RUET Library

RUET Library "Heaven's Light Our Guide"

10/12/2023
সরকারী সকল অফিসে এখন থেকে ইন্টার্নিশিপ করতে পারবে শিক্ষার্থীরা। স্নাতক/স্নাতকোত্তর/ সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ভাত...
10/12/2023

সরকারী সকল অফিসে এখন থেকে ইন্টার্নিশিপ করতে পারবে শিক্ষার্থীরা।

স্নাতক/স্নাতকোত্তর/ সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

ভাতা এবং সনদ প্রদান করা হবে ইন্টার্নদের।

স্নাতক/স্নাতকোত্তর সম্পন্নের ২ বছরের মধ্যে করতে হবে আবেদন।

09/12/2023

RUET Career Forum (RCF) এর Career Catalyst ইভেন্টে আমি উৎসাহ নিয়ে অংশগ্রহণ করেছিলাম। পাঁচজন স্পিকারের মধ্যে আমার চারজনের কথাই শিক্ষণীয় মনে হয়েছে বিশেষ করে পাঠাও এর কো-ফাউন্ডার সিফাত আদনান ভাইয়ের ইন্ডাস্ট্রি সম্পর্কে প্র্যাক্টিক্যাল কথাগুলো খুব ভালো লেগেছে।

যেই একজনকে ফালতু মনে হলো সেটা হলো সুশান্ত পাল। হতে পারে উনি অনেক সফল ও মেধবী তবে ক্যারিয়ার নিয়ে কথা না বলে উনি আজকে দুই ঘণ্টা ধরে নিজের দর্শন প্রচার করলেন। এটা শুনতে তো আমি টাকা দেইনি। বিসিএস/সরকারি চাকরির বিষয়ে কোন তথ্যবহুল আলোচনা না করে উনি করলেন মুভি রিভিউ। যেহেতু উনি এমন প্রোগ্রামে কথা বলার জন্য কোন টাকা নেন না তাই যেন তাঁকে যা খুশি তা বলতে দিতে হবে।

আর RCF এর মিসম্যানেজমেন্ট নিয়ে কি আর বলবো। কোন টাইমই মানা হয়নি। একদিনের প্রোগ্রাম হয়ে যায় দুইদিন। আবার যেই টাইম দেয় তার দেড় ঘণ্টা পর শুরু করে। আর প্রথমদিনের খাবারের পরিমাণ তো ছিল লজ্জাজনক, একটা ডিম দিয়েছে তাও হাফ। দ্বিতীয় দিন তো কিছু দেয়ইনি। বুঝলাম RCF এর নাম তো আর এমনে এমনে খারাপ হয়নি।
©Sheikh Shafi

09/12/2023

"তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয় গুচ্ছ"

২০২৩-২৪ শিক্ষাবর্ষে তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একটি গুচ্ছে পরীক্ষা নিতে পারে বলে জানা গেছে। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। চলতি সপ্তাহে সভা করে এ বিষয়ে প্রাথমিক সিদ্ধান্তে আসতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম গত ৫ নভেম্বর বলেন, ভর্তি পরীক্ষার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আগামী সপ্তাহে (চলতি) সভা হতে পারে। এরপর এ বিষয়ে বলা যাবে।

"আচ্ছা রুয়েটের জন্য আপনার আবেগ বেশি কাজ করে নাকি বিবেক?"ছবিটা তোলার সময় আবেগের বহিঃপ্রকাশ ঘটে পরিস্ফুটন হয়েছিল। জীবন ...
08/12/2023

"আচ্ছা রুয়েটের জন্য আপনার আবেগ বেশি কাজ করে নাকি বিবেক?"
ছবিটা তোলার সময় আবেগের বহিঃপ্রকাশ ঘটে পরিস্ফুটন হয়েছিল। জীবন যুদ্ধে পিছিয়ে থেকেও অনেক বিশালতার মধ্যে দিয়ে যেতে হয়েছে। এই পাঁচ বছরে অনেক কিছু দেখলাম, শিখলাম জিতলাম, হারিনি কখনো। কারণ আমি হার মানতে জানি না। ভালোবাসার ভিক্ষা করে যখন হেরে গিয়েছি, তখন জীবন বোধের জায়গাটা অস্বীকার করা ছাড়া উপায় নেই।
সে অনেক কাহিনী পাঁচ বছরের এখনো অনেক দূরের পথ পাড়ি দিতে হবে। জানি না‌ কতদূর যেতে পারবো। তবে এর মধ্যে থেকেও কনফিডেন্ট থাকুক অটুট।
সবাই আমাদের এডমিন, মডারেটর প্যানেলের জন্য দোয়া করবেন।

