GreenCity News

GreenCity News Welcome to GreenCity NEWS, your go-to source for breaking news and current events from Rajshahi, Bangladesh.

কক্সবাজার থেকে চাঁপাইনবাবগঞ্জগামী গ্রামীণ ট্রাভেলস কোচের সুপারভাইজার পায়েলের কোমর থেকে ১ হাজার পিস ইয়াবা সহ তাকে হাতে-না...
20/02/2024

কক্সবাজার থেকে চাঁপাইনবাবগঞ্জগামী গ্রামীণ ট্রাভেলস কোচের সুপারভাইজার পায়েলের কোমর থেকে ১ হাজার পিস ইয়াবা সহ তাকে হাতে-নাতে গ্রেফতার করেছে রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর চৌকস অফিসার রায়হান খাঁন।

গ্রেফতারকৃত পায়েল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর গ্রামের মৃত সেতু মিয়ার ছেলে।

চালু হচ্ছে রাজশাহী-মুর্শিদাবাদ নৌপথ৫৯ বছর পর আবারও এই নৌপথে শুরু হচ্ছে বাণিজ্য। আগামী ১২ ফেব্রুয়ারি এর উদ্বোধন হবে।বাংলা...
11/02/2024

চালু হচ্ছে রাজশাহী-মুর্শিদাবাদ নৌপথ

৫৯ বছর পর আবারও এই নৌপথে শুরু হচ্ছে বাণিজ্য। আগামী ১২ ফেব্রুয়ারি এর উদ্বোধন হবে।
বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে রাজশাহী থেকে নৌপথে ভারতে পণ্য পারাপার করা হতো। ভারতের মুর্শিদাবাদ জেলার সাগরদীঘি থানার ময়া এলাকা থেকে গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ পর্যন্ত পণ্য আনা-নেওয়া হতো। বাংলাদেশ থেকে পাঠানো হতো পাট ও মাছ। ভারত থেকে আসত বিভিন্ন পণ্য।১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের আগ পর্যন্ত সুলতানগঞ্জ-ময়া ও গোদাগাড়ী-ভারতের লালগোলা নৌ-ঘাটের মধ্যে নৌপথে বাণিজ্য কার্যক্রম চালু ছিল। যুদ্ধের সময় বন্ধ করে দেওয়া হয়।

এত বছর পর নৌ প্রটোকল চুক্তির আওতায় আবার চালু হচ্ছে। নৌ পরিবহন মন্ত্রণালয় ও অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সুলতানগঞ্জ নদী বন্দর উদ্বোধনের বিষয়টি চূড়ান্ত করেছে। উদ্বোধনের পর সুলতানগঞ্জ ঘাটটি নদী বন্দরের মর্যাদা পাবে।জানা গেছে, প্রাথমিক পর্যায়ে এই পথে ভারত থেকে সিমেন্ট তৈরির কাঁচামাল, পাথর, মার্বেল, খনিজ বালু ছাড়াও বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী বাংলাদেশে আসবে।

বাংলাদেশ থেকে বস্ত্র, মাছ, পাট ও পাটজাত পণ্য ছাড়াও বিভিন্ন কৃষিপণ্য ভারতে যাবে। এসব পণ্য মূলত বিভিন্ন স্থলবন্দরের মাধ্যমে সড়ক ও রেলপথে বাংলাদেশে আমদানি করা হয়। সুলতানগঞ্জ নৌ বন্দরের মাধ্যমে এসব পণ্য ভারত থেকে আমদানিতে সময় ও খরচ কম হবে। এতে উপকৃত হবেন দুই দেশের ব্যবসায়ীরা।ব্যবসায়ীরা আশা করছেন, বছরে এই নৌপথে দুই দেশের মধ্যে হাজার কোটি টাকার বাণিজ্য হবে। নৌপথ চালুর বিষয়ে আন্তরিক ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহীর সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। ২০২০ সালে একবার উদ্যোগও নিয়েছিলেন চালুর। কিন্তু করোনাভাইরাসের কারণে সম্ভব হয়নি।গত সিটি নির্বাচনে নির্বাচনি ইশতেহারে সুলতানগঞ্জ থেকে ভারতের ময়া পর্যন্ত নৌপথ চালুর প্রতিশ্রুতি ছিল তার। নৌপথ চালুর মধ্য দিয়ে ইশতেহার বাস্তবায়িত হবে বলে জানিয়েছেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
Courtesy : Dhaka Tribune

রাজশাহী রেল স্টেশনে যাত্রীর ঘুষিতে আনসার সদস্য মাইনুল ইসলাম (৪৫) নিহত হয়েছেন। তর্কাতর্কির এক পর্যায়ে যাত্রী তাকে ঘুষি মা...
10/02/2024

রাজশাহী রেল স্টেশনে যাত্রীর ঘুষিতে আনসার সদস্য মাইনুল ইসলাম (৪৫) নিহত হয়েছেন।
তর্কাতর্কির এক পর্যায়ে যাত্রী তাকে ঘুষি মারে। এতে ঘটনাস্থলেই পড়ে গিয়ে তার মৃত্যু হয়। নিহত আনসার সদস্য গোদাগাড়ীর মাঙ্গনপুরের জয়েন উদ্দীনের ছেলে।
রেল স্টেশন ম্যানেজার আব্দুল করিম বলেন, রাত ৯টার দিকে স্টেশনে কয়েকজন যুবব ঘোরাঘুরি করছিলো। ওই সময় আনসার সদস্য নিষেধ করলে তারা তর্কাতর্কিতে জড়ায়। এক পর্যায়ে আনসার সদস্য মাইনুলকে ঘুষি মারলে সে মাটিতে পড়ে যায়। রাত সোয়া ৯ টায় হাসপাতালে পাঠালে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, এঘটনায় কারা জড়িত তা জানার চেষ্টা চলছে। সিসি ক্যামেরা দেখা হচ্ছে। পুলিশ এসেছে। একজনকে আটক করেছে শুনেছি।

