Rev.Milton Mollick John

  • Home
  • Rev.Milton Mollick John

Rev.Milton Mollick John Churches of God Mission, Bogura. I'm a pastor and a writer. I often write Radio scripts, songs, poe

27/01/2025

"দেশের জন্য তোমরা যারা করেছ রক্তদান"কথা: মিল্টন মল্লিক জন। সুর, সঙ্গীত ও কন্ঠ: গিলবার্ট সরকার।

01/01/2025

প্রকৃতি মহান ঈশ্বরের সুনিপুণ সৃষ্টি। যা তিনি মানুষের চির কল্যানে নিবেদন করেছেন।

TWR-INDIA একটি বহু ভাষাভাষী শ্রোতাদের জন্য খ্রীষ্টের অমিয় বাণী সম্প্রচার করে আসছে ১৯৫৩ খ্রীষ্টিয় বছর হতে।আপনার হৃদয়ের প...
18/03/2024

TWR-INDIA একটি বহু ভাষাভাষী শ্রোতাদের জন্য খ্রীষ্টের অমিয় বাণী সম্প্রচার করে আসছে ১৯৫৩ খ্রীষ্টিয় বছর হতে।আপনার হৃদয়ের প্রশান্তির জন্য এই অনুষ্ঠান শুনুন।

This is systematic verse by verse Bible Study, in 1293 parts. You can access the MP3 files at www.Radio882.com. This is produced and distributed by TWR India.

14/03/2024
03/07/2023

"গাছের ছায়া, মা'য়ের মায়া।
এখন প্রকৃতিতে বর্ষাকাল, গাছের চারারোপনের উপযুক্ত মৌসুম। আপনার বসত বাড়ীর পতিত জমিতে বনজ ফলজ ও ঔষধী চারা রোপন করুন।
* একটি পূর্ণাঙ্গ বৃক্ষ আপনার সঞ্চিত অর্থ।

07/06/2023

আমাদের অতীত, আমাদের স্মৃতি
আমাদের ঐতিহ্য, আমাদের প্রেরণা।।
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""

শত বর্ষের শত স্মৃতির নীরব সাক্ষী ছবির এই জরাজীর্ণ মাটির ঐতিহ্যবাহী ভানাইকুশলীয়া মিশন গৃহটি !বাংলাদেশের খ্রীষ্টিয়ান মন্ডলীর ইতিহাসে খ্রীষ্টিয় সুসমাচার প্রচার, মন্ডলী স্থাপন, শিক্ষা ও বাংলাদেশের সমতলের অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও আর্তমানবতার চিকিৎসা সেবার এক অনন্য খ্রীষ্টিয় প্রতিষ্ঠান চার্চ্চেস অব গড মিশন। তৎকালীন অবিভক্ত ভারত বর্ষের পূর্ব পাকিস্তানের বর্তমান স্বাধীন বাংলাদেশের বগুড়ায় প্রতিষ্ঠান টি যাত্রা শুরু করে। সময়টি ছিলো ১৮৯৮ খ্রীষ্টাব্দ।
নীচের স্কীনে যে বাড়ীটির ছবি দেখছেন, তা শত বর্ষের শত স্মৃতির নীরব সাক্ষী এই জরাজীর্ণ মাটির গৃহটি। ধারনা করা হয় শুরুতে এই গৃহটি সুুসমাচার প্রচার কেন্দ্র ও আমেরিকান মিশনারীদের বাস ভবন হিসেবে ব্যবহার করা হতো। পরবর্তীকালে ভানাইকুশলিয়া চার্চ্চেস অব গড মিশন কম্পাউন্ডের এই গৃহে শিক্ষা কার্যক্রম ও মাঝে মাঝে গ্রামীণ মানুষকে স্বাস্থ্য সেবা ও দেয়া হতো।
বীরমুক্তিযোদ্বা ও প্রাক্তন মিশন স্কুলের শিক্ষক মিঃ যোষেফ মুর্মূ মহোদয়ের সংগে আলোচনা করে জানা যায় খুব সম্ভব ১৯০০ হতে ১৯০৩ খ্রীষ্টাব্দের কোন এক সময় তৎকালীন ভানাইকুশলিয়া খ্রীষ্টিয় মন্ডলীর খ্রীষ্টিয়ানদের সহভাগিতায় ও সহযোগিতা এটি নির্ম্মিত হয়।
এই মাটির গৃহটি বাংলাদেশে খ্রীষ্টিয় সুসমাচার, মন্ডলী স্হাপন, শিক্ষা বিস্তার ও চিকিৎসা সেবায় ১২৫ বছর ধরে চার্চ্চেস অব গড মিশন বাংলাদেশ ফিল্ডের প্রতি মহান ঈশ্বরের অপার আশীর্বাদ ও গৌরব গাঁথা স্বর্নালী সেই দিন গুলোর কথাই বারবার হ্দয়ে দোঁলা দিয়ে যায়।

