Sabar-صبر

Sabar-صبر ❛❛__ধৈর্য এমন একটি গাছ, যার সারা গায়ে কাটা কিন্তু ফল অতি সুস্বাদু” 🌷💌
– আল হাদিস ♡

18/03/2024

"মাংস আপনার হাড্ডি আমার" বলা বাবা মায়ের শাসনের জন্য আমরা মানুষ হয়েছি।

"আমার ছেলেকে ধমকানোর আপনি কে?" বলা অভিভাবকদের কারণে একটা বেয়াদব জেনারেশন বেড়ে উঠছে।

কথাটা অতিমাত্রায় সঠিক...

16/03/2024

এখন থেকে পড়ি ⬇️

اللهم بلغنا ليلة القدر

আল্লাহুম্মা বাল্লিগনা লাইলাতুল ক্বাদার।

হে আল্লাহ আমাদের লাইলাতুল ক্বদর পর্যন্ত পৌঁছিয়ে দেন।

13/03/2024

"আল্লাহ মুমিনের শক্তি দিয়েছেন হৃদয়ে, শরীরের অঙ্গ-প্রত্যঙ্গে নয়। আপনি কি দেখেন না কীভাবে একজন দুর্বল বৃদ্ধ গ্রীষ্মের দুপুরে রোজা রাখে এবং রাতে তাহাজ্জুদ পড়ে; অথচ একজন যুবক সেটা করতে পারে না?!

— শুমাইত্ব (রহ.)

সূত্র: হিলয়াতুল আউলিয়া: ১০/১২৪

12/03/2024

‘‘ বছরের বারোটি মাস যেন (নবী) ইয়াকুব (আ.)-এর বারো জন পুত্রের ন্যায়৷
তাদের মধ্যে ইউসুফ (আ.) যেমন তাঁর পিতার নিকট সর্বাধিক প্রিয় ছিলেন, তেমনি রামাদান মাসও আল্লাহর নিকট সবচেয়ে বেশি প্রিয়।
আল্লাহ তা‘আলা যেভাবে এক ভাই (ইউসুফ আ.)-এর দু‘আয় এগারো জন (ভাই)-কে ক্ষমা করেছিলেন, সেভাবে রামাদান মাসে তোমার দু‘আর ফলে তোমার বাকি এগারো মাসের পাপগুলো তিনি ক্ষমা করে দিতে পারেন৷ ’’

— ইমাম ইবনুল জাওযি রাহিমাহুল্লাহ

05/03/2024

আয়াত টা কতটা ভয়ংকর!! 😰

"আমি ইচ্ছে করলেই সবাইকে হিদায়ত দান করতে পারতাম। কিন্তু আমার এ কথা অবশ্যই সত্য যে, আমি নিশ্চয়ই জিন ও মানুষ উভয় দ্বারা জাহান্নাম পূর্ণ করবো"!

[সুরা-আস সাজদাহ আয়াত -১৩]

04/03/2024

বিয়ের পাত্রী বাছাই সম্পর্কে শাইখ ইবন উছাইমীন (রহিমাহুল্লাহ) বলেছেন, কিছু মানুষ বলেঃ আমি এমন মেয়ে-কে বিয়ে করবো যে দ্বীনদার নয়, বরং আল্লাহ আমার হাতে তাকে দ্বীনদার বানাবেন!

আমরা বলিঃ ভবিষ্যতের বিষয়ে আমরা নিশ্চিত নই! এমন হতে পারে যে, আপনি তাকে বিয়ে করছেন এটা ভেবে যে, আপনার মাধ্যমে আল্লাহ তাকে দ্বীনদার বানাবেন; অথচ সেই মেয়ে আপনাকে তার মত বে-দ্বীন বানিয়ে দিবে!

[শাইখ ইবন উছাইমীন (রাহি.)

