Ànik Dairy ′′′

Ànik Dairy ′′′ "উদ্ভাবন এবং উৎকৃষ্টতার জন্য একটি দৃষ্টিভঙ্গি দ্বারা চালিত।
চ্যালেঞ্জ গ্রহণ এবং সুযোগকে কাজে লাগিয়ে গুরুত্বপূর্ণ প্রভাব সৃষ্টির প্রতি মনোযোগী।"

01/01/2025

কখনো কখনো জীবনের অগ্রাধিকার পরিবর্তন করতে হয়। সময় আত্মত্যাগ দাবি করে। নীরবতা মনোনিবেশ করতে সাহায্য করে। বিরতি নতুন যাত্রা পথের ইঙ্গিত দেই। স্তব্ধতা ঝড়ের পূর্বলক্ষণ।

নতুন যাত্রা পথে এগোচ্ছি।
ভালো থাকবেন সবাই

21/12/2024

কখনো খেয়াল করে দেখেছ? সন্ধ্যে নামার পরেই আমাদের বুকে থাকা বিষণ্ণতারা একটু একটু করে বের হতে থাকে। যত দুঃখ, মন খারাপের বেহালার সুর, বুকের থাকা বিষাক্ত স্মৃতির সাদাকালো সিনেমা, মস্তিষ্কে থাকা অলুক্ষণে পেঁচার আহাজারি সবটা বের হয় হাঁটি হাঁটি পা পা কোরে। এরপর রাত যত বাড়ে, ওদেরও শাখাপ্রশাখা বাড়তে থাকে। একা থাকলেই বুক ভেঙে কান্না আসে। আমরা ভীষণ অসহায় হয়ে যাই।
মানুষ মূলত অসহায়ই। তবে সন্ধ্যে নামার পরে আরো একটু বেশি অসহায়ত্ব তাকে ঘিরে ধরে....

20/12/2024

জন্মদিনে যারা টাইমলাইন না ভরিয়ে ১মিনিটের কলে কিংবা ইনবক্সে কয়েক লাইনের মেসেজ লিখে উইশ করে তাদেরকে আমার ভালো লাগে। অসুস্থতার কথা জানিয়ে পোস্ট করলে যারা কমেন্ট বক্সে হুমড়ি খেয়ে না পড়ে “তুই ঠিকাছিস?” কিংবা “ভয় পাস না” এমন ছোট্ট একটা মেসেজ দিয়ে খোঁজ নেয়, তাদেরকে আমি কাছের মনে করি। দেখা হওয়ার শেষে বিদায় বেলায় যারা বলে ‘সাবধানে যাস’ তাদের আমি অনায়াসে বুকে জড়িয়ে নিতে পারি। কল কাটার আগে যারা বলে ‘নিজের যত্নটা নিস’ তাদের আমি একটু বেশি ভালোবাসি।

ওরা স্পেশাল। একটু অন্য রকম। যাদেরকে ভিড়াভিড়ির মাঝে দেখা যায় না একদমই। যেখানে নীরবতা সেখানেই ওদের ওঠাবসা। ওরা চুপচাপ থেকে কম কথা বলে। ঝামেলা পছন্দ করে না। চোখে ওদের একটা শান্ত শান্তভাব থাকে।

আপনার জীবনে এমন একটা মানুষ থাকলে তারে যেকেনো মূল্যে আগলাই রাখেন। কারণ এরা যে বড্ড অভিমানী। আপনি আঘাত করলে এরা পাল্টা প্রশ্নের কাঠগড়ায় দাঁড় না করিয়ে, স্বভাবজনিত কারণেই চুপচাপ আপনার কাছ থেকে সরে যাবে। তখন আপনি হাজার চেষ্টা করলেও তাকে আর ফিরিয়ে আনতে পারবেন না।

