Bangla-Urdu Literary Forum

Bangla-Urdu Literary Forum Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bangla-Urdu Literary Forum, Magazine, 435/B, Syed Ismail Hossain Siraji Academic Building, University of, Rajshahi.

আগা হাশর কাশ্মীরি উর্দু সাহিত্য তথা বলিউড সিনোম ইন্ডষ্ট্রী গড়ে ওঠার সূচনাপর্বের ইতিহাসে এক অবিস্মৃত  ও অনবদ্য নাম। যাকে ...
08/07/2024

আগা হাশর কাশ্মীরি উর্দু সাহিত্য তথা বলিউড সিনোম ইন্ডষ্ট্রী গড়ে ওঠার সূচনাপর্বের ইতিহাসে এক অবিস্মৃত ও অনবদ্য নাম। যাকে উর্দু সাহিত্যের শেক্সপিয়র বলে স্মরণ করা হয়ে থাকে। বাংলা ভাষা এমন কি বলতে হয় আমাদের মতৃভূমি বাংলাদেশে কোনো ভাষায়ই এপর্যন্ত আগা হাশর কাম্মীরি সম্পর্কে বা তার সৃজনশীলতা বিষয়ে সাহিত্য জগতে কোনো কাজ হয়নি। সেই কাজটি করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের প্রফের ড. উম্মে কুলসুম আকতার বানু (মিনি ম্যাম)। এটি তার পিএইডি গবেষণার অভিসন্দর্ভ হিসেবে রচিত হয়েছিলো। আজ সেটি সাধারণ, গবেষক এবং একডেমিক পাঠকদের হাতে আসতে যাচ্ছে। পাঠকের হাতে পৌঁছানোর কাজটি করছে নৈঋতা ক্যাফে, ঢাকা। বাংলা-উর্দু লিটারারি ফোরামের পক্ষ থেকে মিনি ম্যামের জন্য অসংখ্য অভিনন্দন সাথে নৈঋতা ক্যাফের জন্যও অশেষ শুভকামনা।

27/06/2024
ارمان علی اردو کے ایک نوجوان شاعر تھے۔ سید پور شہر کے بانس باڑی علاقے میں پیدا ہوئے اور پرورش پائی۔ سید پور (انگریزی: Sy...
11/05/2024

ارمان علی اردو کے ایک نوجوان شاعر تھے۔ سید پور شہر کے بانس باڑی علاقے میں پیدا ہوئے اور پرورش پائی۔ سید پور (انگریزی: Syedpur) بنگلہ دیش کے ضلع نیلفماری کا ایک ضلع کا قصبہ ہے۔ اردو بولنے والی آبادی کا ایک بڑا حصہ اس شہر میں رہتا ہے۔ آج (10 مئی 2024) صبح تقریباً 11 بجے ارمان علی ایک سڑک حادثے میں جاں بحق ہو گئے۔ انا للہ و انا الیہ راجعون۔

আজ সন্ধ্যায় ফেসবুক পোস্টের মাধ্যমে জানতে পারলাম সৈয়দপুরের আরমান আলী আর এই দুনিয়াতে নেই। ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। সৈয়দপুরের বাঁশবাড়ী এলাকার অধিবাসী ছিলেন তিনি। পেশায় ছিলেন একজন গ্রাম্যচিকিৎসক। নিজ মহল্লায় একটি ঔষধের দোকানও ছিলো তার। সকাল থেকে গভীর রাত অবধি ব্যস্ত থাকতেন রুগী আর দোকান নিয়ে। ব্যস্ততার অবসরে ছন্দের মালা গাঁথতেন কবিতা রচনার মাধ্যমে। বিহারী জনগোষ্ঠীর একজন হওয়ায় তিনি কবিতা লিখতেন উর্দু ভাষায়। বিভিন্ন অনুষ্ঠানে নাত খঁ (নাত পরিবেশক) হিসেবে আমন্ত্রিত হয়ে নাত শোনাতেন শ্রোতাদের। সড়ক দুর্ঘটনায় তার মৃত্যুর সংবাদে আমি যারপর নাই হতভম্ব হয়ে গেছি। অল্পবয়সী এক সবুজপ্রাণ ঝরে গেলো অকালেই। সৈয়দপুরের উর্দু সাহিত্যের পরিবেশে তিনি ছিলেন এক উদীয়মান কবি। বিরান মরুভূমীতে সদ্য গজানো এক তৃণলতার মতো।
২০১৯ সালের ১৩ সেপ্টেম্বর মহররম উপলক্ষ্যে এক মুশায়েরায় উপস্থিত ছিলাম আমি। সেই অনুষ্ঠানে আরমান আলীর আবৃত্তি ও সুরসহ গাওয়া মুনকাবাত এর ভিডিওটি এবং ক'টি ছবি দিলাম তার পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব এবং উর্দুপ্রেমীদের জন্য। বাংলা-উর্দু লিটারারি ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। সেই সাথে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাই সমবেদনা।

ড. মো. সামিউল ইসলাম
সাধারণ সম্পাদক
বাংলা-উর্দু লিটারারি ফোরাম
রাজশাহী বিশ্ববিদ্যালয়

আপনার মূল্যবান মৌলিক অথবা অনুবাদিত লেখাটি পাঠিয়ে দিন পোস্টারে দেয়া ইমেইলে।
18/01/2024

আপনার মূল্যবান মৌলিক অথবা অনুবাদিত লেখাটি পাঠিয়ে দিন পোস্টারে দেয়া ইমেইলে।

গোঁফ চুরিসুকুমার রায়আবৃত্তি: সাররিনাহ্ শাজনীন জায়রা
17/10/2023

গোঁফ চুরি
সুকুমার রায়
আবৃত্তি: সাররিনাহ্ শাজনীন জায়রা

সুকুমার রায়ের ছড়া গোঁফ চুরি।

https://www.prothomalo.com/lifestyle/6761glzhbnProfessor Dr. Latif Ahmed Lakhnawi is a renowned Urdu short story writer,...
26/08/2023

https://www.prothomalo.com/lifestyle/6761glzhbn
Professor Dr. Latif Ahmed Lakhnawi is a renowned Urdu short story writer, Researcher, Translator in Bangladesh. Prothom Alo the leading daily newspaper in Bangladesh is published about professor Dr. Latif Ahmed Lakhnawi's Life history and Urdu works today (26Aug2023).

বাবার সঙ্গে অভিমান করে ১৩ বছর বয়সে ভারত ছেড়ে বর্তমান বাংলাদেশে আসেন লতিফ আহামেদ। তারপর রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্ট...

https://www.youtube.com/watch?v=hLPCVOIe4_E
13/03/2023

https://www.youtube.com/watch?v=hLPCVOIe4_E

বাংলা লোক সংগীত। ভাটিয়ালী গান। চিরায়ত বাংলার গান। বাংলা সিনেমার গান। বাংলা উর্দু লিটারারি ফোরামের পরিবেশনা। রা.....

ফোরাম দপ্তরে এসেছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থী সাব্বির হাসনাত রাব্বি। তিনি ধ্রুপদী সংগীত ও উর্দ...
04/03/2023

ফোরাম দপ্তরে এসেছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থী সাব্বির হাসনাত রাব্বি। তিনি ধ্রুপদী সংগীত ও উর্দু গজলের ভক্ত। গেয়ে শোনালেন বাংলা-উর্দুর মিশেলে লেখা নজরুলের অসাধারণ একটি গান। সাথে দু'লাইন গেয়ে শোনালেন মেহেদী হাসানের গাওয়া একটি বিখ্যাত উর্দু গজল।

alga karo go khonpar badhanrafta rafta wo mere hasti ka sama ho gaye

আসুন ১০ মিনিটে ঘুরে আসি বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবন। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য এবং সম্পদ এই সু্ন্দরব...
25/02/2023

