বৈকুন্ঠের শিশু

বৈকুন্ঠের শিশু Hare Krsna, We are Baikhunth Child,Welcome to our network. All the glories of Srila Probhupada 🙏🙏

হরে কৃষ্ণ, সুধী ভক্ত বৃন্দ আগামীকাল ১৫/ ১১/ ২৪ শুক্রবার সকাল ৮ ঘটিকায় গঙ্গা  স্নান ও তর্পণক্রিয়া অনুষ্ঠিত হবে।স্থান : মু...
14/11/2024

হরে কৃষ্ণ, সুধী ভক্ত বৃন্দ আগামীকাল
১৫/ ১১/ ২৪ শুক্রবার সকাল ৮ ঘটিকায় গঙ্গা স্নান ও তর্পণক্রিয়া অনুষ্ঠিত হবে।
স্থান : মুন্নুজান স্কুলের পাশে বড় কুটির ঘাট হয়ে পদ্মায়।
আয়োজনে রাজশাহী ইসকন

সম্প্রতি চট্টগ্রামে ঘটে যাওয়া সহিংস ঘটনার প্রেক্ষিতে ইসকন বাংলাদেশের বিবৃতি ।।
06/11/2024

সম্প্রতি চট্টগ্রামে ঘটে যাওয়া সহিংস ঘটনার প্রেক্ষিতে ইসকন বাংলাদেশের বিবৃতি ।।

আগামীকাল ৫ই নভেম্বর ২০২৪ (মঙ্গলবার) আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) এর প্রতিষ্ঠাতা - আচার্য কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্র...
04/11/2024

আগামীকাল ৫ই নভেম্বর ২০২৪ (মঙ্গলবার) আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) এর প্রতিষ্ঠাতা - আচার্য কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের তিরোভাব তিথি মহোৎসব এবং অর্ধ দিবস উপবাস!!

02/11/2024

# Utsab

শ্রীশ্রী গুরু- গৌরাঙ্গৌ জয়তহরেকৃষ্ণ,আগামীকাল৩১অক্টোবর ,২০২৪খ্রিস্টাব্দ।১৪ কার্তিক,১৪৩১বঙ্গাব্দ।১৪দামোদর ,৫৩৮গৌরাব্দ।বৃহস...
30/10/2024

শ্রীশ্রী গুরু- গৌরাঙ্গৌ জয়ত
হরেকৃষ্ণ,
আগামীকাল

৩১অক্টোবর ,২০২৪খ্রিস্টাব্দ।
১৪ কার্তিক,১৪৩১বঙ্গাব্দ।
১৪দামোদর ,৫৩৮গৌরাব্দ।
বৃহস্পতিবার।

পরমা বৈষ্ণবী জগৎজননী শ্যামা মায়ের পূজা।

প্রেমভক্তির মহাজন শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের তিরোভাব তিথি মহোৎসব এবং খেতুরী মহোৎসব ২০২৪আপনি সবান্ধবে আমন্ত্রিত ❣️ ...
17/10/2024

প্রেমভক্তির মহাজন শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের তিরোভাব তিথি মহোৎসব এবং খেতুরী মহোৎসব ২০২৪
আপনি সবান্ধবে আমন্ত্রিত ❣️
নিজে নিমন্ত্রণ গ্রহণ করুন এবং শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিন খেতুরী মহোৎসব🪔

শ্রীমান মহাপ্রভু
16/10/2024

শ্রীমান মহাপ্রভু

15/10/2024

নমামীশ্বরং সচ্চিদানন্দরূপং
লসত-কুণ্ডলং গোকুলে ভ্রাজমানম্।
যশোদভিয়োলূখলাব্ধাবমানং
পরামৃষ্টমত্যং ততো দ্রুত্য গোপ্যা ।।১।।

রুদন্তং মুহুর্নেত্রযুগ্মং মৃজন্তং
করাম্ভোজযুগ্মেন সাতঙ্কনেত্রম্।
মুহুশ্বাসকম্প-ত্রিরেখাঙ্ককণ্ঠ
স্থিত-গৈব-দামোদরং ভক্তিবদ্ধম্ ।।২।।

ইতীদৃকস্বলীলাভিরানন্দকুণ্ডে
স্বঘোষং নিমজ্জন্তমাখ্যাপয়ন্তম্।
তদীয়েশতজ্ঞেষু ভক্তৈজিংতত্ত্বং
পুনঃ প্রেমতস্তং শতাবৃত্তি বন্দে ।।৩।।

বরং দেব ! মোক্ষং ন মোক্ষাবধিং বা
ন চান্যং বৃণেহহং বরেশাদপীহ।
ইদন্তে বপুর্নাথ ! গোপালবালং
সদা মে মনস্যাবিরাস্তাং কিমন্যৈঃ ।।৪।।

