Nowhata News 24

Nowhata News 24 সত্য উম্মচনে আমরা আপোষহীন কন্ঠে

03/04/2023

রাজশাহী সিটি করর্পোরেশনে ভোট হবে আগামী ২১ জুন।
সিটি নির্বাচনে শতভাগ ভোট হবে ইভিএমে, জাতীয় নির্বাচনে ৩০০ আসনেই ভোট হবে ব্যালটে।

নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা।

সূত্র : বাংলাদেশ নির্বাচন কমিশন।

21/03/2023
16/03/2023

এক সময়ে ঢালিপাড়া কাঁপানো জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস এবং নায়ক নিরব হোসাইন প্রতীক ‘বিয়াইনসাব আপনার জন্য ঢাকা থেকে ...

16/03/2023

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের নিউ গোল্ড সুকে একটি স্বর্ণের দোকান উদ্বোধন করা হয়েছে। আরাভ জুয়েলার্স নামের এই প্র....

পুঠিয়াপাড়া উচ্চ বিদ্যালয় ও বাগসারা উচ্চ বিদ্যালয় আয়োজিত এস.এস.সি-২০২৩ পরিক্ষার্থীদের বিদায়,নবীন বরণ ও বার্ষিক ক্রীড়া প্র...
16/03/2023

পুঠিয়াপাড়া উচ্চ বিদ্যালয় ও বাগসারা উচ্চ বিদ্যালয় আয়োজিত এস.এস.সি-২০২৩ পরিক্ষার্থীদের বিদায়,নবীন বরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওহাটা পৌরসভার মাননীয় মেয়র ও পবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা জনাব মোঃ হাফিজুর রহমান হাফিজ।

১৬/০৩/২০২৩আদিবাসী সাঁওতালের ফুটফুটে বাচ্চাকে কোলে নিয়ে আদর করলেন পবা-মোহনপুরের মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব মোঃ আয়েন উদ...
16/03/2023

১৬/০৩/২০২৩
আদিবাসী সাঁওতালের ফুটফুটে বাচ্চাকে কোলে নিয়ে আদর করলেন পবা-মোহনপুরের মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব মোঃ আয়েন উদ্দিন এমপি।

১৫/০৩/২০২৩মধ্যপুঠিয়াপাড়া কবরস্থান হতে তোতা মিয়া বাড়ি হয়ে বারনই নদী পর্যন্ত আর সিসি ড্রেন নির্মান কাজের শুভ উদ্বোধন করেন ...
15/03/2023

১৫/০৩/২০২৩
মধ্যপুঠিয়াপাড়া কবরস্থান হতে তোতা মিয়া বাড়ি হয়ে বারনই নদী পর্যন্ত আর সিসি ড্রেন নির্মান কাজের শুভ উদ্বোধন করেন নওহাটা পৌরসভার মাননীয় মেয়র ও পবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা জনাব মোঃ হাফিজুর রহমান হাফিজ।

RAB-5, রাজশাহী কর্তৃক কোটি কোটি টাকার হেরোইনসহ মাদক কারবারী আটক।RAB-5, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপার...
13/03/2023

RAB-5, রাজশাহী কর্তৃক কোটি কোটি টাকার হেরোইনসহ মাদক কারবারী আটক।

RAB-5, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল গত ১২ মার্চ ২০২৩ তারিখ রাত ০১.০০ ঘটিকায় রাজশাহী জেলার গোাদাগাড়ী থানাধীন সারাংপুর গ্রামে অপারেশন পরিচালনা করে ।

উক্ত অভিযানে,হেরোইন-০৬ কেজি ৭০০ গ্রাম,(আনুমানিক মূল্য ৬ কোটি ৭০ লাখ) মোবাইল-০১টি, সীমকার্ড-০১টি, নগদ- ১,৩০,৫০০/-টাকা উদ্ধার করে এবং আসামী মোঃ আশিক (২৪), পিতা-মোঃ সাইফুল ইসলাম, সাং-সারাংপুর জামাতের মোড়, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী‘কে গ্রেফতার করেন।ধৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

