হৃদয়ে জয়পুরহাট

হৃদয়ে জয়পুরহাট Founded on 08 august 2019

13/12/2022
13/12/2022

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় এবার ১৫ হাজার ৩৭ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা ধরা...

13/12/2022

মানুষ পালিয়ে বিভিন্ন স্থানে আশ্রয় নেয়। এমনই এক মুহূর্তে বিভিন্ন গ্রাম থেকে ৩শ ৩০ জন যুবক মুক্তিবাহিনীতে যোগ দেন।...

আজ জয়পুরহাটের পাঁচবিবি মুক্ত দিবস************-*********************************১৯৭১ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধারা পাঁ...
13/12/2022

আজ জয়পুরহাটের পাঁচবিবি মুক্ত দিবস
************-*********************************
১৯৭১ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধারা পাঁচবিবির আকাশে স্বগৌরবে উড়িয়ে দিয়েছিল স্বাধীন বাংলাদেশের মানচিত্র খচিত লাল সবুজের বিজয় পতাকা। পাঁচবিবি হয়েছিল হানাদার মুক্ত।

আজকের এই দিনে প্রত্যুষে মুক্তিযোদ্ধা কমান্ডার আসাদুজ্জামান বাবলুর নেতৃত্বে শ’দেড়েক মুক্তিযোদ্ধারা বিজয়ীর বেশে হিলি সীমান্ত দিয়ে পা রাখেন বাংলাদেশের মাটিতে। পাঁচবিবি উপজেলার ভারত সীমান্ত ঘেষাঁ ভুইডোবা গ্রাম হয়ে মুক্তিযোদ্ধারা সকাল ১০টার দিকে পাঁচবিবি সদর থানা চত্তরে পৌছে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন মুক্তিযোদ্ধা কমান্ডার আসাদুজ্জামান বাবলু।

শক্রু কবলমুক্ত পাঁচবিবিতে মুক্তিযোদ্ধাদের আগমনের খবরে শত শত মানুষ অভিনন্দন জানানোর জন্য ছুঁটে আসেন থানা চত্তরে। মুক্তিযোদ্ধারা জনতার কোলাহলের ভিতরে গগণ বিদায়ী জয়বাংলা শ্লোগান দিতে থাকেন। এসময় অসংখ্য ফাঁকাগুলির শব্দ, করতালি আর হর্ষধনির মধ্যে দিয়ে দ্বিতীয় বার পাঁচবিবি লাল বিহারী উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মোতালেব।

জেলার মধ্যে পাঁচবিবি থানা প্রথম পাকবাহিনীর দখলে যায়, আবার শত্রুমুক্তও হয় সবার আগে।

👉বাবুল হোসেন, পাঁচবিবি, জয়পুরহাট।

পাঁচবিবিতে নবাগত জেলা প্রশাসকের পরিচিতি সভায় সাইকেল ও হুইল চেয়ার বিতরণ***********************************************জয়প...
13/12/2022

পাঁচবিবিতে নবাগত জেলা প্রশাসকের পরিচিতি সভায় সাইকেল ও হুইল চেয়ার বিতরণ
***********************************************
জয়পুরহাটের পাঁচবিবিতে নবাগত জেলা প্রশাসক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সালেহীন তানভীর গাজীর সঙ্গে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে
উপজেলা প্রশাসনের আয়োজিত ওই পরিচিতি ও মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরমান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন নবাগত জেলা প্রশাসক ও জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট সালেহীন তানভীর গাজী।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন পাঁচবিবি উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, জেলা সহকারী কমিশনার আজহারুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফ আফজাল রাজন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর ছিদ্দিক মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান রাজিনারা টুনি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড সংসদের সাবেক কমান্ডার মিছির উদ্দিন মন্ডলসহ অন্যরা।

শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী উপজেলার আদিবাসী শিক্ষার্থীদের মাঝে ৫০টি সাইকেল ও অস্বচ্ছল প্রতিবন্ধিদের মাঝে ১০টি হুইল চেয়ার বিতরণ করেন।

👉বাবুল হোসেন, পাঁচবিবি, জয়পুরহাট।

জয়পুরহাটের মাঠ সরিষার হলুদ রঙ্গে ছেয়ে গেছে************************************************জয়পুরহাটে গ্রামীণ মাঠগুলো এখন ...
13/12/2022

জয়পুরহাটের মাঠ সরিষার হলুদ রঙ্গে ছেয়ে গেছে
************************************************
জয়পুরহাটে গ্রামীণ মাঠগুলো এখন সরিষার হলুদ রঙে ছেয়ে গেছে। শীতের সকালে সরিষার হলুদ ফুলের সুগন্ধে ভিন্নরকম অনুভূতি তৈরি করে। চলতি ২০২২-২০২৩ রবি মৌসুমে জেলায় ১৫ হাজার ৩৭ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবার সরিষার বাম্পার ফলনের আশা করছে কৃষি বিভাগ।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় এবার ১৫ হাজার ৩৭ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা ধরা হলেও এ পর্যন্ত চাষ হয়েছে ১৪ হাজার ৫৯০ হেক্টর জমিতে। এর মধ্যে জয়পুরহাট সদর উপজেলায় ৪ হাজার ৮০০ হেক্টর, পাঁচবিবি উপজেলায় ৫ হাজার ৭৮০ হেক্টর, আক্কেলপুর উপজেলায় ২ হাজার ১৫০ হেক্টর, ক্ষেতলাল উপজেলায় ১ হাজার ৩০০ হেক্টর এবং কালাই উপজেলায় ৫৬০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। এর বিপরীতে সরিষার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৮ হাজার ৭৭৫ মেট্রিক টন।

আক্কেলপুর উপজেলার ঠেঙাপুর গ্রামের সানোয়ার হোসেন বলেন, এবার এক বিঘা জমিতে সরিষার চাষ করেছি। আশা করছি এবার ভালোফলন পাবো।

পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর গ্রামের মিজানুর বলেন, অন্যান্যবেরে চেয়ে এবার সরিষার গাছ ভালো হয়েছে। আবহাওয়া ভালো থাকলে বাম্পার ফলনের আশা করছি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক আব্দুল করিম বলেন, সরিষা চাষে ভালো ফলনের লক্ষে কৃষক পর্যায়ে প্রশিক্ষণসহ উন্নত প্রযুক্তির ব্যবহার ও উন্নতমানের বীজ সরবরাহ নিশ্চিত করা হয়েছে। সরকারের নির্দেশনায় বে-সরকারি উন্নয়ন সংস্থা ও ব্যাংকগুলো কৃষকদের স্বল্প সুদে ঋণ প্রদানের ব্যবস্থা করছে। আবহাওয়া ভালো থাকায় সরিষার ফলন এবারও বাম্পার হওয়ার সম্ভাবনা রয়েছে।

👉শারমিন আশা স্বর্ণা, জয়পুরহাট।

আজ আক্কেলপুর হানাদার মুক্ত দিবস**********************************************আজ ১৩ ডিসেম্বর। আজকের এই দিনে হানাদার মুক্ত...
13/12/2022

আজ আক্কেলপুর হানাদার মুক্ত দিবস
**********************************************
আজ ১৩ ডিসেম্বর। আজকের এই দিনে হানাদার মুক্ত হয়েছিলো জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা।

১৯৭১ সালের ১০ এপ্রিল রেলপথে বগুড়ার সান্তাহার থেকে পাকবাহিনীরা আক্কেলপুরে এসে প্রথমে ভদ্রকালী গ্রামে অগ্নিসংযোগ শুরু করে। পুড়িয়ে দেয় একের পর এক বাড়িঘর । ওইদিন বিকেলে আক্কেলপুর রেলস্টেশনে ও মাদ্রাসায় ক্যাম্প স্থাপন করে পাকসেনারা। এরপর থেকে স্থানীয় পাক দোসর রাজাকার ও আলবদরদের সাথে নিয়ে বিভিন্ন গ্রামে অগ্নিসংযোগ মাধ্যমে নিরীহ মানুষদের আতংকিত করে তাদের বাড়িঘরে লুটপাট শুরু করে। জীবন বাচাঁতে
মানুষ পালিয়ে বিভিন্ন স্থানে আশ্রয় নেয়। এমনই এক মুহূর্তে বিভিন্ন গ্রাম থেকে ৩শ ৩০ জন যুবক মুক্তিবাহিনীতে যোগ দেন। শপথ নেন দেশ স্বাধীনের দৃঢ় প্রত্যয়ে। পাকবাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের ৯ মাসের যুদ্ধে বগুড়ার খোকন ও ফজলুল করিম সহ ৮ জন মুক্তিযোদ্ধা শহীদ হন।

এরমধ্যে বগুড়ার পাইকার বংশের খোকন শহীদ হন আক্কেলপুরে। এখানেই নিভৃত এক পল্লীতে চির নিদ্রায় শায়িত আছেন তিনি। তাঁর স্মৃতি স্মরণীয় করে রাখতে বগুড়ার প্রতিষ্ঠিত হয়েছে শহীদ খোকন পার্ক। এছাড়া পাহাড়পুরের সম্মুখযুদ্ধে শহীদ হন আক্কেলপুরের ফজলুল করিম সহ বেশ কিছু মুক্তিসেনা। এই শহীদদের গণকবর রয়েছে আক্কেলপুরে।

দীর্ঘ ৯ মাসের যুদ্ধের পর ১৯৭১ সালের ১৩ ডিসেম্বর সকালে মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে পাকসেনারা আক্কেলপুর থেকে জয়পুরহাটের অভিমুখে পালিয়ে যায়। গা ঢাকা দেয় স্থানীয় রাজাকার ও পাক দালালরা। ওইদিন বিকেলেই মুক্তিবাহিনী দখল করে নেয় পুরো আক্কেলপুর। উড়ানো হয় স্বাধীন বাংলার লাল-সবুজ পতাকা।

প্রতিবছর এ দিনটিকে ঘিরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে মুক্তিযোদ্ধারা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে শহীদ বীর মুক্তিযোদ্ধাদেরসহ স্বাধীনতাকামীদের শ্রদ্ধাভরে স্মরণ করেন আক্কেলপুরবাসী।
আজ ১৩ ডিসেম্বর আক্কেলপুরে হানাদারমুক্ত দিবসটি পালনে উপজেলা প্রশাসন ব্যাপক আয়োজন করেছে।

👉শরিফুল হক সোহেল, জয়পুরহাট।

পাঁচবিবিতে মন্দির নির্মাণ কাজের উদ্বোধন***********************************************জয়পুরহাটের পাঁচবিবিতে এমপির নিজস্...
09/12/2022

পাঁচবিবিতে মন্দির নির্মাণ কাজের উদ্বোধন
***********************************************
জয়পুরহাটের পাঁচবিবিতে এমপির নিজস্ব তহবিল থেকে ১লক্ষ ২৫ হাজার টাকা ব্যয়ে দু'শ বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী মা মাউড়িতলা দুর্গা মন্দিরের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। এর উদ্বোধন করেন প্রধান অতিথি জয়পুরহাট -১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এ্যাডঃ সামছুল আলম দুদু।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুস্টানে সহকারী অধ্যাপক শশাঙ্কর সরকার বাপ্পির সভাপতিত্বে বক্তৃতা করেন পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুসুম্বা ইউপি চেয়ারম্যান জিহাদ মন্ডল, থানার নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল হক, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক সুনীল কুমার রায়, পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী পরমেশ্বর মাহাতো, পাঁচবিবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উল্লাস কুমার হাজরাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

👉বাবুল হোসেন, পাঁচবিবি, জয়পুরহাট।

পাঁচবিবিতে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস পালিত***********************************************"দূর্নীতির বিরুদ্ধে ঐক্যব...
09/12/2022

পাঁচবিবিতে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস পালিত
***********************************************
"দূর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস-২০২২ উপলক্ষ্যে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে শুক্রবার উপজেলা পরিষদ চত্তরে মানববন্ধন শেষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ওবাইদুর রহমানের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরমান হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফ আফজাল রাজন, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবু বকর ছিদ্দিক মন্ডল, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা দূর্নীতি নিরোধ কমিটির সভাপতি সাংবাদিক আব্দুল হাই, সদস্য সচীব জাহিদুর রহমান রানা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাসুদা বেগম ঝর্না, এসডিএসের নির্বাহী পরিচালক আয়েশা আক্তারসহ অন্যারা।

👉বাবুল হোসেন, পাঁচবিবি,জয়পুরহাট।

পাঁচবিবিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত************************************************" শেখ হাসিনার বারতা, নারী- পুরুষ স...
09/12/2022

পাঁচবিবিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত
************************************************
" শেখ হাসিনার বারতা, নারী- পুরুষ সমতা" ও " সবার মাঝে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি" এই দুটি প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে পালিত হয়েছে
আন্তর্জাতিক নারী দিবস-২০২২ ।

উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আয়োজিত আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ওবাইদুর রহমানের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরমান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফ আফজাল রাজন, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু বকর ছিদ্দিক মন্ডল ও উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা দূর্নীতি দমন কমিটির সভাপতি সাংবাদিক আব্দুল হাই, সদস্য সচীব জাহিদুর রহমান রানা, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মাসুদা বেগম ঝর্না, এসডিএসের নির্বাহী পরিচালক আয়েশা আক্তারসহ অন্যরা।

এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরমান হোসেনের নেতৃত্বে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। শেষে বিভিন্ন কর্মের অবদানের স্বীকৃতিস্বরুপ পাঁচজন নারীকে জয়িতা হিসাবে নির্বাচিত করে ক্রেস্ট প্রদান করা হয়।

👉বাবুল হোসেন, পাঁচবিবি, জয়পুরহাট।

09/12/2022

জয়পুরহাটের বিভিন্ন হাট-বাজার ও পথে পথে ফেরি করে বিক্রি হচ্ছে লাল সবুজের পতাকা। বিজয়ের মাস এলেই শহর থেকে গ্রামে, হা...

