Sanzida Tanzim Miti

Sanzida Tanzim Miti �আমার ফেসবুক পেইজে সবাইকে স্বাগতম �

14/04/2024

নববর্ষ নামক পুজো ইসলামে জায়েজ নাই মুসলিম হিসেবে আপনার উচিত এসব থেকে বিরত থাকা।

রমাদান ❤️
18/03/2024

রমাদান ❤️

19/06/2022

বাংলা সিনেমার ডাক্তার গুলিরে আমার অনেক কিউট লাগে। রোগী মানে নায়ক নায়িকা অসুস্থ হলে ডাক্তার কী সুন্দর সুন্দর সাজেশন দেয়!

১। উনাকে কোন খোলা জায়গায় বেড়াতে নিয়ে যান

সাজেকে নিয়া যাওয়ার কতা কইতাছে আর কি!!

২। 'আকাশ আকাশ করছে কেন?? এক্ষুনি আকাশ কে নিয়ে আসুন নয়তো রোগীকে বাঁচানো যাবে না!'

চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এ এক বিরল ও দুষ্প্রাপ্য ঘটনা

৩। উনি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন (মানে ব্রেন আউট হয়ে গেছে গা আর কি!!

যেভাবে আঘাত পেয়েছেন, ঠিক সেভাবেই যদি উনাকে আবার আঘাত করা যায়, উনি সুস্থ হয়ে যাবেন!!

মানে এর চেয়ে শয়তাইন্যা কুবুদ্ধি দুইন্যাইতে আর নাই।

৪। সিঁড়ি থেকে পড়ে গিয়ে থোতামোথা ফাটিয়ে বসে আছে, ডাক্তার আইসা কয়,

'ভেরি স্যাড, উনার দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে!'

৫। রোগিনীর চক্ষু আর জিভ দেখিয়াই বলিয়া দিতে পারেন,

কনগ্রাচুলেশন, উনি মা হতে চলেছেন (মানে অযথা কোন টেস্টের দরকার নাই

৬। এমন রক্তের একটা গ্রুপ বলবে যেটার গ্রুপ এই বিশ্বব্রহ্মাণ্ডের কোন প্রাণীর সাথে মিলবে না,

একমাত্র নায়ক/নায়িকা বা ছুডুকালে আচমকা হারিয়ে যাওয়া বাবা/মা/ভাইয়ের সাথেই মিলতে হবে।

৭। ব্লাড ব্যাংকের ডাক্তার গুলি তো আরো বজ্জাত, বোতলে করে রক্ত দেয়।

ওইদিন বাইরে অনেক ঝড় হবে, আর ভিলেনের প্রতিশোধ নেয়ার ফিক্সড ডেট ওইদিনই। তারপর সেই মা/র/পিট হবে ভিলেন আর নায়কের। অতঃপর এক পর্যায়ে কাচের বোতল ভেঙে খানখান হয়ে যাবে। শ্যাষ রক্ত!!

এর চেয়ে ভালো হতো যদি রক্ত পলিথিনে দিতো।

এমন ও তো হতে পারে যে ভিলেনও আমার মত পলিথিনের গিট্টু খুলতে পারে না!!

৮। সাইড নায়ক/নায়িকারে বাঁচানোর ঠ্যাকা বাংলা সিনেমার ডাক্তরের পড়ে নাই।বরঞ্চ নায়ক যদি ৩৬ টা গুলি খেয়েও চেঙ্গু মেরে পড়ে থাকে, ডাক্তার এসে বলবে

'অপারেশন সাকসেসফুল 🙃

৯। নায়ক যখন কোমায়, ডাক্তারের থেরাপি আর কামে দেয় না, তখন ডাক্তার নিজ উদ্যোগে নায়িকা খালাম্মারে ডাইকা আনে,

'তোমার আকাশকে তুমি ছাড়া আর কেউ ভালো করতে পারবে না নদী। তুমি ডাকো, ওকে ডাকো, তোমার ভালোবাসা যদি সত্যি হয় ও ফিরে আসবে।'

নায়িকার ভালোবাসা দিয়াই যদি সুস্থ করতে হয়, তাইলে তুমি ডাক্তারি তে বছরের পর বছর কি লেহাপড়াডা করছো, বাজান??

মারাত্মক ট্যালেন্ট

প্রতিটি ঘটনা সত্য।

18/06/2022

একজন বিদেশি বাংলাদেশে ভ্রমন করতে এসেছেন।।

বিদেশিঃ প্লেন থেকে নামার পর জানতে চাইলো এটা কোন এয়ারপোর্ট??

