Husband & Wife

Husband & Wife The Prophet (peace and blessings of Allaah be upon him) said, ‘You know, you have the right over y

স্বামী-স্ত্রীর সম্পর্কের নিজস্ব এরিয়া থাকবে। এই এরিয়াটা হবে একান্তই নিজেদের। এখানে তৃতীয় কাউকে এলাউ করলেই বিপদ। স্বাম...
11/06/2024

স্বামী-স্ত্রীর সম্পর্কের নিজস্ব এরিয়া থাকবে। এই এরিয়াটা হবে একান্তই নিজেদের। এখানে তৃতীয় কাউকে এলাউ করলেই বিপদ।
স্বামীর জাস্টফ্রেন্ড বলে কিছু থাকতে পারে না। আপনার বান্ধবীকে কখনো আপনার স্বামীর সাথে মিশতে দেবেন না। এমনকি আপনার বোনকেও না। দুষ্টুমিষ্টি আচরণ দূরে থাক, এদের মাঝে একান্ত যোগাযোগের কোনো মাধ্যমই রাখা যাবে না।
জাস্টফ্রেন্ড বলেন আর বেস্টফ্রেন্ড, আপনার স্ত্রীর কোনো ছেলেবন্ধু থাকতে পারে না। খুব অবাক লাগে, যখন শুনি একজন স্বামী তার ওয়াইফকে কোনো পরপুরুষের সাথে মিশতে দেয়। কতটা ব্যক্তিত্বহীন হলে এটা সম্ভব!
আপনার তো বরং কলিজার বন্ধুর দিকেও নজর রাখা উচিত, যেন সে আপনার ঘরের ভেতর নজর না দেয়।
- আবুল হাসনাত কাসিম হাফি.

দিন রাত সেবা দিয়ে নিরবে নিভৃতে যে আমাদের সুস্থ করে তোলে সেই একজন মমতাময়ী নার্স, নার্স মানে নিবেদিত প্রাণ, সেবা দানকারী এ...
12/05/2024

দিন রাত সেবা দিয়ে নিরবে নিভৃতে যে আমাদের সুস্থ করে তোলে সেই একজন মমতাময়ী নার্স, নার্স মানে নিবেদিত প্রাণ, সেবা দানকারী এক বিশাল আকাশ, নার্স মানে অন্ধকারাচ্ছন্ন ঘরে আলোর ঝলকানি।
একজন নার্স যে কোন দেশের স্বাস্থ্যখাতের জন্য প্রধান হাতিয়ার।

আজ বিশ্ব নার্স দিবস।🌹

এবারে দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘Our Nurses. Our Future. The economic power of care.

বিশ্ব নার্স দিবসে সকল মানবদরদি নার্সদের জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
আর্তমানবতার সেবাই হোক অঙ্গীকার। দেশ ছাড়িয়ে বাংলাদেশের সকল নার্সরা বহির্বিশ্বে মাথা উচু করে দাড়াক,শুভকামনা রইলো।

03/05/2024

স্ত্রীকে বাসর ঘরে রেখে জিহাদের ময়দানে শহীদ হওয়া মুসলিম জাতি কখনো নারী লোভী হতে পারে না..!

27/03/2024

Girls New Style😁🤣

18/03/2024

পাঞ্জাবির সাইজ 42 ধন্যবাদ !!

ছবি:  কালেক্টেড।
15/03/2024

ছবি: কালেক্টেড।

কীভাবে ইস্তিগফার করবেন১. ‘আস্তাগফিরুল্লাহ।’ অর্থাৎ, ‘আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি।’ প্রতি ওয়াক্ত ফরজ নামাজের সালাম ফ...
12/03/2024

কীভাবে ইস্তিগফার করবেন

১. ‘আস্তাগফিরুল্লাহ।’ অর্থাৎ, ‘আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি।’ প্রতি ওয়াক্ত ফরজ নামাজের সালাম ফেরানোর পর রাসুলুল্লাহ (সা.) এ ইস্তিগফারটি তিনবার পড়তেন। (মিশকাত)