19/12/2024

এই ডিসেম্বরে কিছু বুঝে ওঠার আগেই কাছের মানুষজন ক্যামন করে যেন নাই হয়ে যায়।
হাতের মুঠোয় ধরে রাখতে চেয়েছিলাম যাদের, তারা'ই ধুলো-বালির মতো হাত ফসকাই গেলো এই ডিসেম্বরেই। তারপর আমারেই মিথ্যের কাঠগড়ায় দাঁড় করাই নাম দিলো ছলনাময়ী।
অথচ নিজের সুখ বলতে যা কিছু বুঝেছিলাম, সবটাই উজাড় করে দিয়েছিলাম। নিয়েছিলাম তাদের বেদনা আর অসময়ে অসুখ।
কিন্তু আফসোস, এতকিছুর পরেও কেন জানি কাছের মানুষরে কাছে পাওয়ার সুখ আমার কপালে জুটলো না।
বিধাতা কী এই পোড়া কপালে একটুখানি সুখও লিখে নাই? কে জানে? হয়তো না আবার হয়তো হ্যাঁ!

• ডিসেম্বরের বিষণ্নতা
নাবিলা তাসনিম

18/12/2024

মানুষের প্রয়োজনের বাইরে অতিরিক্ত যা কিছু আছে তাই হচ্ছে বিষ!

এটি হতে পারে , ক্ষমতা, সম্পদ, ক্ষুদা, অহংকার, লোভ, অলসতা, ভালোবাসা, ঘৃণা, উচ্চাকাঙ্ক্ষা

যেকোনো কিছু।

18/12/2024

সেই রাজনীতি কইরেন না । যেইখানে ক্ষমতা হারালে পালায় যাইতে হয়।

সেই রাজনীতি কইরেন যেইটার জন্য মানুষ আপনারে ভালবাসবে, ক্ষমতায় থাকেন বা না থাকেন।

ঘরে থাকতে পারবেন আরামে, ক্ষমতা থাকুক বা না থাকুক।

17/12/2024

~ প্রচুর হাসতে হবে লবঙ্গ আর দারুচিনির ঘ্রাণের মতো নিজেকে তাজা রাখতে হবে।

~ হাওয়াই মিঠাই এর মতো নিজেকে রঙিন রাখতে হবে। আরো অনেক পড়তে হবে।

~ জীবনের পুরো উঠোন জুড়ে শুদ্ধদের প্রিও বানিয়ে রাখতে হবে। মিনিমালিস্ট লাইফ লিড করতে হবে ।

~ নর্দান লাইট দেখার জন্য নরওয়ে যেতে হবে । জীবনের মধ্যে আরো অসংখ্য নদী,পাহাড়,ফরেস্ট, মহাদেশ এনে ঢুকাতে হবে ।

~ অল্পতেই দমে যায় যারা তাদের কে সাহস জোগাতে হবে মনোবল বাড়িয়ে সরল সুন্দর কমপ্লিমেন্ট দিতে হবে।

~ আগের জেনারেশন এর জাত, পাত,বংশ, সার্টিফিকেট সম্পদ, দেখে জাজ করার ভুলভাল এপ্রোচ কে "নো মোর" বলে বেরিয়ে আসতে হবে

~অনেক গাছ লাগাতে হবে, সবুজের যত্ন নিতে হবে, প্লাস্টিকের ইউজ কমাতে হবে।

~নদী আর সাগর ক্লিন রাখার জন্য মানুষদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।

~ দুনিয়াকে খুব সুন্দর করে আগামী প্রজন্মের জন্য
গুছিয়ে রাখতে হবে।

~আর সর্বশেষ রবের কাছে এই ব্লেসড লাইফটার জন্য কৃতজ্ঞতা জানাতে হবে।




17/12/2024

দায়িত্ব নিতে না পারলে শুধু মাত্র টাইম পাস করার জন্য প্রেম করার দরকার নাই

বিজয়ের উল্লাস ১৬ ডিসেম্বর ১৯৭১
16/12/2024

বিজয়ের উল্লাস
১৬ ডিসেম্বর ১৯৭১

14/12/2024

শীতকাল আসলে শান্তি এবং আনন্দের ঋতু। ঠান্ডা বাতাস, গরম কাপড়, আর উষ্ণ চা—সব কিছুই এক অপূর্ব অনুভূতি। প্রকৃতি ও মন, দুই-ই সতেজ থাকে।

