RU Radio - Campus on AIR

RU Radio - Campus on AIR ক্যাম্পাসে আনাগোনা, চারপাশে হৈচৈ! RU Radio ?

আমি নিরুপায় এক সাধারণ শিক্ষার্থী বলছি..আমি মোঃ রাকিবুল ইসলাম ( হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা ) বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্...
17/01/2024

আমি নিরুপায় এক সাধারণ শিক্ষার্থী বলছি..

আমি মোঃ রাকিবুল ইসলাম ( হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা ) বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আর্থিক সমস্যার জন্য বিশ্ববিদ্যালয়ে নিয়মিত পড়াশোনা চালিয়ে যাওয়া নিয়ে খুবই শঙ্কায় আছি। অর্থসংকটে আমি বিভাগে এক বছর পিছিয়ে গেছি। মেসে থেকে পড়াশোনা চালাতে না পেরে হলে সিটের জন্য প্রাধ্যক্ষকে প্রায় ৬ মাস ধরে বলে আসছি। অবশেষে আমি গত ১০/০১/২৪ ইং তারিখে আমাকে শহীদ হবিবুর রহমান হলের ১৩০ নং রুমে বরাদ্দ পাই। আমি ০৯/০১/২৪ ইং তারিখ হতে উক্ত রুমে অবস্থান করি। গতকাল রাতে ৮.৩০ মিনিটে আমি খাবার খাওয়ার জন্য বাহিরে যাই। রুমে ফেরার পর আমি দেখি ছাত্রলীগ নেতা সোহান, ২০২০-২১ শিক্ষাবর্ষ রুম নং ২০৮ আমার প্রয়োজনীয় সব জিনিস বেড থেকে ফেলে দেয় এবং তাদের পছন্দ মত একজন শিক্ষার্থীকে ১৩০ রুমের আমার বেডে তুলে দেয়। আমি যখন রুমে ফিরি, রাত ১১.৪০ মিনিট তখন আমাকে জোর পূর্বক এই রাতে অন্য কোথাও আশ্রয় নিতে বলে। তখন নিরুপায় হয়ে প্রাধ্যক্ষকে ফোন দিলেও তিনি ধরেন নি।

বিষয়টি আজ সকালে প্রাধ্যক্ষকে জানালে তিনি বলেন, আমার দায়িত্ব সিটে তুলে দেয়া, সিটে থাকতে পারবে কিনা সেই দায়ভার আমার না। এখন তোমার কোন বড় ভাইয়ের সাপোর্ট নিয়ে সিটে থাকো। সিট দেয়ার দায়িত্ব আমার, সিট রক্ষার দায়িত্ব তোমার।

পরে আমি আমার নিজস্ব সিটে নিরাপদে থাকতে চেয়ে একটি অভিযোগপত্র লিখি এবং প্রাধ্যক্ষকে দেয়। তিনি দেখবেন বলে জানান৷ কিন্তু আমার সিট এখনো দখল। আমার বেড মেঝেতে, এই শীতে আমি কি করব বুঝতেছিনা। ছাত্রলীগ আমাকে সিট ছাড়তে চাপ দিচ্ছে। সার্বিক বিষয় নিয়ে আমি খুবই ভীতসন্ত্রস্ত।

আমি আমার বৈধ সিটে নিরাপদে থেকে পড়াশোনা চালিয়ে যেতে চাই...

🏅 ৬ দিনের ফ্রি অনলাইন ওয়ার্কশপ অন " Basics of Product Management" এই ৬ দিনে ২ টা লাইভ ক্লাসে আমরা শিখবো: 🟢  Introduction...
04/01/2024

🏅 ৬ দিনের ফ্রি অনলাইন ওয়ার্কশপ অন " Basics of Product Management"

এই ৬ দিনে ২ টা লাইভ ক্লাসে আমরা শিখবো:

🟢 Introduction to Product Management

🟢 কীভাবে Market Research কন্ডাক্ট করতে হয় এবং Product কীভাবে Develop করবেন

🟢 ছোট একটি প্র্যাক্টিস project

ক্লাস শেষে আপনাদের একটা অনলাইন পরীক্ষা হবে এবং এর মাধ্যমে সবাইকে পার্টিসিপেশন সার্টিফিকেট প্রদান করা হবে!

