EHS Vlog

EHS Vlog "সুযোগ পাওয়া শর্তেও"যে অপমান করে না,তার মতো সুন্দর মানুষ আর নেই।।

EHS Vlog 👌💕 Construction & Vlog
(2)

23/12/2024

Bed preparation work rainforce earth & Sand back fill....!!!

"জীবিকার তাগিদে কতো মানুষ কতো কিছু করছে! দুমুঠো ভাত পরিবারকে দিবে বলে!!
23/12/2024

"জীবিকার তাগিদে কতো মানুষ কতো কিছু করছে!
দুমুঠো ভাত পরিবারকে দিবে বলে!!

Wearing course work in progress(PMB).
22/12/2024

Wearing course work in progress(PMB).

22/12/2024

Reinforce earth & Sand backfilling work road work.

22/12/2024

"কর্ম কখনো ছোট হয় না, সব কর্মই সমান। সেটা হোক ডক্টর, ইঞ্জিনিয়ার কিংবা দিনমজুর!
আমরা সকলেই দুমুঠো অন্যর জন্যই পরিশ্রম করি.!!🫵🫵

লাইফে টাকার গুরত্ব তখন বুঝতে পারবেন যখন দেখবেন মার্কেটে আপনার আদরের সন্তান একটা খেলনা পছন্দ করেছে কিন্তু আপনি কিনে দিতে ...
21/12/2024

লাইফে টাকার গুরত্ব তখন বুঝতে পারবেন যখন দেখবেন মার্কেটে আপনার আদরের সন্তান একটা খেলনা পছন্দ করেছে কিন্তু আপনি কিনে দিতে পারছেন না।

যখন দেখবেন স্ত্রী সহ বিয়েতে গিয়েছেন, আপনার স্ত্রীকে একদম ফিকে লাগছে।

শশুরবাড়িতে গিয়েছেন, আপনি এবং অন্য জামাই দুজনের প্রতি দুই রকমের ব্যাবহার এবং সমাদর।

আপনার বউয়ের গোমড়া মুখ দেখলে বুঝবেন টাকা কেনো প্রয়োজন। বউয়ের ছোট ছোট ইচ্ছেগুলো পুরন করতে না পারলে বুঝবেন টাকা কেনো প্রয়োজন।

সন্তান বায়না ধরে বসলো একটা সাইকেল লাগবে, বাবা হিসেবে তখন বুঝবেন টাকা কত প্রয়োজন।

পরিবার নিয়ে রেস্টুরেন্টে খেতে গেলে বুঝবেন টাকা কেনো প্রয়োজন।

আপনার বউ যখন দেখবে, আপনার কাছে টাকা নেই বলে কেউ আপনাকে পাত্তা দেয় না, তখন বুঝবেন টাকা কেনো দরকার!!

টাকার গুরুত্ব তখন বুঝবেন যখন দেখবেন, আপনার কাছে টাকা নেই বলে আপনার সন্তানকে কেউ ওভাবে আদর করে না।

আপনার কাছে টাকা না থাকলে টাকার গুরুত্ব বুঝবেন।

তাই প্রচুর পরিমাণে টাকা কামাতে হবে এমন মনে হয় টাকা থাকলে জীবনের 90 পার্সেন্ট প্রবলেম সলভ হয়ে যায়

Prime Coat work... ❤️❤️
21/12/2024

Prime Coat work... ❤️❤️

New jasrry Berriar Box casting...!!!
21/12/2024

New jasrry Berriar Box casting...!!!

21/12/2024

"অকৃতজ্ঞ হওয়া এমন এক ধরনের অন্যায়,যার কোন ক্ষমা নেই৷
EHS Vlog

20/12/2024

🫵তুমি খারাপ সময় যত সুন্দর করে অতিবাহিত করতে পারবে,জীবনে তত বেশি সফল হবে।❤️❤️🫶

Expansion joint Casting work...!!
19/12/2024

Expansion joint Casting work...!!

রিনফোর্সমেন্ট এ কেন কভার ব্লক ব্যবহার হয়?------------------------------------------------------------------------★কভার ব...
18/12/2024

রিনফোর্সমেন্ট এ কেন কভার ব্লক ব্যবহার হয়?
------------------------------------------------------------------------
★কভার ব্লক কি ?

