বাংলাদেশ ইভ্যাজেলিক্যাল চার্চের চেয়ারম্যান রেভাঃবনি বাড়ৈ কর্তৃক আয়োজিত সুরের মূর্ছনা সংগীতানুষ্ঠানে সংগীত পরিবেশন করেন, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রঞ্জিত কুমার দাস মহোদয়।
প্রিয় শ্রোতা বন্ধু, উপভোগ করুন ইস্টার সানডে উপলক্ষে ঠাকুরগাঁও বেতার হতে সম্প্রচারিত বিশেষ অনুষ্ঠান "মৃত্যুঞ্জয়ী যীশু"। পান্ডুলিপি রচনা ও উপস্থাপনায় আমি Rev.Milton Mollick John
(প্রিয় বন্ধুগণ, এমন খ্রীস্টীয় প্রচার শুনতে ও যীশুকে আরো ভালো করে জানতে এই পেইজটি লাইক ও ফলো করে রাখুন)
দু'হাজার বছর আগে | বড়দিনের গান ২০২১
গান - ❝ দু'হাজার বছর আগে, স্বর্গ সুখ ছেড়ে ❞
রচয়িতা - রেভা. মিলটন মল্লিক জন
সুরকার ও কণ্ঠশিল্পী - এন্ড্রু মাইকেল
সহশিল্পী - কাকলী, সংগীতা সহ আরো অনেকে
গানটি প্রথম সম্প্রচারিত হয় বাংলাদেশ বেতার, ঠাকুরগাঁও কেন্দ্র হতে
গানটি কেমন লাগলো তা কমেন্টে জানান এবং অবশ্যই আপনার সকল বন্ধু এবং প্রিয়জনকে শেয়ার করুন। বড়দিনের আনন্দ এই গানের সুরে ছড়িয়ে পড়ুক আমাদের সবার প্রাণে।
#Bengali_Christmas_Song #Borodinergan #Christmas2021 #বড়দিনের_গান
"রাখাল বালক আজ প্রভুযীশুর সেবক।"
রেভাঃ দিলীপ টুডু তার শৈশবকালে এক গৃহস্থের বাড়ীতে রাখাল বালক হিসেবে কাজ করতেন। সেই সময়ে তিনি মনের অজান্তেই অন্য রাখাল বালকদের সাথে থেকেই বাঁশের বাঁশিতে সুর তুলতে শুরু করেন। আজ সেই দিলীপ টুডুই বাঁশের বাঁশিতে খ্রীষ্টিয় সুসমাচারের সুর তোলেন। আজ শুনুন, তার বাঁশিতে একটি সংগীতের অপূর্ব সুর- মূচ্ছর্না।
উপস্থাপনা: রেভা. মিলটন মল্লিক জন
চার্চ্চেস অবগড মিশন, বাংলাদেশ।
পবিত্র বাইবেলের বানী যুগে- যুগে,শতাব্দীর পর শতাব্দী ধরে মানব- মানবী কে যুগিয়ে চলছে- নূতন জীবনের অনুপ্রেরনা। করোনার আশাহত না হয়ে ভরসা ও বিশ্বাস রাখুন যীশুখ্রীষ্টে। শুনুন, রেভাঃ মিলটন মল্লিক জন এর বিশেষ প্রচার "অভয়বাণী"। চার্চ্চেস অবগড মিশন,বাংলাদেশ।
Email: [email protected]
বঙ্গবন্ধু স্মরণে কবিতা | Poem in memory of Bangabandhu
🇧🇩 জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম মৃত্যুবার্ষিকী স্মরণে আমার বিশেষ কবিতা "হে মহান"
My special poem "Hey Mohan" (O Great) commemorating the 45th death anniversary of Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman
করোনায় মোদের বিনম্র প্রার্থনা
আসুন সকলে এই প্রার্থনায় অংশীদার হই। আমাদের সম্মিলিত প্রার্থনা ও ঈশ্বরের অপার শক্তিতে করোনামুক্ত হোক পৃথিবী। আমেন।
Participate in this prayer from wherever you are. May the world heal from COVID-19 in our prayers and in the infinite power of Lord Jesus. Amen.