Darul Habib Eyadia Khankah Sharif

Darul Habib Eyadia Khankah Sharif মাওলার প্রেমে জন্মরে তোর
প্রেম সাগরে সবার বাস,
ডুবতে আজি তার প্রেমেতে
হয় নাকি তোর মনের আস।

20/10/2024

হে রাসুল আপনাকে পাইবার আশায়
আমরা মুরিদ হয়েছি কামেল পীরের কাছে,
দয়া করে দিয়েন গো দেখা🤲
এই গোলামেরা কানতেছে😢

-হযরতুল আল্লামা হাদি মৌলভী মুহাম্মদ ইয়াদুল্লাহ পীর সাহেব কেবলা রহঃ।

ইয়াদিয়া শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় হাফেজ মুহাম্মদ ওয়ালিদ হাসান।

দারুল হাবিব ইয়াদিয়া খানকাহ শরিফ - রাজশাহী

আলহামদুলিল্লাহ💞দরবার শরীফের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি ৫০০ সাবস্ক্রাইব সম্পন্ন হয়েছে। দ্বীনের খেদমতের স্বার্থে সকলে সাবস্...
17/10/2024

আলহামদুলিল্লাহ💞
দরবার শরীফের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি ৫০০ সাবস্ক্রাইব সম্পন্ন হয়েছে।

দ্বীনের খেদমতের স্বার্থে সকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন🤍

16/10/2024

প্রেমিক ছাড়া প্রেমের মজা অন্যে বুঝে না
প্রেম না করলে মজা পাবি না,

কোন প্রেমে পড়েছিলেন ইবরাহিম খলিলুল্লাহ
ছেলেকে জবেহ দিতে যার দিল মন কাদে না
প্রেম না করলে মজা পাবি না,

প্রেমিক সেরা রাসুলকে মেরাজে ডাকিয়া
কিযে প্রেম আলাপ করলেন মওলা
চিরগুপ্ত সে রহস্য অন্যে জানে না
প্রেম না করলে মজা পাবি না,

সুবহানাল্লাহ
আশেকের প্রেম কালাম🤍

11/10/2024

এই ভালোবাসা, শ্রদ্ধা গ্রহণ করিতে করিতে তোমার নফসটা ফেরাউন হইয়া যাইবে। সাবধান খুব সাবধান।

আমাদের এই পানশালাতে দিন দুঃখিনায় সবাই রাজা স্বয়ং মাওলা জোগায় শুরা আর প্রাণে চায় যখন যা যা🖋️কালামে সুফী
09/10/2024

আমাদের এই পানশালাতে
দিন দুঃখিনায় সবাই রাজা
স্বয়ং মাওলা জোগায় শুরা
আর প্রাণে চায় যখন যা যা

🖋️কালামে সুফী

04/10/2024

আলোচনার মাঝে মাঝেই উনি দরুদ শরীফ পড়তেন
নিজেও কাদতেন আর উপস্থিত সকলকেই কাদাতেন😢

অন্যরা কান্না করলে শব্দ হতো গড়াগড়ি দিতো আর উনার চক্ষুদ্বয় অশ্রু প্রবাহমান কিন্তু কান্নার কোনো শব্দ ছিলো না।

আলোচনা করছেন আর চক্ষুদ্বয়ে অশ্রু পড়তেই আছে। সুবহানাল্লাহ।

রাব্বে কারীম তার এমন আশেকের নবীপ্রেমের বাগানের একজন নগণ্য খাদেম হিসেবে আমাদের কবুল করুন🤲

বলুন, ‘সমুদ্রগুলো যদি আমার প্রতিপালকের কথা লেখার জন্য কালি হয়ে যায়, তবে আমার প্রতিপালকের কথা লেখা শেষ হওয়ার আগেই সমুদ্র ...
02/10/2024

বলুন, ‘সমুদ্রগুলো যদি আমার প্রতিপালকের কথা লেখার জন্য কালি হয়ে যায়, তবে আমার প্রতিপালকের কথা লেখা শেষ হওয়ার আগেই সমুদ্র অবশ্যই নিঃশেষ হয়ে যাবে, যদি এর সাহায্যের জন্য আরো অনুরূপ পরিমাণ সমুদ্র নিয়ে আসি তবুও।’
(সুরা : কাহফ, আয়াত : ১০৯)

মহান আল্লাহর নিয়ামতের শুকরিয়া, তাঁর সত্তার স্বরূপ ও তাঁর গুণাবলি অন্তহীন। কিছুতেই এগুলো গুনে শেষ করা সম্ভব নয়। সুবহানাল্লাহ 🌺

উক্ত আয়াতের অর্থই দাদা হুজুর কুতুবুল এরশাদ সুফী হাবিবুর রহমান রহঃ উনার ভাবার্থের কালামে প্রকাশ করেছেন।

30/09/2024

"হায় পতঙ্গ জ্বললি কতই
অগ্নি কি তোর আপনজন,
বল না দেখি কেমন মধুর
সেই সাখিটির আলিঙ্গন।"

মুর্শিদ ক্বিবলাহ রহঃ উক্ত কালামটি মাঝে মাঝেই পড়তেন আর তখন উনার নয়নযুগল অশ্রুশিক্ত হয়ে থাকত।

মাশুকের তরে এই প্রেম কালামের অর্থ আশেকরাই ভালো বুঝেন।

Address

Rajshahi
BINODPUR

Website

Alerts

Be the first to know and let us send you an email when Darul Habib Eyadia Khankah Sharif posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Darul Habib Eyadia Khankah Sharif:

Videos

Share