রামেক হাসপাতালে নতুন গাইনি ওটির উদ্বোধনরাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নতুন গাইনি অপারেশন থিয়েটারের (ওটি) কার্যক্...
19/11/2023

রামেক হাসপাতালে নতুন গাইনি ওটির উদ্বোধন

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নতুন গাইনি অপারেশন থিয়েটারের (ওটি) কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (১৮ নভেম্বর) বেলা ১১টায় রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ আনুষ্ঠানিকভাবে নতুন ওটির কার্যক্রম উদ্বোধন করেন।

শামীম আহাম্মদ বলেন, গাইনি বিভাগের জন্য নতুন ওটির কার্যক্রম শুরু হলো। এর মধ্যে দিয়ে রামেক হাসপাতালের চিকিৎসাসেবার মান আরেক ধাপ এগিয়ে গেল। কারণ রাজশাহীসহ গোটা উত্তরবঙ্গ এমন কী আশপাশের বিভাগের রোগীরাও এখানে সেবা নিতে আসেন। এসব রোগীদের মধ্যে নারী রোগীর সংখ্যাই বেশি। গাইনি সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণের চাপও তাই অনেক বেশি। তাই রোগীদের ক্রমবর্ধমান চাপ সামলিয়ে বাড়তি সেবা দিতে এই নতুন ওটির কার্যক্রম শুরু করা হলো।

তিনি বলেন, এ হাসপাতালে গড়ে প্রতিদিন অর্ধশত প্রসূতি নারীর সিজার করা হয়। তাদের আগের অপারেশন থিয়েটার বেশ পুরোনো। এজন্য নতুন ওটির দাবি ছিল দীর্ঘ দিনের। যেখানে আধুনিক সব যন্ত্রপাতি থাকবে। তাই নতুন এ ওটি স্থাপন করা হয়েছে। এরই মধ্যে নতুন ওটির ৭০ শতাংশ চলে এসেছে। শিগগিরই শতভাগ যন্ত্রাংশই চলে আসবে। তাই স্বাস্থ্যসেবার মান আরও বাড়বে।

নতুন ওটির কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের প্রধান প্রফেসর ডা. রোকেয়া খাতুন, অ্যাসিস্টেন্ট প্রফেসর ডা. নাহিদ সুলতানা, ডা. হোমায়রা শাহরীন শেমি, কনসালটেন্ট ডা. নূর-এ-আতিয়া লাভলি, কনসালটেন্ট ডা. মনোয়ারা বেগম ও রেজিস্ট্রার ডা. মৌসুমী মণ্ডল।

কার্যক্রম শুরুর সময় জানানো হয়, নতুন গাইনি ওটিতে প্রসূতি নারীদের অপারেশন (সিজার), স্ত্রী রোগের অপারেশন ও ল্যাপরোস্কোপিসহ বিভিন্ন ধরনের সার্জারি করা হবে।

পুঠিয়ায় কলেজ ছাত্রী শ্যালিকাকে ধর্ষণের চেষ্টা দুলাভাইয়েররাজশাহীর পুঠিয়ায়র শিলমাড়িয়ায় এক কলেজ ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ ...
19/11/2023

পুঠিয়ায় কলেজ ছাত্রী শ্যালিকাকে ধর্ষণের চেষ্টা দুলাভাইয়ের

রাজশাহীর পুঠিয়ায়র শিলমাড়িয়ায় এক কলেজ ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ করেছে তার বাবা আজমত আলী। মেয়েকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদ করায় বাবা আজমত আলীকে মারধর করেছে অভিযুক্ত শাহীন আলী (২৮) ও তার পরিবারের লোকজন।

শনিবার (১৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে পুঠিয়ার বিলমাড়িয়া পূর্ব পাড়ায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রুম্পা ও তার বাবা পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। ওই ছাত্রী পুঠিয়া ধোপাপাড়া মেমোরিয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। অভিযুক্ত শাহীনের বাড়ি বিলমাড়িয়া দক্ষিণ পাড়ায়।

ভুক্তভোগী রুম্পা জানায়, শাহীন সম্পর্কে তার চাচাতো দুলাভাই। গত ছয়মাস থেকে সে আমাকে বিভিন্ন প্রলোভন দেয়। শনিবার দুপুর দেড়টার দিকে সে তাদের বাড়িতে এসে তার ঘরে ঢুকে তাকে ধর্ষণের চালায়। এতে তিনি চিৎকার করলে তার বাবা ছুটে আসে। কিছুক্ষন পর অভিযুক্ত শাহীনের বাবা রাজ্জাক আলী ও ভাই রাজীব এসে তার বাবাকে মারধর করে এবং তাকে অপহরণের চেষ্টা করে।

ভুক্তভোগী বাবা আজমত আলী জানান, দুপুরে মেয়ে চিৎকার শুনে তার ঘরে যাই। এসময় অভিযুক্ত শাহীন পালিয়ে যায়। পরে শাহীন ও তার পরিবারের লোকজন এসে তাকে মারধর করে এবং তার মেয়েকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

অভিযুক্ত শাহীন জানায়, ছাত্রী তার শ্যালিকা। তার সাথে একটু মজা করছিলাম। সে চিৎকার করলে সবাই জেনে যায়। স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম জানান, আজমত আলী ও তার মেয়ে মারমারিতে আহত হয়ে পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে।

