Film by Naim

Film by Naim Hey Beautiful People’s. If my video Make you smile on your rough day then keep supporting me. 😊
(1)

14/12/2023
25/11/2023

এক পুরুষের স্পর্শ পেলে অন্য পুরুষকে ভুলে যাওয়া নারীর ধর্ম! নারী প্রথম পুরুষের স্পর্শ ভুলে না। আমার ঠোঁটের কলঙ্ক তোমার ঠোঁটে রেখে দিলে, তুমি আর ঘূনাক্ষরেও আমার হবেনা। গত শীতেই চোখ রাঙিয়ে তুমি অন্যের হয়ে গেছো। শীতের চাদর বদলানোর মতো যাদের প্রেমিক বদলানোর স্বভাব, তাদের লায়লী মজনুর প্রেম কাহিনী শুনিয়ে লাভ নেই। নষ্টামি মনের মধ্যে থাকলে বোরকা পড়েও নষ্টামি করবেই। নষ্টা রা কান্না বুঝে না, আবেগ তাদের কাছে পানির মতো সস্তা ।

আবেগ দিয়ে দুই চার লাইন কবিতা হলেও সংসার হয় না। তুমি আমার প্রেমিকা বলার আগে তুমি আমার বন্ধু বলতে শিখো। যার সাথে সম্পর্কে আছো তাকে বুঝাও,
-পৃথিবীতে নিয়তি নামে একটা খেলা আছে। নিয়তি যদি তোমাকে আমাকে এক না করে, বন্ধুত্ব বাঁচিয়ে রেখো।
'তোমাকে ছাড়া বাঁচতে পারবো না', কখনো বলো না। তাকে শেখাও, বুঝাও, নিয়তি না চাইলে তোমাকে আমাকে একাই থাকতে হবে। অন্যের খাঁচায় বন্দি হয়ে হলেও তুমি সুখে থাকবে। তুমি সুখে থাকলে আমার মুখে হাসি থাকবে। আমার মনে শান্তি থাকবে ।

কালবৈশাখী ঝড়ে ঘর ভেঙে গেলে দেখবেন, ভিঁটেমাটি থাকে। সেই ভিঁটেমাটি আঁকড়ে ধরে আবার নতুন করে ঘর সাজিয়ে নিন। সম্পর্কের ক্ষেত্রে একই, বিচ্ছেদ হয়ে গেলেও সম্মান হারাতে দিয়েন না। সম্মান টুকু আঁকড়ে ধরে বেঁচে থাকুন।মানুষ মরে গেলেও ভালোবাসা মরে না ।

কখনোই কারো উপর সম্পূর্ণ নির্ভরশীল হবেন না। প্রিয় একটা সময় প্রিয় থাকে না। বৃষ্টিতে একাই ভিজতে হবে
সবসময় কেউ একজন মাথার উপর ছাতা ধরবে না ।
জ্বর চুমু তে সেরে উঠেনা, এন্টিবায়োটিক লাগে প্রিয়।

- কাজল পারভেজ

24/11/2023

টাকা ছাড়া জীবন ভয়ংকর অসুন্দর! শুধু টাকার কাছে হেরে যায় সকালের রাজসিক ঘুম, বিকেলের মাঠে খেলা, প্রিয় মানুষের বিয়ে, বন্ধুত্বের আবদার, বাবার চিকিৎসা, মায়ের ছেড়া শাড়ি, নিজের শখ- আহ্লাদ। ভালো থাকার স্বপ্ন। টাকা জীবন নয়। তবে টাকা ছাড়া একটা জীবন ভয়ংকর অসুন্দর, অপ্রাপ্তির, অসহায়ত্বের, দীর্ঘস্বাস লুকিয়ে বেঁচে থাকার!