কভার ব্লক মূলত একটি স্পেসার যা রিনফোর্সমেন্ট রিবার ম্যাট্রিক্সটি কে বেজমেন্ট(Base) থেকে কিছুটা উপরে উত্তোলন করতে ব্যবহৃত,যারা ফলে রিনফর্সমেন্ট ম্যাট্রিক্স এবং বেজমেন্ট (Base) এর মধ্যে কিছুটা স্পেস তৈরী হয়। যখন কনক্রিট ঢালাই করা হয় তখন এই স্পেস থাকার ফলে কনক্রিট রিবারের নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

Concrete Cover Block
★স্পেসিফিকেশনঃ

রিবারের ক্ষয় প্রতিরোধ করার জন্য, এটি কংক্রিটে সম্পূর্ণভাবে ভিতরে সংযুক্ত করা প্রয়োজন। কোড অনুসারে, সাধারণত এই কভার 2 থেকে 3 ইঞ্চি প্রয়োজন।
সুতরাং কভার ব্লক দ্বারা rebar প্রায় 2 থেকে 3 ইঞ্চি উপরে উঠানো হয় এবং ঢেলে কংক্রিট একটি স্থায়ী এবং এটিও কনক্রিটের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠে।

★এডভান্টেজঃ

১. Rebar sags প্রতিরোধ করে।
২. ঢালাই এ প্রয়োজনীয় কনক্রিট কভারেজ নিশ্চিত করে।

★কভার ব্লকের প্রকার

ব্যবহৃত উপাদান ধরনের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের আবরণ ব্লক আছে: –
1. কাঠের কভার ব্লক।
2. ইস্পাত কভার ব্লক
3. পিভিসি ব্লক
4. সিমেন্ট সিলভার কভার ব্লক
5. অ্যালুমিনিয়াম কভার ব্লক
6. স্টোন কভার ব্লক

★কেন কভার ব্লক ব্যবহৃত হয়?

1. রিবার এবং শাটারিংয়ের মধ্যে একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রাখার জন্য।
2. রিনফোর্সমেন্ট বার কে পরিবেশগত প্রভাব ও ক্ষয় থেকে রক্ষা করতে।
3. তাপ নিরোধক প্রদান, যা অগ্নি থেকে রিনফোর্সমেন্ট বার কে রক্ষা করে।
4.স্লিপিং প্রতিরোধ করে স্ট্রেস নিতে সাহায্য করে।



"টাকা উপার্জনের জন্য এই কাজগুলি করুন।1. ভালো ব্যক্তিত্ব গড়ে তুলুন2. মানুষের সামনে কথা বলতে শিখুন3. সময়ের কাজ সময়ে করুন4....
18/12/2024

"টাকা উপার্জনের জন্য এই কাজগুলি করুন।

1. ভালো ব্যক্তিত্ব গড়ে তুলুন

2. মানুষের সামনে কথা বলতে শিখুন

3. সময়ের কাজ সময়ে করুন

4. মনোযোগ দিয়ে শুনতে শিখুন

5. একটানা কাজ করতে শিখুন

6. নতুন স্কিল শিখুন

7. টাকা সম্পর্কিত বই পড়ুন

৪. ভেবে-চিন্তে কাজ করুন

9. ধনী ব্যক্তিদের সাথে সম্পর্ক রাখুন

10. ভালো ব্যবহার বজায় রাখুন

18/12/2024

সত্য ও ন্যায় অর্জনে সব ত্যাগ করা যায় কিন্তু কোনো কিছুর বিনিময়ে সত্য ও ন্যায়কে ত্যাগ করা উচিত নয়।

#সব #ও #ও

একজন সত্যিকার CEO বা একজন কর্পোরেট লিডার আসলে কেমন হওয়া উচিৎ? বিশ্বের অন্যতম Tech Giant Industry (Tesla) - এর কাছ থেকে এ...
17/12/2024

