SR. SOHEL

SR. SOHEL (AB) Positive

01/09/2024

আব্দুল্লাহ হিল কাফি স্যারের খুনির বিচারের দাবিতে মানববন্ধন
# আল হেলাল ইসলামি একাডেমি এন্ড কলেজে

#সাপাহার সরকারি কলেজ

26/08/2024

থুতু। আদইয়ান সামিন | নয়ন তালুকদার | বাংলা কবিতা

কবিতা- থুতু
কবি- নয়ন তালুকদার
আবৃত্তি- আদইয়ান সামিন

এই আমি থুতু দিলাম
আমার সমস্ত শক্তি দিয়ে
আমার সমস্ত ইচ্ছে শক্তি দিয়ে
নির্ভয় একুশের প্রত্যয়ে
স্বৈরাচারের মুখে এই আমি থুতু দিলাম।
না, চমকে ওঠেনি আমার হৃদয়
না, আমি ভয় পাইনি ফাঁসির দড়ায়
কার্তুজে কিংবা ট্রাকের চাকায়
ঠা-ঠা হাসিতে ফেটে পড়ছে আমার কন্ঠস্বর
-আর চুয়ান্ন হাজার বর্গমাইল জুড়ে
প্রতিধ্বনি তুলে স্বৈরাচারের সকল দেয়াল ভেঙে পড়ছে
ভিত ভেঙে পড়ছে চূড়ো ভেঙে পড়ছে।
আমি দাঁড়িয়ে মৃত্তিকায়,
আমার পা কাঁপছে না
আমি হাঁটছি মিছিলে,
আমার বুক কাঁপছে না
এমন দুরন্ত সময়ে, প্রিয়জন কেউ পিছু ডাকে না
না,
আমাকেও ডাকছে না।
এখন হবে জীবনের সাথে জীবনের কথা
মানুষের সাথে মুক্তির কথা
আর কতিপয় ঘাতক ছাড়া
আর কতিপয় তোষক ছাড়া
সমগ্র দেশ এখন একই কাতারে
এক বুক রক্তে ডুবে
নির্ভয় একুশের প্রত্যয়ে-
স্বৈরাচারের মুখে দশকোটি মানুষ থুতু দেবে
থুতু দেবে।

13/08/2024

গোপালগঞ্জ জেলা এবার স্বাধীন হবে।

11/08/2024

স্বাধীন বাংলাদেশ যুদ্ধ

11/08/2024

স্বাধীন বাংলাদেশ
আমাদের বাংলাদেশ
নতুন প্রজন্মের বাংলাদেশ

রক্তচোষক বোঝেনা..... কোলখালি হওয়া মায়ের বুকের ব্যথা,, বোনের কান্না,, ভাইয়ের চিৎকার করা আর্তনাদ!!! সময় এসেছে বুঝিয়ে ...
04/08/2024

রক্তচোষক বোঝেনা.....
কোলখালি হওয়া মায়ের বুকের ব্যথা,, বোনের কান্না,, ভাইয়ের চিৎকার করা আর্তনাদ!!!

সময় এসেছে বুঝিয়ে দেওয়ার...
🔴 tan45° Clause demands..☝️

03/08/2024
মা গো ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়
02/08/2024

মা গো ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়

01/08/2024

পানি লাগবে, পানি লাগবে কথাটি কানে বাজতেছে।কিন্তু সেই মানুষটি আর নাই

01/08/2024

ধন্যবাদ স্যার

12/07/2024

কেন আজ নতুন ক'রে
পরাণ তোমারে পাইতে চায়।
এত কাছে আছো তবু কেন
বুকে অসহ বিরহ হায়

11/07/2024

পুরুষ মানুষ অনেকটা খেজুর গাছের মতো।

আদর পায় না, যত্ন পায় না, কেউ জল দেয় না, সার দেয় না, গোঁড়ায় কেউ মাটি দেয় না, আরো বলে নিজের পায়ের তলার মাটি নিজে শক্ত করো!
অযত্নে অবহেলায় বেড়ে উঠে! বেড়ে উঠার পর কিন্তু তার কাছে প্রত্যাশা অনেক!
তার ফল খুব মিষ্টি, তার রসের জন্য হাহাকার, তার রসের গুড় চিনির চেয়ে কয়েকগুন বেশি উপকারী। তাকে বছরের পর বছর ক্ষতবিক্ষত করা হয়! যতদিন বেঁচে থাকে তাকে কাটা হয়, তার রস এক ফোঁটা এক ফোঁটা করে নিগড়ে নেওয়া হয়! রস নেওয়া শেষ হয়ে গেলে আর তার কোন কদর থাকে না, পথে ধারে একাকী অযত্নে অবহেলায় পড়ে থাকে!