আসুন ১০ মিনিটে ঘুরে আসি বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবন। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য এবং সম্পদ এই সু্ন্দরবন। এখানে রয়েছে রয়েল বেঙ্গল টাইগার যা বিশ্বের অন্য কোথাও নেই।
آئے دس منٹ ہم دیکھ لییں دنیا کا سب سے بڑا مینگروبھ جنگل سندر بن۔

Academic Excursion: Sundarbon Toure-2023Class: MA Batch: 22ndDepartment: UrduInstitution: University of RajshahiThis video is produced by Bangla-Urdu Literar...

কবি আল মাহমুদের অনবদ্য এক কবিতা "একুশের কবিতা"। আবৃত্তি করেছেন কবি ও বাচিক শিল্পী রিজভী হাসনাত।
23/02/2023

কবি আল মাহমুদের অনবদ্য এক কবিতা "একুশের কবিতা"। আবৃত্তি করেছেন কবি ও বাচিক শিল্পী রিজভী হাসনাত।

Poem: Ekusher KobitaPoet: Al MahmudRecitation: Rizvi Hasnat

https://www.youtube.com/watch?v=9VmxEZVcpOcভাষার মাসে ভাষা চর্চার বেহাল দশা নিয়ে ভবানীপ্রসাদ মজুমদারের রম্য কবিতা পরিবেশ...
22/02/2023

https://www.youtube.com/watch?v=9VmxEZVcpOc
ভাষার মাসে ভাষা চর্চার বেহাল দশা নিয়ে ভবানীপ্রসাদ মজুমদারের রম্য কবিতা পরিবেশন করছি বন্ধুদের উদ্দেশ্যে। কবিতাটি আবৃত্তি করেছেন জান্নাতুল ফেরদৌস মাওয়া।

Poem: Banglata thik asenaPoet: Bhabani Prasad MajumderRecitation: Jannatul Ferdaus Mawa

22/02/2023

একনজরে কথাশিল্পী মঈন শেখের রচনাবলী।

মোহাম্মাদ জামিল আক্তার, নতুন প্রজন্ম উর্দু গল্পকারদের মধ্যে একটি ব্যাতিক্রমধর্মী লেখক। তার গল্পগুলো এই সময়ের গল্প এবং আধ...
10/02/2023

মোহাম্মাদ জামিল আক্তার, নতুন প্রজন্ম উর্দু গল্পকারদের মধ্যে একটি ব্যাতিক্রমধর্মী লেখক। তার গল্পগুলো এই সময়ের গল্প এবং আধুনিক গল্প। সে সমাজের মুখ থেকে মুখোস খুলে বাস্তব চিত্র দেখাতে দক্ষ। এই গল্পকারের বই আসছে শীঘ্রই, প্রকাশক হচ্ছে সৃজন - অমর একুশে বই মেলায় পাওয়া যাবে।

****************************************************ফোরামের পক্ষ থেকে কবিকে জন্মদিনের শুভেচ্ছা**************************...
10/02/2023

***************************************************
*ফোরামের পক্ষ থেকে কবিকে জন্মদিনের শুভেচ্ছা*
***************************************************
00000 আসাদ চৌধুরী 00000

