Monthly Rhymepaper—মাসিক ছড়াকাগজ

Monthly Rhymepaper—মাসিক ছড়াকাগজ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Monthly Rhymepaper—মাসিক ছড়াকাগজ, Magazine, Bogura, Rajshahi.

12/12/2024

ছড়ামর্শ
জনি হোসেন কাব্য

ছড়ামর্শ, ছড়া লেখার পরামর্শ । এখানে শুধুমাত্র ছড়া নিয়েই কথা হবে । ছড়া এবং কবিতার মধ্যে পার্থক্য আছে । কবিতায় রহস্যময়তা থাকে, কিন্তু ছড়ার বক্তব্য সহজবোধ্য ও স্পষ্ট হ়য় । কবিতা এবং ছড়া দুটোতেই ছন্দ বিদ্যমান । ছড়ামর্শে আমরা শুধু ছড়ার ছন্দ, গঠন, আকার, এবং ছড়া সংশ্লিষ্ট বিভিন্ন উপাদান সম্পর্কে জানবো । জেনে রাখা জরুরি, ছড়ামর্শে উদাহরণ দেওয়া বেশিরভাগ ছড়াই স্বরবৃত্ত ছন্দের ।

★ এক।
'ছড়া লেখার নিয়মকানুন'ত

যারা ছড়াজগতে একেবারেই নতুন অথবা ছড়া লেখার নিয়মকানুন আয়ত্বে নেই তাদের জন্যে এই ছড়ামর্শটি । এটি জানা এমন কোনো কঠিন বিষয় নয় । খুবই সহজ, মজার, উপভোগ্য ।

ছন্দ সম্পর্কে জানতে গেলে আমাদেরকে প্রথমেই ছন্দের কিছু উপকরণ সম্পর্কে জানতে হবে ।

ছড়াংশের মাধ্যমে সেসব উপকরণের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি-
'আমের পাতা/ বাঁশের পাতা/ মুড়ে বানাই/ বাঁশি,
মিষ্টি অতীত/ তোমায় ভেবে/ কষ্ট পেয়ে/ হাসি ।'

পর্ব :
ছড়ায় ব্যবহৃত প্রতিটি বাক্যের ক্ষুদ্র ক্ষুদ্র তাল বা অংশকে পর্ব বলে ।
উপরোক্ত ছড়াংশটির মাধ্যমে পর্ব চিনতে চেষ্টা করি-
আমের পাতা (এক পর্ব) + বাঁশের পাতা (এক পর্ব) + মুড়ে বানাই (এক পর্ব) +বাঁশি (অন্ত্যমিল পর্ব=এক পর্ব), = চার পর্ব ।
মিষ্টি অতীত (এক পর্ব) + তোমায় ভেবে (এক পর্ব) + কষ্ট পেয়ে (এক পর্ব) + হাসি (অন্ত্যমিল পর্ব = এক পর্ব) ।= চার পর্ব ।
সুতরাং ছড়াংশটির প্রতিটি লাইনই চার পর্বের ।

অন্ত্যমিল :
ছড়ায় ব্যবহৃত একটি বাক্যের শেষ পর্বের সাথে আরেকটি বাক্যের শেষ পর্বের যে মিল তাকে অন্ত্যমিল বলে ।
উদাহরণ দেওয়া ছড়াংশটির মাধ্যমে অন্ত্যমিল চিনতে চেষ্টা করি-
'আমের পাতা/ বাঁশের পাতা/ মুড়ে বানাই/ বাঁশি,
মিষ্টি অতীত/ তোমায় ভেবে/ কষ্ট পেয়ে/ হাসি ।'
এখানে, প্রথম বাক্যের শেষ পর্বটি হচ্ছে 'বাঁশি' এবং দ্বিতীয় বাক্যের শেষ পর্বটি হচ্ছে 'হাসি' । সুতরাং 'হাসি' শব্দের সাথে 'বাঁশি' শব্দের যে মিল সেটিকেই বলা হয় অন্ত্যমিল ।

স্বর :
ছড়াংশে ব্যবহৃত দুটি শব্দ উদাহরণ দিয়ে স্বর দেখাচ্ছি-
পাতা= পা + তা = দুটি স্বর
মিষ্টি= মিষ্ + টি = দুটি স্বর ।