পুঠিয়া থানার ওসি সাইদুর রহমান বলেন, এ ঘটনায় দুই পক্ষই থানায় অভিযোগ করেছে। ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

১ ডিসেম্বর থেকে ঢাকা-রাজশাহী রুটে চালু হচ্ছে মধুমতী এক্সপ্রেসরাজশাহী-ভাঙ্গা রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেন মধুমতী এক্সপ্র...
18/11/2023

১ ডিসেম্বর থেকে ঢাকা-রাজশাহী রুটে চালু হচ্ছে মধুমতী এক্সপ্রেস

রাজশাহী-ভাঙ্গা রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেন মধুমতী এক্সপ্রেস রুট পরিবর্তন করছে। ট্রেনটি রুট পরিবর্তন করে নতুনভাবে ১ ডিসেম্বর থেকে ঢাকা-রাজশাহী রুটে চলবে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, সাপ্তাহিক ছুটির দিন বৃহস্পতিবার অপরিবর্তিত থাকবে।
গত ১৫ নভেম্বর বাংলাদেশ রেলওয়ের জেনারেল ম্যানেজারের (পশ্চিম) পক্ষে সহকারী অপারেটিং সুপারিন্টেনডেন্ট আব্দুল আওয়ালের সই এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

ট্রেনটি উভয় পথে ঈশ্বরদী জংশন, পাকশী, ভেড়ামারা, মিরপুর, পোড়াদহ জংশন, কুষ্টিয়া কোর্ট, কুমারখালী, খোকসা, পাংশা, কালুখালী, রাজবাড়ী, পাঁচুরিয়া জংশন, আমিরাবাদ, ফরিদপুর, তালমা, পুখুরিয়া, ভাঙ্গা, ফাশা জংশন, শিবচর, পদ্মা ও মাওয়া স্টেশনে যাত্রা বিরতি থাকবে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী উঠা-নামার সুবিধা না থাকায় আপাতত ভাঙ্গা জংশন স্টেশনে যাত্রাবিরতি থাকবে না।

ঘূর্ণিঝড় মিধিলির তাণ্ডবে ঝরল ৭ প্রাণদেশজুড়ে ব্যাপক তাণ্ডব চালিয়েছে বঙ্গোপসাগরে সৃষ্টি ঘূর্ণিঝড় ‘মিধিলি’। ঝড়ের প্রভাবে সা...
18/11/2023

ঘূর্ণিঝড় মিধিলির তাণ্ডবে ঝরল ৭ প্রাণ

দেশজুড়ে ব্যাপক তাণ্ডব চালিয়েছে বঙ্গোপসাগরে সৃষ্টি ঘূর্ণিঝড় ‘মিধিলি’। ঝড়ের প্রভাবে সারাদেশে ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সময় টেলিভিশনের জেলা প্রতিনিধিদের দেয়া তথ্য বলছে, কক্সবাজারের টেকনাফে মাটির দেয়াল চাপা পড়ে একই পরিবারের চার জনের প্রাণহানি হয়েছে। এছাড়া চট্টগ্রাম ও টাঙ্গাইলে গাছের ডাল ভেঙে তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

কক্সবাজারের টেকনাফের হ্নীলায় বসতঘরের মাটির দেয়াল চাপায় এক পরিবারের মা, তিন ছেলে-মেয়েসহ চার জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর) সকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার ১ নম্বর ওয়ার্ড মরিচ্যাঘোনায় এ ঘটনা ঘটে।

নিহত চার জন হলেন- উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজারের মরিচ্যাঘোনার পানিরছড়া মৃত ঠান্ডা মিয়ার ছেলে ফকির মোহাম্মদের স্ত্রী আনোয়ারা বেগম (৫০), ছেলে শাহিদুল মোস্তফা (২০),মেয়ে নিলুফা ইয়াছমিন (১৫) ও সাদিয়া বেগম (১১)।

হ্নীলা ইউনিয়ন পরিষদের (ইউপির) চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানান, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকে বৈরী আবহাওয়ার কারণে গুড়ি গুড়ি বৃষ্টি হলেও রাত ৮টার পর থেকে কয়েক দফা ভারী ও মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে শুক্রবার সকালে হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজারের মরিচ্যাঘোনার পানিরছড়া এলাকায় বসতঘরের মাটির দেয়াল চাপা পড়ে পাহাড়ের পাদদেশে বসবাসকারী এক পরিবারের চার জন নিহত হয়েছেন। পরে খবর পেয়ে স্থানীয়রা চার জনের মৃতদেহ উদ্ধার করে।

এদিকে চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে গাছের ঢাল ভেঙে পড়ে ছিদরাতুল মুনতাহা (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মুনতাহা ওই ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড়ের মহানগর এলাকার আনোয়ার হোসেনের মেয়ে। শুক্রবার বিকেল পাঁচটার দিকে ওই শিশুর বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

