Part of Life

Part of Life Don't raise your voice Improve your reasoning.
(7)

বড় ছবিশাসক রাজার একজন ঘনিষ্ঠ সহযোগী হামান সম্পর্কে একটি সত্য ঘটনা রয়েছে, যার মরদেখয় নামে একজন নশ্বর শত্রু ছিল। তিনি ত...
26/12/2023

বড় ছবি

শাসক রাজার একজন ঘনিষ্ঠ সহযোগী হামান সম্পর্কে একটি সত্য ঘটনা রয়েছে, যার মরদেখয় নামে একজন নশ্বর শত্রু ছিল। তিনি তাকে এতটাই ঘৃণা করতেন যে একদিন ভোরে তিনি তার শত্রুকে ফাঁসি দেওয়ার জন্য রাজার অনুমতি চাইতে রাজার প্রাসাদে যান। কিন্তু যখন তিনি সেখানে গেলেন, মর্দখয় সম্পর্কে কিছু বলার আগেই রাজা তাকে একটি প্রশ্ন করলেন। রাজা বললেন, "বাদশাহ যাকে সম্মান করতে চান তার কি করা উচিত? হামান কিছুক্ষণ অপেক্ষা করে ভাবল, আমাকে ছাড়া রাজা আর কাকে সম্মান করতে চান? তাই হামান তার নিজের বলে যা পছন্দ করতেন তার নাম রাখলেন। অপরিমেয় পুরষ্কার। তিনি পরামর্শ দিয়েছিলেন যে সম্মানিত ব্যক্তিকে রাজকীয় কর্মচারী দ্বারা ঘোড়ার পিঠে করে রাস্তায় প্যারেড করা হবে। লোকটি রাজার পোশাক পরবে এবং ঘোষণা করবে, "রাজা যাকে সম্মান করতে পছন্দ করেন তাকে তাই করা হবে।" যখনই হামান এটি দিয়েছিলেন। রাজাকে উপদেশ, অবিলম্বে

৯২

রাজা তাকে বললেন, "খুবই ভালো। এখন তুমি গিয়ে মর্দখয়ের কাছে যা বলেছ তাই করো। তাকে পথে নিয়ে যাও এবং ঘোষণা করো।" বেচারা হামান। তিনি রাগান্বিত এবং বিচলিত ছিলেন। তার শত্রুর সাথে এমন আচরণ করা কতটা অপমানজনক, কিন্তু রাজার আদেশ পালন করা ছাড়া তার কোন উপায় ছিল না।

হামানের সমস্যা ছিল সে সুবর্ণ নিয়ম অনুসরণ করেনি। গোল্ডেন রুল হল জীবনের একটি সংক্ষিপ্ত নিয়ম যা আমাদের সমস্ত সম্পর্ককে প্রভাবিত করে। প্রায়শই শিশুরা খুব অল্প বয়সে এটি শিখে। এটি সহজভাবে বলে, "অন্যদের প্রতিও তাই করুন যেমন আপনি তাদের আপনার প্রতি করতে চান।" স্পষ্টতই, হামান মর্দখয়ের সাথে যেভাবে আচরণ করতে চেয়েছিলেন সেরকম আচরণ করছিলেন না, কিন্তু তিনি তার মৃত্যুর পরিকল্পনা করেছিলেন। বরং, তিনি যে ব্যবহার পেতে চেয়েছিলেন তা প্রকাশ করেছেন; রাজার মতো পথে হাঁটতে তিনি খ্যাতি ও সম্মান পেতে চেয়েছিলেন। কিন্তু যখন এই সম্মান মর্দখয়ের বদলে গেল, তখন হামন তিক্ত হয়ে গেল। হামান একটি শিশু ছিল না, তার বয়স ছিল, কিন্তু সে অবশ্যই সুবর্ণ নিয়ম ভাল শিখেনি.

দৈনন্দিন জীবনে, আমরা সবসময় কথা বলি এবং অন্যদের সাথে যোগাযোগ করি। আমরা যাদের সাথে কাজ করি তাদের মধ্যে কিছু ভাল এবং আমরা তাদের পছন্দ করি; এবং অন্যদের সাথে কাজ করা খুব কঠিন। হয়তো আমাদের অভ্যাস আমাদেরকে তাদের সাথে মানিয়ে নিতে চাই। তবে নিশ্চিত থাকুন যে সুবর্ণ নিয়ম মেনে চলা বন্ধ হবে। এমনকি আপনি যদি কোনো তাৎক্ষণিক

22/12/2023

SSC batch 2024 এর ছেলে মেয়েরা!
আপ্নারা কোথায়?
আদেও কি আপ্নারা সুস্ত আছেন?😅

17/12/2023

আপনারা বেচে আছেন কেন!😾🔪

15/12/2023

আমার পক্ষ থেকে সকলকে ১৬ ডিসেম্বর এর শুভেচ্ছা

15/12/2023

নামাজ কায়েম করুন আল্লাহ মনের আশা পুরুন করে দিবে😌

14/12/2023
13/12/2023

Acchalamualaykum ❤
I hope
সালামের জবাব দিবেন।

10/12/2023

শীঘ্রই তোমার রব তোমাকে এতো দিবে..
যে তুমি খুশি হয়ে যাবে..