🟣 প্রোগ্রামটি শুরু হবে ৯ জানুয়ারি থেকে!

🕘 ক্লাস সময়: রাত ৯ টা
🌐 ক্লাসটি হবে Ostad ক্লাসরুমে।

👉 রেজিষ্ট্রেশন করার জন্য এই ফর্মটি ফিলাপ করুন: http://ostad.live/RnV

আপনাদেরকে SMS পাঠিয়ে ক্লাসের লিঙ্ক এবং লাইফটাইম কন্টেন্ট এক্সেস পাঠিয়ে দেয়া হবে!

30/12/2023

Hellooooo people!
We are back with a GOODBYE SHOW to say goodbye to 2023 and have an ADDA with the radio guys! So stay tuned and enjoy the show at 8.30 PM on 31st December 2023. Enjoy!

🤝 ২০২৪ সালে আপনি যদি নতুন একটি স্কিল শিখে অন্যদের থেকে ক্যারিয়ার গড়তে এগিয়ে থাকতে চান তাহলে Ostad এর প্রোডাক্ট ম্যানে...
22/12/2023

🤝 ২০২৪ সালে আপনি যদি নতুন একটি স্কিল শিখে অন্যদের থেকে ক্যারিয়ার গড়তে এগিয়ে থাকতে চান তাহলে Ostad এর প্রোডাক্ট ম্যানেজমেন্ট নিয়ে ওয়েবিনারটিতে জয়েন করতে পারেন যেখানে থাকবেন আপনাদের সবার পছন্দের ইন্ডাস্ট্রি এক্সপার্ট সিয়াম শাহিদ নুর ভাইয়া।

🏅 ২৪ ডিসেম্বর, রাত ৯ টায়
🌐 Ostad ক্লাসরুমেই হবে ওয়েবিনারটি

N.B: যারা রেজিষ্ট্রেশন করবেন তাদের প্রত্যেকের ওস্তাদ ড্যাশবোর্ডেই ক্লাসটির রেকর্ডিং থাকবে। পরবর্তীতে দেখে নিতে পারবেন আমাদের ওয়েব অথবা অ্যাপ থেকে!

👇🏻নিচের ফর্মটি পূরন করে রেজিস্ট্রেশন করুন :

https://forms.gle/NAM4HDc9ow5hT3379

𝐅𝐫𝐞𝐞 𝐜𝐥𝐚𝐬𝐬  𝐅𝐫𝐞𝐞 𝐜𝐥𝐚𝐬𝐬  𝐅𝐫𝐞𝐞 𝐜𝐥𝐚𝐬𝐬খুব সহজ মনে হলেও অনেকের কাছেই এই বেসিক কম্পিউটার অনেক কঠিন বিষয়। কিন্তু বর্তমান সময়ে চ...
17/12/2023

𝐅𝐫𝐞𝐞 𝐜𝐥𝐚𝐬𝐬 𝐅𝐫𝐞𝐞 𝐜𝐥𝐚𝐬𝐬 𝐅𝐫𝐞𝐞 𝐜𝐥𝐚𝐬𝐬

খুব সহজ মনে হলেও অনেকের কাছেই এই বেসিক কম্পিউটার অনেক কঠিন বিষয়। কিন্তু বর্তমান সময়ে চাকুরি কিংবা পড়াশোনা, সব ক্ষেত্রেই এই বিষয়ে পর্যাপ্ত জ্ঞান রাখা আবশ্যক।

এই কোর্সের প্রথম ফ্রী ক্লাস আগামী বৃহস্পতিবার, ২১এ ডিসেম্বর, ২০২৩। জয়েন করতে নিচের ফর্ম পুরন করে নিজের ফেইসবুক আইডি লিংক দিয়ে রেজিস্ট্রেশন করুন।

https://forms.gle/WbNTQb8EiX4nf5yz5

𝕃𝕖𝕒𝕣𝕟 𝔹𝕒𝕤𝕚𝕔 ℂ𝕠𝕞𝕡𝕦𝕥𝕖𝕣 𝕨𝕚𝕥𝕙 𝔸𝕤𝕙𝕗𝕒𝕢 𝔸𝕕𝕚RU Radio - Campus on AIR এর প্রতিষ্ঠাতা আশফাক আদি, পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিস...
08/12/2023

𝕃𝕖𝕒𝕣𝕟 𝔹𝕒𝕤𝕚𝕔 ℂ𝕠𝕞𝕡𝕦𝕥𝕖𝕣 𝕨𝕚𝕥𝕙 𝔸𝕤𝕙𝕗𝕒𝕢 𝔸𝕕𝕚

RU Radio - Campus on AIR এর প্রতিষ্ঠাতা আশফাক আদি, পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগে পড়াশোনা করছেন, বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন গোল্ড বাংলাদেশের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। রেডিও পদ্মা ৯৯.২ এফ এম এর সহপ্রতিষ্ঠান Padmanews24.com এ কাজ করছেন কন্টেন্ট ডেভেলপমেন্ট ও নিউজ প্রেজেন্টার হিসেবে। সেই সাথে প্রফেশনাল ও সফট স্কিল ডেভেলপমেন্ট নিয়ে ভালো পরিসরে কাজ করছেন।

খুব সহজ মনে হলেও অনেকের কাছেই এই বেসিক কম্পিউটার অনেক কঠিন বিষয়। কিন্তু বর্তমান সময়ে চাকুরি কিংবা পড়াশোনা, সব ক্ষেত্রেই এই বিষয়ে পর্যাপ্ত জ্ঞান রাখা আবশ্যক। খুব সহজে এই বিষয়টা শিখতে চাইলে যেকোনো মাধ্যমে যোগাযোগ করুন তাঁর সাথে।

[MD Ashfaqur Rahman - Contact (google.com)](https://sites.google.com/view/graphicsz0ne/contact)

এছাড়াও ০১৮৭৯৫৩৩৬৭৪ এই নাম্বারে কল কিংবা হোয়াটস্যাপ করেও এই কোর্সে জয়েন হতে পারেন। মাত্র ৫০০ টাকায় যা যা শিখতে পারবেন,
𝙤 𝙈𝙎 𝙒𝙤𝙧𝙙
𝙤 𝙈𝙎 𝙋𝙤𝙬𝙚𝙧𝙥𝙤𝙞𝙣𝙩
𝙤 𝙈𝙎 𝙀𝙭𝙘𝙚𝙡
𝙤 𝙊𝙎 𝙎𝙚𝙩𝙩𝙞𝙣𝙜
𝙤 𝘽𝙖𝙨𝙞𝙘 𝘿𝙚𝙨𝙞𝙜𝙣
𝙤 𝙎𝙤𝙛𝙩𝙬𝙖𝙧𝙚 𝙄𝙣𝙨𝙩𝙖𝙡𝙡 𝙖𝙣𝙙 𝙊𝙥𝙚𝙧𝙖𝙩𝙞𝙤𝙣
𝙤 𝙄𝙣𝙩𝙚𝙧𝙣𝙚𝙩 𝘽𝙧𝙤𝙬𝙨𝙞𝙣𝙜
𝙤 𝙄𝙣𝙩𝙚𝙧𝙣𝙚𝙩 𝙎𝙖𝙛𝙚𝙩𝙮 & 𝙎𝙚𝙘𝙪𝙧𝙞𝙩𝙮
𝙤 𝙐𝙨𝙞𝙣𝙜 𝘼𝙄

১০ টি ক্লাসে অনলাইন কিংবা অফলাইন উভয় মাধ্যমেই জয়েন করতে পারবেন। খুব কম সংখ্যক মানুষ সুযোগ পাবেন। তাই দ্রুত যোগাযোগ করুন।
জয়েন করতে ফর্ম ফিলাপ করে ফেলুন দ্রুত। https://forms.gle/yJa6gkGR1NJLgXMR7

Thanks to every participant of the session CORPORATE 101: Navigating the path to the corporate world for students.
23/06/2023

Thanks to every participant of the session CORPORATE 101: Navigating the path to the corporate world for students.