07/12/2023

Stop Visiting this s**t vlog 🐍

Sushanta Paul  is coming at RUET
06/12/2023

Sushanta Paul is coming at RUET

"হিজাব করেও পুরস্কার জেতা যায়, চাইলে সব পারা সম্ভব।"
06/12/2023

"হিজাব করেও পুরস্কার জেতা যায়, চাইলে সব পারা সম্ভব।"

ছোট বাচ্চারা ইন্জিনিয়ারিং এ ভর্তি হবার আগে বড় ভাইয়া আপুদের সার্ভের ছবি ভালো করে পর্যবেক্ষণ করে নিও।
05/12/2023

ছোট বাচ্চারা ইন্জিনিয়ারিং এ ভর্তি হবার আগে বড় ভাইয়া আপুদের সার্ভের ছবি ভালো করে পর্যবেক্ষণ করে নিও।

আলহামদুলিল্লাহ।।আমাদের বিইসিএম পরিবারের বহু কাঙ্খিত স্বপ্ন আজ পূরণ হয়েছে।।।অফিসিয়ালি ৪৬ তম বিসিএস সার্কুলার এ ক্যাডার সা...
04/12/2023

আলহামদুলিল্লাহ।।
আমাদের বিইসিএম পরিবারের বহু কাঙ্খিত স্বপ্ন আজ পূরণ হয়েছে।।।
অফিসিয়ালি ৪৬ তম বিসিএস সার্কুলার এ ক্যাডার সার্ভিসে বিইসিএম এর সাব্জেক্ট কোড রোডস,গণপূর্ত,জনস্বাস্থ্য প্রকৌশল সহ শিক্ষা ক্যাডারে যুক্ত হয়েছে।।।
সকল বিইসিএম এর শিক্ষার্থীদের জন্য শুভকামনা।।।
(৩৩৬ বিইসিএম কোড নাম্বার)

03/12/2023

কোন কারিকুলাম আপনার সন্তানকে 'আইন্সটাইন' বানালেও আদৌ 'সততা' শেখাতে পারছে কি না, সেটাই মনে হয় আলোচনার মুখ্য বিষয় হওয়া উচিৎ। কারণ, সমাজটা টেকার জন্য ঐ 'সৎ' মানুষটারই এখন সবচেয়ে বেশি প্রয়োজন।
Mohiuddin Nirob
Lecturer,Dept. of CSE, RUET.

03/12/2023

"CG নাকি Career??"
Come and arise your question on 7 December at RUET Auditorium.

03/12/2023

"How was your lockdown?"
Lockdown have learnt us a lot of things but it have taken our valuable times... but this times reminds our next steps.

RUET-RU road: New Decorations
02/12/2023

RUET-RU road: New Decorations

"টাকা ইনকাম করার সুবর্ণ সুযোগ থাকছে এখন রুয়েটে!" নিজের আইডিয়া শেয়ার করে এখনি ছাত্রাবস্থায় নিজের যোগ্যতা এবং অর্থনৈতি...
29/11/2023

"টাকা ইনকাম করার সুবর্ণ সুযোগ থাকছে এখন রুয়েটে!" নিজের আইডিয়া শেয়ার করে এখনি ছাত্রাবস্থায় নিজের যোগ্যতা এবং অর্থনৈতিক ভাবে সাবলম্বী হবার সুযোগ এখন রুয়েটে!!