একজন সত্যিকার CEO বা একজন কর্পোরেট লিডার আসলে কেমন হওয়া উচিৎ? বিশ্বের অন্যতম Tech Giant Industry (Tesla) - এর কাছ থেকে একটি শিক্ষা- যখন ২০০৮ সালে পুরো বিশ্ব ভেবেছিল Tesla দেউলিয়া হয়ে যাবে তখন,

Mercedes ভবিষ্যদ্বাণী করেছিল: “চলন্ত গ্রীষ্মের মধ্যেই দেউলিয়া হয়ে যাবে।”

BMW বলেছিল: “তারা কখনোই ব্যাপক উৎপাদন বা মাস প্রডাকশনের দিকে যেতে পারবে না।”

The Wall Street Journal নিশ্চিত করেছিল: “Tesla এর জন্য তার পরবর্তী উৎপাদন দুঃস্বপ্ন মাত্র।”

তখন ইলন মাস্ক সিদ্ধান্ত নিলেন Tesla-এর কারখানায় থাকার, তার সংকল্প এবং দৃঢ় ইচ্ছাশক্তি এতটাই ছিল যে, তিনি একটি বালিশ নিয়ে Tesla-এর ফ্যাক্টরি এসে থাকতে শুরু করলেন। দিন রাত কাজ করলেন আর যখনই ক্লান্ত লাগতো বালিশ বিছিয়ে গাড়ির পাশে শুয়ে পরতেন।

পরবর্তীতে যা ঘটেছিলো, তা প্রতিটি CEO-কে চমকে দিল।

Tesla শুধু মার্কেটে টিকেই গেলই না, বরং তারা তাদের সমস্যাগুলোকে কাটিয়ে পূর্বের চেয়েও আরো বহুগুণ শক্তিশালীরূপে উঠে দাঁড়াল।

পরিবর্তনটা ছিল সত্যিই বেশ নাটকীয়:
ইলন মাস্ক নিজে প্রতিটি উৎপাদন স্টেশন পরিদর্শন করতেন এবং তার Tesla ম্যানুফ্যাকচারিং প্লান্টের একটা ছোটখাটো ব্যাপারও বাদ দিতেন না। প্রয়োজন হলে সফটওয়্যার কোড পুনরায় লিখতেন। যেসব ম্যানেজার তার দৃষ্টিভঙ্গিকে বিশ্বাস করতো না, ঠিকমত কো-অপারেটর করতো না, তাদেরকে সঙ্গে সঙ্গে বরখাস্ত করতেন।

কখনো রাত ৩টার দিকে উঠে সরবরাহকারীদের ফোনকল করে যন্ত্রাংশ চাইতেন।

এক রাতে কর্মীরা তাকে তেলের মধ্যে ভেজা অবস্থায় দেখতে পেলেন, এটি ছিল একটি মডেল ৩ গাড়ি, যা তিনি নিজেই ঠিক করছিলেন কিন্তু অন্যান্য প্রকৌশলীরা ঠিক হবে না ভেবে ওই মডেলের গাড়িটিকে মেরামত করা ত্যাগ করেছিল।

সেদিন ইলন মাস্ক কনফিডেন্টের সাথে সকল প্রকৌশলীদেরকে বলেছিলেন: “হয় আমরা বিশ্বের বুকে Tesla-কে পুরোপুরিভাবে উন্নত করবো অথবা কাজ করতে করতে মরে যাব। তোমরা যারা যারা আমার চিন্তাধারার সাথে রাজি তারা থাকতে পারো, আর যারা আমার চিন্তা কিংবা ভিশনের সাথে একমত নও তারা Tesla-কে পরিত্যাগ করতে পারো৷”

ইলন মাস্কের এমন ভয়ংকর সংগ্রামের পরে যখন Tesla একের পর এক মার্কেটপ্লেস দখল করতে শুরু করলো তখন অটোমোটিভ শিল্পের অন্যান্যদের হাসি থেমে গেল যখন প্রতি বছর তাদের বিক্রিত গাড়ির সংখ্যা প্রকাশিত হলো:
• প্রথম সপ্তাহ: ২০২টি মডেল ৩
• তৃতীয় মাস: প্রতি সপ্তাহে ৫,০০০
• বছরের শেষে: প্রথম লাভজনক ত্রৈমাসিক

