Md.Nurulamin kazi

Md.Nurulamin kazi 01320475824
(1)

13/08/2023

♥→আক্বিদা বিষয়ক ১০ টি প্রশ্নোত্তরঃ
১. আল্লাহ কোথায় ?
উত্তরঃ আল্লাহ সুবাহানওয়া তাআ'লা আরশের উপরে রয়েছেন।
দলিলঃ সূরা ত্বাহাঃ আয়াত নং ৫; সূরা মূলকঃ আয়াত নং ১৬; সূরা আরাফঃ ৫৪
২. প্রশ্নঃ আল্লাহ কি সাকার/ নিরাকার ?
উত্তরঃ আল্লাহ তাআলা তার চেহারা , হাত , পা চোখের কথা আমাদের জানিয়েছেন। এগুলো আমাদেরকে বিশ্বাস করতে হবে তবে আল্লাহ তাআলা যা উল্লেখ করেননি সেসব বিষয়ে আমাদের হ্যা অথবা না কোনটিই বলা যাবে না।
দলিলঃ সূরা শুরাঃ আয়াত নং ১১; সূরা আর রহমানঃ ২৭ নং আয়াত; সূরা নাহলঃ আয়াত নং ৭৪ ।
৩. আল্লাহকে কখন দেখা যাবে ?
উত্তরঃ কিয়ামতের পর ।
৪. মুহাম্মদ (সা.) কি আমাদের মতো মানুষ ?
উত্তরঃ হ্যাঁ, তিনিও মানুষ । তবে তিনি নবুওয়্যাত পেয়েছেন । আর এ জন্যই তিনি আমাদের আদর্শ ও পথপ্রদর্শক ।
৫. রাসূল (সা.) কিসের তৈরী ?
উত্তরঃ রাসূল (সা.) মাটির তৈরী । কারণ তিনিও একজন (হিদায়াত প্রাপ্ত) মানুষ ।সুরা কাহাফ ১৮ঃ১১০
৬. রাসূল (সা.) কি গায়েব জানতেন ?
উত্তরঃ না । আল্লাহ ব্যতীত কেউ গায়েব জানেন না ।
দলিলঃ সূরা নামলঃ ৬৫ ।
৭. রাসূল (সা.) কি জীবিত ?
উত্তরঃ না । তিনি মারা গেছেন ।
দলিলঃ সূরা আল ইমরানঃ ১৪৪
৮. কবরের আজাব কি সত্য ?
উত্তরঃ হ্যাঁ কবরের আজাব সত্য ।
দলিলঃ সূরা আনআম ৬৫; মুসলিমঃ কিতাবুল জান্নাত ।
৯. ভরসা কি একমাত্র আল্লাহর উপর ?
উত্তরঃ হ্যাঁ, সবকিছুতে ভরসা একমাত্র আল্লাহর উপর ।
দলিলঃ সূরা হুদঃ ১২৩; সূরা আল ইমরাঃ ১৬০
১০. সবকিছুতেই 'ইসলাম' টেনে আনা কি ঠিক ?
উত্তরঃ হ্যাঁ । সবকিছুই ইসলাম দ্বারা যাচাই করতে হবে । কারণ ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্হা এবং আল্লাহর নিকট গ্রহণীয় একমাত্র দ্বীন ।
দলিলঃ সূরা আল ইমরানঃ ১৯ ।✅

হানাফি রা বলে আহলে হাদীসরা নাকি নামাজ চোর! #আসলে কারা নামাজ চোর ও ইহুদিদের দালাল দলিলের মাধ্যমে প্রমাণ করব,,ইনশ-আল্লাহ।ন...
04/08/2023

হানাফি রা বলে আহলে হাদীসরা নাকি নামাজ চোর!

#আসলে কারা নামাজ চোর ও ইহুদিদের দালাল দলিলের মাধ্যমে প্রমাণ করব,,ইনশ-আল্লাহ।

নীচে দালিলিক আলোচনা করা হল।
===================

আহলে হাদীস দের সালাম ও জোরে আমিন শুনে ইহুদীদের শরীর জ্বলে আর হানাফীদের ও জ্বলে?এবার বিচার করুন? ইহুদীদের দালাল কারা
(ইবনে মাজাহ ৮৫৬)

