08/07/2024
আগা হাশর কাশ্মীরি উর্দু সাহিত্য তথা বলিউড সিনোম ইন্ডষ্ট্রী গড়ে ওঠার সূচনাপর্বের ইতিহাসে এক অবিস্মৃত ও অনবদ্য নাম। যাকে উর্দু সাহিত্যের শেক্সপিয়র বলে স্মরণ করা হয়ে থাকে। বাংলা ভাষা এমন কি বলতে হয় আমাদের মতৃভূমি বাংলাদেশে কোনো ভাষায়ই এপর্যন্ত আগা হাশর কাম্মীরি সম্পর্কে বা তার সৃজনশীলতা বিষয়ে সাহিত্য জগতে কোনো কাজ হয়নি। সেই কাজটি করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের প্রফের ড. উম্মে কুলসুম আকতার বানু (মিনি ম্যাম)। এটি তার পিএইডি গবেষণার অভিসন্দর্ভ হিসেবে রচিত হয়েছিলো। আজ সেটি সাধারণ, গবেষক এবং একডেমিক পাঠকদের হাতে আসতে যাচ্ছে। পাঠকের হাতে পৌঁছানোর কাজটি করছে নৈঋতা ক্যাফে, ঢাকা। বাংলা-উর্দু লিটারারি ফোরামের পক্ষ থেকে মিনি ম্যামের জন্য অসংখ্য অভিনন্দন সাথে নৈঋতা ক্যাফের জন্যও অশেষ শুভকামনা।