17/12/2024
~ প্রচুর হাসতে হবে লবঙ্গ আর দারুচিনির ঘ্রাণের মতো নিজেকে তাজা রাখতে হবে।
~ হাওয়াই মিঠাই এর মতো নিজেকে রঙিন রাখতে হবে। আরো অনেক পড়তে হবে।
~ জীবনের পুরো উঠোন জুড়ে শুদ্ধদের প্রিও বানিয়ে রাখতে হবে। মিনিমালিস্ট লাইফ লিড করতে হবে ।
~ নর্দান লাইট দেখার জন্য নরওয়ে যেতে হবে । জীবনের মধ্যে আরো অসংখ্য নদী,পাহাড়,ফরেস্ট, মহাদেশ এনে ঢুকাতে হবে ।
~ অল্পতেই দমে যায় যারা তাদের কে সাহস জোগাতে হবে মনোবল বাড়িয়ে সরল সুন্দর কমপ্লিমেন্ট দিতে হবে।
~ আগের জেনারেশন এর জাত, পাত,বংশ, সার্টিফিকেট সম্পদ, দেখে জাজ করার ভুলভাল এপ্রোচ কে "নো মোর" বলে বেরিয়ে আসতে হবে
~অনেক গাছ লাগাতে হবে, সবুজের যত্ন নিতে হবে, প্লাস্টিকের ইউজ কমাতে হবে।
~নদী আর সাগর ক্লিন রাখার জন্য মানুষদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।
~ দুনিয়াকে খুব সুন্দর করে আগামী প্রজন্মের জন্য
গুছিয়ে রাখতে হবে।
~আর সর্বশেষ রবের কাছে এই ব্লেসড লাইফটার জন্য কৃতজ্ঞতা জানাতে হবে।