13/12/2024

"শেষ পর্যন্ত পরীক্ষার দৌড় শেষ হলো! আলহামদুলিল্লাহ, সবকিছু পরিকল্পনা মতো হয়েছে। কঠোর পরিশ্রম আর ধৈর্যের ফল মিষ্টি। এখন সময় সামনে এগিয়ে যাওয়ার।"

11/12/2024

প্রতিটি দিনের শুরু আমাদের কাছে একটি নতুন সুযোগ এনে দেয়, আমরা কিভাবে সে সুযোগকে কাজে লাগাবো, তা নির্ভর করে শুধুমাত্র আমাদের মনোভাবের ওপর। সুতরাং, আজকের দিনটি কিভাবে কাটাবো, তা নির্ভর করে শুধুমাত্র আমাদের চিন্তার ওপর তাই ভালো দিন কাটাতে চাইলে নেতিবাচক চিন্তা বাদ দিয়ে ইতিবাচক চিন্তা জরুরি

05/12/2024

শিক্ষিত হওয়ার চেয়ে সুশিক্ষিত হওয়া বেশি প্রয়োজন, মেধাবীর চেয়ে মানুষ হওয়া বেশি প্রয়োজন।

24/11/2024

যে নিজের যোগ্যতা প্রমাণ করে, তার সমালোচনাকারীরাই একদিন প্রশংসা করে।

16/11/2024

শিরোনামঃ শীত'ই চলে আসে কিন্তু সেই 8 টা আসে না

একদিন সকালে উঠে ঠিক করলাম, “আজ থেকে প্রতিদিন সকাল ৬টায় উঠব।” সেই রাতে ঘুমাতে গিয়ে অ্যলার্ম সেট করতে গিয়ে হঠাৎ মনে হলো, “একদিন দেরিতে শুরু করলেও তো সমস্যা নেই, আগামীকাল ৮টায় উঠি!” সেই ৮টা এখনো আসে না! 😂

বাসায় মেহমান আসলে কীভাবে বুঝবেন তিনি খেয়ে এসেছেন নাকি খাবেন? উসমানি আমলে এটা বুঝার একটি উপায় ছিলো।বাসায় কোনো মেহমান আসলে...
06/11/2024

বাসায় মেহমান আসলে কীভাবে বুঝবেন তিনি খেয়ে এসেছেন নাকি খাবেন? উসমানি আমলে এটা বুঝার একটি উপায় ছিলো।

বাসায় কোনো মেহমান আসলে তাকে এক গ্লাস পানি এবং এক কাপ কফি দেয়া হতো। মেহমান যদি প্রথমে কফির কাপ হাতে নিতো, তাহলে ধরা হতো মেহমান খেয়ে এসেছেন। অন্যদিকে, মেহমান যদি আগে পানির গ্লাস হাতে নিতো, তাহলে ধরে নেয়া হতো মেহমান ক্ষুধার্ত, তিনি খাবেন। বাড়ির লোকজনকে তখন সিগনাল দেয়া হতো মেহমানের জন্য যেন খাবার প্রস্তুত করা হয়।

মেহমান খেয়ে আসলে তার জন্য ভারী খাবার প্রস্তুত না করে ফলমূল দেয়া হতো।

এই রীতি মেহমান যেমন জানতো, তেমনি মেজবানও। ফলে, এই ধরনের ভদ্রোচিত সাংকেতিক কমিউনিকেশনে কোনো অসুবিধা হতো না।