শিশুটির পরিবার জানায়, বিকেলে অন্য শিশুদের সঙ্গে বাড়ির সামনে খেলছিল মুনতাহা। হঠাৎ দমকা হাওয়ায় আকাশমণি গাছের একটি ডাল ভেঙে মুনতাহার শরীরে পড়ে। স্বজনেরা দ্রুত উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নে গাছের ডাল ভেঙে পড়ে আবদুল ওহাব নামের এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন। শুক্রবার বিকেলে মগধরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আবদুল ওহাব ওই এলাকার হানিফ মাস্টারবাড়ির বাসিন্দা।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, বিকেলে আসরের নামাজ পড়ে বাড়িতে ফিরছিলেন আবদুল ওহাব। মসজিদ থেকে বাড়ির দরজায় পৌঁছালে একটি গাছের ডাল ভেঙে তার মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এছাড়া টাঙ্গাইলের বাসাইলে গাছের ডাল ভেঙে পড়ে আবদুর রাজ্জাক (৪০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। দুপুরে বাসাইল উপজেলা পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুর রাজ্জাক বাসাইল উপজেলার মিরিকপুর গ্রামের বাসিন্দা। বাসাইল বাজারের কোটিপতি মার্কেটে তিনি কাপড়ের ব্যবসা করতেন।

রাজশাহীতে সপ্তাহের ব্যবধানে বেড়েছে সব ধরনের শীতকালীন সবজির দাম। একই সঙ্গে বেড়েছে মাছ, চিনি ডাল ও আটার দাম। তবে স্থিতিশীল...
18/11/2023

রাজশাহীতে সপ্তাহের ব্যবধানে বেড়েছে সব ধরনের শীতকালীন সবজির দাম। একই সঙ্গে বেড়েছে মাছ, চিনি ডাল ও আটার দাম। তবে স্থিতিশীল আছে মাংস ও ডিমের দাম।

শনিবার (১৮ নভেম্বর) নগরীর সাহেববাজার, লক্ষিপুর ও নওদাপাড়া বাজার ঘুরে দেখা গেছে গত সপ্তাহরে চেয়ে সব ধরনের সবজির দাম বেড়েছে ১০-১৫টাকা। এই সপ্তাহে বাজারে টমেটো বিক্রি হচ্ছে ১২০-১৪০ টাকা কেজি, শিম ৫০ টাকা কেজি, মূলা ৬০ টাকা কেজি, শালগম ৮০ টাকা কেজি, মরিচ ১০০ টাকা কেজি, মিষ্টি কুমড়া ৬০ টাকা কেজি, শশা ৬০ টাকা কেজি , বরবটি ৮০ টাকা কেজি, পেঁপে ৩০ টাকা কেজি, পেঁয়াজ কলি ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রতি কেজি দেশি পেঁয়াজ ১২০ টাকা এবং আলু ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। করলা ৫০ টাকা, কচু ৭০ টাকা, লাউ ৫০ টাকা, পেঁপে ৫০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা, ঢেঁড়স ৬০, শসা ৬০ টাকা, বরবটি ৫০ টাকা, সজনে ৬০ টাকা, ঝিঙে ৬০ টাকা, বেগুন ও ফুলকপি ৬০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া আদা ২৪০ টাকা। রসুন বিক্রি হচ্ছে ২০০ টাকায়

সাহেববাজার এলাকার সবজি বিক্রেতারা বলেন, প্রতিটি সবজির দামই বেড়েছে। আড়তে নিতে গেলে পণ্যও কম দিচ্ছে। এ কারণে শীতকালীন সবজির দাম বেড়েছে। আমাদেরও বেশি দামে কিনতে হচ্ছে।

ক্রেতারা বলেন, প্রতিদিন বাজারে কোনো না কোনো জিনিসের দাম বাড়াচ্ছে। কিন্তু সে জিনিসও আছে পর্যাপ্ত। শুধু সিন্ডিকেট করে দাম বাড়ানোর মানে হয় না। বাজারে ৫০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না।

এবার রাবির আবাসিক চিকিৎসকের উপর হামলা করলো দুষ্কৃতিকারীরা।আজ রাত ১১টার সময় লক্ষ্মীপুর ঝাউতলা মোড়ে আমানা ক্লিনিকের সামনে...
31/10/2023

এবার রাবির আবাসিক চিকিৎসকের উপর হামলা করলো দুষ্কৃতিকারীরা।
আজ রাত ১১টার সময় লক্ষ্মীপুর ঝাউতলা মোড়ে আমানা ক্লিনিকের সামনে দুষ্কৃতিকারী কে বা কাহারা অতর্কিত হামলা করে শারীরিকভাবে জখন করে তাকে।

ডাক্তারের নাম রাজু (৪৫), তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক চিকিৎসক।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোয়াটারে বসবাস করেন।
আহত অবস্থায় প্রত্যক্ষদর্শীরা উদ্ধার করে রামেক হাসপাতালের জরুরি বিভাগে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে ৪ নং ওয়ার্ডে ভর্তির নির্দেশ দেন।

জীবনের নিরাপত্তা কোথায়!!! রাজশাহী অঞ্চলের জনপ্রিয় চর্মরোগ বিশেষজ্ঞ ডাঃ কাজেম আলী ভাই গতকাল রাতে রাজশাহী  পপুলারের চেম্ব...
30/10/2023

জীবনের নিরাপত্তা কোথায়!!!

রাজশাহী অঞ্চলের জনপ্রিয় চর্মরোগ বিশেষজ্ঞ ডাঃ কাজেম আলী ভাই গতকাল রাতে রাজশাহী পপুলারের চেম্বার থেকে রোগী দেখে উপশহরস্ত বাসায় যাওয়ার পথে বর্ণালীর মোড়ে আনুমানিক ২৩. ৪৫ ঘটিকার সময় অজ্ঞাত নামা মাইক্রোবাস থেকে নেমে তার বহনকারী মোটরসাইকেল এর গতিরোধ করে বুকে ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা। তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ভর্তি করা হয়, চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুম কাজেম আলী অনেক ভাল মানুষ ছিলেন। এত অমায়িক মানবিক চিকিৎসক সচরাচর দেখা যায়না।
আর কাউকে এমন পরিণতির মুখোমুখি না করুন।
হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করার জন্য জোর দাবি সাধারণ মানুষের।

চুল ডিজাইন করে কাটায় পিতার বকাঝকা, অভিমানে ৫ম শ্রেণীর ছাত্রের আত্নহত্যা !রাজশাহীর বাঘায় পিতার অপর অভিমান করে স্কুল ছাত্র...
23/10/2023

চুল ডিজাইন করে কাটায় পিতার বকাঝকা, অভিমানে ৫ম শ্রেণীর ছাত্রের আত্নহত্যা !