উল্লেখ্য, ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, মোঃ আশিক এবং তার পিতা মোঃ সাইফুল ইসলাম (পলাতক আসামী) সংঘবদ্ধ মাদক চক্রের সাথে জড়িত। এই চক্রটির সদস্যরা এলাকায় কৃষিকাজ, ট্রলি চালানোসহ বিভিন্ন পেশার ছদ্মবেশের আড়ালে সীমান্তের ওপার হতে হেরোইন চোরাচালান করে থাকে।

RAB-কে তথ্য দিয়ে সহায়তা করুন
অবৈধ মাদকমুক্ত সমাজ গড়ুন।

দ্বাদশ শ্রেণির পরীক্ষার রুটিন
13/03/2023

দ্বাদশ শ্রেণির পরীক্ষার রুটিন

13/03/2023

নির্বাচন নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এমন কোনো চাপ নেই যেটা শেখ হ....

13/03/2023

আদালতে চোখের জলে ভেসেছিলেন সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল আক্তার, তিনি যেতে চান না চট্টগ্রামের কারাগারে।

13/03/2023

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সিজুগ ছড়া উদয়পুর সীমান্ত সড়কের দাড়িপাড়া এলাকায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘটন....

13/03/2023
13/03/2023
13/03/2023
13/03/2023
২০২৬ সালে দরিদ্র দেশের তালিকা থেকে বাদ পড়বে বাংলাদেশ। জাতীয় অর্থনীতি যে হারে বিকশিত হচ্ছে, তা অব্যাহত থাকলে আগামী ২০২৩ স...
13/03/2023

২০২৬ সালে দরিদ্র দেশের তালিকা থেকে বাদ পড়বে বাংলাদেশ।
জাতীয় অর্থনীতি যে হারে বিকশিত হচ্ছে, তা অব্যাহত থাকলে আগামী ২০২৩ সালের শেষ দিকে জাতিসংঘের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাদ পড়বে বাংলাদেশ।

#নওহাটা_নিউজ_২৪
#বাংলাদেশ
#উন্নয়নশীল_বাংলাদেশ আ

13/03/2023

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়া শুরু হওয়ার আগে পারমাণবিক অস্ত্রে সজ্জিত উত্তর কোরিয়া পরীক্ষামূলকভাব....

https://naohatanews24.blogspot.com/2023/03/blog-post.html
13/03/2023

https://naohatanews24.blogspot.com/2023/03/blog-post.html

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণ ভোট দিলে আছি, না দিলে নাই। এ নিয়ে আফসোস নাই। সংবাদ সম্মেলনে বিভিন্ন দেশের শ্...

13/03/2023

ভয়াবহ আগুনে জ্বলছে তেজগাঁওয়ের বস্তি (সরাসরি)


#নওহাটা_নিউজ_২৪
#রাজশাহীর_সময়

13/03/2023

বান্দরবানের রুয়াংছড়ির দুর্গম পাহাড়ি অঞ্চলে কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) গুলিতে সেনাবাহিনীর মাস্টার ওয়ারেন্...

আপাতত মুরগি না খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদেরবাংলাদেশ থেকে খুব বেশি দূরে নয় ঝাড়খণ্ড। ভারতের পশ্চিমবঙ্গ লাগোয়া রাজ্যটিতে দ্রু...
09/03/2023

আপাতত মুরগি না খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের

বাংলাদেশ থেকে খুব বেশি দূরে নয় ঝাড়খণ্ড। ভারতের পশ্চিমবঙ্গ লাগোয়া রাজ্যটিতে দ্রুত ছড়িয়ে পড়ছে এইচ৫এন১ ভাইরাস বা বার্ড ফ্লু। এখন পর্যন্ত এতে কোনো মানুষ আক্রান্ত হওয়ার খবর পাওয়া না গেলেও তার ভয়ে হাঁস-মুরগি খাওয়া ঠিকই কমিয়ে দিয়েছেন স্থানীয়রা। তবে এই ভয়কে খারাপ বলতে নারাজ ভারতীয় বিশেষজ্ঞরা। তাদের মতে, কিছু দিন মুরগির মাংস না খেলে তেমন কোনো ক্ষতি হবে না। বরং রোগাক্রান্ত হওয়ার ঝুঁকি কমবে।

ভারতীয় সংবাদমাধ্যম ডেকান হেরাল্ডের খবরে জানা যায়, গত সপ্তাহে ঝাড়খণ্ডের বোকারো জেলায় বার্ড ফ্লু শনাক্তের জেরে প্রায় চার হাজার হাঁস-মুরগি মেরে ফেলা হয়। এরপর রাজ্যের রাজধানী রনচিতেও এর সংক্রমণ শনাক্ত হয়েছে।

প্রতিদিনের সব ধরনের আপডেট নিউজ পেতে আমাদের পেজ ফলো করুন
Nowhata News 24

প্রেমের টানে চাচিকে নিয়ে ভাতিজা উধাওঢাকার ধামরাইয়ে চাচিকে নিয়ে ভাতিজা উধাও হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে সোমভাগ ইউনিয়নের ডাউটিয়...
09/03/2023

প্রেমের টানে চাচিকে নিয়ে ভাতিজা উধাও

ঢাকার ধামরাইয়ে চাচিকে নিয়ে ভাতিজা উধাও হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে সোমভাগ ইউনিয়নের ডাউটিয়া গ্রামে। ওই গ্রামের কাবিল উদ্দিনের ছেলে জুয়েল তার চাচা আলীমের স্ত্রী রুপালিকে নিয়ে পালিয়ে যায়।

জানা গেছে, বিয়ের আগে থেকেই সম্পর্ক ছিল চাচার স্ত্রী রপালির সাথে ভাতিজা জুয়েলের।

চাচার সাথে বিয়ের সময় কোন আপত্তি করেনি জুয়েল। এরপর গত বুধবার তারা দুজন বাড়ি থেকে পালিয়ে যান।
এ ব্যাপারে ভাতিজা জুয়েলের বাবা কাবিল উদ্দিন বলেন, বিষয়টি খুবই লজ্জাজনক।

বিডি প্রতিদিন/আবু জাফর

তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে ইন্দোরে মঙ্গলবার নিউজিল্যান্ডের মুখোমুখি হয় ভারত। সিরিজের শেষ ম্যাচে ভারতের দলে ছিলেন না মোহাম্মদ শামি। তার বদলে ভারতের একাদশে জায়গা মিলেছে উদীয়মান তারকা উমরান মালিকের।

সিরিজের শেষ ম্যাচে ভারত মাঠে নামার একদিন আগে সোমবার শামির বিরুদ্ধে ঘরোয়া নির্যাতন মামলার রায় দেয় আলিপুর জেলা ও দায়রা আদালত।

এই ঘটনার ২৪ ঘটনার মধ্যেই দল থেকে বাদ ডানহাতি এ পেসার। ধারণা করা যাচ্ছে, মামলার রায়ের কারণে একাদশ নির্বাচনে প্রভাব পড়েছে।
২০১৮ সালে শামির কাছে খোরপোষ হিসেবে সাত লাখ টাকা দাবি করেছিলেন হাসিন। মেয়ের পড়াশোনার খরচ চালাতে আরও ৩ লাখ টাকা চেয়েছিলেন তিনি।

প্রথমে সেই আবেদন খারিজ করে দেওয়া হয়। তাই এতদিন ভারতের এই ফাস্ট বোলারকে কোনো খোরপোষ দিতে হতো না। এরপর আবার আদালতে আবেদন করেন মডেল-অভিনেত্রী হাসিন। দীর্ঘদিন

