24/05/2024
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি সলাত আদায়ের পুর্বে যবহ করল সে নিজের জন্যই যবহ করল। আর যে ব্যক্তি সলাত আদায়ের পরে যবহ করল, তার কুরবানী পূর্ণ হল এবং সে মুসলিমদের নীতি গ্রহণ করল।
সহিহ বুখারী: ৫৫৪৬