25/11/2023

"EEE Night performance"
Asif Ekram
MD Shariar Kabir
Farhan Shoron
EEE 21

24/11/2023

©Istiak ME'22

23/11/2023

ক্যাম্পাসে চাদঁরাত, মধ্যরাত পেরিয়েছে আগেই । হেমন্তের মৃদুমন্দ বাতাসে দেবদারুর পাতায় পাতায় দ্বন্দ্বের আওয়াজ , তাতে শীতের আবহ নেহাত কম নয়।

একদল মহা সমারোহে ফুটবল খেলছে আলো জ্বালিয়ে, মাঠের প্রানবন্ততা বিকেল থেকে কম নয় । হলের ভিতরে ব্যাডমিন্টন খেলছে আরেক দল ।

ফটকের কাছে জটলা হয়ে কত গল্প, সহসাই চিৎকার করে হাসে , যেন মাঝরাতের কোন পাত্তাই নেই ।

একটু এগিয়ে টং এ কয়েকটা সমাবেশ, একদল গিটার কাহনে হারিয়েছে, আরেকদল অট্টহাসি আর আড্ডায় ব্যাস্ত । বিচ্ছিন্ন কয়েকজন চা আর সিগারেটে কোন এক মহা সমীকরনে একাগ্র হয়ে ভাবনায় বিলীন।

হাটতে হাটতে এডমিন বিল্ডিং, এখানে চেয়ার বসিয়ে, স্টাম্প আর জুতোয় দেয়া সীমানায় ক্রিকেট খেলছে আরেকদল । আচার ভঙ্গিমায় বেশ অনুজ মনে হয় ।

আজ লো সিজি চত্তর ফাঁকা‌ ! সবছেড়ে সামনে তালাইমারি বি এস বি র চা ওয়ালা মামা পসরা গুটিয়ে নিচ্ছেন আর গলা খুলে গাইছেন " পাগল হবো, পাগল নেবো, যাবো পাগলের দেশে, এই পাগলকে ঠেলে দিব সেই পাগলের কাছে"

ক্যাম্পাসকে মহামারীর পর এমন প্রানবন্ত দেখিনি, বোধহয় সেভাবে খেয়াল করা হয়ে ওঠেনি। খেয়ালিপনার খরচে বেঁচে আছে হাতেগোনা কয়েকটা দিন । তবে একসময় আমরাও ছিলাম...

প্রথম বর্ষে একবার পি এল এর মাঝে ঠিক করলাম আজ সারারাত আড্ডা আর ঘুরোঘুরি, হঠাৎ এক বড়ভাই এর রুমে হানা । রাত দুইটা এগিয়ে, ভাই লিনিয়ার সিস্টেম পড়ছিলেন কারন পরদিন সি টি ।

তবুও ভাই সময় দিলেন, হলের ছাদে‌ আড্ডা হলো, ভাই নিমকি খাওয়ালেন । কীসের আবার পরীক্ষা!!

একে একে ভাইরা ক্যাম্পাস ছাড়লেন, পরের সিরিজের ভাইরাও ছাড়লেন । এখন এসে আমাদের বাকি সবে কটা দিন ।

এসময় টং জুড়ে আমাদের আড্ডা বসতো, সবখানেই কেউ না কেউ‌ থাকতো । তা আর রইলো কই ? সবাই কেমন মুখ-লুকো হয়ে গেল । আসপাশে প্রায় সবাই অচেনা, এককাপ খেয়ে উঠে যাওয়া ।

অমন আর হয়না খুব সহসা । নানান নিকেশের চাপে ভেঙেছে কত কত সম্পর্ক গুলো, আর জোড়া লাগেনি । বোধহয় লাগবেও না । হঠাৎ সাক্ষাতে প্রানহীন হাসির উপর বিদ্বেষের উপরিপাতন সুস্পষ্ট...

22/11/2023

Abid, EEE-20

BECM new shifting
22/11/2023

BECM new shifting

21/11/2023

"রাজশাহীতে ককটেল বিস্ফোরণে রুয়েট শিক্ষার্থী আহত"

"সবাই সাবধানে চলাচল করি"

রাজশাহীর খবর রাজশাহীতে ককটেল বিস্ফোরণে রুয়েট শিক্ষার্থী আহত
রাজশাহীতে ককটেল বিস্ফোরণে রুয়েট শিক্ষার্থী আহত

রাজশাহীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাজশাহী নগরীর রেলগেট এলাকার কবরস্থানের সামনের এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, কামারুজ্জামান চত্বর (রেলগেট) কবরস্থানের সামনের রাস্তার উপর দুইজন মোটরসাইকেল আরোহী একটি ককটেল ছুড়ে মারে। এ সময় বিকট শব্দে সেটি বিস্ফোরিত হয়। পরে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এতে রুয়েটের এক শিক্ষার্থী আহত হয়েঠেন।