রাজশাহীর বাঘায় পিতার অপর অভিমান করে স্কুল ছাত্র উৎসব কুমার (১১) আত্নহত্যা করেছে। শনিবার (২১ অক্টোবর) সকালে ঝুলন্ত অবস্থায় পুলিশ তার লাশ উদ্ধার করে। উৎসব কুমার বাঘা পৌর সভার নারায়ণপুর গ্রামের উত্তম কুমারের ছেলে ও স্থানীয় নারায়নপুর প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।

খোঁজ নিয়ে জানা যায়, উৎসব কুমার পূজা উপলক্ষে ডিজাইন করে চুল কাটে। এতে পিতা তাকে বকাঝকা করে। এ ঘটনায় সে পিতার উপর অভিমান করে নিজ শয়ন ঘরে গলায় ফাঁস দিয়ে আন্তহত্যা করে।

এ বিষয়ে তার পিতা উত্তম কুমার বলেন, শুক্রবার এক সাথে রাতের খাবার খায়। এ সময় ছেলের ডিজাইন করা চুল কাটা দেখে আমি তাকে বকা-বকি করি। এই অভিমান সে এমন ঘটনা ঘটাবে এটা ভাবতেও পারিনি।

বাঘা থানার ওসি খায়রুল ইসলাম বলেন, পরিবারের পক্ষে থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাহ করার অনুমতি দেওয়া হযেছে। তবে এ বিষয়ে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

ভৈরবে যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালগাড়ির সংঘর্ষ, বহু হতাহত।কিশোরগঞ্জের ভৈরব বাজার জংশনে যাত্রীবাহী এগারসিন্ধুর এক্সপ্রেসে...
23/10/2023

ভৈরবে যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালগাড়ির সংঘর্ষ, বহু হতাহত।

কিশোরগঞ্জের ভৈরব বাজার জংশনে যাত্রীবাহী এগারসিন্ধুর এক্সপ্রেসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি কন্টেইনারবাহী ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ১৫ জনের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে ফায়ার সার্ভিস।
সোমবার বিকেল ৩টায় দুর্ঘটনাটি হয়। স্থানীয়রা বলছেন, এখনও বহুমানুষ ট্রেনের নিচে চাপা পড়ে আছেন।

রেলওয়ে পূর্বাঞ্চলের মহাপরিচালক জাহাঙ্গীর হোসেন ইনডিপেনডেন্ট ডিজিটালকে বলেন, ‘ঢাকা থেকে একটি কন্টেইনারবাহী ট্রেন ভৈরব স্টেশনে প্রবেশ করছিল। তার আগ মুহূর্তে ভৈরব থেকে এগারসিন্দুর ট্রেন ঢাকার দিকে রওনা হয়েছিল। কন্টেইনারবাহী ট্রেনটি জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় এগারসিন্দুর ট্রেনকে আঘাত করে।’

ভৈরব ফায়ার স্টেশনের ইনচার্জ আজিজুল হক বলেন, ‘আমরা এখন পর্যন্ত ১৫ জনের মরদেহ উদ্ধার করেছি। ধারণা করা হচ্ছে উল্টে যাওয়া বগির নিচে এখনও অনেকেই চাপা পড়ে আছেন। আমরা উদ্ধার তৎপরতা চালাচ্ছি।’

এ ঘটনার পর ঢাকা–চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ আছে।

জানুয়ারির প্রথমার্ধে ভোট, পর্যবেক্ষণে বিদেশিদের আবেদন ২১ নভেম্বরের মধ্যে।আগামী জানুয়ারির প্রথমার্ধে দ্বাদশ সংসদ নির্বাচন...
23/10/2023

জানুয়ারির প্রথমার্ধে ভোট, পর্যবেক্ষণে বিদেশিদের আবেদন ২১ নভেম্বরের মধ্যে।

আগামী জানুয়ারির প্রথমার্ধে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনকে সামনে রেখে বিদেশি পর্যবেক্ষক ও গণমাধ্যমকে ভোটে দায়িত্ব পালনের জন্য আগামী ২১ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে বলে এক নোটিশে জানিয়েছে ইসি।
নোটিশে বলা হয়েছে, ‘আগামী জানুয়ারির প্রথমার্ধে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত পর্যবেক্ষণকে আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকি। নির্বাচন সংক্রান্ত সব কর্মকাণ্ড পর্যবেক্ষকদের পর্যবেক্ষণের জন্য উন্মুক্ত।’

এতে আরও বলা হয়, ‘অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং সহিংসতা মুক্ত নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন সব সময়েই প্রতিশ্রুতিবদ্ধ। আমরা চাই, আমাদের দেশি পর্যবেক্ষকদের মতোই বিদেশি পর্যবেক্ষক ও গণমাধ্যমগুলো নির্বাচন পর্যবেক্ষণ করুক। এরই অংশ হিসেবে আমরা আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক বা পর্যবেক্ষণ সংস্থা এবং বিদেশি গণমাধ্যমগুলোকে দ্বাদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণের আমন্ত্রণ জানাই। ইসির এ সংক্রান্ত গাইডলাইন অনুসরণ করে আগামী ২১ নভেম্বরের মধ্যে আগ্রহীদের আবেদন করতে আহ্বান জানাই।’