 #নওহাটা_নিউজ_২৪ বাসর রাতে নববধূর সন্তান প্রসবএ ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। রবিবার (১৮ নভেম্বর) কুমিল্লার লাকসাম...
09/03/2023

#নওহাটা_নিউজ_২৪

বাসর রাতে নববধূর সন্তান প্রসব

এ ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। রবিবার (১৮ নভেম্বর) কুমিল্লার লাকসাম উপজেলার আজগরা ইউনিয়নের আমদুয়ার গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, বৃহস্পতিবার (১৫ নভেম্বর) একই ইউনিয়নের কৃষ্ণপুর

গ্রামের দুলাল মিয়ার কণ্যার (১৮) সঙ্গে আড়াই লাখ টাকা দেনমোহরে গ্রামের জাকির হোসেনের ছেলে দেলোয়ার হোসেনের (২০) বিয়ে হয়। বিয়ের পরদিন ছেলের বাড়িতে বৌভাত অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এতে কনে পক্ষের শতাধিক অতিথি যোগ দেয়। বিয়ের দুই দিন পর শনিবার রাতে ফুলশয্যার আয়োজন করা হয়। পরদিন সকালে ঘরের পাশে টয়লেটে গেলে নববধূ ফারজানা হঠাৎ চিৎকার করে ওঠে। এ সময় বাড়ির লোকজন ছুটে এলে নবজাতকের কান্নার শব্দ পায়। পরে পরিবারের লোকজন টয়লেট থেকে নববধূ ও নবজাতককে উদ্ধারকরে ঘরে নিয়ে যায়। সোমবার (১৯ নভেম্বর) চাঞ্চল্যকার এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক কৌতূহলী নারী-পুরুষের ভিড় জমে ওই বাড়িতে। নববধূর শাশুড়ি জাহারা খাতুন বলেন, প্রসবের পর নবজাতককে হত্যার চেষ্টা করেছিল তার পুত্রবধূ। টয়লেটের কমোডে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করায় নবজাতকের মাথায় সামান্য আঘাতের চিহ্ন ও ময়লা লেগেছিল। পরে বিষয়টি জানাজানি হলে নববধূর পিতার বাড়ির লোকজনকে খবর দেওয়া হয়। খবর পেয়ে গ্রামের মেম্বার তোফাজ্জল হোসেনের নেতৃত্বে কয়েকজন এসে নবজাতক ও নববধূকে বাবার বাড়ি নিয়ে যায়। ওই নববধূ জানান, তিনি পরিস্থিতির শিকার। পাশের বাড়ির সৌদী প্রবাসী মাহবুবুল আলম দুলালের ছেলে মেহেদী হাসান পারভেজের সঙ্গে দীর্ঘদিন তার প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে বিয়ের প্রলোভনে দৈহিক সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে গর্ভবতী হয়ে পড়লে কাউকে না জানিয়ে পারভেজকে বিয়ের জন্য চাপ দেয় সে। একপর্যায়ে পারভেজ তার অজান্তেই বিদেশে যাওয়ার আয়োজন করে। পরে সে সৌদি আরবে তিনি বলেন, আমি এখন এ সন্তান নিয়ে কোথায় যাব? আমি পেলাম না স্ত্রীর মর্যাদা। আর এ শিশুটি পেল না পিতার অধিকার। আমি সমাজের কাছে এ প্রতারণার বিচার চাই। আজগরা ইউনিয়নের চেয়ারম্যান রুহুল আমিন জানান, এ ঘটনাটি দুঃখজনক। মেয়ের পরিবার আইনি সহায়তা চাইলে সবরকম সহায়তা করব। স্থানীয় সূত্রে জানা যায়, ফারজানাকে বিয়ে থেকে রেহাই পেতে পারভেজ গা-ঢাকা দিয়েছে। ছেলের পরিবার প্রভাবশালী হওয়ায় চাপে পড়ে ফারজানার পিতা দিনমজুর দুলাল মিয়া মেয়েকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার আয়োজন করে।চলে যায়।