আবার জীবন শেষ করে জ্বালানির কাঠ হিসেবে অধিক বিশ্বস্ত। মাছ ধরার ফাদ পাতার জন্য তার জুড়ি নেই।

তারপরও খেজুর গাছ কোন অভিযোগ করে না, কিছু প্রত্যাশা করে না, ভালোবাসা চায় না। শুধু ফল দিয়ে যায়, রস দিয়ে যায় আর মাথা উঁচু করে বেঁচে থাকে নিঃস্বার্থভাবে আপনার পরিবারের পুরুষ মানুষটির মতো।

08/07/2024


কৃষি প্রযুক্তি মেলা ২০২৪
উপজেলা কৃষি অফিস, সাপাহার, নওগাঁ।
# ,

15/01/2024

যদি তুমি Focus দাও Problem এর উপর, তাহলে আরও তোমার Problem আসবে। কিন্তু যদি Focus রাখো Possibility এর উপর, তবে জীবনে তোমার অনেক Opportunity আসবে।’

27/12/2023

মানুষ এই ভুলটা বেশি করে
নিজেকে ভেঙ্গে চুরে খচরা পয়সার মতো রেখে দেয়।
নিজেকে সীমাবদ্ধতার ভিতের রেখে প্রকাশ করো।
তাহলে দূর্বলতার সুযোগ নিতে পারবে না।

পুরুষ মানুষের পুরুষত্ব হলো টাকায়।আমার টাকা আছে আমার কদর আছে,সন্মান আছে। টাকা নেই কদরও নেই, সন্মানও নেই। পুরুষ মানুষের সৌ...
22/12/2023

পুরুষ মানুষের পুরুষত্ব হলো টাকায়।আমার টাকা আছে আমার কদর আছে,সন্মান আছে। টাকা নেই কদরও নেই, সন্মানও নেই। পুরুষ মানুষের সৌন্দর্য প্রেম কিংবা এক মাত্র প্রেমিকা টাকা। যে পুরুষের টাকার পাহাড়ে ঘুমায় তার গায়ের তলায় ভালবাসা জেগে থাকে। টাকাই আপনার ভালবাসাকে রাতের অন্ধকারে পাহারা দেয়।

আপনি পুরুষের টাকা আছে, সমাজ, পরিবার, আত্মীয় স্বজন,বন্ধুবান্ধব, এমনকি রাষ্ট্রও আপনার মাথায় হাত বুলাবে। আপনি যত টাকার মালিক আপনার বীরত্বের জায়গাটা ততো উঁচু।

পুরুষ মানুষ টাকা দিয়ে ভালবাসা কিনতে পারে। পৃথিবীতে মায়ের ভালবাসার সাথে কারো তুলনা হয় না, সেখানেও টাকাই দামী কাগজ। ধরুন আপনারা দুই ভাই এক ভাইয়ের কোন রকম সংসার চলে যায়,আর আপনি টাকার বিছানায় ঘুমান। তখন দেখবেন ভালবাসার ভাগ দুই ভাইয়ের মাঝে এমননি কম বেশি হয়ে যাবে।

ধরুন আপনি একটা মেয়েকে প্রচন্ড ভালবাসেন,মেয়েটাও আপনাকে ভালবাসে। মেয়েটার পরিবার সবই জানে।আপনি মেয়েটাকে ছাড়া বেঁচে থাকলেও লাশ হয়ে বাঁচবেন৷ মেয়েটাকে বিয়ের জন্য প্রস্তাব দেন তখন দেখবেন সেখানেও আপনি পুরুষ টাকায় দামী। টাকা থাকলে আপনার ভালবাসার মানুষকে হাসি মুখে ঘরে তুলে নিতে পারবেন। আর টাকা পয়সা না থাকলে, আপনাকে ব্যর্থতার বোঝা মাথায় করে চোখের জল দিয়ে অন্য কারো সঙ্গে, প্রিয়তমার উজ্জ্বল ভবিষ্যৎ চেয়ে চেয়ে দেখতেই হবে।।

