অলকানন্দা

অলকানন্দা Content Creator

সুধী,দ্বিধাহীন সাহিত্য ও সংস্কৃতিচর্চার লক্ষ্যে আগামী ০২ জানুয়ারী ২০২৫ তারিখে  "বাংলাদেশ অলকানন্দা সাহিত্য ও সাংস্কৃতিক ...
18/12/2024

সুধী,
দ্বিধাহীন সাহিত্য ও সংস্কৃতিচর্চার লক্ষ্যে আগামী ০২ জানুয়ারী ২০২৫ তারিখে "বাংলাদেশ অলকানন্দা সাহিত্য ও সাংস্কৃতিক সংস্থা, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা" র কমিটি ঘোষণা করা হবে।
অলকানন্দা'র বিভাগসমূহ:
১.নাটক
২.গান
৩.আবৃত্তি
৪.নৃত্য
৫পাঠচক্র
৬.সাহিত্য প্রকাশনা( অলকানন্দা নামে নিয়মিত একটি ত্রৈমাসিক সাহিত্য সংকলন প্রকাশিত হবে)
এই পোস্ট পাঠকদের মধ্যে কেউ অলকানন্দা'র সাথে কাজ করতে আগ্রহী থাকলে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য সবিনয়ে অনুরোধ করা হলো।
যোগাযোগ :01518332482

07/12/2024

বাংলাদেশের সাংগঠনিক আবৃত্তিচর্চার প্রথম সংগঠন স্বনন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র, রাজশাহী বিশ্ববিদ্যালয় যৌথভাবে ১৫ দিন ব্যাপী আবৃত্তি বিষয়ক কর্মশালার আয়োজন করতে যাচ্ছে।
কর্মশালায় অংশগ্রহণে আগ্রহীরা অতিসত্বর নাম নিবন্ধনের জন্য 01748944815 নাম্বারে যোগাযোগ করুন।

সুধী, দ্বিধাহীন সাহিত্য ও সংস্কৃতিচর্চার লক্ষ্যে অতিদ্রুতই  "বাংলাদেশ অলকানন্দা সাহিত্য ও সাংস্কৃতিক সংস্থা, রাজশাহী বিশ...
01/12/2024

সুধী,
দ্বিধাহীন সাহিত্য ও সংস্কৃতিচর্চার লক্ষ্যে অতিদ্রুতই "বাংলাদেশ অলকানন্দা সাহিত্য ও সাংস্কৃতিক সংস্থা, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা" র কমিটি ঘোষণা করা হবে।
অলকানন্দা'র বিভাগসমূহ:
১.নাটক
২.গান
৩.আবৃত্তি
৪.নৃত্য
৫পাঠচক্র
৬.সাহিত্য প্রকাশনা( অলকানন্দা নামে নিয়মিত একটি ত্রৈমাসিক সাহিত্য সংকলন প্রকাশিত হবে)
এই পোস্ট পাঠকদের মধ্যে কেউ অলকানন্দা'র সাথে কাজ করতে আগ্রহী থাকলে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য সবিনয়ে অনুরোধ করা হলো।
যোগাযোগ :01518332482

30/11/2024

সবাইকে মহান বিজয়ের মাসের শুভেচ্ছা।

অলকানন্দার কর্মী সংগ্রহের কার্যক্রম  শুরু
27/11/2024

অলকানন্দার কর্মী সংগ্রহের কার্যক্রম শুরু

অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ ও দ্বিধাহীন সাহিত্য ও সাংস্কৃতিক চর্চায় প্রতিশ্রুতিবদ্ধ" বাংলাদেশ অলকানন্দা সাহিত্য ও স...
27/11/2024

অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ ও দ্বিধাহীন সাহিত্য ও সাংস্কৃতিক চর্চায় প্রতিশ্রুতিবদ্ধ" বাংলাদেশ অলকানন্দা সাহিত্য ও সাংস্কৃতিক সংস্থা,রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার কর্মী সংগ্রহ চলছে।

26/11/2024

সুধী,
অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ ও দ্বিধাহীন সাহিত্য ও সংস্কৃতিচর্চার লক্ষ্যে অতিদ্রুতই "বাংলাদেশ অলকানন্দা সাহিত্য ও সাংস্কৃতিক সংস্থা, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা" র কমিটি ঘোষণা করা হবে।
অলকানন্দা'র বিভাগসমূহ:
১.নাটক
২.গান
৩.আবৃত্তি
৪.নৃত্য
৫পাঠচক্র
৬.সাহিত্য প্রকাশনা( অলকানন্দা নামে নিয়মিত একটি ত্রৈমাসিক সাহিত্য সংকলন প্রকাশিত হবে)
এই পোস্ট পাঠকদের মধ্যে কেউ অলকানন্দা'র সাথে কাজ করতে আগ্রহী থাকলে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য সবিনয়ে অনুরোধ করা হলো।
যোগাযোগ :01518332482