এক সময়ের উপহাস হওয়া Tesla আজ অন্যান্য অটোমোটিভ শিল্পের জন্য বাস্তব হুমকিতে পরিণত হলো৷ তারা তাদের ভয়ংকর হার্ড ওয়ার্ক এবং উইল পাওয়ার দিয়ে পুরো অটোমোটিভ শিল্পকে সতর্ক করে তুলল।

এরপর ইলন মাস্কের ইন্টারভিউ নেওয়া শুরু করলো বিভিন্ন মিডিয়া৷ ইলন মাস্ক তাদেরকে একটা কথা কমনলি বলতো যে,
“Tesla-কে নিয়ে পুরো অটোমোটিভ শিল্পে ডোমিনেট করার সপ্ন কখনই ছিল না৷ তবে ওটা খুবই বেদনাদায়ক সময় ছিল যখন Tesla-কে ভেঙ্গেচুরে নতুনভাবে গড়ার কাজ হাতে নিয়েছিলাম। জানি না, তবে সম্ভবত আমি একটু পাগল ছিলাম, তাই হয়তো না চাইলেও অটোমেটিক্যালি Tesla পুরো অটোমোটিভ শিল্পকে ডমিনেট করা শুরু করলো” ইলন মাস্ক এ কথাও শেয়ার করেছিলেন।

প্রথাগত গাড়ি নির্মাতাদের ছিল:
• ১০০ বছরেরও বেশি ম্যানুফ্যাকচারিং অভিজ্ঞতা
• বিলিয়ন ডলারের নগদ রিজার্ভ
• শক্তিশালী বৈশ্বিক সাপ্লাই চেইন
• গভীর রাজনৈতিক সংযোগ

আর আজ?

টেসলার মূল্যায়ন Toyota, GM, Ford এবং BMW-এর একত্রিত মূল্যের চেয়েও বেশি।

কয়েক বছরের মধ্যেই, ইলন মাস্ক একটি উপহাসের বিষয়কে একটি বিশাল অটোমোটিভ দৈত্যে রূপান্তরিত করেছেন এবং প্রমাণ করেছেন যে ধৈর্য্য, দৃঢ় সংকল্প, হার্ড ওয়ার্ক এবং ভিশন পুরো একটি শিল্পকে, একটি পৃথিবীকে বদলে দিতে পারে।



আমার খুব ভালো লাগছে ❤️❤️

Crush Barrier(Botom Slab) Casting..!!
17/12/2024

Crush Barrier(Botom Slab) Casting..!!

ছাদ ঢালাইয়ের হিসাব।১৫০০ বর্গ ফিট একটি ছাদ ঢালাই এর ইট, বালু, সিমেন্ট এবং রড এর পরিমান বের করার হিসাবমনেকরি ছাদের দৈর্ঘ্য...
16/12/2024

ছাদ ঢালাইয়ের হিসাব।

১৫০০ বর্গ ফিট একটি ছাদ ঢালাই এর ইট, বালু, সিমেন্ট এবং রড এর পরিমান বের করার হিসাব

মনেকরি ছাদের দৈর্ঘ্য = ৫০ ফিট
এবং ছাদের প্রস্থ = ৩০ ফিট
ছাদের পুরুত্ব= ৫ ইঞ্চি

তাহলে ছাদের ক্ষেত্রফল = দৈর্ঘ্য X প্রস্থ = ৫০ X ৩০ = ১৫০০ বর্গ ফিট
এবং ছাদের আয়তন = দৈর্ঘ্য X প্রস্থ X পুরুত্ব = ৫০ X ৩০ X ০.৪১৬৬ (৫/১২ ইঞ্চি কে ফিট হিসেবে)
= ৬২৪.৯ বা ৬২৫ ঘনফিট/সিএফটি

আদ্র অবস্থায় আয়তন মোট আয়তনের চেয়ে দেড়গুন বেড়ে যায় তাই
আদ্র আবস্থায় আয়তন = ৬২৫ X ১.৫ = ৯৩৭.৫ বা ৯৩৮ ঘনফিট/সিএফটি