** গৃহটি' র অবস্থান :
জয়পুরহাট জেলার সদর উপজেলার ভানাইকুশলিয়া চার্চ্চেস অব গড কম্পাউন্ডে।
** ছবি : রেভাঃমিলটন মল্লিক জন
তারিখ :১৭/০৫/২০২৩

28/05/2023

আজ বিশ্বব্যাপি খ্রীষ্টিয় মন্ডলীর শুভ জন্মদিন।পঞ্চাশত্তমী পর্ব।

25/05/2023

মহান ঈশ্বর তাঁর সৃষ্ট মানবের সংগে তিন ভাগে যোগাযোগ সম্পর্ক রেখেছেন। সৃষ্টির শুরুতে ঈশ্বর নিজে মানুষের সাথে কথা বলেছেন। মালাখী পুস্তকের পর ৪৩০ বছর নীরব থাকার পর তাঁর পুত্রের মাধ্যমে মানবের সংগে কথা বলেছেন এবং যীশু খ্রীষ্টের মৃত্যু,পুনরুত্থানেরর ৪০ দিন পর ও স্বর্গারোহনোর ১০ দিন পর অর্থাৎ পঞ্চশত্তমীর দিন হতে, ঈশ্বর অদ্যাবধী পবিত্র আত্মা মাধমে তাঁর প্রিয় সৃষ্ট মানবের সংগে যোগাযোগ সম্পর্ক রেখেই চলেছেন, তাই খ্রীষ্টের দ্বীতিয় আগমন অবদী সময় কে পবিত্র আত্মার শতাব্দী ও বলা হয়।

12/05/2023

পবিত্র আত্মার অবতরণঃ
বিশ্বব্যাপি মন্ডলীর শুভ জন্মদিন।
""""''"'''''''''''''"""""""'
- রেভাঃমিলটন মল্লিক জন

প্রিয় পাঠক ও সুধীজন
খ্রীষ্টিয় মন্ডলী ও আমাদের ব্যক্তি জীবনের উৎকর্ষ সাধনে পন্চশত্তমী কি ধরনের অনুপ্রেরণা যোগায় তাই আজ উপস্থাপন করার চেষ্টা করছি।

খ্রীষ্টেতে প্রিয় দর্শক শ্রোতা, আজ এ সময় আপনি পৃথিবীর যে প্রান্তে অবস্থান করে,আমার এই বিশেষ নিবন্ধ পড়ে থাকুন না কেন, আপনাকে আমাদের পরম শ্রদ্ধা ও প্রীতিময় খ্রীষ্টিয় শুভেচ্ছা নিবেদন করে, পবিত্র বাইবেলের অমৃতবাণী উপস্থাপন করতে যাচ্ছি।
আজ বিশ্বব্যাপি খ্রীষ্টিয় মন্ডলী সমুহে উৎযাপিত হচ্ছে, পবিত্র পঞ্চাশত্তমী পর্ব।পবিত্র বাইবেলে যতগুলো খ্রীষ্টিয় পর্বের উল্লেখ আছে তার মধ্যে পঞ্চাশত্তমী পর্ব একটি পবিত্র পর্ব হিসেবেই খ্রীষ্টিয়ান মন্ডলী পালন করে থাকেন।
প্রিয় সুধীজন Gospel to all চ্যানেলের মাধ্যমে খ্রীষ্টিয় জীবন ও মন্ডলীতে পন্চাশত্তমী কেন গুরুত্বপূর্ণ ? আজ আমরা এ বিষয়ে জানার চেষ্টা করবো। আমার বিশ্বাস, পুরো অনুষ্ঠানে আপনি ও আপনার পরিবার আমাদের সাথেই থাকবেন।
আপনার ভালো লাগাতে ই আমাদের খ্রীষ্ট যীশু'তে পরিপূর্ণ আনন্দের উৎস।
প্রিয়সুধী,
প্রথমেই একটি প্রশ্ন! পন্চাত্তমী কি?
যীশুখ্রীষ্টের যাতনাময় ক্রুশীয় মৃত্যুর পূর্বে যীশু তাঁর ক্ষুদ্র শিষ্যদলের নিকট বহুবার, বহুরুপে মৃত্যু হতে পুনরুত্থিত হবার কথা প্রকাশ করেছিলেন।যীশুর কথা মত, তিনি মৃত্যুর তিনদিন পরে রোববার ভোরে কবরের অন্ধকারময় নির্জনতা হতে,পরম পিতার প্রদত্ত ঐশ্বরিক ক্ষমতায় যীশু পৃথিবীর আলোয় ফিরে এলেন! চমকিত হলো পৃথিবী! রচিত হলো এক ঐতিহাসিক ও বাস্তব ঘটনা বিশ্বমানবতার ইতিহাসের পাতায়।