01/03/2024

❝ খারাপ বন্ধু বিষধর সাপের চেয়েও বেশী মারাত্মক।

কেননা সাপের দংশনে শারীরিক মৃত্যু ঘটে,
কিন্তু খারাপ বন্ধুর কথায় আত্মার মৃত্যু ঘটে। ❞

- ইমাম গাযালী রাহিমাহুল্লাহ

01/03/2024

“ কোনো মানুষ যখন রেগে যায়, শয়তান তাকে নিয়ে সেভাবে খেলে যেভাবে একটি শিশু বল দিয়ে খেলে। ”

- ইমাম গাযালী রাহিমাহুল্লাহ

27/02/2024

প্যান্ট টাকনুর নিচে পরিধান করার ব্যাপারে সাবধান হউন।
অনেকেই নামাজ পড়েন, ভালো ভালো কাজ করেন কিন্তু প্যান্ট টাকনুর নিচে থাকে! খুবই কষ্ট লাগে, দুঃখ লাগে।

আল্লাহর রাসূল ﷺ বলেছেন,
যারা কাপড় পায়ের গোড়ালির নিচে পরিধান করে, আল্লাহ তা‘আলা কিয়ামতের দিন তাদের সাথে কথা বলবেন না, তাদের প্রতি (দয়ার) দৃষ্টি দিবেন না, তাদেরকে (গুনাহ ক্ষমা করে দিয়ে) পাক-পবিত্র করবেন না, আর তাদের জন্য রয়েছে (নির্ধারিত) কঠিন ‘আযাব। (মিশকাত:২৭৯৫)

হে আমার ভাইয়েরা,
মহান আল্লাহ তা'য়ালা রহমতের দৃষ্টিতে দয়ার দৃষ্টিতে আপনার দিকে তাকাবেন না, এরচেয়ে ভয়ংকর কোনো কথা কী হতে পারে!

26/02/2024

আমরা আল্লাহ্‌র ইবাদাত না করে ভাবি স্বাভাবিক জীবন কেটে যাচ্ছে - আল্লাহ্‌ কিছু মনে করছেন না।

বনী ইসরাইলের এক সাধু বলেছিলেন: হে আল্লাহ্‌! কতই তো আপনার অবাধ্য হই, আপনি তো কিছু করেন না।

আল্লাহ্‌ তাদের নবীকে বললেন: তাকে বলো, "কত শাস্তি তোমাকে আমি দিই, তুমি টেরও পাও না। আমার কাছে হাত তুলে মাফ চাওয়ার ক্ষমতা কি আমি তোমার থেকে কেড়ে নিইনি?"

[আবু নু'য়াইম আল-ইসফাহানি রচিত হিলইয়াতুল আউলিয়া গ্রন্থে বর্ণিত]

26/02/2024

"আল্লাহর দিকে যাত্রার পথে নফস একটা বিশাল দুর্গম পাহাড়ের মত। প্রত্যেক যাত্রীকে এই পাহাড় পার হতে হবেই। এই পাহাড়ে এসে প্রত্যেকেই পৌঁছবে। তবে কারো জন্য পাহাড়টা কঠিন, কারো জন্য সহজ। বস্তুত আল্লাহ যার জন্য সহজ করে দেন, তার জন্য সহজ হয়ে যায়।"

- ইবনুল কাইয়িম (রাহিমাহুল্লাহ)
[মাদারিজুস সালিকীন: ২/১০]

24/02/2024

আপনার করা প্রতিটা গুনাহ একদিন আপনার জন্য ভারী হবে, মানসিক কষ্টের কারণ হবে। গুনাহ থেকে তওবা করে, গুনাহকে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য ছেড়ে দিয়ে আপনি এই কষ্ট থেকে মুক্তি পাবেন ইন শা আল্লাহ।

তবে যে গুনাহ দিয়ে অন্যের অধিকার নষ্ট করেছেন, হক নষ্ট করেছেন, সম্পদ নষ্ট করেছেন সে গুলোর জন্য আপনার ওই মানুষগুলোর ক্ষমার প্রয়োজন হবে। আর আল্লাহ ভালো জানেন আপনার যখন হিদায়াত এর অনুভূতি হবে তখন ওদের খুজে পাবেন কিনা...