তার নাম শ্রী সংগ্রাম কুমার (২৪)। তিনি EEE বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী। রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সেলিম হলে থাকেন।

নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, সন্ধ্যা রেলগেট এলকায় দুইজন লোক একটি বস্তু ছুড়ে মারে। সেটি বিট শব্দে বিস্ফোরিত হয়। তবে এটি ককটেল কী না সেটি এখনই বলা সম্ভব নয়। আমরা আলামত সংগ্রহ করছি।
ওসি বলেন, ঘটনার পর থেকেই নগরীর রেলগেট এলকায় আইন শৃঙ্খলা বাহিনীর মোতায়েন আছে। তবে এই ঘটনায় একজন আহত হয়েছে। যান চলাচলও স্বাভাবিক আছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
©SILK CITY NEWS

19/11/2023

"রুয়েটে সর্বত্রে স্থাপন করা হবে অভিযোগ বক্স"

এবার শিক্ষকরা বুঝতে পারবে তাদের প্রতি কতো ক্ষোভ থাকে ছাত্র ছাত্রীদের থেকে।

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) একাডেমিক ও প্রশাসনিক বিষয়ে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং অভিভাবকদের যে কোন অভিযোগ দাখিল করার জন্য অভিযোগ বক্স স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

আগামী ২ ডিসেম্বর অভিযোগ দাখিলের বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য শোভাযাত্রা ও আলোচনা সভা আয়োজন ছাড়াও ক্যাম্পাসের ভিতরে লিফলেট বিতরনের সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় অভিযোগ প্রতিকার ব্যবস্থা সংক্রান্ত কমিটির সমন্বয়ক অধ্যাপক ড. মো. আশরাফুল আলম, আপিল কর্মকর্তা এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল আওয়াল, পরীক্ষা নিয়ন্ত্রয়ক মো. তৌহিদ আরিফ খান চৌধুরী, অডিট সেলের উপ-পরিচালক শেখ মো. মেসবাহুল আরেফিন অংশগ্রহণ করেন। সভা পরিচালনা করেন এই কমিটির সদস্য সচিব ও অতিরিক্ত রেজিস্ট্রার মো. সদর উদ্দীন।

18/11/2023

ইরাসমাস মুন্ডুস স্কলারশিপের এপ্লিকেশন প্রিয়ড রিসেন্টলি শুরু হয়েছে। আশা করি মোটামুটি সবারই আইডিয়া আছে এই স্কলারশিপের বিষয়ে। কিছু এক্সট্রা তথ্য -
১. ইউরোপের মোস্ট প্রেস্টিজিয়াস স্কলারশিপ।
২. প্রতিমাসে ১৪০০ ইউরো স্টাইপেন্ড + টিউশন ফি ফ্রি।
৩. ইউনিক প্রোগ্রাম অ্যান্ড কোর্স কারিকুলাম।
৪. ইউরোপ ঘোরার সুযোগ 😅
ফর ১৭-১৮ সিরিজ
(এপিয়ার্ড অথবা ফাইনাল ইয়ার সার্টিফিকেট)+গ্রেডশিট দিয়ে এপ্লাই করা যায়, So, I'd suggest to apply if anyone wants.
©Fahim Tahmid

Tonmoy Islam Vai (41th BCS admin recommended)
18/11/2023

Tonmoy Islam Vai (41th BCS admin recommended)

"ফিলিস্তিনের পক্ষে একাগ্রতা পোষণ করে ইসরাইলের বিরুদ্ধে একটা প্রতিবাদী টিম"CFPE-20 team participated in the RUET inter de...
17/11/2023

"ফিলিস্তিনের পক্ষে একাগ্রতা পোষণ করে ইসরাইলের বিরুদ্ধে একটা প্রতিবাদী টিম"
CFPE-20 team participated in the RUET inter department 20 series cricket tournament with a special jersey,,,
It was to pay tribute to the resilient Palestinian people!

The message is loud and clear "Against oppr_ession🗣️. Always!"