স্বর দু' প্রকার-
১। মুক্তস্বর
২। বদ্ধস্বর

মুক্তস্বর-
যেসব স্বর টেনে স্বাধীনভাবে পড়া যায়, কোথাও আটকে যেতে হয় না, সে সব স্বরকে মুক্তস্বর বলে ।
'পাতা' শব্দটি উচ্চারণ করি-
পা..., তা..., = এখানে, দুটি উচ্চারণ । সুতরাং দুটি স্বর । দুটি স্বরই স্বাধীনভাবে পড়া যায় কোথাও আটকে যেতে হয় না । দুটি স্বরই মুক্তস্বর ।

বদ্ধস্বর-
যেসব স্বর স্বাধীনভাবে পড়া যায় না, পড়তে যেয়ে আটকে যেতে হয়, সেসব স্বরকে বদ্ধস্বর বলে ।
'মিষ্টি' শব্দটি উচ্চারণ করে দেখি-
মি...ষ্, টি... = এখানে দুটি উচ্চারণ । সুতরাং দুটি স্বর । কিন্তু 'মি...ষ্' স্বরটি বদ্ধস্বর । কারণ এই স্বরটি পড়তে গেলে (মি থেকে শুরু করলে ষ্-এ এসে) আটকে যেতে হয় । বাকী 'টি...' স্বরটি স্বাধীনভাবে পড়া যায় তাই এটি মুক্তস্বর ।

মোটামুটি এসব উপকরণ নিয়েই ছন্দ গঠিত হয় । এবার আসি মূল বিষয়ে ।

ছন্দ :
ছড়ার শ্রুতিমধুর বাক্যে সুশৃঙ্খল স্বরবিন্যাসের ফলে যে সৌন্দর্য সৃষ্টি হয় তাকে ছন্দ বলে ।

ছন্দ তিন প্রকার-
১। স্বরবৃত্ত ছন্দ
২। মাত্রাবৃত্ত ছন্দ
৩। অক্ষরবৃত্ত ছন্দ

স্বরবৃত্ত ছন্দ-
ছড়ায় বহুল ব্যবহৃত হয় বলে, এই ছন্দকে ছড়ার ছন্দ বলা হয় । স্বরবৃত্ত ছন্দে স্বরের হিসেব করে মাত্রাগণনা করা হয় । একেকটি স্বর একেকটি মাত্রা । মুক্তস্বর যেমন এক মাত্রা তেমনি বদ্ধস্বরকেও এক মাত্রাই গণনা করা হবে ।

• স্বরবৃত্ত ছন্দের ছড়ায়, প্রতিটি বাক্য চারটি পর্ব নিয়ে গঠিত হয় । চারটি পর্বের পর পর তিনটি পর্বকে বলা হয় মূল পর্ব । আর শেষ পর্ব অর্থাৎ চতুর্থ পর্বকে বলা হয় অন্ত্যমিল পর্ব ।
আগের উদাহরণটি দিয়েই বিশ্লেষণ করা যায়-
'আমের পাতা/ বাঁশের পাতা/ মুড়ে বানাই/ বাঁশি,
মিষ্টি অতীত/ তোমায় ভেবে/ কষ্ট পেয়ে/ হাসি ।'
প্রথম বাক্যে লক্ষ করি,
বাক্যটি চারটি পর্ব নিয়ে গঠিত । প্রথম তিনটি মূল পর্ব । এবং শেষের পর্বটি অন্ত্যমিল পর্ব ।
'আমের পাতা + বাঁশের পাতা + মুড়ে বানাই = তিনটি মূল পর্ব ।
বাঁশি = অন্ত্যমিল পর্ব ।
দ্বিতীয় বাক্যটিও ঠিক একই কাঠামোয় গঠিত ।
সুতরাং প্রতিটি বাক্যের কাঠামো একই হবে ।