03/11/2024

ব্যার্থ সমাজ ও ব্যার্থ মানুষ

ব্যার্থ সমাজে মানুষ বিজ্ঞানে জেগে ওঠে না । সে জেগে ওঠে শ্লোগানে । এখানে পাঠাগার কম থাকে। উপাসনালয় গুলো সপ্তাহের ৬ দিনই খালি খালি ভাব। ব্যার্থ সমাজে প্রতিটি চিন্তাশীল মানুষের বিপরীতে , শত শত বোকা থাকে এবং প্রতিটি সচেতন শব্দের বিপরীতে হাজার হাজার পচনশীল শব্দ । তারা সমস্যার উপরে ভেসে বেড়ায় গভীরে প্রবেশ করতে পারে না। সংখ্যা গরিষ্ঠ মানুষ হয় সর্বদা নির্বোধ। সমাজে অতি তুচ্ছ বিষয় নিয়ে মানুষ আলোচনায় মেতে থাকে । তুচ্ছ জিনিস কে কেন্দ্র করে আলোচনার মাধ্যমে বিষয় টা এতো বড় করে যে বাস্তবে তার কোনো লেনাদেনা নাই। মোট কথা তিল থেকে তাল করে । এই সবের মাঝে মুল বিষয়গুলো হারিয়ে যায়। সমস্যা সমাধানের চেয়ে একে অপরের উপর দোষ চাপাতে থাকে। সস্তা গান আর সস্তা বিনোদনের পিছে ছুটে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ। ফলে সস্তা বিনোদন করেও অনেক জনপ্রিয়তা পাই মানুষ। আর রাজনৈতিক নেতাদের মানুষ দেবতার মতো করে পুজা - অর্চনা করে। আর একদলের দেবতা কে অন্য দল সহ্য করতে পারেনা। যেকোনো একটা খেলা দিয়ে মানুষ কে দিনের পর দিন নেশা গ্রস্ত করে রাখা হয় । চিন্তাশীল মানুষের মূল্য কেও বুঝেনা। অধিকাংশ মানুষ আছে বাজে কোথায় সময় পার করে দেই। আজে বাজে কথা বলে যে মানুষ কে হাসায় তার চেয়ে যে কঠিন সত্য কথা বলে বাস্তবতা কে জাগিয়ে তোলে মানুষ তাকে গ্রহণ করে না । অজ্ঞ সংখ্যাগরিষ্টরা এখানে আপনার ভাগ্য নির্ধারণ করে। সবার যেমন একটি পশ্চাতদেশ থাকে । ঠিক তেমনি ব্যার্থ সমাজে যেকোনো বিষয়ের উপর একটা করে মতামত ও থাকে। ব্যার্থ সমাজে মানুষ ব্যার্থ হয়না ।
এখানে সূচতুর্ভাবে ব্যার্থ বানানো হয়।

এখন প্রশ্ন হচ্ছে আমরা চাইলে কি ব্যার্থ সমাজ কে শিক্ষিত সমাজে পরিবর্তন করতে পারবো ?

হ্যাঁ পারবো তবে পুরো সিস্টেমটা সহজে পরিবর্তন করা সম্ভব না। তবে সবার আগে আমাদের মানসিকতা পরিবর্তন করা জরুরি।

মানসিকতা পরিবর্তন এর প্রথম ধাপ হচ্ছে
অন্য জনের পেছনে না লেগে নিজের কাজে সর্বোচ্চ মনোযোগ দেওয়া । অন্যের বউ পর্দা করে না কেনো! অমুক ব্যক্তি সালাত আদায় করে না কেনো! অমুক নায়িকা মদ খায় কেনো! এসব চর্চা না করে নিজের ভুল ত্রুটি শোধরানো জন্য নিজেকে সমৃদ্ধি করার জন্য ব্রতি হওয়া।

Great Engineering
31/10/2024

Great Engineering

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ànik Dairy ′′′ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share