২. ‘আস্তাগফিরুল্লাহা ওয়া তুবু ইলাইহি।’ অর্থাৎ, আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি এবং তাঁর কাছ থেকে ফিরে আসছি। এ ইস্তিগফার প্রতিদিন ৭০ থেকে ১০০ বার পড়ার নিয়ম। রাসুলুল্লাহ (সা.) প্রতিদিন ৭০ বারের অধিক তওবা ও ইস্তিগফার করতেন। (বুখারি)

৩. ‘রাব্বিগফিরলি, ওয়া তুব আলাইয়্যা; ইন্নাকা আংতাত তাউয়্যাবুর রাহিম।’ অর্থাৎ, হে আমার প্রভু, আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার তওবা কবুল করুন। নিশ্চয় আপনি মহান তওবা কবুলকারী করুণাময়। রাসুলুল্লাহ (সা.) মসজিদে বসে এক বৈঠকেই এ দোয়া একশবার পড়েছেন। (আবু দাউদ, ইবনে মাজাহ, তিরমিজি, মিশকাত)

৪. ‘আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল কইয়্যুমু ওয়া তুবু ইলাইহি।’ অর্থাৎ, আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই, যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী এবং তাঁর কাছেই (তওবা করে) ফিরে আসি।

দিনের যেকোনো ইবাদত-বন্দেগি তথা ক্ষমা প্রার্থনার সময় এভাবে তওবা-ইস্তিগফার করা যেতে পারে। হাদিসে আছে, এভাবে তওবা-ইস্তিগফার করলে আল্লাহ–তাআলা তাকে ক্ষমা করে দেবেন, যদিও সে যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারী হয়। (আবু দাউদ, তিরমিজি, মিশকাত)

৫. সাইয়েদুল ইস্তিগফার পড়া: ‘আল্লাহুম্মা আংতা রাব্বি লা ইলাহা ইল্লা আংতা খালাক্কতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউজুবিকা মিন শাররি মা সানাতু আবুউলাকা বিনিমাতিকা আলাইয়্যা ওয়া আবুউলাকা বিজাম্বি ফাগফিরলি ফা-ইন্নাহু লা ইয়াগফিরুজ জুনুবা ইল্লা আংতা।’

অর্থাৎ, হে আল্লাহ! তুমিই আমার প্রতিপালক। তুমি ছাড়া কোনো ইলাহ নেই। তুমিই আমাকে সৃষ্টি করেছ। আমি তোমারই বান্দা। আমি যথাসাধ্য তোমার সঙ্গে প্রতিজ্ঞা ও অঙ্গীকারেই আবদ্ধ। আমি আমার সব কৃতকর্মের কুফল থেকে তোমার কাছে আশ্রয় চাই। তুমি আমার প্রতি তোমার যে নিয়ামত দিয়েছ, তা স্বীকার করছি। আর আমার কৃত গুনাহের কথাও স্বীকার করছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। কারণ, তুমি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারবে না।
সকালে ও সন্ধ্যায় এ ইস্তিগফার করার নিয়ম। ফজর ও মাগরিবের নামাজের পর এ ইস্তিগফার পড়তে যেন ভুল না হয়। হাদিসে আছে, যে ব্যক্তি এ ইস্তিগফার সকালে পড়ে আর সন্ধ্যার আগে মারা যায় কিংবা সন্ধ্যায় পড়ে সকাল হওয়ার আগে মারা যায়, সে জান্নাতে যাবে। (বুখারি)

৬. ‘রাব্বিগফির, ওয়ারহাম ওয়া আংতা খাইরুর রাহিমিন।’

৭. অন্য হাদিসে আছে, রাসুলুল্লাহ (সা.) বলেন, আল্লাহর শপথ! নিশ্চয় আমি প্রতিদিন ৭০ বারের বেশি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তওবা করি: ‘আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি’।

৮. বিশেষ করে ক্ষমা, রিজিকের সন্ধান ও বরকত পেতে হলে বেশি বেশি করে পড়া যায়, ‘রাব্বিগফিরলি জুনুবি, ওয়াফতাহলি আবওয়াবা ফাদলিকা’। অর্থাৎ, হে আমার রব, আমার গুনাহগুলো ক্ষমা করে দাও; আর আমার জন্য তোমার অনুগ্রহের দরজা খুলে দাও। (তিরমিজি)