সিমেন্ট বালু ও খোয়ার অনুপাত = সিমেন্ট: বালু: খোয়া = ১: ২: ৪
অনুপাতের যোগফল = ১+২+৪ = ৭

সিমেন্ট এর পরিমান = (আদ্র অবস্থায় আয়তন X সিমেন্ট অনুপাত) ÷ অনুপাতের যোগফল
= (৯৩৮ X ১) ÷ ৭ = ১৩৪ ঘনফিট/সিএফটি
= ১০৮ ব্যাগ (১.২৫ ঘনফিট/সিএফটি = ১ ব্যাগ)

বালু এর পরিমান = (আদ্র অবস্থায় আয়তন X বালুর অনুপাত) ÷ অনুপাতের যোগফল
= (৯৩৮ X ২) ÷ ৭ = ২৬৮ ঘনফিট/সিএফটি

খোয়া এর পরিমান = (আদ্র অবস্থায় আয়তন X খোয়ার অনুপাত) ÷ অনুপাতের যোগফল
= (৯৩৮ X ৪) ÷ ৭ = ৫৩৬ ঘনফিট/সিএফটি
= ৭৮৮২.৩ বা ৭৮৮৩ টি ইট থেকে তৈরি খোয়া (১ টি ইট = ০.০৬৮ ঘনফিট/সিএফটি)

রড এর পরিমান = শুকনো অবস্থায় আয়তন X ২২২ X ১.৫% (রডের একক ওজন ২২২কেজি/ সিএফটি)
= ৬২৫ X ২২২ X (১.৫ ÷ ১০০)
= ২০৮১.২৫ বা ২০৮২ কেজি
= ২.০৮২ টন

আয়তন, রড বসানোর দুরত্ব ও রডের মিলিমিটার অনুসারে রডের হিসাব
ছাদে সাধারনত ১০ মিলিমিটার, ১২ মিলিমিটার, ১৬ মিলিমিটার রড ব্যবহার করা হয়
এবং ছাদে রড থেকে রডের দুরত্ব ৫ ইঞ্চি থেকে ৭ ইঞ্চি হয়ে থাকে

মনেকরি ছাদের দৈর্ঘ্য = ৫০ ফিট
এবং ছাদের প্রস্থ = ৩০ ফিট

আমরা যদি ৫ ইঞ্চি পর পর রড বসাই তাহলে

৫০ ফিট এ মোট রডের পরিমান
= ৫০ফিট/ ৫ ইঞ্চি +১
= ৬০০ ইঞ্চি / ৫ ইঞ্চি +১
= ১২০+১
= ১২১ পিস (প্রতি পিস ৩০ ফিট দৈর্ঘের)
= ৩৬৩০ ফিট

৩০ ফিট এ মোট রডের পরিমান
= ৩০ফিট/ ৫ ইঞ্চি +১
= ৩৬০ ইঞ্চি / ৫ ইঞ্চি +১
= ৭২+১
= ৭৩ পিস (প্রতি পিস ৫০ ফিট দৈর্ঘের)
= ৩৬৫০ ফিট

মোট রডের পরিমান = ৩৬৩০ ফিট+ ৩৬৫০ ফিট
=৭২৮০ ফিট

রডের ওজন = D²/৫৩২.২ কেজি (D হল রডের ডায়া বা মিলিমিটার)
= ১২²/ ৫৩২.২ কেজি (১২ মিলিমিটার রড এর ক্ষেত্রে)
= ০.২৭ কেজি (প্রতি ফিট এ)

মোট ওজন= ৭২৮০ X ০.২৭ কেজি
= ১৯৬৫.৬ বা ১৯৬৬ কেজি
= ১.৯৬৬ টন (আরও ৫-১০% অপচয় এর জন্য বাড়তি রডের দরকার হবে)
= ২০৬৪.৩ বা ২০৬৫ কেজি(৫% বাড়তি ধরে)
Vlog

14/12/2024

আপনি যদি কম ক্ষতিগ্রস্ত হতে চান তবে জিহ্বাকে সংযত রাখুন ও কম কথা বলুন।🫵🫵

Address

Chandaikona
Rajshahi
6500

Alerts

Be the first to know and let us send you an email when EHS Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to EHS Vlog:

Videos

Share