20/06/2023

এমন প্রশ্ন কি আপনাদের মাথাতেও ঘুরে?
ইভেন্ট লিংকঃ https://fb.me/e/2SCBSn0UB

12/03/2023

এখনো উত্তপ্ত ক্যাম্পাস, রেললাইনে আগুন

12/03/2023

এখনো চলছে বিক্ষোভ

12/03/2023

এখনো ক্যাম্পাস উত্তপ্ত

11/03/2023

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সর্বশেষ অবস্থা

আগামী ৭ই ফেব্রুয়ারী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে The Europea...
31/01/2023

আগামী ৭ই ফেব্রুয়ারী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে The European Union এবং FNF Foundation এর অর্থায়নে Dnet এর আয়োজনে Voice of Freedom নামে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। অংশগ্রহণ করতে ইচ্ছুক সবাইকে ৩ জনের টিম করে রেজিষ্ট্রেশন করতে হবে। প্রথম পুরস্কার হিসেবে বিজয়ীদের ৩ টি স্যামসাং ট্যাব এবং রানারআপদের জন্য আকর্ষণীয় পুরস্কার রয়েছে। এছাড়াও অংশগ্রহণকারী সবাইকে সার্টিফিকেট ও গিফট প্রদান করা হবে। এছাড়াও অডিয়েন্সদের জন্য গেইমস, কুইজ ও টি-শার্ট এর ব্যবস্থা রয়েছে। টুকিটাকির বুথে বিতর্ক ও পার্টিসিপ্যান্টদের রেজিস্ট্রেশন করতে চলে আসুন সবাইকে নিয়ে।

22/01/2023

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২ ছিনতাইকারী আটক, বাইক পুড়ালো বিক্ষুব্ধ শিক্ষার্থীরা

21/01/2023

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ধরা পরলো সাইকেল চুর

07/12/2022

চলছে শৈতোৎসব পিঠাপুলির প্রস্তুতি। সবাইকে আমন্ত্রণ ৯ডিসেম্বর বিকেল ৪ টায় শহীদুল্লাহ্ কলা ভবনের সামনে ক্যাম্পাস বাউলিয়ানা চত্বরে।
ইভেন্ট লিংকঃ https://fb.me/e/2dXgLCWkC?mibextid=N4tvPT

দেখা যাক রাজশাহী বিশ্ববিদ্যালয় কার ঘাটি😉
19/11/2022

দেখা যাক রাজশাহী বিশ্ববিদ্যালয় কার ঘাটি😉

"আমরাও যাব- আমরাও যাব। বাজে। বুকের মধ্যে। এই সব পরিত্যাগ করে, এই সবের মধ্যে মরে গিয়ে আবার বেঁচে ওঠা। নতুন আলোয় চোখ রেখে।...
15/11/2022

"আমরাও যাব- আমরাও যাব। বাজে। বুকের মধ্যে। এই সব পরিত্যাগ করে, এই সবের মধ্যে মরে গিয়ে আবার বেঁচে ওঠা। নতুন আলোয় চোখ রেখে।" -হাসান আজিজুল হক (১৯৩৯-২০২১)

07/11/2022

আগামীকাল ৮ই নভেম্বর মঙ্গলবার, গোল্ড বাংলাদেশ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক সেশন অনুষ্ঠিত হবে।

নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত রাবি ক্যাম্পাস তাই আগামীকাল "বিতর্কের ওয়ার্কশপ" আয়োজন করতে যাচ্ছে গোল্ড বাংলাদেশ।

স্থানঃ মমতাজউদ্দিন কলা ভবন
৪০৯ নাম্বার রুম
সময়ঃ বিকেল ৪টা

ফাতেমা লতা
সাংগঠনিক সম্পাদক
গোল্ড বাংলাদেশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়