20/11/2023

যেখানে তুমি নাই আমি মূলত সেখানেই তোমার সাথে বসবাস করি ;
একটা ঘরের ভেতর আরো অনেকগুলো ঘর-
কবিতা,গান,পোড়ামাটি এবং ঈর্ষা দিয়ে বানানো-
আমি তোমার সাথে সময় কাটাবো বলে ভেতর থেকে তালা মেরে দিই,মশার আওয়াজে বিরক্ত হই এবং
তোমার মুখের দিকে না তাকিয়ে দীঘির জলের মত ঠান্ডা মাথায় কথা বলি।

যেখানে তোমাকে পাওয়া যায় না, ঠিক সেখান থেকেই আমার যেকোনো ভ্রমন শুরু হয়,ভার্জিনিয়া থেকে এ্যাডিননার্গের ভিক্টোরিয়া স্ট্রীট,বার্সেলোনা অথবা পুরোনো বরিশাল,শান্ত জাদুকাটা নদী। তোমার হাত ধরে হাঁটলে বিকেলবেলার রোদে অদ্ভুত সব তুর্কী নকশা ফুটে ওঠে।

অথচ তুমি নাই;থাকলে কী আর পারতাম?
মানুষ যা পায় না,তার স্মৃতি নিয়ে একশো বছর অনায়াসে বেঁচে থাকতে পারে;
পাওয়া মানে অস্থিরতা,উটকো বিপদ।

~স্বপ্নীল চক্রবর্ত্তী

মানুষ কী তবে দুঃখ পাইলে পাখি হইতে চায়?
19/11/2023

মানুষ কী তবে দুঃখ পাইলে পাখি হইতে চায়?

17/11/2023

- বিষন্নতা আর শূন্যতা মিলিয়ে জীবন আজ অসম্ভব সুন্দর...!!

17/11/2023

জীবনে যাকে পাওয়া
হবে না নিয়তি তার সাথেই
সম্পর্ক টা জড়িয়ে দেয়!!🥺

17/11/2023

তোর সাজানো নাট্যমঞ্চে, আমি ছিলাম নীরব দর্শক মাত্র!😢💔

11/11/2023

প্রকৃতির অপরূপ সৌন্দর্য ❤️

10/11/2023

🫣 বিয়ে করা মানে জ্যান্ত প্রাণে মরা 🙂 🥀

Ra Kib 🥀 Anik sutradhar 🥀 Kabir Talukder 🥀

Lyric & tune : Sha Alom Sarker
Singer: dipra & durjoy
Composition : Akash Mahmud

09/11/2023

তার ভয়েসটা❤️

07/11/2023

জীবনে এমন কেউ আসে যে তোমার জন্য নিজের জীবনটাকে বাজি রাখতে পারে।

শুধু তোমাকে তাকে চিনতে হবে😊

30/10/2023

আযানটা শুনলে কলিজাটা শীতল হয়ে যায়🥰

17/10/2023

বুকের ভেতর চাপা একটা গল্প আছে,
কিছুটা আমার,আর পুরোটাই তোমার কাছে।
তোমার নামে,তোমার বেনামে
বোবা একটা সাদা খামে।

প্রকৃত অর্থে মানুষ যতটা শক্ত করে জড়িয়ে ধরে
ঠিক ততটাই সজোরে ঠেলে সরিয়ে দেয়🙂

13/10/2023

সবাই বলে পরিবারের ছোটরা
বেশি দুষ্টু প্রকৃতির হয় হোক সেটা ছেলে বা মেয়ে
ছোটরা নাকি বেশি আদর ভালোবাসা পায় তাই তারা বেশি মাথা ভাঙ্গা হয় (প্রচলিত কথা)