• স্বরবৃত্ত ছন্দের ছড়ায়, প্রতিটি বাক্যের মূলপর্বগুলি চার মাত্রার হয় । অন্ত্যমিল পর্বগুলি এক মাত্রার হয়, দুই মাত্রার হয়, তিন মাত্রার, চারমাত্রারও হয়ে থাকে ।
পূর্বের উদাহরণটি দিয়েই বিশ্লেষণ করা যায়-
'আমের পাতা/ বাঁশের পাতা/ মুড়ে বানাই/ বাঁশি,
মিষ্টি অতীত/ তোমায় ভেবে/ কষ্ট পেয়ে/ হাসি ।'
ছড়াংশে প্রতিটি বাক্যের মূলপর্বগুলি চার মাত্রার । আর বাকী অন্ত্যমিল পর্বগুলি দুই মাত্রার ।
প্রথম বাক্যটি বিশ্লেষণ করে দেখাচ্ছি-
'আ(মুক্তস্বর) + মের(বদ্ধস্বর)+ পা(মুক্তস্বর)+তা(মুক্তস্বর) = চারটি স্বর । সুতরাং, চারটি মাত্রা ।
বাঁ(মুক্তস্বর) + শের( বদ্ধস্বর) + পা(মুক্তস্বর) +তা(মুক্তস্বর) = চারটি স্বর । সুতরাং, চারটি মাত্রা ।
মু(মুক্তস্বর) + ড়ে(মুক্তস্বর) + বা(মুক্তস্বর) + নাই(বদ্ধস্বর) = চারটি স্বর । সুতরাং, চারটি মাত্রা ।
বাঁ(মুক্তস্বর) + শি(মুক্তস্বর) = দুটি স্বর। দুটি মাত্রা ।
দ্বিতীয় বাক্যটিও ঠিক একই কাঠামোর ।

ছড়াংশটির পর্ববিন্যাস দাঁড়ায়-
৪+৪+৪+২, (প্রথম বাক্য)
৪+৪+৪+২।(দ্বিতীয় বাক্য)
পরের বাক্যগুলিও ঠিক একই কাঠামোয় গঠিত হবে ।

জেনে রাখা ভালো-

স্বরবৃত্ত ছন্দে " জড়িয়ে/চড়িয়ে/মাড়িয়ে/তাড়িয়ে/হারিয়ে/জ্বালিয়ে/পালিয়ে/জুড়িয়ে/পুড়িয়ে/লুকিয়ে/শুকিয়ে/লুটিয়ে" প্রভৃতি শব্দগুলো যদি বাক্যের শুরুতে বা মাঝে থাকে, তাহলে দ্রুতলয় উচ্চারণের কারণে শব্দগুলো তিনমাত্রার হলেও সেসব দুমাত্রা ধরা হবে । আর যদি বাক্যের শেষে থাকে, তাহলে তিনমাত্রা ধরা হবে ।

কবি আল মাহমুদ একটি জনপ্রিয় ছড়ার আটটি লাইন দেখি-

‘আমার কেবল ইচ্ছে করে
নদীর ধারে থাকতে,
বকুল ডালে লুকিয়ে থেকে
পাখির মত ডাকতে ।
সবাই যখন ঘুমিয়ে পড়ে
কর্ণফুলীর পুলটায়,
দুধ ভরা ঐ চাঁদের বাটি
ফেরেশতারা উল্টায় ।'

এখানে 'লুকিয়ে,ঘুমিয়ে' শব্দদুটি বাক্যের মাঝখানে থাকায় দুমাত্রা ধরা হয়েছে ।

মূলত, স্বরবৃত্ত ছন্দ এগুলাই ।

মাত্রাবৃত্ত ছন্দ-
মাত্রাবৃত্ত ছন্দে মুক্তস্বর একমাত্রাই । কিন্তু বদ্ধস্বরকে দুই মাত্রা গণনা করা হয় । স্বরবৃত্ত ছন্দের সাথে মাত্রাবৃত্ত ছন্দের পার্থক্য এতটুকুই ।

• স্বরবৃত্ত ছন্দের মতোই মাত্রাবৃত্ত ছন্দের ছড়াতেও, প্রতিটি বাক্য চারটি পর্ব নিয়ে গঠিত হয় । চারটি পর্বের পর পর তিনটি পর্বকে বলা হয় মূল পর্ব । আর শেষ পর্ব অর্থাৎ চতুর্থ পর্বকে বলা হয় অন্ত্যমিল পর্ব ।
উদাহরণ দেওয়া যায়-
'সেই সব/ অতীতকে/ খুঁজে পাবো/ কই,
মনে সাধ/ জাগে ফের/ ছোট্টটি/ হই ।'

