গায়েত্রী মজুমদার

গায়েত্রী মজুমদার দুঃখ বিলাসে আপনাকে স্বাগতম।।।
( story teller)

"প্রথমবার হেরে যাওয়ার পর ভেবেছিলাম মানুষটাই বোধহয় ভুল মানুষ ছিলো। দ্বিতীয়বার হেরে গিয়ে নিজেকে সান্ত্বনা দিয়েছিলাম, বোধহয়...
02/01/2025

"প্রথমবার হেরে যাওয়ার পর ভেবেছিলাম মানুষটাই বোধহয় ভুল মানুষ ছিলো। দ্বিতীয়বার হেরে গিয়ে নিজেকে সান্ত্বনা দিয়েছিলাম, বোধহয় ভুল সময়ে আমাদের দেখা হয়েছিলো। তৃতীয়বার হেরে যাওয়ার পর সমস্ত দোষ দিয়ে দিলাম ভাগ্যকে।

বারবার ধাক্কা খেয়েও ফিরে আসতাম বোধহয় আরেকবার হেরে যাওয়ার জন্যই। বারবার শীতল হয়ে যাওয়ার পরেও আবার ফিরতাম, রূপকথার মতো জীবন বদলে যাওয়ার আশায়!

মানুষ মাত্রই বেহায়া। প্রতিবার পাথর হয়ে যাওয়ার পণ করে সে সামান্য মায়ার কাছে আত্মসমর্পণ করে ফেলে শতবার, সহস্রবার।"

01/01/2025

এমন একটা সন্ধ্যা সবার সাথে ভাগাভাগি করার ইচ্ছা ২০২৫ এ

31/12/2024

তুমি আমার সাথে যা করবে আমিও তোমার সাথে তাই করবোনা। আমি চুপচাপ সয়ে যাবো, অপেক্ষা করবো,

I'll let nature take my revenge. প্রকৃতির চেয়ে নির্মম কেউ হতে পারেনা।❤️

31/12/2024

আমি হাসি লাশের মত আর আপনার বর্তমান প্রেমিকা নিশ্চয়ই পলাশের মতো হাসে??

Line : Moli Rani
Voice : গায়েত্রী মজুমদার
Illustration : Rajon'S art work

31/12/2024
31/12/2024

২০২৫ সালটা যেন আমার জন্য ব্যস্ততম সাল হয়, যাতে আমি কষ্ট পাওয়ার সময় না পাই!😊❤️

30/12/2024

তাকে ঘৃনা তেও রাখিনা,
প্রার্থনাতেও না,
যে, ছেড়ে গেছে সমস্ত অধিকার এর গল্প মুছে ফেলেই ছেড়ে গেছে, সে আমার কেউ না

Collected

new year, new someone
30/12/2024

new year, new someone

29/12/2024

আমার নামে একটা সুনাম করেন, সুনাম শুনে বছরটা শেষ করতে চাই! 🙂 ( দুর্নামও করতে পারেন)

এই সেই আমার হারিয়ে যাওয়া চামড়া যেটা আমার গায়ে আছে বলে আমার মা দাবি করে🥲
29/12/2024

এই সেই আমার হারিয়ে যাওয়া চামড়া যেটা আমার গায়ে আছে বলে আমার মা দাবি করে🥲

মাঝেমধ্যে ভাবলেই অবাক লাগে , যে বা যারা আমার ভালো থাকাটাকে নষ্ট করতে চেয়েছে দিনশেষে তারাই অসুখী।।।Revenge of nature গায...
28/12/2024

মাঝেমধ্যে ভাবলেই অবাক লাগে , যে বা যারা আমার ভালো থাকাটাকে নষ্ট করতে চেয়েছে দিনশেষে তারাই অসুখী।।।
Revenge of nature

গায়েত্রী মজুমদার

26/12/2024

Dear 2025; No More Fake people please :)

একদিন আমাকে মনে পড়বে কিন্তু সাহস করে ফোন দিতে পারবে না। লজ্জায় নিজেকে সংবরণ করবে।আমাদের এত এত গল্প আর স্মৃতি জমেছে যে তু...
24/12/2024

একদিন আমাকে মনে পড়বে কিন্তু সাহস করে ফোন দিতে পারবে না। লজ্জায় নিজেকে সংবরণ করবে।

আমাদের এত এত গল্প আর স্মৃতি জমেছে যে তুমি অন্য কারো মাঝে আমার ছায়া দেখবে কিন্তু সেখানে আমাকে পাবে না। একটা আক্ষেপ জন্ম নিবে তোমার ভিতরে।

রাত গভীর হলে আমার ফেইসবুক ওয়াল ঘুরতে মন চাইবে। হয়তো সব বাঁধা ভেঙ্গে, মনের সাথে যুদ্ধ করে হলেও আমার প্রতিটি পোস্ট দেখবে। হাসবে। রাগ করবে। কিন্তু আমাকে সেই অনুভূতি বলতে পারবে না। এর চেয়ে আর বড় কি কষ্ট থাকতে পারে?

কোন এক ভোরে কিংবা গভীর রাতে ঘুম ভেঙ্গে ফোন চেক করে দেখবে আমার কোন টেক্সট আছে কি না। আমাকে না পেয়ে তোমার যেই দীর্ঘশ্বাস জন্মাবে তা তোমার প্রাপ্য ছিল। আমি তো কোন অন্যায় করি নি।

এখন যার সাথে আছ তাকে নিয়ে যতই সুখে থাক, যতই ভাল থাক আমি জানি আমাকে তোমার মনে পড়বেই। কারন আমি তোমাকে ঠকাই নি। তার সাথে কাটানো প্রতিটি সুখময় মুহুর্তে আমি থাকবো তোমার মস্তিষ্কের একটা কোনায়। এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে? আমাকে কষ্ট দেয়ার প্রতিটি পাপ তোমাকে ঘিরে ধরবে। একদিন তুমিও অসুখী হবে। একদিন তোমারও আমার জন্য কাঁদতে মন চাবে। কিন্তু চোখের পানি আর আসবে না।

এক শীতে সমুদ্র স্নান করতে যাবে। সাথে প্রিয় মানুষটা থাকবে। অথচ সেখানে আমার থাকার কথা ছিল। এক জোৎস্নার রাতে আকাশ দেখে তোমার চোখের কোনায় পানি জমবে। এত সুন্দর রুপালি জ্যোৎস্না আমাকে ছাড়া দেখবে আর কষ্ট তোমাকে জাপ্টে ধরবে না তা হবে না।

একদিন আমাকে দেখার জন্য আকুল হবে। রাস্তায় খুঁজবে। পাবে না। সেদিন আঘাত লাগবে। সেদিন বুঝবে কি অন্যায় করেছ। একদিন বুঝবে ভাল একটা সম্পর্ক শেষ করে কেউ ভাল থাকে না। একদিন বুঝবে কথা দিয়ে কথা না রাখা একটা অন্যায়। সেদিন চাইলেও আর নিজেকে ভাল রাখতে পারবে না।

একদিন আমিও সুখী হব। কিন্তু সেই আমি আর তোমার মাঝে সুখ খুঁজব না। তোমার দেয়া প্রতিটি অবহেলা একদিন আমার জীবনে অন্য কারো মাধ্যমে সুখ হয়ে ফেরত আসবে। কিন্তু আমি আর তোমাকে মনে করবো না।❤️🌼
...
Collected

Address

Rajshahi
Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when গায়েত্রী মজুমদার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share