Fr Rion 15

Fr Rion 15 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Fr Rion 15, Video Creator, rajshahi, Rajshahi.

ইতিহাস, ঐতিহ্য আর প্রকৃতি আমার আগ্রহের বিষয়বস্তু। সঙ্গত কারণেই ঘুরতে ভালোবাসি। ফুরসৎ পেলেই বেরিয়ে পড়ি। তুলে আনার চেষ্টা করি, খোলা চোখে যা দেখি তার সবকিছু। অনুসন্ধান ও উপলব্ধির সমন্বয়ে তথ্যভিত্তিক ভিডিও নির্মাণের চেষ্টা করে যাচ্ছি।

07/12/2024

কী অদ্ভুত! আমার বুঝে আসে না, মানুষ কেন প্রেম করে? প্রেম করে আবার কেন কাঁদে? তাদের তো বুঝা উচিত ছিল, এটা একটা মোহ; শয়তানের পাতা ফাঁদ। তারা কি জানে না, তাদের বয়ফ্রেন্ড/গার্লফ্রেন্ডের মুখ থেকে যেই প্রতিশ্রুতির কথা বের হয়, সেটা আসলে তাদের নয়; অভিশপ্ত শয়তানের। বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ড একে অন্যের জন্য শয়তানের স্বরূপ। তাদের দেয়া প্রতিশ্রুতি, প্রতারণা বৈ কিছুই নয়।
শয়তানের প্রতিশ্রুতির ব্যাপারে আল্লাহ তাআলা বলেন,
সে তাদেরকে প্রতিশ্রুতি দেয় এবং তাদেরকে আশ্বাস দেয়। শয়তান তাদেরকে যে প্রতিশ্রুতি দেয়, তা প্রতারণা বৈ কিছুই নয়। [সূরা আন-নিসা ১২০]

07/12/2024

ধোঁকার পেছনে পড়ে জীবনের মূল্যবান পুঁজি সময়কে নষ্ট করা বুদ্ধিমানের কাজ নয়; বরং সফলতা অর্জনের জন্য আল্লাহর আনুগত্য করতে হবে। তাঁর হুকুম-আহকাম মানতে হবে। তাঁকে স্মরণ করতে হবে। আল্লাহর স্মরণকে জিকির বলে আখ্যায়িত করা হয়। জিকির কেবল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলোর মধ্যে সীমাবদ্ধ নয়। প্রত্যেক এমন ভালো কাজ জিকিরের অন্তর্ভুক্ত- যার মাধ্যমে আল্লাহর স্মরণ লাভ হয়, আল্লাহর প্রতি মনোনিবেশ করা হয়। মূলত আল্লাহর স্মরণেই সফলতা বিদ্যমান। কুরআনে আল্লাহ তায়ালা বলেছেন, ‘আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো, যাতে তোমরা সফলতা লাভ করতে পারো।’ (সূরা আনফাল-৪৫)
বেশি বেশি আল্লাহর জিকির করা চাই। কুরআন ও হাদিসে বারবার জিকিরের বিষয়টি উল্লেখ করে মানুষদের উৎসাহিত করা হয়েছে। আল্লাহ তায়ালা ইরশাদ করেছেন, ‘তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব।’ (সূরা বাকারা-১৫২)
জিকির অন্তরের খোরাক। জিকিরের কারণে অন্তরে নূর পয়দা হয়। ঈমানী শক্তি বৃদ্ধি হয়। আল্লাহর আনুগত্য করা সহজ হয়। যার অন্তর অন্ধকারাচ্ছন্ন সে খুব কমই আল্লাহর আনুগত্যে সাড়া দেয়। অন্তর জীবিত থাকে আল্লাহর স্মরণে। অন্তরের মৃত্যু হয় আল্লাহর স্মরণ থেকে উদাসীন হলে। রাসূলুল্লাহ সা: বলেছেন, ‘যে তার প্রতিপালকের জিকির করে, আর যে জিকির করে না, তাদের উপমা হলো জীবিত ও মৃতের ন্যায়।’ (বোখারি-৬৪০৭)
জিকিরের কারণে বান্দা আল্লাহর রহমতপ্রাপ্ত হয়। মানুষের প্রকৃত দুশমন শয়তান তখন তার উপর প্রভার বিস্তার করতে পারে না। কিন্তু যখন সে আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যায় তখন শয়তান তাকে সহজেই পথভ্রষ্ট করতে পারে। রাসূলুল্লাহু সা: বলেছেন, ‘শয়তান আদম সন্তানের অন্তরের উপর জেঁকে বসে থাকে। যখন সে আল্লাহর জিকির করে তখন সরে যায় আর যখন গাফেল বা অমনোযোগী হয় তখন শয়তান তার অন্তরে ওয়াস্ওয়াসা দিতে থাকে।’ (মিশকাতুল মাসাবিহ-২২৮১)
যারা সময়কে আল্লাহর স্মরণে কাটায় তারা দয়াময় রহমানের প্রিয় বান্দা। তাদের জন্য প্রস্তুত রয়েছে মহাপুরস্কার। কুরআনে ইরশাদ হয়েছে, ‘আল্লাহর অধিক জিকিরকারী পুরুষ ও নারী, তাদের জন্য আল্লাহ প্রস্তুত রেখেছেন ক্ষমা ও মহাপুরস্কার।’ (সূরা আহযাব-৩৫)

07/12/2024

বিভিন্নভাবে-বিভিন্নসময়ে, দুঃখ-দুর্দ্দশা, হতাশাগ্রস্ত আর অপমান-লাঞ্চিত হয়ে হৃদয় আজ আমার ক্ষত-বিক্ষত কিন্ত আমিও আজও মনেপ্রাণে বিশ্বাস করি মোনাজাতের এক ফোটা চোখের পানি, একদিন আমার ভাগ্য পরিবর্তন করে দিবে, আমার অগোছালো সবকিছু গুছিয়ে দিতে পারেন এবং তিনি সেটা চাইলে একমহূতেই সেটা সম্ভব এবং তিনি এটা অংগীকারবদ্ধ আমি যা হারিয়েছি তার চেয়ে উত্তম কিছু পাবো। ঈন-শা-আল্লাহ।✓✓

06/12/2024

🫀

06/12/2024

🫶🌸

🌸🫶
04/12/2024

🌸🫶

The final 5. Your top stars of

04/12/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Polash Kumar Roy Sumon, Md Sultan Gf ❤️🌸🫶

02/12/2024

28/11/2024

26/11/2024

23/11/2024

21/11/2024
21/11/2024

Next valo korbo 🤲💔🤍🥹

20/11/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Masudur Rahman Alam, Sakina Akter, Sonya Khan, Shakh Iruzzaman, Ankita Rahman, উজ্জ্বল রাজ, Sakib Ahmed Nahid, মোহাম্মদ এরশাদ, Ismail Hossen, ইচ্ছে ঘুড়ি, Afifa Akter Eva, Md Arif Mia, Nil Akash

17/11/2024

plz sobar support legba apnader
Fr Rion 15

Address

Rajshahi
Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fr Rion 15 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category