• #আহলে হাদীসরা সালাতে রফউল ইয়াদাইন করে। হানাফীরা এটা চুরি করেছে।

#রফুল ইয়াদাইন এর হাদীস
সহিহ বুখারী, হাদিস নং ৭৩৫,৭৩৬,৭৩৮,৭৩৯

সহীহ মুসলিম হাদীস নং
৭৪৭,৭৪৮,৭৪৯'৭৫০,৭৫১

সুনানে আবুদাউদ হাদীস নং
৭২১,৭২২,৭২৩.৭২৫,৭২৬,৭২৭,৭২৮,৭২৯,৭৩০
================
• #আহলে হাদীসরা ইমামের পিছনে সুরা ফাতিহা পড়ে। হানাফীরা এটা চুরি করেছে।

#সালাতে ফাতিহা পাঠের দলিল?
বুখারী-৭৫৬ (সুনানে নাশায়ী ৯০৯
================
#আহলে হাদীসরা সরবে আমীন বলে। হানাফীরা এটা চুরি করেছে।

#আমিন বলার হাদীস (বুখারী-৪৪৭৫-৭৮০
==============

#আহলে হাদীসরা ঈদের সালাতে বারো তাকবীরে দেয়। হানাফীরা ছয় তাকবীর চুরি করেছে।

#বারো_তাকবিরের হাদীস (আবু দাউদ-১১৫০)
=============
• #আহলে হাদীসরা জানাজার সালাতে সুরা ফাতিহা পড়ে। হানাফীরা এটা চুরি করেছে।

#যানাজা সালাতে ফাতিহা পাঠের দলিল (আবু দাউদ-৩১৯৮)
============
#আহলে হাদীসরা মসজিদে প্রবেশ করতেই দুই রাকাআত তাহিয়্যাতুল মসজিদ পড়ে।

#খুতবা চলাকালে হানাফীরা এটাকে হারাম করেছে।
মশজীদে প্রবেশ করে না বশা
বুখারী- ৪৪৪,৯৩১
===========
#আহলে হাদীসরা প্রত্যেক বৈঠকে তাশাহ্হুদের সাথে দরুদ পড়াকে জায়েজ মনে করে।
হানাফীরা দুই বৈঠক বিশিষ্ট সালাতের প্রথম বৈঠকে দরুদ পড়াকে নাজায়েজ মনে করে।
(বুখারী ৮৩১)
=========
#আহলে হাদীসরা মাগরিবের ফরজের আগে দুই রাকাআত সুন্নাত পড়ে। হানাফীরা এটা চুরি করেছে।
#মিশকা ১১৬৫
==========
আহলে হাদীসরা খুতবাহ দেওয়ার সময় লাঠি হাতে রাখে। হানাফীরা এটা চুরি করেছে।

#আবুদাউদ ১০৯৬
===============
#আহলে হাদীসরা কুরআন সুন্নাহ বিরোধী না হলে সমস্ত ইমামদের কথা সমানে মূল্যায়ন করে। হানাফীরা নির্দিষ্ট এক মাযহাবে গন্ডিবদ্ধ।
#কুরআন কুরআন/৪৭/সুরা মুহাম্মদ-আয়াত ৩৩
==============
#আহলে হাদীসরা আওয়াল ওয়াক্তে সালাত আদায় করে। হানাফীরা অলসতা
করে।
#আবুদাউদ ৪২৬
===========
আহলে হাদীসরা সাহরীর আজান দেয়। হানাফীরা এটা চুরি করেছে।
#বুখারী ৬২১-১৯১৮
===========
আহলে হাদীসরা বিতর সালাত পাঁচ, সাত এমনকি নয় রাকাআতকেও জায়েজ মনে করে। হানাফীরা তিনের বেশি পড়াকে জায়েজ মনে করে না।
#ইবনে মাজাহ ১১৯০
==========
#আহলে হাদীসরা সালাতে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ায়। হানাফীরা দাঁড়ায় না।
বুখারি ৭২৫ আবুদাউদ ৬৬২,৬৬৬
=========
#আহলে হাদীসরা ৩৩ বার সুবহানাল্লাহ,
৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৪ বার আল্লাহু আকবার পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের পর পড়ে। হানাফীরা তিন ওয়াক্ত চুরি করেছে।
#সুনানে নাশায়ী-১৩৪৯ (হাদীস সম্ভার -৭২৮)
===========
তাশাহ্হুদের পুরো বৈঠক জুড়ে শাহাদাত আঙুল নাড়ায় অথবা ইশারা করে। হানাফীরা দুই সেকেন্ডের জন্য ঠুক করে তুলে ঠুক করে নামিয়ে ফেলে।
সুনানে নাশায়ী ৮৮৯,)