দেশিঃএটা বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমান বন্দর।।
তারপর--
বিদেশিঃ একটা হোটেলে যাওয়ার পথে গাড়িতে বসে শুনলো এই সড়কের নাম কি??

দেশি ঃ এটা হলো বঙ্গবন্ধু সড়ক।

বিদেশিঃ হোটেলে যাওয়ার পর শুনলো এই হোটেলের নাম কি??

দেশিঃ এটা বঙ্গবন্ধু রেসিডেন্সিয়াল হোটেল।।

সন্ধ্যার দিকে বিদেশি হোটেলের পাশে দেখতে পেলে একটা জায়গায় মিউজিক লাইট জ্বলতাছে -----

বিদেশিঃ যেখানে লাইট জ্বলতাছে ওই জায়গাটার নাম কি??

দেশিঃ ওটা হলো বঙ্গবন্ধু ক্রিকেট স্টেডিয়াম।।

হঠাৎ করে বিদেশির মাথায় একটা ইট এসে পড়লো বিদেশি অজ্ঞান হয়ে পড়লো---জ্ঞান ফেরার পর___

বিদেশিঃ আমার কি হয়েছিল আমি এখন কোথায় আছি??

দেশিঃ আপনার মাথায় ইট পড়েছিল, আপনি এখন বঙ্গবন্ধু মেডিকেল কলেজ & হসপিটালে আছো।

তারপর--------

বিদেশিঃ ভাই তোদের পায়ে দুটো ধরি এবার আমারে আর বঙ্গবন্ধু গোরস্থানে নিয়ে যাস না😭😭😭😭

দেশিঃ🤔🤔🤔🤔

এই দৃশ্যগুলো কতইনা বেদনাদায়ক। আল্লাহ রহম করুন।
18/06/2022

এই দৃশ্যগুলো কতইনা বেদনাদায়ক। আল্লাহ রহম করুন।

17/06/2022

আল্লাহ আমার প্রিয় সিলেটবাসীদের রক্ষা কর।

16/06/2022

বাবা,মা খুব বড় নেয়ামত কিন্তু আমরা সেই নেয়ামতের তোয়াক্কা করিনা।কারণ কি?কারনটা হলো আমাদের কাছে যে জিনিসটা সব সময় থাকে তার দাম থাকেনা।কিন্তু সেই অভ্যস্থ জিনিস যদি ভেঙে যায় বা নষ্ট হওয়ায় ওই জায়গা থেকে সরানো হয় তখন কিন্তু জায়গাটা ফাঁকা ফাঁকা লাগে। কারন, প্রতিদিন সে তার জায়গায় তার কাজ করে গেছে আপনার কিছু মনে হয়নি কিন্তু আজ যখন সে নেই তখন শূন্য লাগছে।ঠিক বাবা মা এমনি যখন থাকে তখন অভ্যস্থ জিনিস কিছু মনে হয়না কিন্তু যখন আর পাশে থাকেনা তখন তাদের শূন্যতা অনুভব করা যায়।সুতরাং, হারিয়ে গেলে নয়, সাথে থাকতে মূল্যায়ন করুন।ইহকাল পরকালের জন্য দোয়া চাইতে হবে না মাজার বা অন্য কোথায় তারা যে দোয়া করবে তা সরাসরি কবুল হয়ে যাবে।

সানজিদা তানজিম মিতি।

মহান রব্বুল আলামীন সীতাকুণ্ড বাসীর ওপর রহম কর।
05/06/2022

মহান রব্বুল আলামীন সীতাকুণ্ড বাসীর ওপর রহম কর।

হয়তবা,আমাদের চাওয়া মতো অনেক কিছুই পাওয়া হয়না।এই জন্য আমাদের মন খারাপ থাকে।আল্লাহকে দোষারোপ করি আল্লাহ আমার চাহিদা মোতাবে...
02/06/2022

হয়তবা,আমাদের চাওয়া মতো অনেক কিছুই পাওয়া হয়না।এই জন্য আমাদের মন খারাপ থাকে।আল্লাহকে দোষারোপ করি আল্লাহ আমার চাহিদা মোতাবেক নেয়ামত দান করেন নি। যখন আপনার এমনটা মনে হচ্ছে তখন আপনি আপনার বাসা থেকে বের হয়ে ফুটপাতে যান কত জন রাস্তায় বসে ভিক্ষা করছে।যখন আপনার পড়াশোনা ভালো লাগছে না তখন যেসমস্ত ছোট ছোট ছেলেমেয়ে রাস্তায় ফুল বা বিভিন্ন জিনিস বিক্রি করছে তাদের জিজ্ঞেস করুন -যেখানে আপনার পড়াশোনা ভালো লাগে না সেখানে তাদের পড়াশোনা স্বপ্ন কিন্তু টাকার অভাবে পারে না।