08/12/2022

জয়পুরহাটে বানিজ্যিকভাবে কমলা চাষে সাফল্য
রিপোর্ট: শফিউল বারী রাসেল
তারিখ: ০৮.১২.২২
https://fb.watch/hh_C1Axp3s/

08/12/2022
08/12/2022

উত্তরাঞ্চলের ভারত সীমান্ত ঘেঁষা ছোট একটি জেলা জয়পুরহাট। জেলা শহরের কেন্দ্রস্থল শহীদ ডা. আবুল কাশেম ময়দানে মুক্ত....

পাঁচবিবিতে সরকারী বন বিভাগের বেহাল অবস্থা: মাদক সেবীদের আখরায় পরিনত জয়পুরহাট প্রতিনিধি জয়পুরহাটের পাঁচবিবি সরকারি বন বিভ...
08/12/2022

পাঁচবিবিতে সরকারী বন বিভাগের বেহাল অবস্থা: মাদক সেবীদের আখরায় পরিনত

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি সরকারি বন বিভাগের বেহাল অবস্থা। এখানে ফলদ, বনজ ও ঔষধি বিভিন্ন গাছের চারা উৎপাদন ও প্রশিক্ষণ দেয়ার কথা থাকলেও বাগান মালি বিস্তীর্ণ এলাকাজুড়ে করেছেন ফসলের চাষ। শুধু তাই নয়, অফিস চত্বরটি মাদকসেবী আর অপরাধীদের আখড়ায়
পরিণত হয়েছে।

১৯৯০ সালে পাঁচবিবি উপজেলা পরিষদ এলাকায় প্রায় ১২ বিঘা জমির উপরে সামাজিক বনায়ন ও বাগান কেন্দ্র এবং সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠিত হয়। এখানে ফলদ, বনজ ও ঔষধি বিভিন্ন গাছের চারা উৎপাদন ও প্রশিক্ষণ দেওয়ার কথা থাকলেও সরেজমিনে গিয়ে দেখা যায়, ১২ বিঘা জমির মধ্যে মাত্র ৩ শতাংশ জায়গায় সামান্য কিছু চারা রয়েছে। অবশিষ্ট জমিতে বাগান মালী মতিউর রহমান ধানের আবাদ করছেন। এদিকে অযত্ন অবহেলায় বন বিভাগের অফিসটিও জরাজীর্ণ অবস্থায় পরে আছে। ইতোমধ্যে সেখানকার কিছু দরজা-জানালাও চুরি হয়ে গেছে। বর্তমানে এ স্থানটি মাদকসেবী ও অপরাধীদের আখড়ায় পরিণত হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

বন বিভাগ এলাকার বাসিন্দা জুলেখা বেগম, তহমিনা বেগম, শারমিন আক্তারসহ অনেকেই বলেন, বন বিভাগে সরকারিভাবে বিভিন্ন চারাগাছ উৎপাদন করার কথা কিন্তু বর্তমানে জনশূন্য ও ভুতুড়ে পরিবেশ হওয়ায় প্রতিদিনই সেখানে মাদকসেবীদের আড্ডা বসে। বাইরের লোকজন এসে বিভিন্ন প্রকার অনৈতিক কাজ করছে। তাদের কিছু বললে বা বাঁধা দিলে তারা বিভিন্ন রকম হুমকি দেয়। আমরা আমাদের ছেলে-মেয়ে;পরিবার পরিজন নিয়ে অনেক সমস্যা, শঙ্কা ও ভয়ের মধ্যে থাকি।

পাঁচবিবি উপজেলা সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের বাগান মালী মতিউর রহমান বলেন, আমি স্যারদের বলেই ফাঁকা জায়গায় ফসলের চাষ করছি। নার্সারির চারদিক উন্মুক্ত থাকায় যেকোনো সময় লোকজন ঢুকতে ও বেরোতে পারে। তাই সবসময় নেশাখোর ও খারাপ লোকজন অবাধ চলফেরা করতে পারে। তাদেরকে কিছু বললে আমিই বিপদে পড়ি।

সামাজিক বনায়ন ও বাগান কেন্দ্র এবং সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকতা হারুনুর রশিদ বলেন, এখানে খারাপ প্রকৃতির লোকজনের আনাগোনা আছে। জনবল সংকট। একজন মাত্র মালী আছেন। তিনি সবসময় প্রাণের ভয়ে থাকেন। অফিসের হালও ভালো ছিল না। একটা রুমের জানালা-দরজা মেরামত করে আমি কোনরকমে অফিস করছি। সরকারি বরাদ্দ না থাকায় চারা উৎপাদন ব্যাহত হচ্ছে।

পাঁচবিবি উপজেলা চেয়ারম্যান মনিরুল শহিদ মন্ডল মুন্না বলেন, আমার কাছেও মাঝে মাঝে বন বিভাগকে নিয়ে বিভিন্ন অভিযোগ আসে। উপজেলা সমন্বয় মিটিংয়ে পাঁচবিবি বন বিভাগের অবস্থার ব্যাপারে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

👉বাবুল হোসেন, পাঁচবিবি, জজয়পুরহাট।

বিজয়ের মাসে ফেরি করে পতাকা বিক্রি**********************************************জয়পুরহাটের বিভিন্ন হাট-বাজার ও পথে পথে ফে...
07/12/2022

বিজয়ের মাসে ফেরি করে পতাকা বিক্রি
**********************************************
জয়পুরহাটের বিভিন্ন হাট-বাজার ও পথে পথে ফেরি করে বিক্রি হচ্ছে লাল সবুজের পতাকা। বিজয়ের মাস এলেই শহর থেকে গ্রামে, হাটে- বাজারে দেখা মেলে ৮/১০ ফুট লম্বা বাঁশে বেঁধে বিক্রি করা এসব পতাকা বিক্রেতাদের। রয়েছে নানা আকারের পতাকা এবং পতাকার লোগো সংবলিত মাথা ও হাতে বাঁধার ব্যান্ড। পতাকার মধ্যে লাল সবুজের জাতীয় পতাকা যেমন রয়েছে, তেমনই রয়েছে মুক্তিযুদ্ধকালীন লাল-সবুজের মাঝে হলুদ মানচিত্র আঁকা পতাকা ও ব্যাচ।

স্থানীয়রা বলেছেন, বিজয়ের মাসে অনেকেই বাড়ির ছাদে, শিল্প-প্রতিষ্ঠানের সামনে এমনকি গাড়িতেও জাতীয় পতাকা ওড়ান। এর ফলে বিজয়ের মাস এলেই জাতীয় পতাকার চাহিদা বেড়ে যায়। আর এই সুযোগে মৌসুমী ব্যবসায়ীরা হাট-বাজারে ঘুরে ঘুরে জাতীয় পতাকা বিক্রি করছেন। শুধু পতাকা নয়, হাতে ও মাথায় বাঁধার মতো লাল-সবুজ ব্যাচও বিক্রি করছে। আর ১৬ ডিসেম্বরে লাল-সবুজ পতাকা হাতে দেখা মেলে অসংখ্য শিশু-কিশোরদের।

৫৫ বছর বয়সী আজানুর মোল্লা নামে এমনই এক মৌসুমী পতাকা বিক্রেতার সঙ্গে কথা হয়
এ প্রতিবেদকের। তার বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার পাইককান্দি গ্রামে। তিনি জানান, সারা বছর সংসারে অন্যান্য কাজ করলেও ১লা ডিসেম্বর পতাকা বিক্রি করার জন্য জয়পুরহাটে এসেছেন। থাকবেন এ মাসের ১৫ তারিখ পর্যন্ত।

তিনি বলেন, এ সময়টাতে পতাকা, মাথায় ও হাতে বাধার ব্যাচ ও বিজয় দিবসের অন্যান্য সামগ্রী ভালই বিক্রি হতো। তাতে এই ১৫ দিনে পতাকা বিক্রি থেকে আয় হতো প্রায় ১০ থেকে ১৫ হাজার টাকা। কিন্তুু এবার বিশ্বকাপের খেলা চলার কারণে এ সবের প্রতি তেমন আগ্রহী নেই লোকজনদের। তাই এবার বেঁচা-কেনা কম। তারপরও দিনে ৫/৭শ টাকা বিক্রি হয়।

তিনি আরো জানান, এই বিজয় নিশান কাঁধে নিয়ে ঘুরে ঘুরে বিক্রি করতে ভালোই লাগে তার। ৬ ফুটের একটি পতাকা বিক্রি করছেন ১৫০ টাকা, ৫ ফুট ১০০ টাকা, সাড়ে ৩ ফুট ৮০ টাকা, আড়াই ফুট ৫০ টাকা, দেড় ফুট ৩০ টাকা আর ১ ফুট ২০ টাকা এবং ফিতা আর ব্যান্ড বিক্রি করছেন ১০ টাকা দরে।

👉বাবুল হোসেন, পাঁচবিবি, জয়পুরহাট।

জয়পুরহাটের ৭১ ফুট স্মৃতিস্তম্ভসহ মুক্তিযুদ্ধের ভাস্কর্য ও স্মৃতিফলকগুলো আধুনিক স্থাপত্যের অনন্য নিদর্শন ***************...
07/12/2022

জয়পুরহাটের ৭১ ফুট স্মৃতিস্তম্ভসহ মুক্তিযুদ্ধের ভাস্কর্য ও স্মৃতিফলকগুলো আধুনিক স্থাপত্যের অনন্য নিদর্শন
***********************************************
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে চেনা-অচেনা লাখো বাঙালি পাকসেনাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন প্রান্তে লড়াই করতে গিয়ে অকাতরে প্রাণ বিলিয়েছেন দেশের জন্য। বাঙালির সেই শ্রেষ্ঠ শহীদ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে উজ্জীবিত রাখতে দেশের বিভিন্ন অঞ্চলের মতো জয়পুরহাটেও নির্মিত হয়েছে আধুনিক স্থাপত্যের অনন্য নিদর্শন ৭১ ফুট উচ্চতাবিশিষ্ট স্মৃতিস্তম্ভসহ মুক্তিযুদ্ধের নানা ভাস্কর্য ও স্মৃতিফলক।

উত্তরাঞ্চলের ভারত সীমান্ত ঘেঁষা ছোট একটি জেলা জয়পুরহাট। জেলা শহরের কেন্দ্রস্থল শহীদ ডা. আবুল কাশেম ময়দানে মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের বছরের সাথে মিল রেখে ৭১ ফুট উচ্চতাবিশিষ্ট শহীদ স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হয় ১৯৯১ সালে। তৎকালীন জেলা প্রশাসকের প্রচেষ্টায় এবং স্থানীয় কিছু নেতৃস্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় এই স্মৃতিস্তম্ভটি নির্মান করা হয়। আধুনিক স্থাপত্য শিল্পের অপরূপ নির্দশন এই স্মৃতিস্তম্ভটি মুক্তিযুদ্ধ তথা জয়পুরহাটবাসীর জন্য এক গৌরবগাথা হিসেবে প্রতিষ্ঠিত হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।

জেলার পাঁচবিবি উপজেলায় ১৯৭১ সালের ২০ এপ্রিল মঙ্গলবার পাকিস্তানি সৈন্যরা পাঁচবিবি থানা দখল করে নেয়। সেখানে তারা নির্বিচারে গুলি চালিয়ে হতাহত করে অনেক নিরীহ মানুষকে। পুরাতন সিও অফিস, বকুলতলা, নন্দাইল ও বাগজানাসহ বিভিন্ন এলাকায় ২৪ এপ্রিল থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত চালায় নারকীয় হত্যাযজ্ঞ। তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে পাঁচবিবি পাঁচমাথায় নির্মাণ করা হয়েছে উত্তরবঙ্গের বৃহৎ মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘মিলেছি মায়ের ডাকে’। এ ভাস্কর্যে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের চারজন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন। ভাস্কর্যটির মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে ধর্ম-বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষের যে অংশগ্রহণ ছিল, তা ফুটিয়ে তোলা হয়েছে।

মুক্তিযুদ্ধ চলাকালীন সময় ১৯৭১ সালের ২৬ আগষ্ট সোমবার বিকালে তৎকালীন কড়িয়া বিডিআর ক্যাম্পের পাক সেনারা ধরঞ্জী ইউনিয়নের বিভিন্ন স্থানে মহড়া দিয়ে যাওয়ার সময় নন্দইল গ্রামের লক্ষণ হেমরমের দুই পুত্র খোকা হেমরম ও মন্টু হেমরম, একই গ্রামের কালু সরেনের পুত্র জোহন সরেন ও সরেন হেমরমকে বাড়ী থেকে চোখ বেঁধে ধরে নিয়ে যায়। পথিমধ্যে উপজেলার পাড়ইল তিতলতলা নামকস্থানে তাদের হাত পা বেঁধে মাটির গর্তে ফেলে বন্দুকের ব্যায়নট দিয়ে নির্মম নির্যাতন করে জীবন্ত অবস্থায় মাটি চাপা দিয়ে হত্যা করে। আদিবাসীদের ঐতিহ্য ও সংগ্রামের ইতিহাসের প্রতীক হিসেবে সেই শহীদের স্বরণে শ্রদ্ধা জানিয়ে পাঁচবিবির আদিবাসী এলাকা নন্দাইল গ্রামে তৈরি করা হয়েছে ২১ ফুট উচ্চতাবিশিষ্ট দেশের প্রথম আদিবাসী ভাস্কর্য। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিশিষ্ট কলামিষ্ট ও সাংবাদিক আমিনুল হক বাবুলের ঐকান্তিক প্রচেষ্টায় ২০১০ ও ২০১১ অর্থ বছরে জয়পুরহাট জেলা পরিষদের অর্থায়ন ও তত্বাবধানে এটি নির্মিত হয়।

এছাড়া উপজেলা শহরের তিনমাথায় ‘গেরিলা মুক্তিযোদ্ধা’ ও রেলস্টেশন এলাকায় ‘কৃষক মুক্তিযোদ্ধা’ ভাস্কর্য নির্মাণ করা হয়েছে। এগুলো নির্মান করেন পাঁচবিবি পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব।

এছাড়া শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুলিশ সুপার কার্যালয়ের সামনে ২০১৬ সালের ১৪ জানুয়ারি উন্মোচন করা হয় ”প্রথম সশস্ত্র প্রতিরোধ ‘৭১” নামের একটি ভাস্কর্য। এটি সে সময়ের পুলিশ সুপারের প্রচেষ্টায় এবং স্থানীয় কিছু নেতৃস্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় নির্মাণ করা হয়।

এইসব ভাস্কর্য, স্মৃতিস্তম্ভ ও স্মৃতিফলকগুলো আজও মনে করিয়ে দেয় মুক্তিযুদ্ধে উৎসর্গকারী লাখো শহীদের স্মৃতিকথা ও যুদ্ধদিনের ভয়াল স্মৃতি।

👉শফিউল বারী রাসেল, জয়পুরহাট।

জয়পুরহাটে চঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার প্রধান অভিযুক্ত গ্রেফতার ***********************************************জয়পুরহা...
06/12/2022

জয়পুরহাটে চঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার প্রধান অভিযুক্ত গ্রেফতার
***********************************************
জয়পুরহাটে চঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার প্রধান অভিযুক্ত আব্দুর রাজ্জাককে গ্রেফতার করেছে র‍্যাব।

গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাক জেলার কালাই উপজেলার বিয়ালা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

র‍্যাব জানিয়েছে, ২০২০ সালের ১৯ জুন জেলার কালাই উপজেলার দুধাইল গ্রামের ওসমান আলীর ছেলে সারোয়ার হোসেন বাসা থেকে বের হয়ে যায়। এরপর দুইদিন ধরে তার আর কোন খোঁজ পাওয়া যায় নি। পরবর্তীতে ওই বছরের ২১ জুন একই এলাকার রতন চৌধুরীর জমির আইলের পাশে তার ক্ষত-বিক্ষত লাশ পাওয়া যায়। এ ব্যাপারে কালাই থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়। কালাই থানা পুলিশ মামলার কোন সুরাহা করতে না পারায় মামলাটি সিআইডি’র কাছে হস্তান্তর করা হয়। পুলিশি তদন্তে অভিযুক্ত মোঃ রানা বাবু (৩১), মোঃ শামীম (২৮) এবং আব্দুর রাজ্জাক (৩৭) এর নাম উঠে আসে। এরমধ্যে আব্দুর রাজ্জাক এই মামলার অন্যতম অভিযুক্ত এবং সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সাহায্যে তার অবস্থান সনাক্ত করে সদর উপজেলার হিচমি মোড় এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র পুলিশ সুপার মোঃ মাসুদ রানা জানান, কালাই থানার মামলা নং-১০, তাং-২১/০৬/২০২০, ধারা-৩০২/৩৪ পেনাল কোড মূলে ক্লুলেস মামলার অন্যতম আসামী আব্দুর রাজ্জাককে গ্রেফতার করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জেলা সিআইডি কার্যালয়ে জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।

👉শরিফুল হক সোহেল, জয়পুরহাট।

ব্যাংকর চালান জালিয়াতির অভিযোগে আইনজীবী কারাগারেঃ আইনজীবীদের প্রতিবাদে উত্তপ্ত এজলাশ************************************...
06/12/2022

ব্যাংকর চালান জালিয়াতির অভিযোগে আইনজীবী কারাগারেঃ আইনজীবীদের প্রতিবাদে উত্তপ্ত এজলাশ
***********************************************
সোনালী ব্যাংকর চালান জালিয়াতি করে আসামীক জামিন করার অভিযোগে আনিছুর রহমান (৪৭) নামে এক আইনজীবীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিশীত রঞ্জন বিশ্বাস।

এ ঘটনায় অন্য আইনজীবীরা আদালত এজলাসের সামনে সমবেত হয়ে প্রতিবাদ জানান। একপর্যায়ে পরিবেশ উত্তপ্ত হয়ে উঠলে সদর থানা ও গোয়েন্দা পুলিশের দুটি ইউনিট এসে ওই আসামিকে কারাগারে নিয়ে যায়।

কারাগারে প্রেরিত আনিছুর রহমান জেলার সদর উপজেলার পশ্চিম পারুলিয়া গ্রামের মোকলেছুর রহমানের ছেলে ও জয়পুরহাট আদালতের আইনজীবী।

আদালত সূত্রে জানা গেছে, জয়পুরহাট সদর উপজেলার হিচমি এলাকার বিজলি ফিড মিলের স্বত্ত্বাধিকারী আমানুল্লাহ মেসার্স ফিরোজা ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী সোহেল রানার নিকট থেকে ব্যবসায়িক আর্থিক লেনদেন ছিলো। ২০১৭ সালে আমানুল্লাহকে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক জয়পুরহাট শাখার ২৮ লাখ ১৬ হাজার টাকার একটি চেক দেন সোহেল রানা। আমানুল্লাহ ওই চেক ২০১৭ সালের ১৮ অক্টোবর ইসলামী ব্যাংক জয়পুরহাট শাখায় নিজ হিসাব নম্বরে জমা দিলে সোহেল রানার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের হিসাব নম্বরে উল্লিখিত পরিমাণ টাকা জমা না থাকায় চেকটি প্রত্যাখ্যাত হয়। ওই বছরের ৬ নভেম্বর সোহেল রানাকে টাকা পরিশোধের ৩০ দিন সময় বেঁধে দিয়ে একটা লিগ্যাল নোটিশ পাঠায় আমানুল্লাহ। ওই নোটিশ প্রাপ্তির পরও সোহেল রানা টাকা পরিশোধ না করায় ২০১৮ সালের ২ জানুয়ারি তার বিরুদ্ধে আদালতে ২৮ লাখ ১৬ হাজার টাকার চেক প্রত্যাখ্যান মামলা করেন আমানুল্লাহ।

চেক প্রত্যাখ্যান মামলায় দাবির অর্ধেক টাকা জমা দিয়ে জামিন আবেদন করতে হয়। সেই অনুনুযায়ী গত বছরের ২৮ নভেম্বর সোনালী ব্যাংকের ১৪ লাখ ৮ হাজার টাকার একটি চালান আসামির জামিন আবেদনের সঙ্গে আদালতে জমা দেওয়া হয়। এরপর আদালত আসামি সোহেল রানার জামিন আবেদন মঞ্জুর করেন। মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন আনিছুর রহমান। চলতি বছরের ১৭ জানুয়ারি বাদী তার আইনজীবী গোলাম মোকারম চৌধুরীকে জানান চালানমূলে ব্যাংকে কোন টাকা জমা হয়নি। এরপর বাদীর আইনজীবী ট্রেজারিতে খোঁজ নিয়ে চালান জালিয়াতির সত্যতা পান। তিনি বিবাদী পক্ষের আইনজীবী আনিছুর রহমানকেও বিষয়টি জানান। তিনিও খোঁজ নিয়ে ব্যাংক চালান জালিয়াতির সত্যতা পেয়ে নিজে বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা চার-পাঁচজনকে আসামি করে থানায় একটি মামলা করেন। মামলাটি গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হলে উপ-পরিদর্শক আমিরুল ইসলাম সেটি তদন্ত করেন। তদন্তে আইনজীবী আনিসুর রহমান, মহুরী আজিজার রহমান, কারাগারের কারারক্ষী আমিনুল ইসলাম, দালাক মাহফুজ ইসলাম নসু বাবু, আসামি সোহেল রানার বড় ভাই আবদুল করিম, বোন পারুল বেগমসহ ৬ জনের জড়িত থাকার প্রমান পায়।

এ ঘটনায় গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আমিরুল ইসলাম বাদী হয়ে চলতি বছরের ৮ নভেম্বর জয়পুরহাট সদর থানায় আরেকটি মামলা করেন। এ মামলায় আগের মামলার বাদী আইনজীবী আনিছুর রহমানসহ ছয়জনকে আসামি করা হয়। তবে আগের মামলায় গ্রেপ্তার হওয়া আবদুল করিমকে মামলার আসামি করা হয়নি।

ওই মামলার আসামি আইনজীবী আনিছুর রহমান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ সময় আদালতে থাকা আইনজীবীরা এর প্রতিবাদ জানান। একপর্যায়ে থানা ও গোয়েন্দা পুলিশ আদালতে এসে আসামি আনিছুর রহমানকে কারাগারে নিয়ে যায়।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহনুর রহমানের দাবি আনিছুর রহমানকে অসত্য ও সাজানো মামলায় কারাগারে পাঠানো হয়েছে দাবি করে তিনি বলেন, আইনজীবী আনিছুর রহমান নিজেই বাদী হয়ে একটি মামলা করেছিলেন। সেই মামলায় চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে গোয়েন্দা পুলিশ। একই ঘটনায় গোয়েন্দা পুলিশ বাদী হয়ে তাকেসহ ছয়জনের বিরুদ্ধে আবারো মামলা করেছে। তাকে পরিকল্পিতভাবে এ মামলায় জড়ানো হয়েছে। আজকে তার জামিন আবেদন করা হয়েছিল। আদালত তা নামঞ্জুর করেছেন। অসত্য ও সাজানো মামলায় তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ করেছি।

আদালতের পুলিশ পরিদর্শক আবদুল লতিফ খান বলেন, এক আইনজীবীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়ায় আদালতে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পুলিশ এসে আসামিকে কারাগারে নিয়ে গেছে।

গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ আল মামুন বলেন, ব্যাংকের চালান জালিয়াতির ঘটনার সঙ্গে আইনজীবীর আনিছুর রহমানের সম্পৃক্ততা পাওয়া গেছে। এ কারণে তাঁকে মামলার আসামি করা হয়েছে।

পুলিশ সুপার নূরে আলম বলেন, ফিড ব্যবসায়ী সোহেল রানার নামে আদালতে একটি চেকের মামলায় আইনজীবী আনিসুর রহমান চালান জালিয়াতির মাধ্যমে আয়ামিকে জামিন করান। পরে সন্দেহ হলে আদালত মামলাটি অধিক তদন্তের জন্য জেলা গোয়েন্দা পুলিশকে আদেশ দেন। তদন্তে ৬ জনের সম্পৃক্ততা পেয়ে তাদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মামলা দেয়া হয়। অভিযুক্ত আইনজীবী আনিসুর রহমান দীর্ঘদিন ভারতে পালিয়ে ছিলেন। দেশে এসে আদালতে জামিন নিতে গেলে তার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠায় আদালত।

👉শারমিন আশা স্বর্ণা, জয়পুরহাট।

সংসদে প্রতিনিধিত্ব চেয়ে জয়পুরহাটে দলিত জনগোষ্ঠীর মানববন্ধন ও সমাবেশ*********************************************সংসদে প্...
05/12/2022

সংসদে প্রতিনিধিত্ব চেয়ে জয়পুরহাটে দলিত জনগোষ্ঠীর মানববন্ধন ও সমাবেশ
*********************************************
সংসদে প্রতিনিধিত্বসহ ৮ দফা দাবিতে জয়পুরহাটে মানববন্ধন ও সমাবেশ করেছে দলিত জনগোষ্ঠী।

সোমবার শহরের জিরো পয়েন্ট মসজিদ মার্কেটের সামনে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) জয়পুরহাট জেলা শাখা আয়োজিত ওই সমাবেশে জাতীয় আদিবাসী পরিষদ, জয়পুরহাটের সভাপতি অ্যাডভোকেট বাবুল রবিদাসের সভাপতিত্বে বক্তৃতা করেন বাংলাদেশ রবিদাস ফোরাম জয়পুরহাট শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শিল্পা রবিদাস, জয়পুরহাট আদিবাসী ছাত্র পরিষদের আহ্বায়ক সুরেশ রবিদাস, বিডিইআরএমের জেলা সহ-সভাপতি মনু হরিজন, পাদুকা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মনিরাল রবিদাসসহ অন্যরা।

সমাবেশে বক্তারা, জাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে প্রস্তাবিত ‘বৈষম্য বিলোপ আইন' করা, জাতীয় সংসদে সাধারণ ও সংরক্ষিত আসনে দলিত জনগোষ্ঠীর সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত করা, জাতীয় বাজেটে দলিত জনগোষ্ঠীর জন্য সুনির্দিষ্টভাবে ‘সামাজিক নিরাপত্তা কর্মসূচি’র বরাদ্দ বাড়ানো, সকল মহানগরী ও পৌরসভায় দলিত জনগোষ্ঠীর সবার জন্য আবাসনের ব্যবস্থা করা, পরিচ্ছন্নতাকর্মীদের পেশাগত স্বাস্থ্যঝুঁকি বিশেষ বিবেচনায় এনে তাদের সুরক্ষার সকল উপকরণ সরবরাহ করা, সরকারি বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে দলিত শিক্ষার্থীদের ভর্তি কোটা প্রবর্তন করা, সকল ধরনের সরকারি চাকরিতে দলিত জনগোষ্ঠীর জন্য কোটা ব্যবস্থা প্রবর্তন করা, দলিত শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঝরে পড়া রোধকল্পে কার্যকরী উদ্যোগ গ্রহণ করা এবং এই জনগোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের বিশেষ উপবৃত্তির পরিমাণ বাড়ানোসহ ৮ দফা দাবি উপস্থাপন করেন।

👉শারমিন আশা স্বর্ণা, জয়পুরহাট।

সাংবাদিক পুত্র তাহিদ পাঁচবিবির মহীপুর সরকারী কলেজে প্রভাষক পদে যোগদান**********************************************জয়পু...
05/12/2022

সাংবাদিক পুত্র তাহিদ পাঁচবিবির মহীপুর সরকারী কলেজে প্রভাষক পদে যোগদান
**********************************************
জয়পুরহাট পাঁচবিবি উপজেলায় মহীপুর হাজী মহসীন সরকারী কলেজে ৪০ তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে সাংবাদিক পুত্র মোঃ তাহিদুল ইসলাম তাহিদ প্রভাষক পদে যোগদান করেছেন।

তাহিদ জয়পুরহাট জেলার কালাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক করতোয়ার স্থানীয় সাংবাদিক মোঃ আমিনুল ইসলামের বড় ছেলে।

যোগদান উপলক্ষ্যে শিক্ষক পরিষদের আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠানে মহীপুর হাজি মহসীন সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শুভাশীষ কুমার মন্ডলের সভাপতিত্বে বক্তৃতা করেন, কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী সরকার, বাংলা বিভাগের প্রভাষক রাজিবুল ইসলাম সহ অন্যরা।

এসময় কলেজের অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধানসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।

👉শারমিন আশা স্বর্ণা, জয়পুরহাট ।

চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামী গ্রেফতার**********************************************জয়পুরহাটে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলা...
04/12/2022

চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামী গ্রেফতার
**********************************************
জয়পুরহাটে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামী রেজাউল করিম রেজাকে (১৬), গ্রেফতার করেছে র‍্যাব।

গ্রেফতারকৃত রেজা জেলার পাঁচবিবি উপজেলার মাগুড়া বটতলী গ্রামের মজিবুর রহমানের ছেলে।

র‍্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্প ও র‌্যাব-৩, সিপিসি-১ এর যৌথ অভিযান চালিয়ে রোববার বিকেলে রাজধানীর খিলগাঁও হতে গণধর্ষণ মামলার ২নং আসামী রেজাউল করিম রেজাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানা, এবং র‌্যাব-৩, সিপিসি-১ এর স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ খাইরুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য জেলার পাঁচবিবি থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ১৪ অক্টোবর সন্ধ্যায় জেলার পাঁচবিবি উপজেলার বটতলী বাজার হতে খাবারের আটা নিয়ে বাড়ি ফেরার পথে অভিযুক্ত মোঃ রেজাউল করিম রেজা ভিকটিমকে পাশের ধানক্ষেতের ডিপ টিউবওয়েলের ঘরে নিয়ে যায়। পরে ১নং অভিযুক্ত মোঃ কামরুজ্জামান ও ৩নং অভিযুক্ত মোঃ জুয়েল রানা সেখানে উপস্থিত হয়। এরপর ১নং ও ২নং অভিযুক্ত ভিকটিমকে পালাক্রমে ধর্ষণ করে এবং ৩নং অভিযুক্ত তার স্মার্টফোনে তাদের ধর্ষণের ভিডিও ধারণ করে। ৩নং অভিযুক্ত মোঃ জুয়েল রানা তার মোবাইলে ধারণকৃত ভিডিও ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে সেও ভিকটিমকে ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিমের পরিবার ওই তিন ধর্ষকের বিরুদ্ধে জয়পুরহাটের পাঁচবিবি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০, সংশোধনী/২০০৩ ও ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। ওই মামলার প্রেক্ষিতে তথ্য প্রযুক্তি ও সোর্সের তথ্যের ভিত্তিতে অপরাধীর অবস্থান সনাক্ত করে র‌্যাব-৫ ও র‌্যাব-৩ এর যৌথ অভিযান চালিয়ে ২নং অভিযুক্তকে ঢাকার খিলগাওয়ে একটি খাবারের হোটেল হতে গ্রেফতার করে র‍্যাব।

👉শারমিন আশা স্বর্ণা,জয়পুরহাট।

জয়পুরহাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গ্রাম পুলিশ নিহত************************************************জয়পুরহাটের পাকারমাথা এ...
04/12/2022

জয়পুরহাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গ্রাম পুলিশ নিহত
************************************************
জয়পুরহাটের পাকারমাথা এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হামিদুল ইসলাম (৪৫) নামে এক গ্রাম পুলিশ নিহত হয়েছেন।

নিহত হামিদুল কালাই উপজেলার আহমেদাবাদ ইউনিয়নের গ্রাম পুলিশ এবং একই উপজেলার দক্ষিন পাকুরিয়া গ্রামের শাজাহান আলীর ছেলে।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, রোববার সদর উপজেলার পাকারমাথা এলাকায় ভ্যানেযোগে জয়পুরহাটের দিকে আসছিলেন গ্রাম পুলিশ হামিদুল। হঠাৎ ভ্যান থেকে রাস্তার উপরে পড়ে গেলে অপর দিক আসা দ্রুতগামী একটি ট্রাকের চাকায় পিষ্ট হন তিনি। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

👉শারমিন আশা স্বর্ণা, জয়পুরহাট।

জয়পুরহাটে নকল স্বর্ণের বৌদ্ধ মূর্তি বিক্রির অভিযোগে সংঘবদ্ধ প্রতারক চক্রের মূলহোতা গ্রেফতার***-*************************...
04/12/2022

জয়পুরহাটে নকল স্বর্ণের বৌদ্ধ মূর্তি বিক্রির অভিযোগে সংঘবদ্ধ প্রতারক চক্রের মূলহোতা গ্রেফতার
***-********************************************
জয়পুরহাটে নকল স্বর্ণের বৌদ্ধ মূর্তি বিক্রির অভিযোগে সংঘবদ্ধ প্রতারক চক্রের মূলহোতা আলম মিয়া আলমগীরকে (৪২) নকল মূর্তিদহ গ্রেফতার করেছে র‍্যাব।

গ্রেফতার আলমগীর জেলার কালাই উপজেলার মালটিয়া গ্রামের মৃত-আফতাব হোসেনের ছেলে।

র‍্যাব জানিয়েছে, প্রতারণার শিকার ভূক্তভোগী শ্রী বিল্পব দাস (৪৪) অভিযোগ করেন জেলার কালাই থানাধীন নুনুজ বাজারের চায়ের দোকানে আলমগীরের পরিচয় হয়। সে সময় ভুক্তভোগীর সাথে মোবাইল নম্বর আদান প্রদানের মাধ্যমে প্রতারক আলমগীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলে। পরবর্তীতে বিবাদী ভুক্তভোগীকে ফোন দিয়ে জানায় যে, তার এক আত্মীয় পুকুর খনন করতে গিয়ে একটি স্বর্ণের বৌদ্ধ মূর্তি পেয়েছে যার দাম প্রায় ১০ লক্ষ টাকা। সেটি ভূক্তভোগীর কাছে অল্প দামে বিক্রয় করার প্রস্তাব দিলে সরল বিশ্বাসে তা ৫০ হাজার টাকার বিনিময়ে আলমগীরের নিকট থেকে ক্রয় করেন। পরবর্তী ভূক্তভোগী স্বর্ণকারের দোকানে মূর্তিটি পরীক্ষা করালে তাতে কোন স্বর্ণের কোন অস্তিত্ব নেই বলে জানায় স্বর্ণকার। এরপর গত ১ ডিসেম্বর ভুক্তভোগী ওই নকল স্বর্ণের বৌদ্ধ মূর্তিটি নিয়ে আলমগীরের কাছে যায় এবং তার দেয়া টাকা চায়। এ সনয় প্রতারক চক্রের সদস্যরা ভূক্তভোগীকে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শনসহ মেরে ফেলার হুমকি দিলে ভূক্তভোগী জীবন রক্ষার্থে সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তীতে ভুক্তভোগী জয়পুরহাট র‌্যাব ক্যাম্পে অভিযোগ দায়ের করলে বিষয়টি বিস্তারিত খোঁজ খবর নিয়ে সত্যতা পাওয়ায় কালাই উপজেলার মালটিয়া গ্রামে অভিযান চালিয়ে নকল স্বর্ণের বৌদ্ধ মূর্তি বিক্রির সংঘবদ্ধ প্রতারক চক্রের মুলহোতা আলমগীরকে গ্রেফতার করা হয়। এসময় সেখান থেকে নকল মূর্তিটিও উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানা জানান, গ্রেফতারকৃত আলমগীর একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের মূলহোতা। সে এবং তার সদস্যরা দেশের বিভিন্ন এলাকার লোকজনকে মিথ্যা প্রলোভন দেখিয়ে বিভিন্ন লোকের নিকট থেকে নকল স্বর্ণের মূূর্তি দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিতে নেয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দিয়েছে। এ বিষয়ে তার বিরুদ্ধে কালাই থানায় মামলা দায়ের করা হয়েছে।

👉শারমিন আশা স্বর্ণা, জয়পুরহাট।

30/11/2022

পাঁচবিবি আধুনিক প্রযুক্তির মাধ্যমে গরু হুষ্টপুষ্টকরণ
বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
***********************************************
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ২৫’জন খামারি ও প্রান্তিক চাষীদের লালন-পালনকৃত গরুগুলোকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে হুষ্টপুষ্টকরণ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এর উদ্বোধন করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মাহফুজার রহমান।

উপজেলা প্রাণিসম্পদ অফিসের হলরুমে প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত ওই প্রশিক্ষণে আধুনিক প্রযুক্তির মাধ্যমে গরু হুষ্টপুষ্টকরণ বিষয়ে আলোচনা করেন জেলা প্রাণিসম্পদ ভেটেরিনারি কর্মকর্তা ডাক্তার মোঃ রুস্তোম আলী ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নিয়ায কাযমির ও প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ সেলিম জাহাঙ্গীর সৌরভ, স্থানীয় খামারি ও প্রান্তিক চাষীরা।

👉আকতার হোসেন বকুল, পাঁচবিবি, জয়পুরহাট।

পাঁচবিবিতে বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা***********************************************জয়পুরহাটের  পাঁচবিবিতে মহান বি...
30/11/2022

পাঁচবিবিতে বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা
***********************************************জয়পুরহাটের পাঁচবিবিতে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরমান হোসেনের সভাপতিত্বে ওই সভায় বক্তৃতা করেন, জয়পুরহাট ১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এ্যাড: সামছুল আলম দুদু, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মারুফ আফজাল রাজন, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চদ্র দেব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডলসহ অন্যরে।

এ সময় উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যনবৃন্দ উপস্থিত ছিলেন।

👉বাবুল হোসেন, পাঁচবিবি, জয়পুরহাট।

Address

Joypurhat
Rajshahi
5900

Alerts

Be the first to know and let us send you an email when হৃদয়ে জয়পুরহাট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to হৃদয়ে জয়পুরহাট:

Videos

Share

হৃদয়ে জয়পুরহাট-জেলার তৃণমূল মানুষের মুখপত্র ও একটি অনলাইন ভিত্তিক নিউজ নেটওয়ার্ক পেইজ

হৃদয়ে জয়পুরহাট-জেলার তৃণমূল মানুষের মুখপত্র ও একটি অনলাইন ভিত্তিক নিউজ নেটওয়ার্ক পেইজ। এটি ভয়েস এবং ভিশন মিডিয়ার মালিকানাধীন একটি অঙ্গ প্রতিষ্ঠান।

”হৃদয়ে জয়পুরহাট” জয়পুরহাট জেলার তৃণমূল মানুষের মুখপত্র। এই মুখপত্রের মাধ্যমে জেলার ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য-সংস্কৃতি, চলমান ঘটনা, দূর্ঘটনা, দূর্ণতী, সফলতা, কৃষি, শিল্পসহ ইত্যাদি বিষয় তুলে ধরতে বদ্ধ পরিকর। এ লক্ষ্যে একদল তরুণ সংবাদকর্মী সেচ্ছায় হৃদয়ে জয়পুরহাটকে লালন করতে এবং খবর জানতে ও জানাতে যুক্ত হয়েছেন হৃদয়ে জয়পুরহাট পেইজের সাথে।

জয়পুরহাটের সব ধরনের সংবাদ পেতে পেইজে লাইক দিয়ে সাথেই থাকুন। আর পেতে থাকুন আপডেট নানা খবরাখবর।

ধন্যবাদান্তে-


Other News & Media Websites in Rajshahi

Show All