25/11/2024

সুধী,
অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ ও দ্বিধাহীন সাহিত্য ও সংস্কৃতিচর্চার লক্ষ্যে অতিদ্রুতই "অলকানন্দা " নামে একটি অরাজনৈতিক সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন আত্মপ্রকাশ করতে যাচ্ছে।
অলকানন্দা'র বিভাগসমূহ:
১.নাটক
২.গান
৩.আবৃত্তি
৪.নৃত্য
৫পাঠচক্র
৬.সাহিত্য প্রকাশনা( অলকানন্দা নামে নিয়মিত একটি ত্রৈমাসিক সাহিত্য সংকলন প্রকাশিত হবে)
প্রাথমিকভাবে অলকানন্দা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম শুরু করলেও অতিদ্রুতই জেলা ও থানা পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম শুরু করবে। এই সমুদয় সাংগঠনিক কাজ পরিচালনা করার জন্য অতিসত্ত্বর উদ্যমী ও সমমনা ব্যক্তিদের নিয়ে একটি নির্বাহী কমিটি গঠন করা হবে।
এই পোস্ট পাঠকদের মধ্য থেকে কেউ অলকানন্দা'র সাথে কাজ করতে আগ্রহী থাকলে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য সবিনয়ে অনুরোধ করা হলো।
যোগাযোগ :01518332482

25/11/2024

সাহস
হুমায়ুন আজাদ

এখন, বিশশতকের দ্বিতীয়াংশে, সব কিছুই সাহসের পরিচায়ক।
কথা বলা সাহস, চুপ করে থাকাও সাহস।
দলে থাকা সাহস, দলে না থাকাও সাহস।
এখন, এ-দুর্দশাগ্রস্ত গ্রহে, সব কিছুই সাহসের পরিচায়ক।
তোমাকে ভালোবাসি বলা সাহস।
তোমাকে ভালোবাসি না বলাও সাহস।
এখন, বিশশতকের দ্বিতীয়াংশে, সব কিছুই সাহসের পরিচায়ক।
ঘরে একলা থাকাটা সাহস।
আবার রাস্তায় অনেকের সঙ্গে বেরিয়ে পড়াও সাহস।
এখন, এ-দুর্দশাগ্রস্ত গ্রহে সব কিছুই সাহসের পরিচায়ক।
ঝলমলে গোলাপের দিকে তাকানোটা সাহস।
তার থেকে চোখ ফিরিয়ে নেয়াও সাহস।
এখন, বিশশতকের দ্বিতীয়াংশে, সব কিছুই সাহসের পরিচায়ক।
আমি কিছু চাই বলাটা সাহস।
আবার আমি কিছুই চাই না বলাও সাহস।
এখন, এ-দুর্দশাগ্রস্ত গ্রহে বেঁচে থাকাটাই এক প্রকাণ্ড দুঃসাহস।

25/11/2024

পথে পথে ফোটে রজনীগন্ধা অলকানন্দা যেন,
এমন সময় ঝড় এলো এক ঝড় এলো খ্যাপা বুনো।।

25/11/2024

অলকানন্দা
আবহমান বাংলার প্রতিচ্ছবি

কাউকে বয়কটের দরকার নেই বরং দেশী পণ্য কিনুন।দেশী পণ্যের লিস্ট সাবান - মেরিল, কেয়া, সেপনিল, তিব্বত, তিব্বত ৭৭৭, Lifeguard,...
29/03/2024

কাউকে বয়কটের দরকার নেই বরং দেশী পণ্য কিনুন।

দেশী পণ্যের লিস্ট

সাবান - মেরিল, কেয়া, সেপনিল, তিব্বত, তিব্বত ৭৭৭, Lifeguard, Cute

বাথরুম পরিষ্কার – Shakti, Clean Master, Finis, Amana, Xtreme

টুথপেষ্ট - Magic Harbal, White Plus, Cute, Active Toothpaste

চুলের তৈল - জুঁই, মায়া, কলম্বো, মেরিল অলিভ অয়েল, Cute

গুড়োদুধ – Pusti, ACI, Pure Milk, AMA, Mars, Starship

ডিটারজেন্ট - কেয়া, তিব্বত, White Plus, Chaka, Jet

চা-ইস্পাহানি, Bengal, Kazi, Cylon (আবুল খায়ের)