রুমের এসির মধ্যে শুয়েও যখন মনে হচ্ছে নেয়ামত পাচ্ছেন না তখন গভীর রাতে ফুটপাতের রাস্তা গুলোতে ঘুরতে যাইয়েন হাজারো মানুষ সেখানে শুয়ে আছে নেই কোন ফ্যান নাই ছাঁদ নাই দামি ব্লাংকেট।তাও তাদের আল্লাহর শুকরিয়া আদায়ের ত্রুটি নাই। আর আপনাকে এত দেওয়ার পর ও আপনি দোষারোপ করেন। আল্লাহর নেয়ামতে যারা শুকরিয়া আদায় করেনা তাদের মতো কপাল পোড়া কেউ নাই।

আমরা দন্দ করি দল নিয়ে কিন্তু আমাদের উচিত ছিল ভালো কিছু গ্রহণ করে খারাপ গুলো বর্জন করা।মনে রাখতে হবে সব মুসলিম ভাই ভাই। আ...
01/06/2022

আমরা দন্দ করি দল নিয়ে কিন্তু আমাদের উচিত ছিল ভালো কিছু গ্রহণ করে খারাপ গুলো বর্জন করা।মনে রাখতে হবে সব মুসলিম ভাই ভাই। আমাদের মাঝে বিভেদ লাগিয়ে নাস্তিকগুলো সুজোগ নিচ্ছে আর আমরা নিজেরাই নিজেদের মধ্যে জিহাদ করে সংখ্যা কমাচ্ছি।আফসোস

আপনাকে একটা নিদিষ্ট সময় গিফট করা,হয়েছে। এখন আপনার দায়িত্ব সময়গুলো হালালভাবে পার করে জান্নাতে যাবেন।নাকি হারামে পার করে জ...
31/05/2022

আপনাকে একটা নিদিষ্ট সময় গিফট করা,হয়েছে। এখন আপনার দায়িত্ব সময়গুলো হালালভাবে পার করে জান্নাতে যাবেন।নাকি হারামে পার করে জাহান্নামে। সুজোগ দেওয়ার মালিক আল্লাহ সুজোগকে কাজে লাগানোর দায়িত্ব আপনার।

30/05/2022

আপনার রব আপনাকে বারবার ডাকার পরও ফিরে আসছেন না।একদিন আপনি কাদবেন তখন আর সুজোগ দেওয়া হবে না।

প্রত্যেককেই আল্লাহ অনুধাবন শক্তি দিয়েছেন কিন্তু কেউ শয়তানের ফাদে পরে হারাইছে কেউ বা,রবের প্রেমে ধরে রাখছে।যার জন্য একজন ...
30/05/2022

প্রত্যেককেই আল্লাহ অনুধাবন শক্তি দিয়েছেন কিন্তু কেউ শয়তানের ফাদে পরে হারাইছে কেউ বা,রবের প্রেমে ধরে রাখছে।যার জন্য একজন হইছে দুনিয়ারদারি আরেকজন হইছে দ্বীনদারি

29/05/2022

সারাজীবন মিসকিন রয়ে গেল।

জীবন সংগ্রামে দুঃখ আসবে, কষ্ট পাবেন এটা ঠিক।কিন্তু সেই দুঃখ কষ্ট কাটিয়ে ওঠার মাধ্যমে আপনি আসল জয়ী,হবেন। আমরা যদি বলি আমর...
29/05/2022

জীবন সংগ্রামে দুঃখ আসবে, কষ্ট পাবেন এটা ঠিক।কিন্তু সেই দুঃখ কষ্ট কাটিয়ে ওঠার মাধ্যমে আপনি আসল জয়ী,হবেন। আমরা যদি বলি আমরা কখনো কষ্ট পাইনা তাহলে কথাটা ভুল। কারন মানুষ কষ্ট বিনা হয়না।আপনি যদি নিজেকে কষ্টবিহিন মানুষ মনে করেন তাহলে ফেরেস্তা হতে হবে কারন তাদের কোন দুঃখ নাই।তাহলে বুঝতে পারছি দুঃখ, কষ্ট শুধু আপনার নয় সবারই আছে।

সবচেয়ে ইমানদার ব্যাক্তিও কিন্তু মাঝে মাঝে দুঃখ, কষ্ট পায়।তাহলে চিন্তা আসতে পারে ইমানদার বান্দা তো আল্লাহর খুব প্রিয় তাহলে আল্লাহ তাকে দুঃখ দেয় কেন?এমন প্রশ্ন স্বাভাবিক।