যীশু-খ্রীষ্টের পুনরুত্থীত হবার পর চল্লিশ দিন যাবৎ শিষ্যদের নিকট নিজেকে জীবিত ও পুনরুত্থিত হয়ে দর্শন দিলেন ও মহান ঈশ্বরের রাজ্য ও পরিকল্পনার কথা জানালেন।

মানবত্রাতা যীশু, তাঁর শিষ্যদলকে আরো জানিয়েছিলেন,তোমরা যিরুশালেম হতে সরে যেও না, স্বর্গীয় পিতার অঙ্গীকৃত দানে নিজকে পরিপূর্ণ করতে অপেক্ষায় থাক। এ বিষয়ে বিস্তারিত জানতে আমাদেরকে পবিত্র বাইবেলের প্রেরিত ১:১-১৪ পদ অনুধ্যান করা প্রয়োজন।
৫ পদে যীশু তাঁর শিষ্যদের কাছে পরম পিতার সেই অঙ্গীকৃত দানের বিষয় টি সম্পর্কে জানাতে গিয়ে বললেন,

"কেননা যোহন জলে বাপ্তাইজ করিতেন বটে,কিন্তু তোমরা পবিত্র আত্মায় বাপ্তাইজিত হইবে, বেশী দিন পরে নয়।"

প্রিয় সুধী আজ সেই মহেন্দ্রক্ষন! যে সময় ও যে দিনের অপেক্ষায় যীশু তাঁর ক্ষুদ্র শিষ্যদল কে থাকতে বলেছিলেন। আজ পবিত্র পঞ্চাশত্তমী পর্ব।
যীশুখ্রীষ্টের পুনরুত্থানের ৪০ দিন ও সশরীরে স্বর্গারোহণের ১০ দিন পরে ঈশ্বরের সেই অঙ্গীকৃত স্বর্গীয় শক্তির প্রতীক পবিত্র আত্মা যীশুর শিষ্যদের জীবনে অগ্নিবৎ জিহ্বা আকারে আকাশ হতে নেমে এলেন।

এতে সমবেত সকল শিষ্যবর্গ পবিত্র আত্মায় পরিপূর ও নূতন ঐশ্ব শক্তিতে রুপান্তরিত হইলেন ও যীশুখ্রীষ্টের গৌরবদ্বীপ্ত অনন্ত জীবনের - সুসমাচার নিজ নিজ ভাষায় অত্যান্ত জোরালো ভাবে প্রচার ও সাক্ষ্য দিলেন এবং আগত অন্যান্য ভাষাভাষী জনতা তাঁরা তাদেরই নিজের ভাষায় তা স্পষ্ট বুঝিতে ও শুনিতে পাইলেন।তাদের কঠিন হ্দয়ের অন্ধকারময় বিশ্বাস দূর করে,মহান যীশু- খ্রীষ্টে বিশ্বাস স্থাপন করেন,এটিই মহান ঈশ্বরের আশীর্বাদ ও পবিত্র আত্মার মহান কাজ।
যে পিতর যীশুর মৃত্যুর পূর্ব রাতে যীশুকে তিনবার চিনি না বলে অস্বীকার করেলেন,আজ পবিত্র আত্মায় অবগাহিত হয়ে, হাজার হাজর জনতার সামনে যিশুখ্রিষ্টের মাধ্যমে মহান ঈশ্বরের অনন্তজীবনের বাণী স্বদর্পে জনতার সামনে উপস্থাপন করলেন, এবং সকল জনতা আত্মায় উত্তপ্ত ও অনুশোচনা করে যীশু'তে বিশ্বাসী হলেন। আর এ ভাবেই খ্রীষ্টিয় মন্ডলী স্হাপনের ঐতিহাসিক যাত্রা শুরু ।
পঞ্চাশত্তমী পর্বকে তাই বিশ্বব্যপি মন্ডলীর শুভ জন্মদিন বলে - যথাযথভাবে পালন ওসম্মান করা হয়।