 #রোহিঙ্গাদের_আড়াই_কোটি_ডলার_দেবে_যুক্তরাষ্ট্র #মিয়ানমার থেকে বাস্তুচ্যুত  #রোহিঙ্গা_জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা হিসে...
09/03/2023

#রোহিঙ্গাদের_আড়াই_কোটি_ডলার_দেবে_যুক্তরাষ্ট্র

#মিয়ানমার থেকে বাস্তুচ্যুত #রোহিঙ্গা_জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা হিসেবে আরও ২ কোটি ৬০ লাখ ডলার সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। #বাংলাদেশসহ এই অঞ্চলের বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পেছনে এই অর্থ খরচ করা হবে। স্থানীয় সময় মঙ্গলবার (৭ মার্চ) দেশটি নতুন এই সহায়তা প্যাকেজ ঘোষণা করে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

💯💯প্রতিদিনের সবধরনের আপডেট নিউজ পেতে আমাদের পেজটি ফলো করে সাথে থাকুন 💯💯
#নওহাটা_নিউজ_২৪

 #রোজার_বাজার_নিয়ে_চিন্তিত_নিম্নআয়ের_মানুষ গুলো  #রমজান এলেই কিছু পণ্যের চাহিদা বেড়ে যায়। খেজুর, ছোলা, চিনি, তেল ও পেঁ...
09/03/2023

#রোজার_বাজার_নিয়ে_চিন্তিত_নিম্নআয়ের_মানুষ গুলো

#রমজান এলেই কিছু পণ্যের চাহিদা বেড়ে যায়। খেজুর, ছোলা, চিনি, তেল ও পেঁয়াজের মতো পণ্যের মূল্য অসহনীয় হয়ে ওঠে। এবারও এর ব্যতিক্রম হয়নি। অসাধু ব্যবসায়ীরা বাড়িয়ে দিয়েছেন এসব পণ্যের দাম।

💯💯প্রতিদিনের সবধরনের আপডেট নিউজ পেতে আমাদের পেজটি ফলো করে সাথে থাকুন 💯💯💯

এবার বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের আবাসিক হোস্টেলে এক শিক্ষার্থীকে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে ছাত্রল...
09/03/2023

এবার বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের আবাসিক হোস্টেলে এক শিক্ষার্থীকে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে।

বদরুন্নেসা কলেজ হলের ২০০৭ নম্বর কক্ষের ছাত্রী লাইজু আক্তারের অভিযোগ, কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবীবা আক্তার সাইমুনের জন্মদিনে চাঁদা তোলার বিষয়ে নেতিবাচক খবর প্রচার করার সন্দেহে লাইজুকে হল থেকে বের করে দিতে চায় সাইমুনের কর্মীরা। লাইজুর দাবি, শনিবার (৪ মার্চ) সন্ধ্যায় সাইমুনের কর্মীরা তার রুমে এসে ভাঙচুর চালায়। আটকে রেখে ছিনিয়ে নেয় তার মোবাইল। এক পর্যায়ে তাঁকে ধাক্কা দেয় বলেও অভিযোগ লাইজুর। এ সময় ধারণ করা একটি ভিডিও চিত্রে দেখা যায়, কয়েকজন ছাত্রী কক্ষে এসে লাইজুর সিট ও পড়ার টেবিলে তছনছ করে।

আধিপত্য বিস্তারের লক্ষ্যেই এই দখল চেষ্টা বলে অভিযোগ লাইজুর। অভিযোগের প্রেক্ষিতে সাইমুন বলেছেন, তার কর্মীরা কী করেছেন, সে বিষয়ে তিনি মাথা ঘামাতে চান না।

#বেগম_বদরুন্নেসা_সরকারি_মহিলা_কলেজ #আবাসিক_হোস্টেল #নারী_নির্যাতন #বাংলাদেশ #নওহাটা_নিউজ_২৪