কিন্তু এটা কেউ বলে না বা বুঝে না যে ছোটরাই
শেষে পরিবারের বোঝা হয়ে যায়
তারা প্রতিষ্ঠিত হওয়ার আগেই পড়ে যায় ব্রিবত পরিবেশে ।।
কারণ তখন বাবার ইনকাম করার বয়স থাকে না
আর বাকি ভাই দের থেকেও নিজের খরচ চলে না
এই অবস্থা টা কত যে কঠিন সেটা শুধু পরিবারের ছোটরাই বুঝতে পারে।।
কিন্তু যারা বড় তাদের বেলায় এ সমস্যা গুলো দেখা যায় না কারণ তারা বাবার টাকায় বড় হয়ে লেখা পড়া করে প্রতিষ্ঠিত হয়েছে ।।
তাই আমার মনে হয় পরিবারের বড় সন্তান হওয়াই ভালো।। (ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন)

16/09/2023

কিডনির হাট...
আর নাটক নয় বাস্তবতা, তাও আবার আমাদের এলাকায় নাটোরের গুরুদাসপুরে কি দিন যে আসলো

08/09/2023

এক শীতের সন্ধ্যায়
কি ভেবে যে আমায় ভালোবেসেছো

শখের লাগাম ধরে শুষ্ক হাতের উমে কুয়াশা তুমি চেয়েছো বুঝি নাই..!!

15/08/2023

আমরা সবসময় ভুল মানুষকেই ভালোবাসি!
Voice~ IQRA - A Storyteller

06/08/2023

ভাগ্যের দোষ দেওয়া ছেড়ে দাও,,,
যেটা হবার সেটা হবেই,,,
তুমি যা হারানোর ভয় করো তা হারাবেই lll

26/07/2023

প্রিয় তমা মেঘ🙂

02/07/2023

Time Lapse ❤️

02/06/2023

প্রকৃতি এমন একটি জিনিস যেখানে গেলে আপনার মন ভালো হতে বাধ্য ❤️

21/02/2023

আপনাকে ভুলবার সাধ্য আমার নেই। বার বার চেষ্টা করেও আমি ব্যর্থ। আপনাকে ভুলতে গিয়ে দিগুণ ভালোবেসে ফেলি।

26/12/2022

-ভালোবাসা কখনো ধনী-গরীব, বয়স দেখে হয় না,
-তবে আমরা কেনো তা মেনে নিতে পারি না।💔

[ আপনি কখন কাকে ভালোবেসে ফেলবেন তা আপনি নিজেও বুঝবেন না। তবে এই ভালোবাসার বড় বাধাটা ফ্যামিলি হয়ে থাকে। তারা কখনো বুঝতেই চায় না, দুটো মানুষ একজন অন্য জনকে ভালোবেসে যখন ভালো আছে, তাহলে আমরা কেনো মেনে নিতে পারি না। আমরা কেনো ভেদাভেদ শুরু করে দেই, জীবনে ভালো থাকাটা মূখ্য। পরিবার মেনে নিলে হয়তো এই জগতে ভলোবাসার চেয়ে সুন্দর কিছু হতো না।]

আমি আর্জেন্টিনা করি না কিন্তু একজন Messi ভক্ত❤️
18/12/2022

আমি আর্জেন্টিনা করি না কিন্তু একজন Messi ভক্ত❤️

09/12/2022

ব্রাজিল হেরে যাওয়ায় আর্জেন্টিনা সাপোর্টাদের উল্লাস

13/11/2022

যাদের সাথে সম্পর্ক গড়লে আপনি কখনো ঠকবেন না❤️

21/10/2022

- তুমি আমাকে ভালোবাসো নি।
- তুমি আমাকে আমার ও হতে দাওনি!🖤 😢

19/10/2022

01/10/2022

তোমাকে পাইয়া গেলে আমার আর কিছুই না পাওয়া থাকতো না 🖤

23/09/2022

এত্তো যে চুম্মা চুম্মি করো🫣

দিনে রাতে ব্রাশ করো কয়বার🤔

Address

Rajshahi
6440

Alerts

Be the first to know and let us send you an email when Film by Naim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Film by Naim:

Videos

Share


Other Digital creator in Rajshahi

Show All