• মাত্রাবৃত্ত ছন্দের ছড়ায় প্রতিটি বাক্যের মূলপর্বগুলি চার মাত্রার, ছয়মাত্রার হয়ে থাকে । অন্ত্যমিল পর্ব এক মাত্রার, দুই মাত্রার, তিন মাত্রার, চার মাত্রার হয়ে থাকে ।

প্রতিটি বাক্যের মূলপর্ব চার মাত্রার উদাহরণ -
'সেই সব/ অতীতকে/ খুঁজে পাবো/ কই,
মনে সাধ/ জাগে ফের/ ছোট্টটি/ হই ।'
প্রথম বাক্যটি বিশ্লেষণ করে দেখাচ্ছি-
শুরুতেই বলেছি মাত্রাবৃত্ত ছন্দে মুক্তস্বর একমাত্রাই । কিন্তু বদ্ধস্বরকে দুই মাত্রা গণনা করা হয় । যাই হোক বিশ্লেষণে যাচ্ছি,
সেই(বদ্ধস্বর=দুটি মাত্রা) + সব(বদ্ধস্বর=দুটি মাত্রা) = চারটি মাত্রা
অ(মুক্তস্বর=একটি মাত্রা) + তীত(বদ্ধস্বর=দুটি মাত্রা) + কে(মুক্তস্বর=একটি মাত্রা) = চারটি মাত্রা
খুঁ(মুক্তস্বর=একটি মাত্রা) + জে(মুক্তস্বর=একটি মাত্রা) পা(মুক্তস্বর=একটি মাত্রা) + বো(মুক্তস্বর=একটি মাত্রা) = চারটি মাত্রা ।
কই,(বদ্ধস্বর=দুটি মাত্রা) = দুটি মাত্রা( অন্ত্যমিল পর্ব)

দ্বিতীয় বাক্যটিও ঠিক একই কাঠামোর ।

ছড়াংশটির পর্ববিন্যাস দাঁড়ায়-
৪+৪+৪+২,
৪+৪+৪+২ ।
পরের বাক্যগুলিও ঠিক একই কাঠামোয় গঠিত হবে ।

প্রতিটি বাক্যের মূলপর্ব ছয় মাত্রার উদাহরণ -
'এইখানে তোর/ দাদির কবর/ ডালিম গাছের/ তলে,
তিরিশ বছর/ ভিজিয়ে রেখেছি/ দুই নয়নের/ জলে ।'
প্রথম বাক্যটি বিশ্লেষণ করি-
'এই(বদ্ধস্বর=দুটি মাত্রা) + খা (মুক্তস্বর) + নে(মুক্তস্বর) তোর(বদ্ধস্বর=দুটি মাত্রা) = ছয় মাত্রা
দা(মুক্তস্বর) + দির(বদ্ধস্বর=দুটি মাত্রা) + ক(মুক্তস্বর) + বর(বদ্ধস্বর=দুটি মাত্রা) = ছয় মাত্রা
ডা(মুক্তস্বর) + লিম(বদ্ধস্বর=দুটি মাত্রা) + গা(মুক্তস্বর) + ছের(বদ্ধস্বর=দুটি মাত্রা) = ছয় মাত্রা
ত(মুক্তস্বর) + লে,(মুক্তস্বর) = দুই মাত্রা (অন্ত্যমিল পর্ব)
ছড়াংশটির পর্ববিন্যাস দাঁড়ায়-
৬+৬+৬+২,
৬+৬+৬+২ ।
পরের বাক্যগুলিও ঠিক একই কাঠামোয় গঠিত হবে ।

মূলত, মাত্রাবৃত্ত ছন্দ এগুলাই ।

ছড়া মূলত স্বরবৃত্ত ছন্দ ও মাত্রাবৃত্ত ছন্দে লেখা হয় । অক্ষরবৃত্ত ছন্দে তেমন একটা ছড়া রচনা করা হয় না । একেবারে কাঁচা লিখিয়েদের আপাতত অক্ষরবৃত্ত ছন্দ না শিখলেও চলবে।