আমাদের তরুণ প্রজন্ম এমন অনেক গুনাহ তে জড়াচ্ছে, এসব গুনাহর কারণে ব্যাক্তি, পরিবার, সমাজ নষ্ট হচ্ছে। নাফসের সামান্যতম আনন্দের কাছে ওরা পুরো একটা জীবনের অশান্তি কিনে নিচ্ছে...

আল্লাহ রহম করুক, আমীন।

23/02/2024

“ মানুষ যখন দুনিয়াবি সম্পদের পাহাড় গড়ছে,
তুমি তখন আপন রবের সন্তুষ্টির পাহাড় গড়ো।

মানুষ যখন দুনিয়ার সাগরে ভাসছে,
তুমি তখন আল্লাহকে নিয়ে ব্যাকুল হয়ে উঠো।

মানুষ যখন বন্ধুদের নিয়ে দিবানিশি ব্যস্ত থাকছে,
তুমি তখন আপন রবকে নিয়ে ব্যস্ত থাকো।

মানুষ যখন দুনিয়াবি, ক্ষণস্থায়ী কিছু তুচ্ছ স্বার্থ হাসিলের উদ্দেশ্যে - নেতৃস্থানীয়দের সাথে পরিচিত হতে আদাজল খেয়ে নামছে,
তুমি তখন রবের সাথে গভীর সম্পর্ক পাতো এবং চিরস্থায়ী সম্মান ও মর্যাদা লাভের সওদা করো। ”

— ইমাম ইবনুল-কাইয়্যিম রাহিমাহুল্লাহ

20/02/2024
19/02/2024

“ মন হলো উন্মাদ ঘোড়ার মতো। লাগাম সামান্য ঢিল দিলেই আপনাকে উল্টে ফেলে দেবে।

হারাম কামনা-বাসনাগুলো আপনার ভেতরটা বিষিয়ে দিচ্ছে।
জীবনকে নষ্ট করে দিচ্ছে।
বেলা ফুরাবার আগেই মনকে বাগে আনুন এবং শুধরে নিন।

তবে আজ লাগাম আপনার হাতে এলে নিশ্চিন্ত হয়ে যাবেন না।

বহু দৃঢ়চেতা মানুষই ফেঁসে গেছে প্রবৃত্তির জালে।
বহু সচেতন মানুষ ভেসে গেছে অধঃপতনের জোয়ারে।

কাজেই সাবধান! ”

— ইবনুল জাওযী রাহিমাহুল্লাহ

18/02/2024

কারো ওপর বিপদ আসতে দেখলে আমরা অনেক সময় বলি—অমুককে আল্লাহ নিশ্চয় অপছন্দ করেন। এ জন্য তার এত বিপদ।

এটা মারাত্মক ভুল ধারণা। বিপদ মানেই গজব নয়। মুমিনের জন্য বিপদ মানে আল্লাহর নিকটবর্তী হওয়ার সুযোগ। যদি সে বিপদে ধৈর্য ধারণ করে।

-শায়েখ আহমাদুল্লাহ (হাফিঃ)

17/02/2024

গণিতবিদ আল খাওয়ারিজমিকে নারী সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল! তিনি জবাবে বলেছিলেনঃ

· নারী যখন দ্বীনদার তখন তার মান ১!
· এর সাথে যখন সৌন্দর্য যোগ হয়, তখন এক এর সাথে একটা শূন্য যুক্ত হয়! ফলে মান হয় ১০!
· এরপর যখন সম্পদ যোগ হয়, তখন এর সাথে আরেকটা শূন্য যুক্ত হয়ে মান হয় ১০০!
· সর্বশেষ, যখন উপর্যুক্ত তিনটির থেকে তার বংশমর্যাদা যোগ হয়, তখন এক সাথে আরও একটি শূন্য যুক্ত হয়ে তার মান দাঁড়ায় ১০০০!

কিন্তু যখন থেকে এক নাম্বারটা (দ্বীনদারী) চলে যায়, তখন তার মান শূন্য ছাড়া আর কিছুই বাকী থাকে না!

— সংগৃহীত

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sabar-صبر posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sabar-صبر:

Videos

Share