28/10/2022

ভাবের দেশে থাকো কন্যা গো | Vaber Deshe Thako Konna | Bari Siddiki | Covered By Campus Bauliana 🌼 | A joint Venture production of ক্যাম্পাস বাউলিয়ানা and RU Radio - Campus on AIR . Videography and Editing 𝐅𝐨𝐭𝐨𝐠𝐫𝐚𝐩𝐡𝐢𝐚



#ভাবের_দেশে_থাকো_কন্যা

কোন একসময় চিঠি ছিল যোগাযোগের অন্যতম মাধ্যম।  এই চিঠির মাধ্যমেই প্রকাশ পেতো মানুষের সবধরনের আবেগ।  এর মাধ্যমেই যোগাযোগ হত...
25/10/2022

কোন একসময় চিঠি ছিল যোগাযোগের অন্যতম মাধ্যম। এই চিঠির মাধ্যমেই প্রকাশ পেতো মানুষের সবধরনের আবেগ। এর মাধ্যমেই যোগাযোগ হতো দূরে থাকা আত্মীয়দের, প্রেমিক-প্রেমিকার আবার কখনো এক যোদ্ধার সাথে আরেক যোদ্ধার। একটা চিঠি তখন সেতুর ভূমিকা পালন করতো।
এই গ্লোবালাইজেশনের যুগে চিঠি এখন হারিয়ে গেছে। সেই পুরানো দিনের আবেগ কেমন ছিল তা একটু অনুভব করার জন্য আমাদের এই আয়োজন।
চিঠি উৎসব।
যান্ত্রিক বিষয়গুলো একটু সরিয়ে রেখে চলুন পুরাতনদের আবেগ অনুভব করে নিজের আবেগগুলো চিঠিতে প্রকাশ করি।

22/10/2022

রাজশাহী মেডিকেলে কর্তব্যরত চিকিৎসকদের দায়িত্বে অবহেলা এবং রাবি শিক্ষার্থীদের উপর হামলার বিষয়ে আগামীকাল মানববন্ধন কর্মসূচি আহ্বান করা হয়েছে। সবাইকে থাকার জন্য আহ্বান জানাচ্ছি।

সময়- সকাল ১১ টা
তারিখ- ২৩ অক্টোবর ২০২২
স্থান- রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মেইন গেট

আয়োজনে- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।

#মানববন্ধন

19/10/2022

ফেইসবুকে খুব আন্দোলন হচ্ছে। তাই স্পটে মানুষ নাই!! ১০০ ভাগের ২ ভাগ শিক্ষার্থী উপস্তিত থাকলেও রামেকের সামনে দাঁড়ানোর জায়গা থাকতো না!
-আশফাক আদি

19/10/2022

ছাদ থেকে পড়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু, হাসপাতালের অব্যবস্থাপনার বিরুদ্ধে রামেকে শিক্ষার্থীদের বিক্ষোভ।

03/10/2022

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভুতের বাড়ি!

কিছু বুঝলেন?সব ভয় আর হিংসে!!
30/09/2022

কিছু বুঝলেন?
সব ভয় আর হিংসে!!

29/08/2022

বলছি...শুনতে হবে তো!

আজ রাত ৯ঃ৩০ মিনিটে আমি আরজে অনন্যা সাথে বিশেষ কিছু অতিথি নিয়ে একটা বিরাট খবর দিতে আসছি...থাকতে হবে কিন্তু!
29/08/2022

আজ রাত ৯ঃ৩০ মিনিটে আমি আরজে অনন্যা সাথে বিশেষ কিছু অতিথি নিয়ে একটা বিরাট খবর দিতে আসছি...

থাকতে হবে কিন্তু!

24/08/2022

কালকে থেকে বিশ্ববিদ্যালয়ের সকল অস্থায়ী দোকান বন্ধ।

Address

Rajshahi
6205

Website

Alerts

Be the first to know and let us send you an email when RU Radio - Campus on AIR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other Radio Stations in Rajshahi

Show All

You may also like