ছড়াকাগজ দশম সংখ্যার ২য় পর্বের সম্পাদিত সকল ছড়া-কবিতাসমূহ। নির্বাচিত সকল কবি ও ছড়াকারদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভি...
28/08/2024

ছড়াকাগজ দশম সংখ্যার ২য় পর্বের সম্পাদিত সকল ছড়া-কবিতাসমূহ। নির্বাচিত সকল কবি ও ছড়াকারদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন 🎉

ছড়াকাগজ এর ১০ম সংখ্যার ২য় পর্বের সূচিপত্র প্রকাশ করা হলো। সূচিপত্র স্থান পাওয়া কবি এবং ছড়াকারদের  ছড়া-কবিতাগুলো আগা...
27/08/2024

ছড়াকাগজ এর ১০ম সংখ্যার ২য় পর্বের সূচিপত্র প্রকাশ করা হলো। সূচিপত্র স্থান পাওয়া কবি এবং ছড়াকারদের ছড়া-কবিতাগুলো আগামীকাল প্রকাশ করা হবে, ইনশাআল্লাহ।

দশম সংখ্যায় স্থানপ্রাপ্ত সকল কবি ও ছড়াকারদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন 🎉

এবারের সংখ্যায় রয়েছে বাংলাদেশ ও ভারতের বাংলাভাষী কবি এবং ছড়াকারদের ছড়া-কবিতাসমূহ। প্রিয় সুহৃদ! ছড়াকাগজে লিখুন, পড়ুন এবং ছড়িয়ে দিন। ছড়াকাগজের সঙ্গেই থাকুন, ধন্যবাদ।

মোহাম্মাদ আলী
সম্পাদক, ছড়াকাগজ।

26/08/2024

ছড়াকাগজের দশম সংখ্যার ২য় পর্বের সকল ছড়া-কবিতাগুলো সম্পাদনা চলছে। আগামীকাল ১০ম সংখ্যার ২য় পর্বে স্থানপ্রাপ্ত কবি ও ছড়াকারদের সূচিপত্র প্রকাশ করা হবে, ইনশাআল্লাহ।

প্রতিভা বিকাশে সৃজনশীল ছড়াকাগজের ❝দশম সংখ্যার ২য় পর্ব, আগস্ট ২০২৪❞ এর প্রচ্ছদ প্রকাশ করা হলো।এবারের সংখ্যায় রয়েছে এপ...
12/08/2024

প্রতিভা বিকাশে সৃজনশীল ছড়াকাগজের ❝দশম সংখ্যার ২য় পর্ব, আগস্ট ২০২৪❞ এর প্রচ্ছদ প্রকাশ করা হলো।

এবারের সংখ্যায় রয়েছে এপার ও ওপার বাংলার সাহিত্যিক ছড়াকার, কবি, গুণীজনদের অনেক সুন্দর সুন্দর ছড়া এবং কবিতা। ছড়াকাগজে লিখুন, পড়ুন এবং ছড়িয়ে দিন। ছড়াকাগজের সঙ্গেই থাকুন, আমরা সবসময় আপনার সুস্বাস্থ্য কামনা করি।

আগামীকাল প্রকাশ করা হবে ১০ সংখ্যার ২য় পর্বের প্রচ্ছদ।
11/08/2024

আগামীকাল প্রকাশ করা হবে ১০ সংখ্যার ২য় পর্বের প্রচ্ছদ।

09/08/2024
07/08/2024

ছড়াকাগজের ১০ম সংখ্যার (২য় পর্ব) তে ছড়া অথবা কবিতা পাঠানোর আর মাত্র ৩ দিন বাকি আছে। এখনও যারা লেখা পাঠাননি, দ্রুত পাঠিয়ে দিন ছড়াকাগজের ইনবক্সে।

তরুণ ছড়াকারদের সঙ্গে প্রবীণ কয়েকজন কবি এবং ছড়াকারদের ছড়া-কবিতা প্রকাশ করা হবে ছড়াকাগজের এই ১০ সংখ্যার ২য় পর্বে, ইনশাআল্লাহ। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। ধন্যবাদ।