আচ্ছা আপনার আন্ডারে একজন কাজ করে সে আপনার খুব ভক্ত, সব সময় আপনার শুকরিয়া করে। এখন আপনি পরীক্ষা করে দেখতে চাচ্ছেন লোকটা কি সত্যি আপনার ভক্ত। বিপদে পড়লে এই ভক্তি ছুটে যাবে না তো।সেইজন্য আপনি তাকে কিছু পরীক্ষা করলেন যখন দেখলেন লোকটা সত্যি আপনার ভক্ত তখন আপনি খুশি হলেন এবং বিশ্বাস দৃঢ করলেন।আর যদি দেখছেন সব মুখে মুখে তাহলে আপনি তার প্রতি আর আগের মতো বিশ্বাস স্থাপন করতে পারলেন না।

ঠিক মহান আল্লাহ মাঝে মাঝে প্রিয় বান্দাদের পরীক্ষা করে যদি পরীক্ষায় জয়ী লাভ করে তাহলে থাকে পুরষ্কার। আর জয়ী লাভ লাভ না করলে প্রথমত সুযোগ দেয় বা,সুধরালে নারাজ হয়।

সুতরাং, দুঃখ, কষ্ট আসবে সে সময় আল্লাহর ওপর বিশ্বাস রাখবেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমত পাবেন।

সানজিদা তানজিম মিতি

24/05/2022

এনায়েত উল্লাহ আব্বাসী সাহেবের গুরুত্বপূর্ণ আলোচনা

21/05/2022

আল্লাহ সিলেটবাসীর সহায় হন

21/05/2022

জান্নাত ও জাহান্নাম নিয়ে চমৎকার আলোচনা - মাওলানা মিজানুর রহমান আজহারী।

16/05/2022

এক খ্রিস্টানের প্রশ্ন চ্যালেন্জে চমৎকার উত্তর দিলে ড. জাকির নায়েক।

15/05/2022

এ যেন আমির হামজার প্রতিচ্ছবি। মাওলানা আলমগীর হোসেন বিপ্লবী

যে দেশে তোষামোদকারী সন্মান পায় আর সত্যের পথে সংগ্রামকারীর জেল হয় সে দেশে আর যাইহোক আর আল্লাহর রহমতের দৃষ্টি থাকবে না।জিত...
31/03/2022

যে দেশে তোষামোদকারী সন্মান পায় আর সত্যের পথে সংগ্রামকারীর জেল হয় সে দেশে আর যাইহোক আর আল্লাহর রহমতের দৃষ্টি থাকবে না।

জিতে গেল কওমী জননী বলা তোষামোদকারী।

03/02/2022

দেলওয়ার হোসাইন সাঈদীর ওপেন চ্যালেন্জ।

20/01/2022

জামাত ইসলামি নিয়ে চমৎকার গজল

সফল হতে চাও দ্বীনের পথে ফিরে এসো।হয়ত বলতে পারো আজ দ্বীনের পথে যারা আছে তারাই ব্যার্থ জীবনে সফল  হতে পারে না।কিন্তু তুমি ...
26/11/2021

সফল হতে চাও দ্বীনের পথে ফিরে এসো।হয়ত বলতে পারো আজ দ্বীনের পথে যারা আছে তারাই ব্যার্থ জীবনে সফল হতে পারে না।কিন্তু তুমি জান কি? তারা সবচেয়ে বড় সফল কারন তারা জান্নাত ক্রয় করছে জীবন দিয়ে।

20/07/2021

ঈদ মোবারক আপনি আপনার আপনার পরিবারকে।

23/06/2021

জ্বীনদের নিয়ে চমৎকার আলোচনা করলেন - মাওলানা ইয়াহিয়া তাকি

17/06/2021
12/06/2021

কবর।মাওলানা মাহামুদুল হাসান দদ

10/06/2021

নিজের চোখে বড় নয় মানুষের চোখে বড় হন।
Mizanur Rahman Azhari

কে ধনী কে গরিব সেটি দেখে মানুষ নির্বাচন করেননা।মানুষটাকে দেখুন তার ঈমান কতটা মজবুত তা দেখে তাকে তার প্রাপ্য সন্মান দিন।স...
10/06/2021

কে ধনী কে গরিব সেটি দেখে মানুষ নির্বাচন করেননা।মানুষটাকে দেখুন তার ঈমান কতটা মজবুত তা দেখে তাকে তার প্রাপ্য সন্মান দিন।সম্পদ গেলে সম্পদ আবার আসবে কিন্তু ঈমান যে সে ধরে রাখতে পারেনা।so be careful.

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sanzida Tanzim Miti posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category



You may also like