আসাদ চৌধুরী বাংলাদেশের একজন প্রখ্যাত কবি ও সাহিত্যিক। তিনি মনোগ্রাহী টেলিভিশন উপস্থাপনা ও আবৃত্তির জন্য জনপ্রিয়। তাঁর জন্ম হয় # ১১ই ফেব্রুয়ারি ১৯৪৩ খ্রিস্টাব্দে # বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া নামক স্থানে। তাঁর পিতার নাম মোহাম্মদ আরিফ চৌধুরী এবং মাতার নাম সৈয়দা মাহমুদা বেগম। আসাদ চৌধুরীর স্ত্রীর নাম সাহানা বেগম। তিনি উলানিয়া হাই স্কুল থেকে ১৯৫৭ খ্রিস্টাব্দে প্রবেশিকা পরীক্সায় উত্তীর্ণ হন। ১৯৬০ খ্রিস্টাব্দে তিনি উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন বরিশালের ব্রজমোহন কলেজ থেকে। পরবর্তীকালে তিনি ঢাকা বিশ্ববিদ্যারয়ে বাংলা ভাষা ও সাহিত্যে অধ্যয়ন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এর বাংলা বিভাগ থেকে বাংলা ১৯৬৩ সালে স্নাতক (সম্মান) ও ১৯৬৪ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকে যাওয়ার পর কলেজে অধ্যাপনার মধ্য দিয়ে আসাদ চৌধুরীর চাকুরিজীবন শুরু। ব্রাহ্মণবাড়িয়া কলেজে তিনি ১৯৬৪ থেকে ১৯৭২ খ্রিস্টাব্দ অবধি শিক্ষকতা করেন। পরবর্তীকালে ঢাকায় স্থিত হবার পর তিনি বিভিন্ন খবরের কাগজে সাংবদিকতা করেছেন। ১৯৮৫ থেকে ১৯৮৮ পর্যন্ত তিনি ভয়েজ অব জার্মানীর বাংলাদেশ সংবাদদাতার দায়িত্ব পালন করেন। ঢাকায় বাংলা একাডেমীতে দীর্ঘকাল চাকুরীর পর তিনি এর পরিচালক হিসেবে অবসর গ্রহণ করেন।

তাঁর বিখ্যাত কিছু কাব্যগ্রন্থ হল –
তবক দেওয়া পান (১৯৭৫); বিত্ত নাই বেসাত নাই (১৯৭৬); প্রশ্ন নেই উত্তরে পাহাড় (১৯৭৬); জলের মধ্যে লেখাজোখা (১৯৮২); যে পারে পারুক (১৯৮৩); মধ্য মাঠ থেকে (১৯৮৪); মেঘের জুলুম পাখির জুলুম (১৯৮৫); আমার কবিতা (১৯৮৫); ভালোবাসার কবিতা (১৯৮৫); প্রেমের কবিতা (১৯৮৫); দুঃখীরা গল্প করে (১৯৮৭); নদীও বিবস্ত্র হয় (১৯৯২); টান ভালোবাসার কবিতা (১৯৯৭); বাতাস যেমন পরিচিত (১৯৯৮); বৃন্তির সংবাদে আমি কেউ নই (১৯৯৮); কবিতা-সমগ্র (২০০২); কিছু ফল আমি নিভিয়ে দিয়েছি (২০০৩); ঘরে ফেরা সোজা নয় (২০০৬)।

প্রবন্ধ-গবেষণা –
কোন অলকার ফুল (১৯৮২)

শিশুসাহিত্য –
রাজার নতুন জামা (রূপান্তর, ১৯৭৯); রাজা বাদশার গল্প (১৯৮০); গ্রাম বাংলার গল্প (১৯৮০); ছোট্ট রাজপুত্র (অনুবাদ : ১৯৮২); গর্ব আমার অনেক কিছুর (১৯৯৬); ভিন দেশের মজার লোককাহিনী (১৯৯৯); তিন রসরাজের আড্ডা (১৯৯৯); কেশবতী রাজকন্যা (২০০০); গ্রাম বাংলা আরো গল্প (২০০০); তোমাদের প্রিয় চার শিল্পী (জীবনী, ২০০০); জন হেনরি (আমেরিকার লোককাহিনী, ২০০১); মিকালেঞ্জেনো (জীবনী, ২০০১); ছোটদের মজার গল্প (২০০১); সোনার খড়ম (২০০৬); মুচি-ভ’তের গল্প (২০০৬)। : সংগ্রামী নায়ক বঙ্গবন্ধু (১৯৮৩); রজনীকান্ত সেন (১৯৮৯); স্মৃতিসত্তায় যুগলবন্দী (২০০১)।