শ্যাম্পু-কেয়া, Cute, Revive, Meril, Select Plus

সয়াবিন তৈল – পুষ্টি, বসুন্ধরা, সেনা, Teer, Fresh

Petrolium Jelly - Meril, Tibet, Cute, SMC,

মশা নিরোধ সামগ্রী – Xpel, Sepnil, Xtreme -

Room Freshner - Spring, Basundhara

ময়দা, আটা – Teer, Basundhara, Fresh

নুডলস - কোকোলা, বসুন্ধরা, Foodi

চাল - পুষ্টি, চাষী, চিনিগুড়া, Teer

চিনি - Teer, Fresh, আখের চিনি

সরিষার তৈল - রাধুনি, পুষ্টি, Teer

বিস্কুট - Radisho, Olympic

লবণ- Teer, ACI, Fresh

পানি - Jibon, MUM

টিস্যু - বসুন্ধরা, Fresh

07/03/2024

আমাদের মাকে আমরা বলতাম ‘তুমি’,বাবাকে ‘আপনি’।

আমাদের মা গরিব প্রজার মত দাঁড়াতো বাবার সামনে,
কথা বলতে গিয়ে কখনোই কথা শেষ ক’রে উঠতে পারতো না।
আমাদের মাকে বাবার সামনে এমন তুচ্ছ দেখাতো যে মাকে আপনি বলার কথা আমাদের
কোনোদিন মনেই হয়নি।
আমাদের মা আমাদের থেকে বড় ছিলো,কিন্তু ছিলো আমাদের সমান।
আমাদের মা ছিলো আমাদের শ্রেনীর,আমাদের বর্ণের,আমাদের গোত্রের।
বাবা ছিলেন অনেকটা ‘আল্লার’ মতো, তার জ্যোতি দেখলে আমরা সেজদা দিতাম বাবা ছিলেন অনেকটা সিংহের মতো, তার গর্জনে আমরা কাঁপতে থাকতাম
বাবা ছিলেন অনেকটা আড়িয়াল বিলের প্রচন্ড চিলের মতো, তার ছায়া দেখলেই
মুরগির বাচ্চার মতো আমরা মায়ের ডানার নিচে লুকিয়ে পড়তাম।
ছায়া সরে গেলে আবার বের হয়ে আকাশ দেখতাম।
আমাদের মা ছিলো অশ্রুবিন্দু-দিনরাত টলমল করতো
আমাদের মা ছিলো বনফুলের পাপড়ি;-সারাদিন ঝরে ঝরে পড়তো,
আমাদের মা ছিলো ধানখেত-সোনা হয়ে দিকে দিকে বিছিয়ে থাকতো।
আমাদের মা ছিলো দুধভাত তিন বেলা আমাদের পাতে ঘন হয়ে থাকতো।
আমাদের মা ছিলো ছোট্টপুকুর-আমরা তাতে দিনরাত সাঁতার কাটতাম।
আমাদের মার কোনো ব্যক্তিগত জীবন ছিলো কিনা আমরা জানি না।
আমাদের মাকে আমি কখনো বাবার বাহুতে দেখি নি।
আমি জানি না মাকে জড়িয়ে ধরে বাবা কখনো চুমু খেয়েছেন কি না
চুমু খেলে মার ঠোঁট ওরকম শুকনো থাকতো না।
আমরা ছোট ছিলাম, কিন্তু বছর বছর আমরা বড় হতে থাকি,
আমাদের মা বড় ছিলো, কিন্তু বছর বছর মা ছোটো হতে থাকে।
ষষ্ঠ শ্রেনীতে পড়ার সময়ও আমি ভয় পেয়ে মাকে জড়িয়ে ধরতাম।
সপ্তম শ্রেনীতে ওঠার পর ভয় পেয়ে মা একদিন আমাকে জড়িয়ে ধরে।
আমাদের মা দিন দিন ছোটো হতে থাকে
আমাদের মা দিন দিন ভয় পেতে থাকে।
আমাদের মা আর বনফুলের পাপড়ি নয়, সারাদিন ঝরে ঝরে পড়েনা
আমাদের মা আর ধানখেত নয়, সোনা হয়ে বিছিয়ে থাকে না
আমাদের মা আর দুধভাত নয়, আমরা আর দুধভাত পছন্দ করিনা
আমাদের মা আর ছোট্ট পুকুর নয়, পুকুরে সাঁতার কাটতে আমরা কবে ভুলে গেছি।
কিন্তু আমাদের মা আজো অশ্রুবিন্দু, গ্রাম
থেকে নগর পর্যন্ত আমাদের মা আজো টলমল করে।

আমাদের মা/ হুমায়ুন আজাদ

Address

Rajshahi

Telephone

01518332482

Website

Alerts

Be the first to know and let us send you an email when অলকানন্দা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share