10/12/2023

ছেলেদের ছেকা দিসনা বোন বিড়ির দাম বেরেছে🙃

09/12/2023

⛄(>_

09/12/2023

ভাবিয়া করিও প্রেম''
করিয়া ভাবিও না
কিভাবে খাইবা বাঁশ,
টেরও পাইবা না 😎🤣😂

এটা বোঝার ক্ষমতা সবার নাই....!
07/12/2023

এটা বোঝার ক্ষমতা সবার নাই....!

04/12/2023

আপনার হাতে যেই ফোন টা আছে ওইটার দাম কত....?

03/12/2023

বউ ছারা আর একটা শীত! 😑
😒

একটি শিক্ষনীয় ঘটনা হতে পারে এমন যে সেই ঘটনায় কোন ব্যক্তি বা ব্যক্তিগণের দ্বারা অন্যান্য মানুষের উপকার হবে। একটি উদাহরণ দ...
01/12/2023

একটি শিক্ষনীয় ঘটনা হতে পারে এমন যে সেই ঘটনায় কোন ব্যক্তি বা ব্যক্তিগণের দ্বারা অন্যান্য মানুষের উপকার হবে। একটি উদাহরণ দিতে পারি এমন একটি ঘটনা যেখানে একজন দুর্যোগে জীবিত হওয়ার প্রস্তুতি করেছিলেন একজন শিশু।

সুপ্তির সময় দুপুরে, একটি পুরো গ্রামবাসী ঘুমোচ্ছে আছে। এই সময় একটি অত্যাধুনিক ফাটল সেবাবিমান যোদ্ধা জমিনে ক্র্যাশ করে বিপর্যস্ত হয়ে যায়। শিশুটি পাল্টানো ঘুম থেকে জাগ্রত হলে সে সেবাবিমানে যেতে নিয়েছিলেন ব্যক্তিদ্বয় একজনের কাছে যে সেই ঘটনাটি স্পষ্টভাবে উল্লেখ করে দিলেন। এটি উপকারী ছিল কারণ এই ঘটনায় জমিনে থাকা বাসিন্দা সমুদ্রে জমিয়ে পড়েছিলেন। শিশুটি ব্যাঙ্কে চলে গেলেন এবং পাঠানো অর্থের মাধ্যমে পরিবারকে চারিত্রিক সহায়তা দিতে পারলেন।

এই ঘটনার প্রামান্য প্রভাব হতে পারে যে আরো অন্যান্য মানুষরা এই ঘটনা থেকে শিখে পরবর্তীতে অত্যাধুনিক প্রবৃত্তির ফাটল সেবাবিমান দুর্যোগের সময় উপযুক্ত প্রস্তুতি নিয়ে থাকতে পারে। এভাবে সহায়তা ও মানবিক সহযোগিতা সম্পন্ন করলে আমরা উন্নতি করতে পারি এবং দুর্যোগের সময় মানুষের জীবন সংরক্ষণ করতে সক্ষম হতে পারি।

01/12/2023

যে হারে মেয়েরা ভদ্র ছেলে খুঁজতেছে ভয় লাগে কোন দিন না যেন আমি কিডন্যাপ হয়ে যাই।😟

01/12/2023

কিরে তোরা এরোকোম কেন😐

প্রেমে পড়ার আগে: আমি জীবনেও প্রেম করবো না,প্রেমে পড়ার পর: আমিও ওকে ছাড়া বাঁচবো না।ছ্যাকা খাওয়ার পর: Single life is best

01/12/2023

hey তোমার জন্মদিন কবে?🙂

“বলি ও দিনু ওঝা বাড়ি আছো নাকি? চোলাই খেয়ে উল্টে আছো? ও দিনু...”“ক্ক...কে?” নেশার ঘোরে জানতে চাইলো দিনু।“এই যে আমি নগাই...
29/11/2023

“বলি ও দিনু ওঝা বাড়ি আছো নাকি? চোলাই খেয়ে উল্টে আছো? ও দিনু...”

“ক্ক...কে?”

নেশার ঘোরে জানতে চাইলো দিনু।

“এই যে আমি নগাই; শিগগির চলো দিনু, ঘোষ পাড়ার হরি ঘোষের ছেলেটাকে ভুতে ধরেছে।”

“সেকি কথা!”

“হ্যাঁ গো, ভয়ংকর ব্যাপার। তুমি তাড়াতাড়ি এসো।”

নগাই এর ডাকে উঠতে গিয়েও উঠতে পারলো না দিনু ওঝা। চোলাইয়ের চালে পা দুটো টাল খেয়ে পড়ে গেলো সে। এদিকে নগাই অধৈর্য হয়ে আবার হাঁকল, “কিগো দিনু… আসছো?”