"ভর্তি থেকে পুনর্মিলনী পর্যন্ত কন্টকাকীর্ণ যাত্রাপথ"
14/11/2023

"ভর্তি থেকে পুনর্মিলনী পর্যন্ত কন্টকাকীর্ণ যাত্রাপথ"

"ছাত্রত্বের মেয়াদ বৃদ্ধি পাচ্ছে রুয়েটে"
13/11/2023

"ছাত্রত্বের মেয়াদ বৃদ্ধি পাচ্ছে রুয়েটে"

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 🍀✌️
13/11/2023

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 🍀✌️

Juena,CE-20
09/11/2023

Juena,CE-20

সতর্কতা পোস্ট :রামেক, আট নং ওয়ার্ডে ইতি চাকমা যন্ত্রকৌশল বিভাগের ছাত্র  ( রুয়েটের পাশে নর্দানের মোড়েরাস্তায় চলমান বাইক দ...
09/11/2023

সতর্কতা পোস্ট :
রামেক, আট নং ওয়ার্ডে ইতি চাকমা যন্ত্রকৌশল বিভাগের ছাত্র ( রুয়েটের পাশে নর্দানের মোড়েরাস্তায় চলমান বাইক দূর্ঘটনায়) বাইকের সাথে দূর্ঘটনায় আহত অবস্থায় তাকে ভর্তি করানো হয়েছে , মাথায়, পায়ে আঘাত পেয়েছে, মাথায় সেলাই দিয়েছে। ভিসি রুয়েট সহ আমি আমার বিভাগের নবীন শিক্ষকদের নিয়ে গিয়েছিলাম রাতে। ছবিতে ভিসি স্যার, ব্যায়াম করা অবস্থায় শুনামাত্র মেডিকেলে চলে এসেছেন। ওর চিকিৎসার ব্যাপারে স্যার খোঁজ নিয়েছেন, ডক্টরকে বলে এসেছেন। ভিসি স্যারের নির্দেশনায় ওর চিকিৎসার প্রয়োজনীয় সকল সহযোগিতা বিভাগ করছে। কিছুক্খন আগে ডিউটি ডক্টরকে ফোন করেছিলাম, তার মতে এক্সরে, সিটিস্কান ও অন্যান্য রিপোর্টে সমস্যা মনে হচ্ছে না, আজ সিনিয়র ডক্টর দেখেছেন ওনি বলেছেন সমস্যা নাই। রিলিজ দিবে আজ।
আমরা সকলে রুয়েটের সামনে ও পাশের ক্রস রোডে পারাপারে সাবধানতা অবলম্বন করি। সিটি কর্পোরেশন কতৃপক্ষের কাছে অনুরোধ করি ডিভাইডার তৈরী করে রুয়েটের students সহ সাধারণ যাত্রী নিরাপত্তা নিশ্চিত করি। প্রধান প্রকৌশলী, রাসিক Md Noor Islam Tushar ভাই, প্লিজ বিষয়টা গুরুত্বের সাথে দেখুন, আপনার ছোট ভাইদের নিরাপত্তা নিশ্চিত করুন।

Prof Dr. Rabiul Islam Sir , Head of ME

একটা গল্প শেয়ার করি।রুয়েটে যখন ভর্তি হই, মনে খুব রঙ ছিল। পরিচয়পর্বে সিনিয়র ভাইদের থেকে ইন্সপায়ার্ড হয়ে প্রথম সেমিস্টারে ...
09/11/2023

একটা গল্প শেয়ার করি।

রুয়েটে যখন ভর্তি হই, মনে খুব রঙ ছিল। পরিচয়পর্বে সিনিয়র ভাইদের থেকে ইন্সপায়ার্ড হয়ে প্রথম সেমিস্টারে ম্যাথে ইচ্ছাকৃত ভাবে ব্যাকলগ খাই। সিজিপিএ ২.৯৮, ১ ব্যাকলগ। এখনো স্পষ্টভাবে মনে আছে, বন্ধু শান্ত-র সাথে বাজি ধরে সেমিস্টার ফাইনালে সাদা-খাতা জমা দিয়েছিলাম। তখন ব্যাকলগ খাওয়া-ই ছিল গর্বের বিষয়।
দ্বিতীয় সেমিস্টারে অবস্থা আরো খারাপ, জিপিএ ২.৫৪, ১ ব্যাকলগ। একটা মানুষ ঠিক কতটা খারাপ পরীক্ষা দিতে পারলে ২.৫৪ জিপিএ পাইতে পারে আমার জানা ছিল না, কিন্তু আমি খুশি ছিলাম, কারণ আমার রুমমেটের সিজি আমার থেকেও কম ছিল🤣। ফার্স্ট ইয়ার শেষে সিজিপিএ ২.৭০, ১ ব্যাকলগ।