পবিত্র আত্মার প্রকাশঃ

পবিত্র আত্মা হলেন, ত্রিত্ববাদের তৃতীয় ব্যক্তি।
সৃষ্টির শুরুতে এদোন কাননে মহান ঈশ্বর একমাত্র মানুষকে সৃষ্টির সময় পবিত্র আত্মা ও পুত্র কে আহ্বান করে,ত্রি ব্যক্তি ঈশ্বরের গৌরবময় ঐক্যতা প্রকাশ করলেন, সারাজীবনের জন্য যা আজ স্বপ্রকাশ খ্রীষ্টিয় পরিমন্ডলে।
*প্রিয় সুধী, পবিত্র আত্মা হলেন ত্রী ব্যক্তি ঈশ্বরের তৃতীয় ব্যক্তি।
*তিনি বিশ্বব্যপি সকল খ্রীষ্টিয়ানদের সকল ভালো কাজে সফলকাম হতে অনুপ্রেরণা যোগান।
*খ্রীষ্ট যীশুর অবর্তমানে তিনি ( পবিত্র আত্মা) হবেন, বিশ্ব ব্যাপি বিশ্বাসী মন্ডলীর পরিচারক।
*একমাত্র খ্রীষ্ট বিশ্বাসীরা তাঁকে ( পবিত্র আত্মা) জানতে ও বুঝতে পারবেন।
*তাঁর (পবিত্রআত্মা) আবাসস্থল হলো সকল খ্রীষ্ট বিশ্বাসীর বিশুদ্ধ অন্তর,কারন সেই অন্তর খ্রীষ্টের পবিত্র রক্তে পবিত্রকৃত। যোহন১৪:১৬-১৮ ও ১ যোহন ১:৭ পদের খ অংশ।

*পবিত্র আত্মা হলেন মহান ঈশ্বরের সপ্ত আত্মার একক প্রকাশ। যিশাইয়১১:১-৩ পদ।
*পবিত্র আত্মা হলেন অদৃশ্য ঈশ্বরের অদৃশ্য প্রকাশ।এ সম্পর্কে যীশুখ্রীষ্ট নিজেই বলেছেন

• পবিত্র আত্মা বিশ্বময় খ্রীষ্টের অনন্তকালীন সুসমাচার প্রচারে উদ্ভুদ্ধ করেন। ১ পিতর১:৬-১২ পদ
• পবিত্র আত্মা আমাদের খ্রীষ্ট প্রেমে অভিষিক্ত করেন। ১ যোহন২:২০-২৯
প্রভু যীশুর অপরিমিয় প্রেমধারা ও পবিত্র আত্মার পরিচালনা আপনার জীবনে নিয়ে আসুক নবজাগরণ, এই শুভ কামনায় আজ আমার উপস্থাপনা এখানেই শেষ করছি।
ইম্মানূয়েল
রেভা: মিলটন মল্লিক জন
চার্চ্চেস অব গড মিশন, বাংলাদেশ
[email protected]

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রঞ্জিত কুমার দাস মহোদয় ঘোড়াঘাট উপজেলার সুধী...
05/05/2023

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রঞ্জিত কুমার দাস মহোদয় ঘোড়াঘাট উপজেলার সুধী সমাবেশে বক্তব্য প্রদান করেন। রঞ্জিত কুমার দাস মহোদয় ঘোড়াঘাট উপজেলার প্রাক্তন উপজেলা নির্বাহী কর্মকর্তা ছিলেন। তিনি একজন বিশিষ্ট কণ্ঠ শিল্পী। বাংলাদেশ বেতার, রংপুর ও বাংলাদেশ টেলিভিশনে নিয়মিত রবীন্দ্র সংগীত পরিবেশেন করেন।
অনুষ্ঠানের শুরুতে এই গুণীকে ঘোড়াঘাট বাসীর পক্ষে গণসংবর্ধনা প্রদান করা হয়।

২২-২৩/০৪/২০২৩ বাংলাদেশইভ্যানজেলিক্যাল রিভাইবেল চার্চ্চ অডিটোরিয়াম ঘোড়াঘাট, দিনাজপুরের সন্ধ্যায় এ সংবর্ধনা ও বিশেষ সংগীত পরিবেশন করেন শিল্পী রঞ্জিত কুমার দাস। ২৩ তারিখে বীর মুক্তিযোদ্ধা ও সুধী সমাবেশ ও উৎসাহিত ও পরামর্শ মুলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে সভাপতিত্বে ছিলেন বাংলাদেশ ইভ্যানজেলিক্যাল রিভাইবেল চার্চ্চের সম্মানিত চেয়ারম্যান রেভাঃবনি বাড়ৈ।

অনুষ্ঠান উপস্থাপনা করেন
রেভাঃমিলটন মল্লিক জন
চার্চ্চেস অব গড মিশন প্রতিনিধি

22/04/2023

বাংলাদেশ ইভ্যাজেলিক্যাল চার্চের চেয়ারম্যান রেভাঃবনি বাড়ৈ কর্তৃক আয়োজিত সুরের মূর্ছনা সংগীতানুষ্ঠানে সংগীত পরিবেশন করেন, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রঞ্জিত কুমার দাস মহোদয়।

যীশু মরণজয়ী যুগে -যুগে।
22/04/2023

যীশু মরণজয়ী যুগে -যুগে।

'পুনরুত্থিত যীশু'Easter Sunday SpecialPresented by'Gospel to All'https://youtube.com/: [email protected]

Address


Telephone

+8801717423617

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rev.Milton Mollick John posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rev.Milton Mollick John:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share