আপনার কোন আত্মীয় বাড়িতে বেড়াতে যান, আপনার পকেটের টাকা দেখেই চেয়ারের ধুলো মুছে বসতে দিবে। তারপর মিষ্টি কথার আসর জমিয়ে দিয়ে।আপনার জন্য মোরগ পোলাও রান্না হবে।আর আপনার পকেটে টাকা নেই, আপনি দাঁড়িয়ে থাকার উপর দেখবেন আপনার বাড়ি ফেরার টিকিট ধরিয়ে দিবে।।

যে বন্ধুটার পিছনে আপনি টাকা খরচ করছেন,কিছুদিন টাকা খরচ করা বন্ধ করে দেন, তখন দেখবেন সেই বন্ধুটা আপনার নোটিশেও আর পাত্তা দিচ্ছে না।

আপনার সন্তানকে ভালো স্কুলে পড়াশোনা করাতে চান সেখানেও টাকার চেনা মুখ আপনি। চাকরি বাজারে যাবেন সেখানেও আপনার ভালো রেজাল্টের ভারী ডিগ্রির এক পাশে রেখে টাকার ব্যাগ খুজবে।
আপনার পরিবারের যে মানুষটা আপনাকে বেশি জানে, বুঝে, আপনার সেই স্ত্রীকে এক বেলা থেকে দুই বেলা না খাইয়ে রেখে দেখুন, সেও আপনাকে কথার পা দিয়ে লাথি মারবে।

আপনি পুরুষ পৃথিবীতে টাকাতেই দামী। নারী সৌন্দর্য, রুপ তার অলংকারে আর পুরুষ সৌন্দর্য টাকায়। টাকা নেই আপনি পুরুষ পৃথিবীতে শূন্য ফাঁকা এবং ফাপা।

22/12/2023

love +care =moom love+fear= Dad love+ fight = brother love+ help= Sister love+ life =lifepartnar
. ................... but.........
love+ Care+ help +fear +fight = bestfriend🥰🥀❤️

22/12/2023

শষ্যা থেকে তৈল

21/12/2023

21/12/2023

🥰জীবনে এমন বন্ধু বানাও যেনো আয়না আর ছায়ার মত হয়।🥰
কারণ আয়না কখনো মিথ্যা বলেনা আর ছায়া কখনো ছেড়ে যায় না 🥰🥀

12/12/2023

আল্লাহ উপর ভরসা রাখুন

27/11/2023

27/11/2023

সারা দুনিয়াটাই স্বার্থ
দুনিয়ার মানুষেই স্বার্থ
স্বার্থ ছাড়া
দুনিয়ার কেউ কাউকে ভালোবাসে না ।
টাকা আছে -
আপনার বন্ধু আছে।
টাকা আছে, আপনার ভাই আছে।
টাকা আছে-
আপনার বোনের অভাব নাই।
টাকা আছে-
আপনা ভাইয়ের অভাব নাই।
টাকা আছে -
তো দুনিয়ার আত্মীয় স্বজনের অভাব নাই।
টাকা নাই,তো আপনার আপন জন আপনাকে চিনবেনা।

13/11/2023

👉🥀আজ কাল বন্ধুত্ব স্বার্থের নিচে
চাপা পড়ে যায়,স্বার্থ ছাড়া এখন আর
কোনো বন্ধুত্ব দেখা যায় না।
মনের বন্ধুত্ব অনেক মূল্যবান,
অন্য সব আকর্ষণের চাইতেও মূল্যবান যা নগন্য

SR.SOHEL

13/11/2023


# SR.SOHEL

13/11/2023

❤️যে মানুষটার
সাথে আমার কখনো ছবি তোলা হয়নি,
সে মানুষটা আমার বাবা।

Address

Sapahar Naogaon
Rajshahi

Telephone

+8801727156279

Website

Alerts

Be the first to know and let us send you an email when SR. SOHEL posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SR. SOHEL:

Videos

Share


Other Digital creator in Rajshahi

Show All