ইতিহাস –
বাংলাদেশের মুক্তিযুদ্ধ (১৯৮৩)।

অনুবাদ –
বাড়ির কাছে আরশিনগর : বাংলাদেশের উর্দু কবিতা (২০০০); প্যালেস্টাইন ও প্রতিবেশী দেশের প্রতিবাদী কবিতা (২০০৫)।

সম্পাদনা –
যাদের রক্তে মুক্ত এদেশ (১৯৯১ যুগ্মভাবে); ছয়টি রূপকথা (১৯৭৯)।

তাঁর পাওয়া পুরষ্কারগুলি হল –

পুরস্কার
আবুল হাসান স্মৃতি পুরস্কার (১৯৭৫);
অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার (১৯৮২);
বাংলা একাডেমী পুরস্কার (১৯৮৭);
শম্ভুগঞ্জ এনায়েতপুরী স্বর্ণপদক (১৯৯৯);
ত্রিভুজ সাহিত্য পুরস্কার,
বরিশাল বিভাগীয় স্বর্ণপদক,
অশ্বনী কুমার পদক (২০০১);
জীবনানন্দ দাশ পদক;
অতীশ দীপঙ্কর স্বর্ণপদক;
জাতীয় কবিতা পরিষদ পুরস্কার (২০০৬)।
(তথ্যসূত্র : বাংলা উইকিপিডিয়া)

 #দেশবিভাগের উপর উর্দু সাহিত্যের সেরা উপন্যাস ইন্তেজার হুসেনের (বুকার পুরস্কাররের জন্য শীর্ষ তালিকাভুক্ত)  #"বস্তি" এখন ...
06/02/2023

#দেশবিভাগের উপর উর্দু সাহিত্যের সেরা উপন্যাস ইন্তেজার হুসেনের (বুকার পুরস্কাররের জন্য শীর্ষ তালিকাভুক্ত) #"বস্তি" এখন পাওয়া যাচ্ছে #আন্তর্জাতিক কলকাতা বইমেলা, ২০২৩ #ভাষা সংসদের #৪৭০ নং (৯ নং গেট দিয়ে প্রবেশ) স্টলে।
# #
প্রথম প্রকাশিত হয়েই #৫ ফেব্রুয়ারি, ২০২৩ বইটি, যেমন #আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সরকারের শিক্ষা বিভাগ দ্বারা মনোনীত হয়ে ওখানকার সব #সরকারি লাইব্রেরির পাঠকবর্গের পাঠের জন্য আন্দামান পাড়ি দিলো, তেমনি এলো পশ্চিবঙ্গের অনুবাদ সাহিত্যের একমাত্র #মুখ্য পরিবেশক ভাষা সংসদের স্টলে।
#ছবিতে বই হাতে দেখা যাচ্ছে #বিবেক চট্টোপাধ্যায় #বদরুদ্দোজা হারুন ও #বিতস্তা ঘোষালকে।
||প্রথম দিনেই প্রকাশের সংগে সঙ্গে বইটি পাঠকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে।||

৫/ ২/২০২৩ ভাষা সংসদ (স্টল নং -৪৭০) - এ "বস্তি" উপন্যাসটি আসা মাত্রই ১০ মিনিটের মধ্যেই কেনেন সল্টলেকবাসিনী অধ্যাপিকা শুভ্রা সেনগুপ্ত। বইটি তাঁর হাতে তুলে দেন ভাষা সংসদ - এর কর্ণধার বিতস্তা ঘোষাল। আমি তখন উপস্থিতি ছিলাম।

লোগো 3D করা হোলো। কেমন লাগছে আপনাদের?
31/01/2023

লোগো 3D করা হোলো। কেমন লাগছে আপনাদের?

Address

435/B, Syed Ismail Hossain Siraji Academic Building, University Of
Rajshahi
6205

Telephone

+8801716143040

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangla-Urdu Literary Forum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangla-Urdu Literary Forum:

Videos

Share

Category