বর্তমান একাদশ সংসদের মেয়াদ প্রায় শেষ। এখন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। সাংবিধানিক বাধ্যবাধ্যকতা থাকায় নির্বাচন হতে হবে এ বছরের নভেম্বর থেকে আগামী বছরের জানুয়ারির মধ্যে। এখনো নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও কমিশন বলছে, আগামী নভেম্বরে নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে।

দ্বাদশ সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি ও তাদের জোট সঙ্গীদের আনতে আওয়ামী লীগের ওপর চাপ আছে। এক্ষেত্রে রাজনৈতিক সমঝোতায় সংলাপ বা আলোচনার বিকল্প কোন পথ দেখা যাচ্ছে না। কিন্তু নির্বাচন এগিয়ে এলেও এখনো নিজেদের অবস্থানে অনড় বড় দুই রাজনৈতিক শক্তি বিএনপি ও আওয়ামী লীগ।
বিএনপি বলে আসছে, এই সরকারের অধীনে কোনো নির্বাচনে তারা অংশ নেবে না। এর অংশ হিসেবে গত কয়েক বছরে সিটি করপোরেশনসহ স্থানীয় যে নির্বাচনগুলো হয়েছে, সেগুলোতে কোনো প্রার্থী দেয়নি বিএনপি ও তাদের জোট সঙ্গীরা। দলের সিদ্ধান্ত অমান্য করে যারা প্রার্থী হয়েছিলেন তাদের অনেককেই আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। এখন সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে রাজপথে নানা কর্মসুচি পালন করছেন দলটির নেতা–কর্মীরা।

আওয়ামী লীগও বলে আসছে, উচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত হওয়ায় এটি আর ফিরিয়ে আনার সুযোগ নেই। আগামী নির্বাচন হবে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদে রেখে, নির্বাচন কমিশনের অধীনে।

নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আসা নিয়েও কিছুটা শঙ্কা তৈরি হয়েছিল। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জানিয়েছিল, বাজেট সংকটের কারণে তারা নির্বাচনে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাবে না। পরে অবশ্য তারা ইসিকে জানিয়েছে, নির্বাচন পর্যবেক্ষণে দুই মাসের জন্য তাদের ৪ থেকে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসবে। এই দলটি ভোটের আগে, ভোটের দিন এবং ভোট পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।

নির্বাচনের সময় পর্যবেক্ষক পাঠানো নিয়ে এখনও কিছু জানায়নি আমেরিকা। তবে সম্প্রতি দেশটির একটি প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল ঢাকা সফর করে গেছে। তাদের এ সফরে তারা বিভিন্ন রাজনৈতিক দল, নাগরিক সমাজের প্রতিনিধি, গণমাধ্যমের সম্পাদকসহ বহুজনের সঙ্গে বৈঠক করেছে।

‘রবীন্দ্রনাথ ঠাকুরের নাম মুছে ফেলতে চান মোদি’বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম চিরতরে মুছে ফেলতে চান ভারতের প্রধানমন্ত্রী...
23/10/2023

‘রবীন্দ্রনাথ ঠাকুরের নাম মুছে ফেলতে চান মোদি’

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম চিরতরে মুছে ফেলতে চান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি— এমন অভিযোগই করেছে দেশটির প্রধান বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি উন্মোচিত একটি ফলকে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম না রাখার জেরে সোমবার এই অভিযোগ করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় সম্প্রতি ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের মর্যাদা পেয়েছে। এই অর্জনকে স্মরণ করে রাখতে সেখানে বানানো হয়েছে একটি নামফলক। তাতে রবীন্দ্রনাথ ঠাকুরের নামই রাখা হয়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ছবিতে দেখা যায়, ফলকে লেখা আছে, ‘ওয়ার্ল্ড হেরিটেজ সাইট’। আচার্যের জায়গায় লেখা শ্রী নরেন্দ্র মোদি ও উপাচার্যের জায়গায় অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তী। কোথাও প্রতিষ্ঠাতা রবীন্দ্রনাথ ঠাকুরের নাম নেই।

এ নিয়েই মূলত প্রতিবাদ করেছে কংগ্রেস। দলটি দাবি করছে, এর আগে ভারতের ইতিহাস থেকে জওহরলাল নেহেরুর নাম মুছে ফেলার চেষ্টা করেছে নরেন্দ্র মোদির দল বিজেপি। এবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামও মুছে ফেলতে চাইছে।

নরেন্দ্র মোদির এই কর্মকাণ্ডের কারণে তাঁকে ‘ভয়, ঘৃণা ও বিভাজনের ফেরিওয়ালা’ আখ্যা দিয়েছে কংগ্রেস। দলটির নেতা জয়রাম রমেশ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (টুইটারের নতুন নাম) লেখেন, নেহেরুর নাম মুছে ফেলার চেষ্টাতেই তারা ক্ষান্ত হয়নি। এবার রবীন্দ্রনাথ ঠাকুরের নামও মুছে ফেলতে চাইছে।’

এসব অভিযোগ ওটার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ফলকটি শিগগির সরিয়ে নেওয়া হবে। এর পর সেখানে নতুন আরেকটি ফলক বসানোর পরিকল্পনা করা হয়েছে।

নাটোরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুনাটোরের বড়াইগ্রামে পুকুরে ডুবে আনাফ হোসেন ও হুমাইরা খাতুন নামে দুই বছর বয়সী দুই শিশুর...
23/10/2023

নাটোরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে পুকুরে ডুবে আনাফ হোসেন ও হুমাইরা খাতুন নামে দুই বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জোনাইল ইউনিয়নের চৌমুহান গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু আনাফ হোসেন ওই গ্রামের সোহেল হোসেনের ছেলে ও হুমাইরা পাবনার ফরিদপুরের থানাপাড়া এলাকার একরামুল ইসলাম নয়নের মেয়ে। হুমাইরা তার মায়ের সঙ্গে নানি বাড়িতে বেড়াতে এসেছিল। নিহতরা সম্পর্কে মামাতো ফুফাতো ভাই বোন।

বড়াইগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, শিশু আনাফ তার ফুফাতো বোন হুমাইরাকে সঙ্গে নিয়ে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলছিল। কোনো একসময় সবার অগোচরে অসাবধানতাবশত তারা পুকুরের পানিতে পড়ে যায়। এদিকে অনেক সময় শিশুদের কোনো সারা শব্দ না পেয়ে শিশু হুমাইরার মা পিংকি বেগম মেয়েকে খুঁজতে থাকেন। পরে স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে দুজনকে ভাসতে দেখেন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

রাজশাহীতে বিদেশি অস্ত্রসহ যুবক আটকরাজশাহীতে বিদেশি অস্ত্র ও গুলিসহ মো. আলামীন (২৬) নামে এক যুবককে আটক করেছে র‍্যাব। রোবব...
23/10/2023

রাজশাহীতে বিদেশি অস্ত্রসহ যুবক আটক

রাজশাহীতে বিদেশি অস্ত্র ও গুলিসহ মো. আলামীন (২৬) নামে এক যুবককে আটক করেছে র‍্যাব। রোববার (২২ অক্টোবর) রাত ১০টার দিকে বাঘা উপজেলার আলাইপুর মধ্যপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মো. আলামীন গোদাগাড়ী উপজেলার ইয়াজপুর গ্রামের মৃত সোলেমানের ছেলে। সোমবার (২৩ অক্টোবর) সকালে র‍্যাব ৫ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল রিয়াজ শাহরিয়ারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
র‍্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বাঘা উপজেলার আলাইপুর মধ্যপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে র‍্যাব-৫ এর একটি অপারেশন দল। এসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে আলমীন কৌশলে পালানোর চেষ্টাকালে তাকে হাতে-নাতে আটক করে র‍্যাব। পরে তার দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেন করা হয়। তার বিরুদ্ধে বাঘা থানায় অস্ত্র আইনে মামলার প্রক্রিয়া চলছে।

পদ্মার চরে জেগে উঠা জমি দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধসহ আহত ৪রাজশাহীর বাঘায় পদ্মার চরে জেগে উঠা জমি দখল নিয়ে...
21/10/2023

পদ্মার চরে জেগে উঠা জমি দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধসহ আহত ৪

রাজশাহীর বাঘায় পদ্মার চরে জেগে উঠা জমি দখল নিয়ে সংঘর্ষে ২ জন গুলিবিদ্ধসহ ৪ জন আহত হয়েছে। শনিবার (২১ অক্টোবর) দুপুরে পদ্মার মধ্যে খানপুর বাজারের দক্ষিণের সীমান্ত বাঘা-দৌলতপুরের হবির চরে এই ঘটনা ঘটেছে।

আহতদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুরো চর এলাকায় থমতমে অবস্থা বিরাজ করছে।

জানা যায়, খানপুর বাজারের দক্ষিণে সীমান্ত বাঘা-দৌলতপুরে পদ্মার মধ্যে হবির চরে কিছু জমি জেগে উঠে। এই জমি চাঁদপুর ব্যাংগাড়ি গ্রামের ইউনুস মন্ডলের ছেলে সাবুল মন্ডল দখলে নিয়ে চাষাবাদ শুরু করে। এই জমি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মাঝদিয়ার গ্রামের রহিম মন্ডলের ছেলে লিখন হোসেন মন্ডল ও নিহার হোসেন মন্ডলের ছেলে আরিফ হোসেন মন্ডল নিজের দাবি করে দখলে নিতে চাই।

এ নিয়ে শনিবার দুপুরে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে সংঘর্ষে সাবুল হোসেন ও খেতু মন্ডলের ছেলে ফেলু মন্ডল গুলিবিদ্ধ হয়। এতে তারা গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা বেগদিক দেখে দায়িত্বরত চিকিৎসক তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

অপর দিকে সংঘর্ষে গুরুতর আহত লিখন হোসেন ও আরিফ হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে বাঘা থানার এসআই কামরুজ্জামান বলেন, খবর পেয়ে খানপুর বাজার এলাকা থেকে আহত লিখন ও আরিফকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের অবস্থা বেগতিক দেখে চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তবে এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি।

রাজশাহীর সঙ্গে সারাদেশের বাস চলাচল স্বাভাবিক।শ্রমিক মারধরের বিচার ও সমাধানের আশ্বাসে রাজশাহীর সঙ্গে ঢাকাসহ সারাদেশের বাস...
17/10/2023

রাজশাহীর সঙ্গে সারাদেশের বাস চলাচল স্বাভাবিক।

শ্রমিক মারধরের বিচার ও সমাধানের আশ্বাসে রাজশাহীর সঙ্গে ঢাকাসহ সারাদেশের বাস চলাচল বন্ধের ঘোষণা প্রত্যাহার করেছে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ।