আশা করি এবার বুঝে গিয়েছেন ইহুদীদের দালাল কারা✅

👉ভেন্নার বীজ নিতে ইনবক্সে করুন ✅
30/07/2023

👉ভেন্নার বীজ নিতে ইনবক্সে করুন ✅

22/07/2023

👉 তাবিজ সম্পর্কে যে বক্তব্যটি আপনার অন্তরকে নাড়া দিবে -শায়খ মাহমুদ বিন ক্বাসিম✅

👉😢 --"যারা সূদ খায়, তারা সেই লোকের মত দাঁড়াবে যাকে শয়ত্বান স্পর্শ দ্বারা বেহুশ করে দেয়, এ শাস্তি এজন্য যে, তারা বলে, ‘ক্...
13/07/2023

👉😢 --"যারা সূদ খায়, তারা সেই লোকের মত দাঁড়াবে যাকে শয়ত্বান স্পর্শ দ্বারা বেহুশ করে দেয়, এ শাস্তি এজন্য যে, তারা বলে, ‘ক্রয়-বিক্রয় সূদের মতই’, অথচ কারবারকে আল্লাহ হালাল করেছেন এবং তিনি সূদকে হারাম করেছেন। সুতরাং যার নিকট তার প্রতিপালকের পক্ষ হতে উপদেশবাণী পৌঁছল এবং সে বিরত হল, পূর্বে যা (সূদের আদান-প্রদান) হয়ে গেছে, তা তারই, তার বিষয় আল্লাহর জিম্মায় এবং যারা আবার আরম্ভ করবে তারাই অগ্নির বাসিন্দা, তারা তাতে চিরকাল থাকবে।"
(-সূরা আল বাকারা, আয়াত -২৭৫)✅
👉"হে মু’মিনগণ! তোমরা আল্লাহকে ভয় কর এবং বাকী সূদ ছেড়ে দাও, যদি তোমরা ঈমানদার হও।"
(-সূরা আল বাকারা,আয়াত-২৭৮)✅
👉"অতঃপর যদি না ছাড় তবে আল্লাহ ও তাঁর রসূলের নিকট হতে যুদ্ধের ঘোষণা শুনে লও। কিন্তু যদি তোমরা তাওবাহ কর, তবে তোমরা তোমাদের মূলধন পাবে, এতে তোমাদের দ্বারা অত্যাচার হবে না, আর তোমরাও অত্যাচারিত হবে না।"
(-সূরা-আল বাকারা,আয়াত-২৭৯)✅
👉"যদি সে (ঋণ গ্রহণকারী) দরিদ্র হয়, তবে স্বচ্ছল অবস্থা আসা পর্যন্ত অবকাশ দিবে আর মাফ করে দেয়া তোমাদের পক্ষে অতি উত্তম, যদি তোমরা জানতে!"
(-সূরা-আল বাকারা,আয়াত-২৮০)✅👉https://www.facebook.com/profile.php?id=100064599437594 --ইসলামিক পেইজ ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ ✅

06/07/2023

👉♥️ জিবন বদলে দেওয়ার মত কথা ✅

06/07/2023
👉🥰-বিসমিল্লাহির রহমানির রহীম নারীর উচিত পর্দা করে নিজেকে ঢেকে রাখা,,,,           আর পুরুষের উচিত পর্দাবতী নারী কে বিয়ে ...
04/07/2023

👉🥰-বিসমিল্লাহির রহমানির রহীম
নারীর উচিত পর্দা করে নিজেকে ঢেকে রাখা,,,,
আর পুরুষের উচিত পর্দাবতী নারী কে
বিয়ে করে হালাল জীবনযাপন করা,,,
নিজেকে হেফাজত করুন একমাত্র হালালের
উদ্দেশ্যে,,,,তিন কবুল নাহ্ বলা পর্যন্ত মনের দুয়ারে তালা মারুন,, নিজেকে পবিত্র রাখুন,,,
দেখবেন আপনার বিপরীত প্রিয় মানুষটা ও এর থেকে ও বেশি উত্তম ও পবিত্র হয়ে.....
আপনার কাছে ধরা দিবে
ইংশাআল্লাহ✅

28/06/2023

👉♥️🥰 খারাপ লোক যখন নেতা হবে | শাইখ মাহমুদ বিন ক্বাসিম (হাফিযাহুল্লাহ) ✅

27/06/2023

ভালো মৃত্যু লাভের দুয়া:
(আল্লহুম্মা ইন্নি আসআলুকা হুসনাল খ-তিমাহ)
অর্থ:- হে আল্লাহ। আমি আপনার কাছে উত্তম মৃত্যু চাই।
-[১/তিরমিযী ২১৪০]

Address

Rajshahi

Telephone

+8801302279518

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md.Nurulamin kazi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md.Nurulamin kazi:

Videos

Share