ইদন্তে মুখাম্ভোজমব্যক্তনীলৈ
র্বৃতং কুন্তলৈ স্নিগ্ধ-রক্তৈশ্চ গোপ্যা।
মুহুশ্চুম্বিতং বিম্ব-রক্তাধরং মে
মনস্যাবিরাস্তামলং লক্ষলাভৈঃ ।।৫।।

নমো দেব দামোদরানন্তবিষ্ণো
প্রসীদ প্রভো দুঃখজালাব্ধিমগ্নম্।
কৃপাদৃষ্টি-বৃষ্ট্যাতিদীনং বাতানু
গৃহানেশ মামজ্ঞমেধ্যক্ষি দৃশ্যঃ ।।৬।।

কুবেরাত্মজৌ বদ্ধমূর্ত্যৈব যদ্বত
ত্বয়া মোচিতৌ ভক্তিভাজৌ কৃতৌ চ।
তথা প্রেমভক্তিং স্বকাং মে প্রযচ্ছ
ন মোক্ষে গ্রহোমেহস্তি দামোদরেহ ।।৭।।

নমস্তেহস্তু-দাম্নে স্ফুরদ্দীপ্তি-ধাম্নে
ত্বদীয়োদরায়াথ বিশ্বস্য ধাম্নে।
নমো রাধিকায়ৈ ত্বদীয়-প্রিয়ায়ৈ
নমোহনন্তলীলায় দেবায় তুভ্যম্ ।।৮।।

 #দেবী_দুর্গার_পরিচয়  #শিষ্যঃ দুর্গাদেবী কে? তাঁর সাথে ভগবানের সম্পর্ক কী?  #স্বামীজিঃ দেবী দুর্গার প্রণাম মন্ত্রে বলা হ...
09/10/2024

#দেবী_দুর্গার_পরিচয়

#শিষ্যঃ দুর্গাদেবী কে? তাঁর সাথে ভগবানের সম্পর্ক কী?

#স্বামীজিঃ দেবী দুর্গার প্রণাম মন্ত্রে বলা হয়েছে—
যা দেবী সর্বভূতেষু বিষ্ণুমায়েতি সংস্থিতা।
নমস্তসৈ নমস্তসৈ নমস্তসৈ নমো নমঃ॥
অর্থাৎ "যে দেবী সর্বভূতে ( সর্বজীবে ) বিষ্ণু মায়ারূপে বিরাজ করেন, তাঁকে বারংবার নমস্কার।"
সুতরাং, দেবী দুর্গা হলেন পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণু বা শ্রীকৃষ্ণের মায়া শক্তির প্রকাশ। আমরা শ্রীকৃষ্ণকে ভুলে গেছি বিধায় শ্রীকৃষ্ণেরই ইচ্ছায় তিনি আমাদের সংশোধনের জন্য এ জড় জগৎরূপ দুর্গ বা কারাগারে আবদ্ধ করে রেখেছেন।

মহামায়ারূপে দুর্গাদেবী এ জগৎরূপ কারাগারে আমাদের আধ্যাত্মিক, আধিভৌতিক ও আধিদৈবিক—এ তিন প্রকার ক্লেশ প্রদান করছেন, যার প্রতীকরূপে তাঁর হাতে ত্রিশূল দেখা যায়। এভাবে তিনি আমাদের দুঃখ প্রদান করছেন।

#আধ্যাত্মিক_ক্লেশঃ
জড়দেহ ও মন থেকে উৎপন্ন দুঃখ, যেমন-ক্ষুধা-তৃষ্ণা, শোক-ভয়, বিভিন্ন ধরনের রোগ-ব্যাধি, মানসিক যন্ত্রণা-উদ্বেগ ইত্যাদি।

#আধিভৌতিক_ক্লেশঃ
অন্য কোনো জীবের কাছ থেকে প্রাপ্ত দুঃখ; যেমন—
বিভিন্ন রোগ-জীবাণু, মশা-মাছি-ছাড়পোকা, হিংস্র জন্তু-জানোয়ার ইত্যাদির কাছ থেকে দুঃখ। চুরি-ডাকাতি, ছিনতাই, হ্যাকিং, যুদ্ধ-বিবাদ, শত্রুতা, ষড়যন্ত্র, হানাহানি, জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ, হত্যাকাণ্ড, ধর্ষণ, যৌন হয়রানি, এসিড নিক্ষেপ ইত্যাদি।

#আধিদৈবিক_ক্লেশঃ
বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষ যে ক্লেশ পেয়ে থাকে; যেমন— ঝড়-তুফান, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, টর্নেডো, খড়া-বন্যা, ভূমিকম্প, অগ্ন্যুৎপাত, অত্যধিক গরম, অত্যধিক ঠাণ্ডা ইত্যাদি।

#শিষ্যঃ তবে কি দেবী দুর্গা আমাদের কেবল দুঃখ
প্রদান করেন? যদি তাই হয়, তাহলে কেন আমরা
তাঁর পূজা করি?

