Rony bhai

Rony bhai Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rony bhai, Rajshahi.

22/06/2024

মদের গ্লাস আর নারীর ঠোঁট, দুটোই কখনো এঁটো হয় না।

অভাবী মানুষের অভাব বেশি দিন থাকে না কিন্তু লোভী মানুষের অভাব চিরদিন থাকে।
12/04/2024

অভাবী মানুষের অভাব বেশি দিন থাকে না
কিন্তু লোভী মানুষের অভাব চিরদিন থাকে।

সময় মানুষকে পরিবর্তন করতে বাধ্য করে।😶
09/04/2024

সময় মানুষকে পরিবর্তন করতে বাধ্য করে।😶

ব্যাংকিং ক্যারিয়ারের 8 বছরে দেখলাম "যত বিবাহিত মেয়ে একাউন্ট ওপেন করতে আসে  বা ডিপি এস,  সঞ্চয় পত্র কিনতে আসে ৯০% মেয়ে বা...
23/03/2024

ব্যাংকিং ক্যারিয়ারের 8 বছরে দেখলাম "যত বিবাহিত মেয়ে একাউন্ট ওপেন করতে আসে বা ডিপি এস, সঞ্চয় পত্র কিনতে আসে ৯০% মেয়ে বা মহিলা তার স্বামীকে নমিনি দিতে চায় না, নমিনী দেয় তার মা বাবা অথবা ভাই বোনকে, কিন্তু বিবাহিত পূরুষদের ৯৫% ই স্ত্রীকে নমিনি দিতে চায়।"
তার মধ্যে অনেক প্রায় ২০% আসে তার সম্পূর্ণ আয় স্ত্রীর নামে ব্যাংকে রাখে।কিন্তু ২% স্ত্রী পাওয়া যাবে কিনা সন্দেহ যে নিজের ইনকাম স্বামীর নামে রাখা,এটাই নারী ও পুরুষের মধ্যে পার্থক্য...

#লেখকঃ একজন ব্যাংকার

অভিমান করি, কিন্তু অভিনয় করি নাহ্।😕
06/03/2024

অভিমান করি, কিন্তু অভিনয় করি নাহ্।😕

নিজেকে অনেক পরিবর্তন করতে হবে।
27/02/2024

নিজেকে অনেক পরিবর্তন করতে হবে।

যেখানে তোমার বিলাসিতা, সেখানে আমার বেঁচে থাকার যুদ্ধ।
24/08/2023

যেখানে তোমার বিলাসিতা,
সেখানে আমার বেঁচে থাকার যুদ্ধ।

শখের বয়সে টাকার বড্ড অভাব!
10/08/2023

শখের বয়সে টাকার বড্ড অভাব!

07/08/2023

আসলে বেডি মানুষ চায় কি..?
চাঁদে বাড়ি করার মতন টাকা আছে তার বউ চলে গেলো...(বিল গেটস)
সারাপৃথিবীতে ভালো মানুষের খেতাব পাওয়া লোকটার বউ গেলো...(জাস্টিন ট্রুডো)
সুদর্শন চেহারার লোক তার ও বউ গেলো...(তাহসান)

টাকাও চায় না, ভালো মানুষ ও চায় না, সুদর্শন মানুষ ও চায় না।
এরা আসলে কি চায়..?😄😄

সবচেয়ে খারাপ একাকিত্ব হলো নিজেকে ভালো না লাগা।
05/08/2023

সবচেয়ে খারাপ একাকিত্ব হলো
নিজেকে ভালো না লাগা।

04/08/2023

ঢাকা যাওয়ার পথে ভোরবেলায় যমুনা সেতুর অপরূপ দৃশ্য।

04-04-2019
04/08/2023

04-04-2019

ছেলেবেলাটা আজ যেন তাচ্ছিল্যের সুরে বলে- কিরে বড় হতে চেয়েছিলি না ? দেখ এখন কেমন লাগে।
01/08/2023

ছেলেবেলাটা আজ যেন তাচ্ছিল্যের সুরে বলে- কিরে বড় হতে চেয়েছিলি না ? দেখ এখন কেমন লাগে।

24/07/2023
18/07/2023

প্রাপ্তির শেষ কোথায়?
⛔ বিবাহিত?
সংসারে অশান্তি। তালাক দিয়ে সব মিটমাট করে ফেলতে ইচ্ছা করে!
⛔ অবিবাহিত?
সারাক্ষণ বিয়ের ভাবনায় দিন কাটে। সঙ্গীকে পাওয়ার স্বপ্নে বিভোর!
⛔ ধনী?
একটু শান্তি আর সুখের খোঁজ কোথা থেকে পাওয়া যায়, তা ভাবতে ভাবতে বিষন্নতায় ডুবে থাকা!
⛔ গরীব?
আরও বেশি অর্থ উপার্জনের পথ খুঁজে ফেরা!
⛔ শিশু?
কবে যে বড় হবো? সবাই ছোট-ছোট বলে!
⛔ প্রাপ্তবয়স্ক?
ইশ্! সেই শৈশবটাকে যদি আবার ফিরে পেতাম!
⛔ সন্তানপ্রাপ্ত?
এইগুলোর যন্ত্রণায় জীবনটা শেষ হয়ে গেল। একটাও মানুষ হলো না। যাদের সন্তান নেই তারাই ভালো আছে!
⛔ নিঃসন্তান?
আল্লাহ্, পৃথিবীর যেকোন কিছুর বিনিময়ে আমাকে সন্তান দাও!
⛔ চাকুরীজীবি?
দিনভর এত খাটুনি আর ভালো লাগে না!
⛔ বেকার?
কবে যে একটা চাকুরী হবে!
⛔ সেলিব্রেটি?
মুখ লুকাতে ব্যস্ত!
⛔ সাধারণ ব্যাক্তি?
সেলিব্রেটি হওয়ার স্বপ্নে বিভোর!
✔️এই জগতে একমাত্র মৃত্যু ছাড়া মানুষের এই অসীম ইচ্ছা, চাহিদা আর অপূর্ণতাকে দমানোর কোনো শক্তি নেই।

21/06/2023

🥀🥀দিন শেষে বাবা -মা ই আপন বাকি সবাই তো বিজ্ঞাপন 🥀🥀

20/06/2023

গিয়েছিলাম মানুষ খুঁজতে,
ফিরে এসেছি মুখোঁশ চিনে।

Address


Telephone

+8801701404049

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rony bhai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share