হে রাসুল আপনাকে পাইবার আশায়
আমরা মুরিদ হয়েছি কামেল পীরের কাছে,
দয়া করে দিয়েন গো দেখা🤲
এই গোলামেরা কানতেছে😢
-হযরতুল আল্লামা হাদি মৌলভী মুহাম্মদ ইয়াদুল্লাহ পীর সাহেব কেবলা রহঃ।
ইয়াদিয়া শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় হাফেজ মুহাম্মদ ওয়ালিদ হাসান।
দারুল হাবিব ইয়াদিয়া খানকাহ শরিফ - রাজশাহী
প্রেমিক ছাড়া প্রেমের মজা অন্যে বুঝে না
প্রেম না করলে মজা পাবি না,
কোন প্রেমে পড়েছিলেন ইবরাহিম খলিলুল্লাহ
ছেলেকে জবেহ দিতে যার দিল মন কাদে না
প্রেম না করলে মজা পাবি না,
প্রেমিক সেরা রাসুলকে মেরাজে ডাকিয়া
কিযে প্রেম আলাপ করলেন মওলা
চিরগুপ্ত সে রহস্য অন্যে জানে না
প্রেম না করলে মজা পাবি না,
সুবহানাল্লাহ
আশেকের প্রেম কালাম🤍
এই ভালোবাসা, শ্রদ্ধা গ্রহণ করিতে করিতে তোমার নফসটা ফেরাউন হইয়া যাইবে। সাবধান খুব সাবধান।
নবীপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত মুর্শিদ ক্বিবলাহ রহঃ
আলোচনার মাঝে মাঝেই উনি দরুদ শরীফ পড়তেন
নিজেও কাদতেন আর উপস্থিত সকলকেই কাদাতেন😢
অন্যরা কান্না করলে শব্দ হতো গড়াগড়ি দিতো আর উনার চক্ষুদ্বয় অশ্রু প্রবাহমান কিন্তু কান্নার কোনো শব্দ ছিলো না।
আলোচনা করছেন আর চক্ষুদ্বয়ে অশ্রু পড়তেই আছে। সুবহানাল্লাহ।
রাব্বে কারীম তার এমন আশেকের নবীপ্রেমের বাগানের একজন নগণ্য খাদেম হিসেবে আমাদের কবুল করুন🤲
আশেকের প্রেম কথা💕
"হায় পতঙ্গ জ্বললি কতই
অগ্নি কি তোর আপনজন,
বল না দেখি কেমন মধুর
সেই সাখিটির আলিঙ্গন।"
মুর্শিদ ক্বিবলাহ রহঃ উক্ত কালামটি মাঝে মাঝেই পড়তেন আর তখন উনার নয়নযুগল অশ্রুশিক্ত হয়ে থাকত।
মাশুকের তরে এই প্রেম কালামের অর্থ আশেকরাই ভালো বুঝেন।