#স্বামীজিঃ না, দেবী দুর্গা আমাদের দুঃখ এবং সুখ উভয় প্রদান করেন। জেলার যেমন কয়েদীকে দুঃখ দানের মাধ্যমে সংশোধন করেন এবং কারাগার থেকে মুক্ত হওয়ার পথ প্রশস্ত করেন, তেমনি বদ্ধজীবদের দুঃখ দানের মাধ্যমে দুর্গাদেবী জীবকে পাপের ফল ভোগ করান এবং প্রতিনিয়ত দুঃখ পাওয়ার ফলে জীব এ জগৎ যে দুঃখালয় ও অশাশ্বত তা অনুভব করে।

বদ্ধজীবের প্রতি দেবী দুর্গার দুই প্রকার কৃপা—
১) ৃপাঃ এই কৃপা দ্বারা দেবী মায়ামুগ্ধ জীবদের ধন, জন, রূপ, যশ ইত্যাদি জড় বিষয়
প্রদান করে মায়া দ্বারা মোহিত করে রাখেন।
২) ৃপাঃ এই কৃপা দ্বারা তিনি জীবকে কৃষ্ণভক্তি প্রদান করেন।

এভাবে, দেবী দুর্গা মহামায়া

রাধা মাধব জগন্নাথ বলদেব সুভদ্র মহারানী আজকের অপ্রাকৃত দর্শন
05/10/2024

রাধা মাধব জগন্নাথ বলদেব সুভদ্র মহারানী আজকের অপ্রাকৃত দর্শন

আগামীকাল পরম পবিত্র ইন্দিরা একাদশী!ইন্দিরা একাদশীর মাহাত্ম্য:মহারাজ যুধিষ্ঠির কৃষ্ণের কাছ থেকে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষীয়া...
27/09/2024

আগামীকাল পরম পবিত্র ইন্দিরা একাদশী!

ইন্দিরা একাদশীর মাহাত্ম্য:

মহারাজ যুধিষ্ঠির কৃষ্ণের কাছ থেকে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশী সম্পর্কে জানতে চাইলেন। কৃষ্ণ তাঁকে বললেন, মাহিস্মতি নগরে ইন্দ্রসেন নামে একজন রাজা ছিলেন। তিনি নিরন্তর শ্রীগোবিন্দ নামগানে মগ্ন থাকতেন। একদিন তাঁর রাজসভায় নারদ মুনি আসলেন। নারদ মুনি তাঁকে বললেন যে, তিনি যমালয়ে গিয়েছিলেন এবং সেখানে রাজার পিতাকে দেখতে পেলেন। যদিও রাজার পিতা বহু পুণ্যকারী ছিলেন, তবুও ব্রতভঙ্গ পাপে তাঁকে সেখানে যেতে হয়েছে। রাজার পিতা নারদ মুনির কাছে নিজের পরিচয় দিলেন এবং বললেন, তিনি যেন রাজাকে সর্ব পাপনাশক ইন্দিরা একাদশী পালন করতে বলেন। নারদ মুনি রাজাকে একাদশী পালনের বিধি বললেন। রাজা সপরিবারে সেই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলেন। তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগল। তাঁর পিতা বিষ্ণুলোকে গমন করলেন। রাজাও বিষ্ণুলোকে ফিরে গেলেন।

এই ইন্দিরা একাদশীর মাহাত্ম্য পাঠ ও শ্রবণেও একজন ব্যক্তি সকল পাপমুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হন। এই ব্রত পালনে মহাপাপ বিনষ্ট হয়। এমনকি কর্মবিপাকে যারা নিম্নযোনি লাভ করেছেন, সেই পূর্ব পুরুষদেরও উত্তম গতি লাভ হয়। আর মাহাত্ম্য শোনা মাত্রই সমবেদীয় যজ্ঞ ফল লাভ করা যায়।

20/09/2024
শুভ আবির্ভাব তিথি সরস্বতীর শ্রী বর পুত্র ভক্তিচারু স্বামী মহারাজ। 🥰
17/09/2024

শুভ আবির্ভাব তিথি সরস্বতীর শ্রী বর পুত্র ভক্তিচারু স্বামী মহারাজ। 🥰

Hare Krishna 🙏🙏Today,s Best photo ❤❤❤❤❤❤
12/08/2024

Hare Krishna 🙏🙏
Today,s Best photo
❤❤❤❤❤❤




























Address


Telephone

+8801758790659

Website

Alerts

Be the first to know and let us send you an email when বৈকুন্ঠের শিশু posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share