“ঘরে এসে আমাকে একটু টেনে তুলবে ভাই!” মিনমিন করে জড়ানো গলায় অনুরোধ করলো দিনু। নগাই এর বুঝতে বাকি রইলো না ব্যাপারটা কি। সে ঘরে ঢুকে দেখলো একরাশ চোলাই এর বোতলের মাঝে পড়ে দিনু ওঝা। নগাই মুখ থেকে একটা চুকচুকে শব্দ করে বললো, “এসব ছাই পাশ খেয়ে কি পাও দিনু। শুনেছি লোকের নাকি দুঃখু হলে এসব খায়, তা তোমার তো দুঃখের কোনো কারণ নাই তাহলে তুমি কেন খাও?”

নগাই এর চোখের দিকে একবার জুলজুল করে তাকালো দিনু। তারপর বিড়বিড় করে বলল, “ওরম মনে হয়।”

রাত্রিবেলায়…

“ওমা গিন্নি আজ এত কিছু রান্না করেছো! এতটা করে কচি পাঁঠার ঝোল, রুই মাছের ভাজা, শাক পোস্ত, বেগুন ভাজা, এত ভাত… এতো পাঁচজনের খাবার গো! উফফ একা কি করে খাবো এতকিছু?”

“খাবেনি মানে? তোমাকে খেতেই হবে, আমি বলে এত কষ্ট করে বানালুম সব।”

“কিন্তু গিন্নি এত ভাত তরকারি খেলে যে আমি অক্কা পাবো!”

“আ মোলো যা, বলি তুমি না খেলে আমার যে পাপ লাগবে গো। আজ দুক্কুরবেলায় কত মৌজ করে হরি ঘোষের ব্যাটাটার ঘিলুটা খেলুম, আহ! এখনো জিভে স্বাদ লেগে আছে। যাইহোক, বলি নিজে পেট পুরে খেয়ে আমার সোয়ামীকে অভুক্ত রাখলে আমার পাপ হবেনি বুঝি?”

“ওহ গিন্নি তুমি আমাকে এত্তো ভালোবাসো! আই লব ইউ।”

“হয়েছে হয়েছে আর ঢঙ করতে হবেনি, তাড়াতাড়ি শেষ করো খাবারটা।”

“কিন্তু গিন্নি…”

“খাও বলছি, না খেলে কোথাও উঠতে পাবেনি কো। আর বলেছি পরেরবার থেকে ওরকম বেদম ঝাঁটা মারার আগে খেয়াল রাকবে কাকে মারছ বুঝলে?”

“আচ্ছা গিন্নি।”

আজকের এই ভুরিভোজ তবে ভালোবাসার প্রকাশ নাকি ঝাঁটা মারার বদলা! একটা দীর্ঘশ্বাস ফেলে চোলাইয়ের একটা বোতল টেনে নিলো দিনু ওঝা, কি কুক্ষনেই যে ভুত তাড়াতে গিয়ে এই রাঁধুনি পেত্নীর প্রেমে পড়েছিল কে জানে!

শেষ।

29/11/2023

বিয়ে করলে সকালে গোসল করতে হয় কেন🤔

28/11/2023

“অনেক সময় মানুষ মন ভরে যাওয়ার পর নানান অজুহাত দিয়ে সম্পর্ক ছিন্ন করে।”

28/11/2023

ভালোবাসা যেমন বয়স মানে না, তেমন ক্রাশও আন্টি-আপু মানে না।😅

28/11/2023

ছোটবেলায় ভাবতাম বড় হইয়া ক্যাটরিনা রে বিয়া করমু কিন্তু বড় হইয়া কপালে জুটলো জড়িনা।😐

28/11/2023

বড় বনের আদোর পেয়েছেন কখনো😌

28/11/2023

Acchalamualaykum
দয়া করে সালামের জবাব দিন এক্তু মানসিক প্রশান্তি দরকার😔

28/11/2023

বেদি মানুষ😅😅

মন খারাপের সময়গুলো খুবই দীর্ঘ মনে হয়।😒
27/11/2023

মন খারাপের সময়গুলো খুবই দীর্ঘ মনে হয়।😒

26/11/2023

- তুমি মুটু না পাতলু...!🐸

26/11/2023

Wow wow😁😂

🙂😁
26/11/2023

🙂😁

26/11/2023

A+ লাগবে না মাবুদ,মানইজ্জত নিয়া পাশ করতে পারলেই কোটি কোটি শুকরিয়া🤲

25/11/2023

আগামীকাল প্রতিটা HSC পরীক্ষার্থীদের দোয়া কবুল হোক!
সবার মুখে হাসি ফুটুক! ❤

25/11/2023

২০২৩ সাল তো শেষ কে কি হারাইলেন 😓

এই রকম একটা জায়গায় থাকতে পারলে কেমন হতো...?
24/11/2023

এই রকম একটা জায়গায় থাকতে পারলে কেমন হতো...?

Address

Rajshahi Division
Rajshahi
6000

Telephone

+8801758431439

Website

Alerts

Be the first to know and let us send you an email when Part of Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category



You may also like