বাবার জানাজায় না গিয়ে ভাতিজিকে ধ’র্ষণ করে মে’রে ফেলল চাচা……!!নাটোরের সিংড়া উপজেলায় রেশমি খাতুন (১৮) নামে এক কলেজছাত্রীকে...
09/03/2023

বাবার জানাজায় না গিয়ে ভাতিজিকে ধ’র্ষণ করে মে’রে ফেলল চাচা……!!
নাটোরের সিংড়া উপজেলায় রেশমি খাতুন (১৮) নামে এক কলেজছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেছে আপন চাচা। রোববার বেলা ২টার দিকে সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের দেওগাছা গ্রামে এ ঘটনা ঘটে।ঘটনায় জড়িত চাচা শাহাদত হোসেনকে (৩০) আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। কলেজছাত্রী রেশমি খাতুন স্থানীয় বামিহাল অনার্স কলেজের এইচএসসির দ্বিতীয় বর্ষের ছাত্রী এবং দেওগাছা গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার পাকুরিয়া গ্রামে রেশমি খাতুনের দাদা মসলেম উদ্দিন মারা যান। রেশমির বাবা-মা দাদার জানাজায় যান। এ সময় রেশমি খাতুন বাড়ি একাই ছিল। এ সুযোগে চাচা শাহাদত হোসেন বাবার জানাজায় না গিয়ে ভাতিজি রেশমি খাতুনকে ধর্ষণ শেষে শ্বাসরোধে হত্যা করে। পরে এলাকাবাসী শাহাদত হোসেনকে আটক করে পুলিশ খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়। সেই সঙ্গে শাহাদত হোসেনকে আটক করে পুলিশ। আটক শাহাদত ওই গ্রামের মৃত মসলেম উদ্দিনের ছেলে।

09/03/2023

আগুনে পুড়ে দুই শিশুসন্তানসহ মায়ের মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে আগুনে পুড়ে দুই শিশুসন্তানসহ এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বড়াইগ্রাম সদর ইউনিয়নের খাকসা গ্রামে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

নিহতরা হলেন- সোমা খাতুন (৩২) এবং তার মেয়ে অমিয়া খাতুন (১১ ) ও অমর (৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের অলি বকসের বাড়িতে রাতে আগুন লাগে। এ সময় অলি বকস ও তার বৃদ্ধ মা ঘর থেকে বের হতে পারলেও তার স্ত্রী ও শিশুসন্তান আগুন পুড়ে মারা যায়। আগুন নেভাতে গিয়ে অলি বকস ও আনোয়ার হোসেন নামে স্থানীয় এক ব্যক্তি দগ্ধ হয়েছেন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে নাটোর ও বনপাড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নেভায়। আগুনে বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘরের মধ্যে একটি গ্যাস সিলিন্ডার ছিল বলে জানা গেছে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক যুগান্তরকে বলেন, আগুনে পুড়ে এক গৃহবধূ ও তার দুই শিশু সন্তান মারা গেছে। দগ্ধ দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।

09/03/2023

ইতালিতে বাসার জানালা দিয়ে লাফিয়ে পড়ে শারমিন সুলতানা (৩২) নামে এক বাংলাদেশী গৃহবধূ আত্মহত্যা করেছেন।

09/03/2023

ভারতের উত্তর প্রদেশে ৮৫ বছরের এক বৃদ্ধ তার প্রায় ২ কোটি টাকা মূল্যের সম্পত্তি সন্তানদের না দিয়ে সরকারকে লিখে দিয়.....

09/03/2023

ইডেন মহিলা কলেজের ছাত্রী আবাসিক হোটেলে হাতেনাতে ধরা

09/03/2023

মার্কিনীদের আফগান ছাড়ার আসল কারন।

Address

Nowhata Paba Rajshahi
Rajshahi
6213

Alerts

Be the first to know and let us send you an email when Nowhata News 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nowhata News 24:

Share

Nearby media companies


Other News & Media Websites in Rajshahi

Show All

You may also like