Mayaboti-MeNo

Mayaboti-MeNo Alhumdulillah For everything জীবনে সবার ভালোবাসা পেতে চাই।

03/10/2024

অন্যের চোখে স্মার্ট সাজার জন্য আপনার কাচ্চি অর্ডার করার প্রয়োজন নাই।
আপনার কাছে যদি রেস্টুরেন্টের গরুর গোশত আর সাদা ভাত বেশি ভালো লাগে তবে আপনি সেটাই খান।

যদি ক্যাপাচিনো খেতে ভালো না লাগে জোর করে ভালো লাগানোর দরকার নাই, আপনি টংয়ের দোকানের দুধচা খান, কোনো দ্বিধা ছাড়াই দুধ চায়ের ছবি তুলে ফেসবুকে আপলোড দেন।
আপনার গেম অব থ্রোনস ভালো লাগে না, আপনি ডার্ক বোঝেন না, শার্লক দেখতে আপনার বিরক্ত লাগে, আপনি দেইখেন না।

আপনার কবিতা পড়তে ভালো লাগে না, পড়বেন না। বৃষ্টি হলেই যে কবিতা পড়তে হবে এই কথা কোথায় লেখা আছে?
বৃষ্টির দিনে চাদর মুড়ি দিয়ে ঘুমাতেও কি কম শান্তি?

স্টাইলিশ আর টাইট ফিটিং জামা কাপড় পরে কমফোর্ট ফিল না করলে পড়বেন না, ঢিলাঢালা জামা কাপড় পরে বের হবেন, সবাই স্টাইলিশ জামা কাপড় পরলে আপনারও পরতে হবে এমন কথা নেই, যারা আপনার ভিতরটা না দেখে গায়ের কাপড় দিয়ে বিবেচনা করে তাদের সাথে না মেলামেশাই আপনার জন্য ভালো।

অন্যের চোখে নিজেকে ড্যাশিং প্রমাণ করার জন্য নিজের উপর কিছু চাপিয়ে নিয়েন না।

ক্যাপাচিনো পছন্দ না করলে যে সার্কেলে আপনার ইজ্জত থাকে না,
"গেম অব থ্রোনস, ডার্ক, শার্লক" পছন্দ না করলে যে সার্কেলে আপনি ক্ষ্যাত, ট্রেন্ডি ভাবে না চললে যে সার্কেলে আপনি আঁতেল উপাধি পান,
ঐটা টক্সিক সার্কেল, ওখান থেকে বের হয়ে আসেন।

যারা আপনাকে আপনার মত করে গ্রহণ করতে পারে না, তাদের কাছে গ্রহনীয় হওয়ার চেয়ে একা থাকা অনেক ভালো।

একশো'টা নাক উঁচু জাজমেন্টাল টক্সিক ইন্টেলেকচুয়ালের সাথে কৃত্রিম আড্ডার চেয়ে একজন সাধারণ দিলখোলা মানুষের সাথে এক বিকেল আড্ডা দেওয়াটা অনেক বেশি প্রশান্তির।

26/03/2024

🔥🔥এবারের রমজানটা একটু ভিন্ন। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় ভোক্তারা এক হওয়াতে ভেবে দেখুন ব্যবসায়ীরা কতটা কোনঠাসা হয়েছে।

🌐ভোক্তা সিন্ডিকেটদের বয়কট এর শক্তি দেখুন-

★১০০ টাকার কোক ৬০ টাকা
★৬০-৮০ টাকার বেগুন ২০-৪০ টাকা
★৮০/১০০ টাকার লেবুর হালি ৩০ টাকা
★৮০/১০০ টাকা কেজির তরমুজ ৫০ টাকা কেজি।
★১১০ টাকা কেজি পেয়াজ ৬০ টাকা।

♦️দোকানে দোকানে ট্যাং অবিক্রীত। দাম কমিয়েও কোক এর বিক্রীতে ভাটা। তরমুজ বিক্রেতার মাথায় হাত। বেগুন, ধনিয়া পাতা, পুদিনা পাতা ফেলে দিতে হচ্ছে সব্জী বিক্রেতাদের।

♦️অপেক্ষা করুন, আরও কমবে ইন শা আল্লাহ। সবাই এক হলে দাম থাকবে নাগালের ভেতর ইন শা আল্লাহ।

♦️মনে রাখবেন, ভোক্তা না থাকলে ব্যবসায়ীরা কার কাছে পন্য বিক্রী করবে? তাই ব্যবসায়ী না ভোক্তাদের দ্বারাই বাজার নিয়ন্ত্রণ সম্ভব। একটু সচেতন হন।

📌📌যেই জিনিস এর দাম বাড়বে, তালিকা থেকে বাদ দিয়ে দিন। যেই জিনিস আপনার বিশ্বাস এর সাথে যায় না। বাদ দিয়ে দিন। এটাই আসল নিয়ন্ত্রণ।
___________________
সবাইকে শেয়ার করে গড়ে তুলুন শক্তিশালী ভোক্তা সিন্ডিকেট।
Copy post

19/03/2024

টিকটক করে পাবলিশ করলে সেটা সবার ভালো লাগে, আর ইফতার / নামাযের ছবি দিলে যত ট্রলের স্বীকার হতে হয়।

কিছুদিন আগেও সাহরি/ইফতার/তারাবী ডান এসব দেখলে ম্যাচুরিটির অভাব ভাবতাম।

এখন আবশ্যক মনে করছি,সংস্কৃতি রক্ষায় এসবের বিকল্প নেই।
আমাদের সংস্কৃতি প্রাইভেট করতে তারা অলরেডি নেমে পড়েছে।
সম্ভব হলে তেলোয়াত করে ভিডিও ছাড়ুন।
নামায শেষে ছবি ছাড়ুন।