৯. ‘আল্লাহুম্মা ইন্নাকা আফুয়্যুন; তুহিব্বুল আফওয়া; ফাফু আন্নি।’ অর্থাৎ, হে আল্লাহ! আপনি ক্ষমাশীল; ক্ষমা করতে ভালোবাসেন; আমাকে ক্ষমা করে দিন। (মুসনাদে আহমাদ, ইবনে মাজাহ, তিরমিজি, মিশকাত)

১০. ‘আস্তাগফিরুল্লাহাল আজিম, ইন্নাল্লাহা গাফুরুর রাহিম।’ অর্থাৎ, মহান আল্লাহর কাছে ক্ষমা চাই, নিশ্চয় তিনি ক্ষমাশীল ও দয়ালু।

বিশ্বাসী মুসলমানদের কর্তব্য হলো আল্লাহর কাছে বেশি বেশি ইস্তিগফার করা। রিজিকে বরকতসহ কোরআন-সুন্নায় ঘোষিত ফজিলত ও মর্যাদাগুলো পাওয়ার চেষ্টা করা।

নারীশক্তি ছাড়া এ জগৎ সত্যিই অকল্পনীয়! নারী আমাদের প্রত্যেকের অন্যতম অনুপ্রেরণার উৎস। সে রাঁধে, সে চুলও বাঁধে! নিজের হাজ...
08/03/2024

নারীশক্তি ছাড়া এ জগৎ সত্যিই অকল্পনীয়! নারী আমাদের প্রত্যেকের অন্যতম অনুপ্রেরণার উৎস। সে রাঁধে, সে চুলও বাঁধে! নিজের হাজারো কাজের মাঝেই যত্ন নিয়ে পরিবারের খেয়াল রাখে সে। নারীর সেই ক্ষমতা এবং তাঁর অধিকার রক্ষার জন্য গোটা বিশ্বজুড়েই পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। আজ ৮ মার্চ নারী দিবস। সকল নারীদের জানাই আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা।
#নারীদিবস

07/03/2024

Beautiful Pakshi Area

একজনের শূন্যতা কখনো অন্যজনকে দিয়ে পূরণ করা যায় না....!!!!
05/03/2024

একজনের শূন্যতা কখনো অন্যজনকে দিয়ে পূরণ করা যায় না....!!!!

19/12/2023

বেঁচে থাকার ইচ্ছা টাই চলে যায়🥀🥀🥀
কাছের মানুষটার🥺🥺🥺অভাবে😭😭

24/11/2023

ব্রাজিল সাপোর্টার থেকে পদত্যাগ করলাম, আজ থেকে বউয়ের দলে পার হলাম।

নার্সিং ইনস্টিটিউট চাঁপাইনবাবগঞ্জ।
24/11/2023

নার্সিং ইনস্টিটিউট চাঁপাইনবাবগঞ্জ।

আজ আমার জীবনের অর্ধাঙ্গিনী আমার ভালবাসার বউয়ের শুভ জন্মদিন🎂। তোমার ভালবাসায় আমার জীবন আজ সুখময় ভালবাসাময়। তোমার ভা...
04/08/2023

আজ আমার জীবনের অর্ধাঙ্গিনী আমার ভালবাসার বউয়ের শুভ জন্মদিন🎂। তোমার ভালবাসায় আমার জীবন আজ সুখময় ভালবাসাময়। তোমার ভালবাসা পেয়েছি তাই সৃষ্টিকর্তার নিকট জানাই কোটি কোটি শুকরিয়া। নারী ছাড়া পুরুষের জীবন নাকি অসম্পূর্ণ আসলেই কথা সত্য তোমাকে জীবন সঙ্গী হিসেবে পেয়ে আমি সম্পূর্ন। আজকে আমাদের বিবাহিত জীবনে তোমার দ্বিতীয় জন্মদিন। এই বিবাহিত জীবনে তোমার শ্রেষ্ঠ উপহারের জন্য অপেক্ষায় থাকলাম।🎂❤