সেকেন্ড ইয়ার শুরু করলাম, ডিসেন্ট স্কোর করলাম। থার্ড আর ফোর্থ সেমিস্টারে জিপিএ যথাক্রেমে ৩.০২, ৩.০৬। সেকেন্ড ইয়ার শেষে সিজিপিএ ২.৮৫।
হঠাৎ, হায়ার স্টাডিজের স্বপ্ন দেখা শুরু করলাম, আমাদের জীবনের টার্নিং পয়েন্ট। ২০১৯-২০ সাল, এমন অনেক রাত গেছে শুধু ইউনিভার্সিটি ওয়েবসাইট ঘাটতে ঘাটতে কখন সকাল হয়ে গেছে খেয়াল নাই। রাতের পর রাত, দিনের পর দিন, শুধু ওয়েবসাইট ব্রাউজ করেই গেছি, কেন জানি ১ সেকেন্ডের জন্যও বোরিং লাগতোনা, হয়তো স্বপ্ন বলতে এটাই ছিল।

কোভিড আসলো, দিন যেতে লাগলো, আর আমিও ফ্রাস্ট্রেটেড হতে লাগলাম। কোভিডের সময়টা আমি যে কিভাবে কাটিয়েছি, শুধুমাত্র আমার সৃষ্টিকর্তা আর আমি জানি। দিনের পর দিন ভার্সিটি বন্ধ, আর আমার হতাশা বাড়তে থাকে। এর মধ্যে ৩-১ এর রেজাল্ট পাব্লিশ হল, জিপিএ ৩.৯১, সিজিপিএ ৩.০৯।

অবশেষে ইউনিভার্সিটি খুললো, ৩-২ আর ৪-১ এর এক্সাম প্রায় একই সাথে হলো। এক্সাম শেষ হওয়ার পর-পরই ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং আর রোজার ছুটি শুরু। রুয়েটকে এতটাই অবিশ্বাস করতাম যে ঐ মুহুর্তে আইএল্টসের প্রিপারেশন নিতে শুরু করলাম, কারণ রুয়েট থেকে আমি কখন গ্রাজুয়েট হতে পারি তার কোন নিশ্চয়তা নেই।

অবশেষে সবকিছু শেষ করতে করতে জানুয়ারি, বের হলাম সিজিপিএ ৩.৩৩ নিয়ে। কিন্তু এমন সময় গ্রাজুয়েট হলাম যখন সবগুলার ডেডলাইন গায়ের উপর এসে পড়েছে। একটা মোটিভেশন লেটার লিখতে কি পরিমান এফোর্ট লাগে সেটা আশা করি যারা হায়ার এডুকেশনে আছেন তাদের জানার কথা, আমাকে জাস্ট ২-৩ সপ্তাহের মধ্যে প্রায় ১৫টা কোর্সের জন্য মোটিভেশন লেটার লিখতে হয়েছিল এন্ড আই নো হাও ডিড আই ম্যানেজ দোজ থিংগস।

সবশেষে এপ্রিলে ইরাসমাস মুন্ডুস স্কলারশিপের অফার লেটার হাতে পেলাম, যেটা আমার কাছে স্বপ্নের থেকেও বেশি। ৩ টা কোর্সের ইন্টারভিউ কল, ৪ টা রিজার্ভ লিস্ট, একটা স্কলারশিপ।

হয়তো অনেক বড় কিছু এচিভ করিনি, কিন্তু এটা আমার কাছে আইভি লীগের কোন ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার থেকে বড় কিছু ছিল, Because this was the dream I'd been cherishing.

I don't know why I've written this post. Although some people might think that It's to show this off, it's to inspire people who are in vulnerable position like me. Alhamdulillah, I'm lucky enough to have this opportunity but luck was just a catalyst and this was "Achieved" by my hard work, "not given".

Thanks for your time.

Tahmid, CFPE'16
Erasmas Mundas Scholarship achiever

06/11/2023

🍀

১০ নভেম্বর পর্যন্ত ইনোভেশন হাব বন্ধ থাকবে!
05/11/2023

১০ নভেম্বর পর্যন্ত ইনোভেশন হাব বন্ধ থাকবে!