মুসলিম সংস্কৃতি জাগ্রত করুন,গরুর গোস্তেরও ছবি দিন।

12/10/2023
08/10/2023

🤲🤲🤲

যুধিষ্ঠিরকে যক্ষ জিজ্ঞাসা করেছিল, সুখী কে? উত্তরে যুধিষ্ঠির বলেছিলেন,যাহার ঋণ নাই, আর নিজের ঘরে থাকিয়া দিনের শেষে যে চা...
07/10/2023

যুধিষ্ঠিরকে যক্ষ জিজ্ঞাসা করেছিল, সুখী কে? উত্তরে যুধিষ্ঠির বলেছিলেন,
যাহার ঋণ নাই, আর নিজের ঘরে থাকিয়া দিনের শেষে যে চারিটি শাক-ভাত খাইতে পায়, সেই সুখী।

একদিন তুর্কীর বিখ্যাত কবি ওনার বন্ধু বিখ্যাত চিত্রকর আবেদিন দিনোকে অনুরোধ করেছিলেন একটা সুখের ছবি আঁকার জন্য। আবেদিন দিনো তার বন্ধুর অনুরোধে এই ছবিটি এঁকে দেন।
cp

04/10/2023

মাশাআল্লাহ♥

এটা বেস্ট এটা বেস্ট🤣😂🤣
04/10/2023

এটা বেস্ট এটা বেস্ট🤣😂🤣

😂🚫 সমালোচনা একটি মানসিক ব্যাধি 🚫👉অন্যের সমালোচনা তারাই করে যাদের মধ্যে অন্যের ভালো দেখলে চুল্কানি কাজ করে।👉সমালোচনা করে ...
03/10/2023

😂🚫 সমালোচনা একটি মানসিক ব্যাধি 🚫

👉অন্যের সমালোচনা তারাই করে যাদের মধ্যে অন্যের ভালো দেখলে চুল্কানি কাজ করে।

👉সমালোচনা করে তারা একদিকে যেমন মানসিক প্রশান্তি লাভ করে,অন্যদিকে সমাজে তাকে হেয় করে রাখার ব্যর্থ চেষ্টা করে যায়।

👉এমন কিছু ফ্যামিলিও চোখে পড়ে যারা চাঁদনী রজনীর মত আসর বসিয়ে বাড়ির পাশের অসহায় লোকটার দুর্বলতা নিয়ে হাসি তামাসার মাধ্যমে নিজেদের অন্তরের খোরাক জোগায়।এর মাধ্যমে তারা তাদের পরবর্তী প্রজন্মের কতটা ক্ষতি করছেন, তা বোঝার সক্ষমতা তাদের নেই।

👉তারা অন্যের সফলতায় যেভাবে মানসিক ভাবে জ্বলতে থাকে,ঠিক কারো অসহায়ত্ত্বে তারা ততোটাই উদ্বেলিত হয়ে যায়।

👉আচ্ছা তারা কি আপনার পাকা ধান কেটে নিয়ে গেছে?
নাকি তার অনাহার কালীন আপনি তার মুখে অন্ন তুলে দিয়েছিলেন?
তাহলে এদেরকে নিয়ে আপনাদের এতো চুলকানি কেন ভাসে?

👉ন্যাসিভিওন (১২০ এম জি) ট্যাবলেট তিনবেলা খাবেন।খাওজানি চুল্কানি কমে যাবে😝

কতোই না অভিযোগ আমাদের এই জীবনে।অথচ ওরা ক্লান্ত , খাবার নাই পেটে ,অবহেলিত, নিরুপায়। আল্লাহ ওদেরকে রহমত দান করুক। 🥺এটা দেখ...
30/09/2023

কতোই না অভিযোগ আমাদের এই জীবনে।অথচ ওরা ক্লান্ত , খাবার নাই পেটে ,অবহেলিত, নিরুপায়। আল্লাহ ওদেরকে রহমত দান করুক। 🥺
এটা দেখার পর আর কোন অভিযোগ আছে কি আপনার জীবনে?

27/09/2023

কম কথা, কম বন্ধু, কম শত্রু,
জীবন সুন্দর।

মোবাইলটা একটু দূরে রেখে চোখ ৭০-৮০% বন্ধ করে দেখুন। না দেখলে বিশাল কিছু মিস করবেন।
27/09/2023

মোবাইলটা একটু দূরে রেখে চোখ ৭০-৮০% বন্ধ করে দেখুন। না দেখলে বিশাল কিছু মিস করবেন।

পেইজের কি সমস্যা বুঝতে পারছি না।সবাইকে ফলো দিচ্ছি,but আমাকে কি কেউ follow ব্যাক দিচ্ছে না?যদি দিতো তাহলে ফলোয়ার ৩৫এ এসে ...
26/09/2023

পেইজের কি সমস্যা বুঝতে পারছি না।সবাইকে ফলো দিচ্ছি,but আমাকে কি কেউ follow ব্যাক দিচ্ছে না?
যদি দিতো তাহলে ফলোয়ার ৩৫এ এসে থেমে আছে কেন?কেউ জানলে একটু বলো প্লিজ।

Ufff!! কি কিউট না?
26/09/2023

Ufff!! কি কিউট না?

25/09/2023

Follow দেন Follow Back দিবো ইনশাহ আল্লাহ 💯✅

আল্লাহ সবার মনের আ্রমা পুরা করুক।আমিন।
25/09/2023

আল্লাহ সবার মনের আ্রমা পুরা করুক।আমিন।

Address

Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when Mayaboti-MeNo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Rajshahi

Show All