11/07/2023

আক্ষেপ.. বড় একা তাল গাছের মতো, না পারছি ছায়া দিতে "কিন্তু" হাওয়া যখন আসছে বৃষ্টি যখন আসছে সহ্য করে যেতে হচ্ছে।

02/07/2023
24/06/2023

পৃথিবীর সবথেকে কঠিন কাজগুলোর মধ্যে একটি হচ্ছে অপেক্ষা করা, আর অপেক্ষা করতে করতেই আমার বর্তমান সময়টা কাটছে, জানি না কবে আমার এই অপেক্ষার অবসান হবে। তবুও বুক ভরা আশা নিয়ে বসে আছি আল্লাহ নিশ্চয় একদিন সবকিছু ঠিক করে দিবেন।
খুব কষ্ট হচ্ছে মনটা অনেক খারাপ লাগতেছে কি করবো বুঝতেছি না😢😭😭

27/05/2023

apno se door hona ek alag tarah ka dard hai😭

আন্তৰ্জাতিক ধাত্রী দিবস সমগ্র বিশ্বে প্ৰতিবছর ১২ মে তারিখে পালন করা হয়। ১৮২০ সালের এই তারিখে আধুনিক নার্সিং পরিষেবার মা...
11/05/2023

আন্তৰ্জাতিক ধাত্রী দিবস সমগ্র বিশ্বে প্ৰতিবছর ১২ মে তারিখে পালন করা হয়। ১৮২০ সালের এই তারিখে আধুনিক নার্সিং পরিষেবার মাৰ্গদৰ্শক ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্ম হয়েছিল। এই দিবস পালনের মাধ্যমে সম্মান জানানো হয় সেই নারীকে যিনি তার কর্মের মাধ্যমে প্রতিষ্ঠা করেছেন - নার্সিং একটি পেশা নয় সেবা।

প্রতি বছর ৮ মে বিশ্ব গাধা দিবস পালিত হয়। এটি এমন একটি দিন যা গাধাকে চিনতে এবং তাদের অনেক আশ্চর্যজনক বৈশিষ্ট্যের প্রতি দ...
08/05/2023

প্রতি বছর ৮ মে বিশ্ব গাধা দিবস পালিত হয়। এটি এমন একটি দিন যা গাধাকে চিনতে এবং তাদের অনেক আশ্চর্যজনক বৈশিষ্ট্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য নিবেদিত।

ek sachche dil kee shaanti jo hamaara saath detee hai, hamen is duniya se door kar detee hai. ham use bhool jaate hain a...
07/05/2023

ek sachche dil kee shaanti jo hamaara saath detee hai, hamen is duniya se door kar detee hai. ham use bhool jaate hain aur vah hamen sukoon deta hai❤️

07/05/2023

do you know what is the number one thing that women want from their husband it's love more than anything else you must be reassured that you love them and you must say that to them again and again 100 times in a year and you know what is the most sisters married sister you know what is the most important thing a man wants from wife is not s*x believe me it is respect if you respect your husband and your husbands love your wife you have a wonderful married life the Bible says that if you honestly say that you respect your husband how many of you husband can say that you are trying to love your wife wife love husband respect that means you must speak to him respectfully in a Wrong Turn is wrong respectfully very very important relationship do you know

02/05/2023

আমরা যাদের ভালোবাসি তারা আমাদের মতো করে ভালবাসে না কেন ??

29/04/2023

শরীর ছোঁয়াটা তখনই আনন্দ হয় যখন স্পর্শের মানুষটা ভালোবাসার হয়❤️

27/04/2023

স্ত্রীকে ধমকিয়ে ভয় দেখানোই পুরুষত্ব নয় বরং স্ত্রীর মুখে হাসি ফোটানোটাই প্রকৃত পুরুষের পরিচয়।

Address

Durgapur Rajshahi
Rajshahi
6240

Alerts

Be the first to know and let us send you an email when Husband & Wife posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Husband & Wife:

Videos

Share


Other Digital creator in Rajshahi

Show All

You may also like