Nras. Nit's - Characteristics of life with rural.

Nras. Nit's - Characteristics of life with rural. আমার মুক্তি সর্বজনের এর মাঝে
দুঃখবিপদ তুচ্ছ –করা কঠিন কাজে Let's move forward at a fast pace for everyone. Today I think about the days to come.

�Today, it is a great asset to move forward at a fast pace and on a fast path with the trust of your own principles. In the future, we hope to ensure the childhood of every child. Let's run to the speed of the future in the successful peace of the society. This society is mine, let this society be bright with my speed, my rules. May my society be filled with peace, principles, politeness and disci

pline.
সৃষ্টিকর্তা দেশ বানিয়েছেন, মানুষ বানিয়েছে শহর
দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা শুধু সুশাসন নয়, এটা আত্মরক্ষা ও দেশপ্রেম ও বটে ।

প্রতিটি দেশ এর, তার নিজস্ব সরকার পাওয়ার অধিকার রয়েছে ।
দেশপ্রেমের মূল কথা হচ্ছে জনগনের কল্যাণে ব্যক্তিগত স্বার্থকে ত্যাগ করা ।
স্বদেশের উপকারে নাই যার মন, কে বলে মানুষ তারে পশু সেই জন ।

ব্যক্তি জন্ম নেয় এক মুষ্টি ধুলি থেকে সরল দীন, ব্যক্তির অন্তর থেকে জন্ম নেয় এক জাতি। ” –

আমি একটি স্বাধীন দেশের নাগরিক এর চাইতে বড় গৌরব আর কিসে হতে পারে ?” –

স্বাধীনতা এক অমূল্য উপহার যা আমাদের দিয়েছে বীর স্বাধীনতা সংগ্রামীরা।
যদি দেশের জন্য তোমার ভেতরে আবেগ না থাকে তাহলে তোমার শরীরে রক্ত না জল বইছে
যুদ্ধ খারাপ জিনিস, কিন্তু হয়তো সবথেকে খারাপ নয়। কিন্তু এক ক্ষয়ে যাওয়া অধঃপতিত দেশাত্ববোধ যা মনেকরে কোনো পরিস্থিতিতেই যুদ্ধ প্রয়োজন নেই – অনেক বেশি ভয়ানক ও চিন্তার। –
একটা আদর্শের জন্য লড়ে কারোর মৃত্যু হতেই পারে, কিন্তু মৃত্যুর পরেও সেই আদর্শ হাজারটা মানুষের মধ্যে বেঁচে থাকে।
কেবলমাত্র বোমা বা বন্দুক দিয়ে বিপ্লব আসেনা, বিপ্লবের তলোয়ার ধার পায় বৈপ্লবিক চিন্তাশক্তিতে। –
ব্যক্তি জন্ম নেয় এক মুষ্টি ধুলি থেকে সরল দীন, ব্যক্তির অন্তর থেকে জন্ম নেয় এক জাতি। ”
“ আমি একটি স্বাধীন দেশের নাগরিক এর চাইতে বড় গৌরব আর কিসে হতে পারে ?” –

মানবতার প্রতিটি জীবন ঘেরা ।
মানবতার প্রধান শিক্ষা এটাই যে দানের মাধ্যমে মানুষ কখনোই ফকির হয়ে যায় না।
জীবনের মূল মানেটা হলো নিজের সব কিছু দিয়ে মানবতার সেবা করা।
মানবতার ধর্ম হলো অন্যকে ভালোবাসা।
যে মূহুর্তে আপনার মানুষকে মানুষ এর মতো ভাবতে কষ্ট হয়, ঠিক তখনই আপনি মানবতা হারিয়ে ফেলেন।

কিছু মানুষ আছে যারা মানুষ হতেও অক্ষম।
আমি মানবতাকে ভালোবাসি কিন্তু মানুষকে ঘৃণা করি।
আপনার কখনোই মানবতার উপর থেকে বিশ্বাস হারানো উচিত নয়। কারণ পুরো মানবজাতি হলো এক সমুদ্রের মতো এখানে দু এক ফোটা নোংরা থাকলে কিন্তু পুরো সাগরটা দূষিত হয় না।

Address

Rajshahi
04.22

Alerts

Be the first to know and let us send you an email when Nras. Nit's - Characteristics of life with rural. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nras. Nit's - Characteristics of life with rural.:

Share

Category