বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, রাজশাহী বিশ্ববিদ্যালয়

  • Home
  • Bangladesh
  • Rajshahi
  • বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, রাজশাহী বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, রাজশাহী বিশ্ববিদ্যালয় Bangladesh Ahle-Hadeeth Youth Association is an extra-ordinary Islamic Movement of Bangladesh directed to Salafi Path,Based on pure Tawheed & Saheeh Sunnah

19/01/2025
13/01/2025
আমরা 'বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ১১ই জানুয়ারী ২০২৫ দিবাগত রাতের আঁধারে রাজশাহী বিশ্বব...
12/01/2025

আমরা 'বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ১১ই জানুয়ারী ২০২৫ দিবাগত রাতের আঁধারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে পরিকল্পিতভাবে কুরআন পুড়ানোর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের নিকট ঘটনার দ্রুত তদন্ত সাপেক্ষে অপরাধীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি। সেই সাথে চক্রান্তকারীদের জানাচ্ছি যে, কুরআন আল্লাহ প্রদত্ত ওহী এবং আল্লাহ‌ই এর সংরক্ষণকারী (হিজর ১৫/৯)। সুতরাং পৃথিবীর সকল কুরআন (হার্ডকপি ও সফট কপি) ধ্বংস করে ফেললেও এটি পৃথিবী থেকে নিশ্চিহ্ন করা সম্ভব হবে না। বরং আল্লাহর পক্ষ থেকে আপতিত গযবে চক্রান্তকারীরাই ধ্বংসপ্রাপ্ত হবে। আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করুন- আমীন!

দ্বি-মাসিক তাওহীদের ডাক নভেম্বর-ডিসেম্বর'২৪ সংখ্যা প্রকাশিত হয়েছে আল-হামদুলিল্লাহ। কয়েকদিনে মধ্যে ওয়েবসাইটে আপলোড হবে ইন...
15/12/2024

দ্বি-মাসিক তাওহীদের ডাক নভেম্বর-ডিসেম্বর'২৪ সংখ্যা প্রকাশিত হয়েছে আল-হামদুলিল্লাহ।

কয়েকদিনে মধ্যে ওয়েবসাইটে আপলোড হবে ইনশাআল্লাহ।
প্রিন্ট ভার্সন ডাকযোগে পেতে যোগাযোগ নম্বর : 01766-201353

পত্রিকার মানোন্নয়নে পাঠকদের গঠনমূলক পরামর্শ কামনা করছি।
বিশেষত এ সংখ্যায় কোন কোন বিষয় ভালো লেগেছে, কোনগুলো কম গুরুত্বপূর্ণ মনে হয়েছে বা কি কি বিষয় আগামীতে লেখা যরূরী সে বিষয়ে পরামর্শ প্রদানের অনুরোধ রইল।

আধুনিক সময়ের জন্য আধুনিক সমাধান— ইসলামী জীবনযাপনের সঙ্গী মাসিক আত-তাহরীক।📌মাসিক আত-তাহরীক অ্যাপ নতুন রুপে :বিশুদ্ধ ইসলাম...
10/12/2024

আধুনিক সময়ের জন্য আধুনিক সমাধান— ইসলামী জীবনযাপনের সঙ্গী মাসিক আত-তাহরীক।

📌মাসিক আত-তাহরীক অ্যাপ নতুন রুপে :
বিশুদ্ধ ইসলামের আলোয় আলোকিত হওয়ার সুযোগ এখন আপনার হাতের মুঠোয়!আপনার ইসলামী জ্ঞান সমৃদ্ধ করতে মাসিক আত-তাহরীক অ্যাপ ডাউনলোড করুন।

📌এখানে আপনি যা পাবেন :

🔴কুরআন ও ছহীহ হাদীছ ভিত্তিক রচিত, রেফারেন্স সমৃদ্ধ ও সময়োপযোগী বিষয়ভিত্তিক ইসলামী প্রবন্ধ
🔴প্রতি মাসে ৪০ টি করে জীবনঘনিষ্ট প্রশ্নোত্তর।
🔴সমসাময়িক বিষয় নিয়ে প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব-এর গুরুত্বপূর্ণ লেখনী
🔴দরসে কুরআন, দরসে হাদীছ, সাময়িক প্রসঙ্গ, মহিলা অঙ্গন, ছাহাবী চরিত, মনীষী চরিত, হাদীছের গল্প, শিক্ষাঙ্গন, বিজ্ঞানচিন্তা, ইতিহাস-ঐতিহ্য সহ নানা কলামের লেখনী।

