22/08/2025
**চাচাতো ভাইদের সাথে সোনালী বিকেলের মাছ ধরার স্মৃতি 🐟**
✨
গ্রামের সরল আনন্দের মধ্যে একটা হলো বিকেলের মাছ ধরা।
আমি, আশাদুল আর অন্তর মিলে বসেছিলাম অনেকক্ষণ।
অপেক্ষার পর অবশেষে প্রথম মাছটা আমার ভাগ্যে আসে,
তারপর অন্তরও পেলো একটা, তবে আশাদুলের ভাগ্যে আজ কিছুই জুটলো না।
তবুও বিকেলের মুহূর্তটা ছিল ভীষণ মিষ্টি আর স্মরণীয়। 🌅
🏷️
#গ্রামেরজীবন #মাছধরা #শৈশবস্মৃতি #ভাইদেরসাথে #সোনালীবিকেল #গ্রামবাংলা