস দেয়। শয়তান তাদেরকে যে প্রতিশ্রুতি দেয়, তা প্রতারণা বৈ কিছুই নয়। [সূরা আন-নিসা ১২০]