📌এ্যাপটির অন্যান্য সুবিধা :
🔴বিগত ১৫ বছরের পত্রিকার সকল সংখ্যা পড়া
🔴ফতোয়া বিভাগে প্রশ্ন প্রেরণ।
🔴সহজে ব্যবহারযোগ্য ইউজার-ফ্রেন্ডলি ইন্টারফেস।
🔴যেকোন প্রবন্ধ সহজে শেয়ার করার সুবিধা
🔴একবার কোন সংখ্যা অনলাইনে পাঠ করলে অফলাইনে পুরো পত্রিকা পাঠ করা যায়।

📌কেন ব্যবহার করবেন?
যেকোনো সময়, যেকোনো স্থান থেকে ইসলামী জ্ঞান অর্জনের সুযোগ।
সহজে শেয়ার করার সুবিধা—পরিবার ও বন্ধুদের সাথে ইসলামের বার্তা ছড়িয়ে দিন।

🔰ডাউনলোড করুন আজই!
গুগল প্লে স্টোরে মাসিক আত-তাহরীক অ্যাপ সার্চ করুন বা এই লিংক এ ক্লিক করুন। ইসলামের জ্ঞান ছড়িয়ে দিন প্রযুক্তির সহায়তায়।

📌 Android Play Store link:
https://play.google.com/store/apps/details?id=hfb.magazine.attahreek

📌 Apple App Store link:
https://apps.apple.com/us/app/at-tahreek/id6737566968

নবীন বরণ-২০২৪আয়োজনেঃ বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। স্থানঃ CCDC গ্যালারী, রুম নম্বর-১২৫, ইসমাঈল হোসেন...
09/12/2024

নবীন বরণ-২০২৪
আয়োজনেঃ বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
স্থানঃ CCDC গ্যালারী, রুম নম্বর-১২৫, ইসমাঈল হোসেন সিরাজী ভবন।

নবীনদের বরণের জন্য গ্যালারি প্রস্তুত।
09/12/2024

নবীনদের বরণের জন্য গ্যালারি প্রস্তুত।

আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, রাজশাহী🔰 ভর্তি বিজ্ঞপ্তি🔰 তাখাছছুছ ফিল হাদীছ ওয়াল ফিকহ বিভাগ◼ কোর্সের মেয়াদ : ১ বছর।🔰২০২৫ ...
30/11/2024

আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, রাজশাহী
🔰 ভর্তি বিজ্ঞপ্তি
🔰 তাখাছছুছ ফিল হাদীছ ওয়াল ফিকহ বিভাগ
◼ কোর্সের মেয়াদ : ১ বছর।
🔰২০২৫ শিক্ষাবর্ষে সীমিত আসনে ভর্তি চলছে
◼ ভর্তি হওয়ার জন্য https://amis.edu.bd/ ওয়েবসাইটে ১লা ডিসেম্বর থেকে ২রা জানুয়ারী ২০২৫ পর্যন্ত আবেদন ফরম পুরণ করা যাবে।
◼ ভর্তি পরীক্ষা : ৪ঠা জানুয়ারী ২০২৫, শনিবার।
◼ আবেদন ফী ৩০০টাকা অনলাইনের মাধ্যমে প্রদান করতে হবে।
◼ সার্বিক যোগযোগ : মোবাইল : ০১৩০৯-১৩৪০৫১, ০১৭১৭-৮৬৫২১৯

🔰ভর্তির শর্তাবলী :
◼ প্রার্থীকে কুল্লিয়া/দাওরায়ে হাদীছ/অনার্স/ফাযিল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ফলাফল কমপক্ষে জাইয়েদ জিদ্দান/সমমান থাকতে হবে।
◼ আরবী ভাষায় প্রয়োজনীয় দক্ষতা থাকতে হবে।
◼ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

🔰বৈশিষ্ট্যসমূহ :
◼ যোগ্য ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী।
◼ বিষয়ভিত্তিক ব্যবহারিক পাঠ।
◼ উচ্চতর গবেষণার ব্যবহারিক প্রশিক্ষণ।
◼ ফৎওয়া অনুশীলন।
◼ কোর্স শেষে মেধাবীদের শিক্ষক/গবেষক/
◼ দাঈ পেশায় কর্মসংস্থান।
◼ মেধাবীদেরকে শিক্ষাবৃত্তি প্রদান।

হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের প্রতিরোধ করুন!-প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিবসম্প্রতি উগ্র হিন্দুত্ববাদীদের হাতে চট...
28/11/2024

হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের প্রতিরোধ করুন!
-প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব

সম্প্রতি উগ্র হিন্দুত্ববাদীদের হাতে চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে আইনজীবী সাইফুল ইসলাম আলীফের নির্মম হত্যাকাণ্ডে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীরে জামাআত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। তিনি বলেন, এই ঘটনায় সনাতনী নামধারী হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের ঔদ্ধত্ব ও নৃশংসতা সমগ্র দেশবাসীকে হতবাক করেছে। তিনি অবিলম্বে অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানগ্রহণকরতঃ বাংলাদেশে উগ্র হিন্দুত্ববাদ ছড়িয়ে দিতে তৎপর গোষ্ঠীকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।

তিনি বলেন, বাংলাদেশের জনগণ ধর্মপ্রাণ ও শান্তিপ্রিয়। তাদেরকে পরিকল্পিতভাবে উস্কানী দিয়ে যারা সাম্প্রদায়িক দাঙ্গা বাধাতে চায়, তারা মূলত এদেশকে ধ্বংসের জন্য বিদেশী নীলনকশা বাস্তবায়নে মাঠে নেমেছে। তিনি দেশের শত্রুদের বিরুদ্ধে সুদৃঢ়ভাবে জনপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, বিদেশী চক্রান্তের ব্যাপারে আমাদের সদা সতর্ক থাকতে হবে এবং যে কোন মূল্যে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে । তিনি দেশের এই ক্রান্তিলগ্নে ধৈর্য ও সাহসিকতার সাথে পরিস্থিতি মুকাবিলা করার জন্য সর্বমহলের প্রতি আহ্বান জানান।

--
ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন
প্রচার সম্পাদক
আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ

🌺জুম'আর খুৎবা 🕌স্থান : পাতিরা কেন্দ্রীয় আহলেহাদীছ জামে মসজিদ, খিলক্ষেত, ঢাকা📅তারিখ : ১লা নভেম্বর ২০২৪⏰সময় : দুপুর ১২:১০🛑...
30/10/2024

🌺জুম'আর খুৎবা
🕌স্থান : পাতিরা কেন্দ্রীয় আহলেহাদীছ জামে মসজিদ, খিলক্ষেত, ঢাকা
📅তারিখ : ১লা নভেম্বর ২০২৪
⏰সময় : দুপুর ১২:১০

🛑খতীব : ড. ইহসান ইলাহী যহীর, প্রিন্সিপাল, মারকাযুস সুন্নাহ আস-সালাফী, পূর্বাচল নতুন শহর সেক্টর ৫।
🌺আসুন! পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে জীবন গড়ি।

মাসিক আত-তাহরীক পড়ুন ।
09/10/2024

মাসিক আত-তাহরীক পড়ুন ।

আলহামদুলিল্লাহ। বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, রাজশাহী বিশ্ববিদ্যালয় - এর কমিটি পুনর্গঠন সফলভাবে সম্পন্ন হয়েছে।
08/10/2024

আলহামদুলিল্লাহ। বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, রাজশাহী বিশ্ববিদ্যালয় - এর কমিটি পুনর্গঠন সফলভাবে সম্পন্ন হয়েছে।

৭১ তম সংখ্যা, সেপ্টেম্বর-অক্টোবর ২০২৪
05/10/2024

৭১ তম সংখ্যা, সেপ্টেম্বর-অক্টোবর ২০২৪

খেলাফতে রাশেদার আদর্শ পুনরায় কেন প্রতিষ্ঠিত হ’তে পারেনি?(لم لم تقم الخلافة الراشدة مرة أخرى)ছাহাবায়ে কেরামের পর বিভিন্ন ...
30/09/2024

খেলাফতে রাশেদার আদর্শ পুনরায় কেন প্রতিষ্ঠিত হ’তে পারেনি?
(لم لم تقم الخلافة الراشدة مرة أخرى)
ছাহাবায়ে কেরামের পর বিভিন্ন কারণে ঐ ধরনের জামা‘আত আর তৈরী হ’তে পারেনি। ফলে প্রকৃত ইসলামী সমাজ পুনরায় কায়েম হয়নি। তার প্রধান কারণ হিসাবে আমরা তিনটি বিষয়কে চিহ্নিত করতে পারি।
(১) তাওহীদী আক্বীদা দুর্বলকারী বিভিন্ন অনৈসলামী দর্শনের অনুপ্রবেশ। (২) ঈমান ও আমলের মধ্যে ঐক্যতান শিথিল হওয়া
(৩) জাহেলিয়াতের সঙ্গে আপোষকামিতা।
প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
Prof. Dr. Muhammad Asadullah Al-Ghalib Sir

Address

Hadeethfoundation Building, Kajla
Rajshahi
6205

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, রাজশাহী বিশ্ববিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share