09/10/2024
#দেবী_দুর্গার_পরিচয়
#শিষ্যঃ দুর্গাদেবী কে? তাঁর সাথে ভগবানের সম্পর্ক কী?
#স্বামীজিঃ দেবী দুর্গার প্রণাম মন্ত্রে বলা হয়েছে—
যা দেবী সর্বভূতেষু বিষ্ণুমায়েতি সংস্থিতা।
নমস্তসৈ নমস্তসৈ নমস্তসৈ নমো নমঃ॥
অর্থাৎ "যে দেবী সর্বভূতে ( সর্বজীবে ) বিষ্ণু মায়ারূপে বিরাজ করেন, তাঁকে বারংবার নমস্কার।"
সুতরাং, দেবী দুর্গা হলেন পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণু বা শ্রীকৃষ্ণের মায়া শক্তির প্রকাশ। আমরা শ্রীকৃষ্ণকে ভুলে গেছি বিধায় শ্রীকৃষ্ণেরই ইচ্ছায় তিনি আমাদের সংশোধনের জন্য এ জড় জগৎরূপ দুর্গ বা কারাগারে আবদ্ধ করে রেখেছেন।
মহামায়ারূপে দুর্গাদেবী এ জগৎরূপ কারাগারে আমাদের আধ্যাত্মিক, আধিভৌতিক ও আধিদৈবিক—এ তিন প্রকার ক্লেশ প্রদান করছেন, যার প্রতীকরূপে তাঁর হাতে ত্রিশূল দেখা যায়। এভাবে তিনি আমাদের দুঃখ প্রদান করছেন।
#আধ্যাত্মিক_ক্লেশঃ
জড়দেহ ও মন থেকে উৎপন্ন দুঃখ, যেমন-ক্ষুধা-তৃষ্ণা, শোক-ভয়, বিভিন্ন ধরনের রোগ-ব্যাধি, মানসিক যন্ত্রণা-উদ্বেগ ইত্যাদি।
#আধিভৌতিক_ক্লেশঃ
অন্য কোনো জীবের কাছ থেকে প্রাপ্ত দুঃখ; যেমন—
বিভিন্ন রোগ-জীবাণু, মশা-মাছি-ছাড়পোকা, হিংস্র জন্তু-জানোয়ার ইত্যাদির কাছ থেকে দুঃখ। চুরি-ডাকাতি, ছিনতাই, হ্যাকিং, যুদ্ধ-বিবাদ, শত্রুতা, ষড়যন্ত্র, হানাহানি, জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ, হত্যাকাণ্ড, ধর্ষণ, যৌন হয়রানি, এসিড নিক্ষেপ ইত্যাদি।
#আধিদৈবিক_ক্লেশঃ
বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষ যে ক্লেশ পেয়ে থাকে; যেমন— ঝড়-তুফান, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, টর্নেডো, খড়া-বন্যা, ভূমিকম্প, অগ্ন্যুৎপাত, অত্যধিক গরম, অত্যধিক ঠাণ্ডা ইত্যাদি।
#শিষ্যঃ তবে কি দেবী দুর্গা আমাদের কেবল দুঃখ
প্রদান করেন? যদি তাই হয়, তাহলে কেন আমরা
তাঁর পূজা করি?
#স্বামীজিঃ না, দেবী দুর্গা আমাদের দুঃখ এবং সুখ উভয় প্রদান করেন। জেলার যেমন কয়েদীকে দুঃখ দানের মাধ্যমে সংশোধন করেন এবং কারাগার থেকে মুক্ত হওয়ার পথ প্রশস্ত করেন, তেমনি বদ্ধজীবদের দুঃখ দানের মাধ্যমে দুর্গাদেবী জীবকে পাপের ফল ভোগ করান এবং প্রতিনিয়ত দুঃখ পাওয়ার ফলে জীব এ জগৎ যে দুঃখালয় ও অশাশ্বত তা অনুভব করে।
বদ্ধজীবের প্রতি দেবী দুর্গার দুই প্রকার কৃপা—
১) ৃপাঃ এই কৃপা দ্বারা দেবী মায়ামুগ্ধ জীবদের ধন, জন, রূপ, যশ ইত্যাদি জড় বিষয়
প্রদান করে মায়া দ্বারা মোহিত করে রাখেন।
২) ৃপাঃ এই কৃপা দ্বারা তিনি জীবকে কৃষ্ণভক্তি প্রদান করেন।
এভাবে, দেবী দুর্গা মহামায়া