মোহাম্মাদ আলী
সম্পাদক, ছড়াকাগজ।

06/08/2024

কবি এবং ছড়াকার সবার জন্য একটি বার্তা:

ইতিমধ্যে ছড়াকাগজের দশম সংখ্যার কয়েকটি সমসাময়িক ছড়া এবং কবিতা প্রকাশ করা হয়ে গেছে। আর, দশম সংখ্যার বাকী লেখাগুলো ২য় পর্ব হিসেবে আগস্টের মাঝামাঝি সময়ে প্রকাশ করা হবে। বাংলাদেশের সাময়িক অসুবিধার জন্য এখনও যারা লেখা পাঠাননি, দ্রুত ১০ আগস্টের ভেতরে পাঠিয়ে দিন। ধন্যবাদ সকলকে।

মোহাম্মাদ আলী
সম্পাদক, ছড়াকাগজ।

আলহামদুলিল্লাহ। ফ্যাসিস্ট সরকার হাসিনার পদত্যাগ হয়েছে। বাংলাদেশ এখন স্বৈরাচার মুক্ত। বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হলো ছ...
05/08/2024

আলহামদুলিল্লাহ। ফ্যাসিস্ট সরকার হাসিনার পদত্যাগ হয়েছে। বাংলাদেশ এখন স্বৈরাচার মুক্ত। বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হলো ছাত্রদেরই হাতে। ০৫ আগস্ট, ২০২৪ ইং।

আনন্দোল্লাস; সাধারণ জনগণের, ছাত্রজনতার।

ছড়াকাগজের দশম সংখ্যার (১ম পর্বে) কয়েকটি সমসাময়িক ছড়া এবং কবিতা প্রকাশ করা হলো। আর, দশম সংখ্যার বাকী লেখাগুলো (২য় পর...
03/08/2024

ছড়াকাগজের দশম সংখ্যার (১ম পর্বে) কয়েকটি সমসাময়িক ছড়া এবং কবিতা প্রকাশ করা হলো। আর, দশম সংখ্যার বাকী লেখাগুলো (২য় পর্ব) হিসেবে পরবর্তীতে প্রকাশ করা হবে।

মোহাম্মাদ আলী
সম্পাদক, ছড়াকাগজ।

সমসাময়িক বিষয়ে সত্য এবং সঠিক, ন্যায় এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ছড়া অথবা কবিতা লিখে পাঠাতে পারবেন, সৃজনশীল ছড়া...
03/08/2024

সমসাময়িক বিষয়ে সত্য এবং সঠিক, ন্যায় এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ছড়া অথবা কবিতা লিখে পাঠাতে পারবেন, সৃজনশীল ছড়াকাগজের ইনবক্সে। শেষ সময়: ১০ আগস্ট ২০২৪ ইং।

30/07/2024

সমসাময়িক বিষয়ে ছড়া অথবা কবিতা লিখে পাঠাতে পারবেন ছড়াকাগজের ইনবক্সে। শেষ সময়: ১০ আগস্ট ২০২৪ ইং।

29/07/2024

Big shout out to my newest top fans! Md Nazrul Islam এম শামছুল ইসলাম সুহেব Waly Ullah Razu Ahmed Razu Shahat Chowdhury মান্নান নূর

ছড়াকাগজে ছড়া-কবিতা পাঠানোর সময় বাড়ানো হলো। লেখা পাঠানোর শেষ সময়: ১০ই আগস্ট ২০২৪ ইং।
28/07/2024

ছড়াকাগজে ছড়া-কবিতা পাঠানোর সময় বাড়ানো হলো। লেখা পাঠানোর শেষ সময়: ১০ই আগস্ট ২০২৪ ইং।

17/07/2024

রক্তা*ক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রসমা*জ। হে আল্লাহ! তুমি আমার বাংলাদেশে*র ছাত্রভাইদের ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে সাহায্য করো, আমিন।

Address

Bogura
Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Monthly Rhymepaper—মাসিক ছড়াকাগজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category