06/07/2023
শুভ, শুভ, শুভ দিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্মদিন
জ্ঞানের দ্যুতিকা হয়ে ১৯৫৩ খ্রিষ্টাব্দের ৬ই জুলাই এক বর্ষায় আজকের এই দিনে মতিহার নামক স্থানে প্রতিষ্ঠা পেয়েছিল এ শিক্ষালয়। ৭৫৩ একরের সবুজ চত্বরটি দেশের প্রতিটি সংগ্রামে যেমন হয়েছে মলিন তেমনি এঁর সন্তানেরা আপন মেধা-মনন-প্রজ্ঞা ও সৃজনশীলতার প্রয়োগ ঘটিয়ে বিশ্বের বুকে স্থান করে নিয়েছে। মানুষ গড়ার কারিগর ও অনুসন্ধিৎসু বিদ্যার্থীদের পদচারণায় মুখরিত এ ক্যাম্পাস প্যারিস রোড থেকে পাশ্চাত্য, বিজয় সাগর থেকে বাংলাদেশ সর্বত্র মুগ্ধতা ছড়াক; উদ্ভাসিত করুক কোটি প্রাণ।
হাজারো শিক্ষার্থীর স্বপ্ন গড়ার সাত দশক পূরন হলো আজ। শুধু ৭০ টি বসন্ত নয়, প্রজন্ম থেকে প্রজন্ম ধরে অব্যাহত থাকুক এ অগ্রযাত্রা। ৬ ই জুলাই এর আবির্ভাব এর দিনে জানাই ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা।