ZureX

ZureX Assalamualikum guys,
Welcome To My Family, keep Supporting and stay with me
Thank you.

06/02/2025

শেখ ফজিলাতুন্নেছা হলের নেমপ্লেট খোলার সময় মই থেকে পরে জায় এক শিক্ষার্থী!! (আহত)
এই হলের নাম দেয়া হোক শহীদ "মই ভাই"🙂

06/02/2025

হা হা হা এটাই বাস্তব 🤡 লাবিউ টু

02/02/2025

আচ্ছা অখেএয়....🤮

#

31/01/2025

Ultimate Push ❤️

টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন। প্রশ্ন:স্বামী-স্ত্রীর রক্তের গ্রুপ একই হলে সন্তানের কোনো সমস্যা হয় অথবা থ্যালাসেমি...
28/01/2025

টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন।
প্রশ্ন:স্বামী-স্ত্রীর রক্তের গ্রুপ একই হলে সন্তানের কোনো সমস্যা হয় অথবা থ্যালাসেমিয়া রোগ হয়?
উত্তর: না
সঠিক তথ্য হচ্ছে, স্বামী-স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে সন্তানের কোনো সমস্যা হয় না। হওয়ার কোনো কারনও নাই।

তবে স্বামীর রক্তের গ্রুপ পজিটিভ, স্ত্রীর রক্তের গ্রুপ নেগেটিভ এবং প্রথম সন্তানের রক্তের গ্রুপ পজিটিভ হলে সমস্যা হয়ে থাকে যাকে Rh Isoimmunization বলে। কারণ এই বিশেষ ক্ষেত্রে স্ত্রীর শরীরে RH Antibody তৈরি হয় যা পরবর্তী গর্ভাবস্থাকে ঝুঁকিতে ফেলে। পরবর্তী গর্ভাবস্থার বাচ্চাটি যদি আবার পজিটিভ গ্রুপের হয় তবে মায়ের এই RH Antibody-এর কারণে পরবর্তী পজিটিভ বাচ্চা জন্মগতভাবে রক্তশূন্যতা, জন্ডিস নিয়ে জন্মগ্রহণ করতে পারে, এমন কি গর্ভে সন্তান মারাও যেতে পারে।

এ কারনে, প্রথম পজিটিভ সন্তান জন্মের ৭২ ঘণ্টার ভেতর ‘Rh Anti-D Antibody’ নামক একটি প্রতিরোধক ইঞ্জেকশান মাকে দিতে হবে।

26/01/2025

ইডেন মানেই এখন বিনোদন..😂

যে এই ড্রেস রং নির্ধারণ করেছে নিশ্চয়ই তার রুচির অভাব আছে। ভেবেছিলাম সাবইনেসপেক্টর এ পরিক্ষা দিবো, কিন্তু ড্রেস দেখে ভাই ...
20/01/2025

যে এই ড্রেস রং নির্ধারণ করেছে নিশ্চয়ই তার রুচির অভাব আছে। ভেবেছিলাম সাবইনেসপেক্টর এ পরিক্ষা দিবো, কিন্তু ড্রেস দেখে ভাই খুশিতে বমি করে দিলাম। একটা দারোয়ানের ড্রেস ও এর চেয়ে সুন্দর মনে করি আমি (ব্যাক্তিগত অভিমত) আগেরটাই সুন্দর ছিলো।

Aashiq Banaya গানে ডাক্তার ইমরান হাশমি তানুশ্রীর শরীরের এলার্জি পরীক্ষা করতে চাইলে তানুশ্রী প্রথমে আপত্তি করে। যখন ডাঃ হ...
17/01/2025

Aashiq Banaya গানে ডাক্তার ইমরান হাশমি তানুশ্রীর শরীরের এলার্জি পরীক্ষা করতে চাইলে তানুশ্রী প্রথমে আপত্তি করে। যখন ডাঃ হাশমি আপত্তির প্রতি সম্মান জানিয়ে সিড়ি নেমে চলে যাচ্ছিলেন তখন চুলকানির তীব্রতায় তানুশ্রী নিচে নেমে ডাঃ কে কাছে টেনে প্রথমে নিজের গলা এবং পরে ব্রাউন কালারের লিপিস্টক দেখিয়ে বুঝায় এখানেও চুলকানি রয়েছে। ডাঃ হাশমি দীর্ঘ অভিজ্ঞতা দিয়ে প্রথমে ঠোঁটের উপর ত্রিশ সেকেন্ডের একটা অপারেশন চালিয়ে তানুশ্রীর ব্রেনে সিগন্যাল পাঠান যে তিনি কত বড় মাপের ডাক্তার পরবর্তীতে গলায় ঘাড়ে উনার বিখ্যাত নাক এবং ঠোঁট দিয়ে ঘ্রাণ শুঁকে বলে দেন কি কি মেডিসিন লাগবে।

মেডিসিনের ভয়ে তানুশ্রীর পায়ে কাঁপন ধরলে দরদী ডাক্তার তাকে কোলে করে নিয়ে প্রথমে সোফায় এক দফা গভীর ভাবে শারিরীক পরীক্ষা করেন এবং দ্বিতীয় দফায় কোন কোন জায়গায় পিম্পল উঠেছে দেখার জন্য ফিতা খুলে দেন। যথেষ্ট ভদ্রতা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে ডাঃ হাশমি উনার পরীক্ষা চালিয়ে যান মাঝখানে পরীক্ষা ডিপ হয়ে যাওয়ায় পা তুলে তানুশ্রী এর প্রতিবাদও জানান।

তৃতীয় দফায় বিছানায় নিয়ে ফাইনাল পরীক্ষা করতে চাইলে তানুশ্রী একটু ইতস্ততবোধ করে ডাঃ হাশমি রোগীর ভয় কাটাতে নিজেও শার্ট খুলে বুঝিয়ে দেন তুমিও যা আমিও তা। এর মধ্যে শীতকাল থাকায় ঠান্ডা অনুভূতিতে তানুশ্রী কেঁপে উঠছিলো যা দেখে স্বয়ং ডাক্তার উনার লোমশ বুক দিয়ে বার বার তানুশ্রীর শরীরে তাপ উৎপন্ন করে দিচ্ছিলেন। এমন মানবিক দরদী ডাক্তার ভবিষ্যতে আর আসবে কিনা সন্দেহ।

একদম পা থেকে মাথা পর্যন্ত যেভাবে দীর্ঘ ৪ মিনিট ৫৯ সেকেন্ড পরীক্ষা করে গেছেন তা আজকালর ডাক্তাদের মাঝে দেখাই যায়না। এরা শুধু পারে প্রেসক্রিপশন লিখে দায়সারা রোগী দেখতে। যাই হোক ডাঃ হাশমির প্রতি রেসপেক্ট এদের জন্যই তানুশ্রীর মত রোগীরা সঠিক চিকিৎসা পায়।
Courtesy : ইয়ামেতে কুদাসাই

আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। আমিন🤲সোর্স কমেন্টে...🥺
15/01/2025

আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। আমিন🤲
সোর্স কমেন্টে...🥺

06/01/2025

নানার রোস্টিং লেভেল 🔥

#মেজরডালিম

31/12/2024

ইন্নালিল্লাহ! আতশবাজির বিকট আওয়াজে মিরপুর পল্লবীতে জনৈক মহিলা স্ট্রো'ক করে কিছুক্ষণ আগে মারা যান।🥲

31/12/2024

একজন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের মুখের ভাষা শুনুন।
জি হ্যাঁ বলছিলাম স্বনামধন্য প্রতিষ্ঠান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মোঃ মাহবুবুর রহমান (প্রক্টর, রাজশাহী বিশ্ববিদ্যালয়) এর কথা।
ঘটনাক্রমে জানা যায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ঘুরতে যাওয়া (প্রাইভেট বিশ্ববিদ্যালয়) বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থীকে আপত্তিকর অবস্থায় তারা আটক করেছে (আমরা কেউ অন্যায়ের বিপক্ষে নই) অন্যায় করলে অবশ্যই শাস্তি পেতে হবে সে যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী হোক না কেন।
কিন্তু তিনি একজন শিক্ষক হয়ে কিভাবে একটি পুরো বিশ্ববিদ্যালয়ের নাম নিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্র ছাত্রীদের গাঁ*জাখো*র বলতে পারলেন..?
আবার পাশ থেকে আরও একজন তাকে সাপোর্ট দিয়ে বলতেছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্র ছাত্রী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঢুকলেই তারা কি নাকি করে ফেলবে, মামলা দিবে পুলিশ প্রটেকশনে এসব কি ধরনের ব্যাবহার তাদের।
এরকম কি কোনো শিক্ষকের ব্যবহার হতে পারে.? তাহলে তারা আমাদের ভাই বোনদের কি শেখাচ্ছে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে?
তার এরুপ কুরুচিপূর্ণ বক্তব্যের জন্য যদি এখন দুটি বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের মাঝে কোন দ্বন্দ্ব তৈরি হয় একে অপরের বিপক্ষে দাড়িয়ে জায় তাহলে এর দায় কে নিবে?
আপনাদের সকলের মতামত আশা করছি।

এইটার নাম কি জানিনা তবে এইটা আমার আপুর,বডি স্প্রে নিতে গিয়ে হাত লেগে পড়ে গেছে....🙄
19/12/2024

এইটার নাম কি জানিনা তবে এইটা আমার আপুর,
বডি স্প্রে নিতে গিয়ে হাত লেগে পড়ে গেছে....🙄

30/11/2024

Happy December to you Kaku..🙂

01/11/2024

স্থায়ী ক্যাম্পাসে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১২ টি ডিপার্টমেন্ট একত্রিত হওয়ায় সকল শিক্ষার্থীদের নিয়ে We are Together কন্সার্ট আয়োজন করা হয়।

But the Thing is,কথা কিন্তু সত্য মানেন আর না মানেন..❤️
11/10/2024

But the Thing is,
কথা কিন্তু সত্য মানেন আর না মানেন..❤️

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when ZureX posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share