04/11/2023

"অনেকেই Student Life এ Earning নিয়ে চিন্তিত থাকেন এটা একটা সমাধান হতে পারে"
📣Work from home opportunity 💡

Req. Skill: যারা ইন্টারনেট থেকে কোনো টপিকে রিসার্চ করে লিখতে জানে তাদের জন্য এই সুযোগ।

How to join the team:
একটা নির্দিষ্ট টপিকে essay লেখার স্যাম্পল পাঠাতে হবে। লেখার মান Avg Minimum Quality হলে asap যোগাযোগ করা হবে ।

How much Will I gain : More than a regular tuition fee amount in Rajshahi by completing 2/3 tasks a week.

How to be a part of the team :
Visit our telegram guideline group for further details about your writing sample. Telgm Link is Below & Don't send fb message pls.
t.me/writingnearning

Afzal, URP'17

অবশেষে রুয়েটে লোকাল উৎপাত কমবে....সাধুবাদ জানাই রুয়েট প্রশাসনকে 🍀
03/11/2023

অবশেষে রুয়েটে লোকাল উৎপাত কমবে....
সাধুবাদ জানাই রুয়েট প্রশাসনকে 🍀

এইবার ১৭ সিরিজের ক্লিয়ারেন্সের ক্ষেত্রে রুয়েট শিক্ষা শাখা যে আন্তরিকতা ও সহযোগিতা দেখেছি, তা সত্যিই প্রণিধানযোগ্য।... আম...
18/10/2023

এইবার ১৭ সিরিজের ক্লিয়ারেন্সের ক্ষেত্রে রুয়েট শিক্ষা শাখা যে আন্তরিকতা ও সহযোগিতা দেখেছি, তা সত্যিই প্রণিধানযোগ্য।...
আমাদের আর্জেন্সির কথা বিবেচনায় রেখে, দ্রুততম সময়ের মধ্যে সার্টিফিকেট প্রদান, অফিস আওয়ারের পরেও রাত অবধি স্টুডেন্টদের সেবা প্রদান, এই সবকিছুর জন্যেই রুয়েট শিক্ষা শাখার যেসব কর্মকর্তা ও কর্মচারী জড়িত ছিলেন ও আছেন, তাদের সকলকে আমি ব্যক্তিগতভাবে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এই আমূল পরিবর্তন আনয়নের জন্যে রুয়েট প্রশাসনকে ও আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় উপাচার্য স্যারকে আমার অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা ও ধন্যবাদ জানাচ্ছি...

আমাদের প্রাণের RUET এর উত্তরোত্তর সমৃদ্ধি হোক...❤️

Live RUET, Life RUET, LOVE RUET... ❤️❤️❤️

©Abu Hena

সুন্দর কিছু উদ্ভাবন সব সময় অনুপ্রেরণা দেয়।On the day, 17th October, 2023, our First Go-kart for "FKDC season 7"  was r...
18/10/2023

সুন্দর কিছু উদ্ভাবন সব সময় অনুপ্রেরণা দেয়।
On the day, 17th October, 2023, our First Go-kart for "FKDC season 7" was revealed officially by our honourable Vice Chancellor, Dr. Engr. Md. Jahangir Alam sir. Our Honourable Head of the department of Mechanical Engineering, Dr. Md Rabiul Islam Sarker Sir and our Advisor, Lecturer of ME Department,
Miftahul Mobin Chowdhury Shabdik Sir were also present on the ceremony.

"Team Annexe"-
✓✓FKDC season 7 is going to held on 29th october, 2023 in Coimbatore, Tamil Nadu, India. Keep us in your prayers for our upcoming competition.

IPE ????????????????????????????????????????
16/10/2023

IPE ????????????????????????????????????????

15/10/2023

অনলাইনে দেখে আক্ষেপ পূরণ করেন সবাই!!
Masha রুয়েটে শুধু আইপিই ছাড়াও আরো ডিপার্টমেন্ট আছে🤐

Address

Rajshahi

Opening Hours

Monday 08:00 - 17:00
Tuesday 08:00 - 17:00
Wednesday 08:00 - 17:00
Saturday 08:00 - 17:00
Sunday 08:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when RUET Library posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RUET Library:

Videos

Share


Other News & Media Websites in Rajshahi

Show All

You may also like