রোববার পর থেকে সারাদেশের সঙ্গে রাজশাহীর বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সহ-সভাপতি নুরুজ্জামান মোহন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নাটোরের পরিবহন শ্রমিকদের সঙ্গে বিরোধের জেরে রাজশাহীর বাস মালিক ও শ্রমিকরা রোববার সকাল থেকে এ ধর্মঘট শুরু করেন। দীর্ঘদিন ধরেই রাজশাহী থেকে ছেড়ে যাওয়া বিভিন্ন রুটের যানবাহনগুলোর সঙ্গে খারাপ আচরণ করে আসছেন তারা। কারণে-অকারণে তারা এখনকার বাসগুলোকে মাঝ পথে আটকে রাখেন। রোববার সকালেও তারা এ ঘটনা ঘটানোর জেরে রাজশাহীর বাস চলাচল বন্ধ ছিল।

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের নেতা মোহন আরও বলেন, ‘বাস চলাচল বন্ধে মানুষ ভোগান্তিতে পড়ে। এ পরিস্থিতিতে আমরা মিটিং ডাকি।আজকে মঙ্গলবার (১৭ অক্টোবর) আমাদের মিটিং আছে। সেখানেই এগুলো সমাধান হবে। এ আশ্বাসে আমরা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছি।

13/10/2023

রাজশাহীতে প্রধানমন্ত্রীর প্রতি আদিবাসীদের খোলা চিঠি।

খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ।রাজশাহীতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি...
10/10/2023

খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ।

রাজশাহীতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ অক্টোবর) বিকেলে নগরীর ভুবন মোহন পার্কে রাজশাহী মহানগর ও জেলার জাতীয়তাবাদী দলের আয়োজনে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

রাজশাহী মহানগর জাতীয়তাবাদী দলের আহবায়ক এরশাদ আলী ঈশার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ সাইফুল ইসলাম মার্শাল, রাজশাহী মহানগর বিএনপির সদস্য সচিব মামুন অর রশীদ।

সমাবেশ থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবি জানিয়ে বক্তব্য রাখেন বিএনপির নেতৃবৃন্দরা।

বক্তারা আরো বলেন, সরকারের মিথ্যা মামলায় বিএনপির নেতাকর্মীদের মুক্তি না দেওয়া হলে রাজপথে থেকে সরকার পতনের বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

১৩ বছরের কিশোরীকে ৬৫ বছরের বুদ্ধর ধর্ষণ ; ৪ মাসের অন্তঃসত্ত্বা!রাজশাহীর বাঘায় ধর্ষণে ১৩ বছরের কিশোরী ৪ মাসের অন্তঃসত্ত্ব...
09/10/2023

১৩ বছরের কিশোরীকে ৬৫ বছরের বুদ্ধর ধর্ষণ ; ৪ মাসের অন্তঃসত্ত্বা!

রাজশাহীর বাঘায় ধর্ষণে ১৩ বছরের কিশোরী ৪ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। এ অভিযোগে বৃদ্ধ মোজাহার আলীকে (৬৫) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে বাঘা থানার পুলিশ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।

মোজাহার আলী উপজেলার বাউসা ইউনিয়নের ধন্দহ বিনিময় পাড়া গ্রামের মৃত বদর আলীর ছেলে।

জানা গেছে, ৪ মাস আগে ১৩ বছরের কিশোরী মাঠে ছাগলের জন্য ঘাস কাটতে যায়। এ সময় কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করের মোজাহার আলী। বিষয়টি কাউকে না বলার জন্য হুমকি দেন। কিছুদিন পর থেকে কিশোরীর শারীরিক পরিবর্তন হতে থাকে। বিষয়টি পরিবারের লোকজন জানতে পেরে ডাক্তারের কাছে নিয়ে যায়। পরীক্ষা করার পর দায়িত্বরত চিকিৎসক ৪ মাসের অন্তঃসত্ত্বা বলে জানান।

কিশোরীর বাবা নিরুপায় হয়ে বৃহস্পতিবার বাঘা থানায় একটি ধর্ষণের মামলা করেন। রাতেই মোজাহার আলীকে নিজ বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করে।

বাঘা থানা ওসি খায়রুল ইসলাম জানান, এ ঘটনায় একটি ধর্ষণের মামলা হওয়ার পর অভিযুক্ত মোজাহার আলীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। কিশোরীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

ভারতীয় ভিসা পেতে জাল ডকুমেন্ট দিয়ে গ্রেফতার ২!রাজশাহীতে ভারতীয় ভিসার জন্য জাল ডকুমেন্ট প্রদান করায় দুজনকে গ্রেফতার করেছে...
09/10/2023

ভারতীয় ভিসা পেতে জাল ডকুমেন্ট দিয়ে গ্রেফতার ২!

রাজশাহীতে ভারতীয় ভিসার জন্য জাল ডকুমেন্ট প্রদান করায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৯ অক্টোবর) দুপুরে নগরীর বর্ণালী মোড়ে রাজশাহী ভারতীয় ভিসা সেন্টার থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, পাবনার ঈশ্বরদী উপজেলার সিভিলহাট তালতলা এলাকার দেলোয়ার হোসেনের ছেলে মো. জমির (৩৪) ও একই উপজেলার পেয়ারাখালি এলাকার শাহ্ আলমের ছেলে মো. সুমন (২৫)।
রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

রাজশাহী ভারতীয় ভিসা সেন্টারের সুপারভাইজার বিল্পব কুমার সাহা বলেন, তারা ৫ বছরের ব্যবসায়ী ভিসার জন্য আবেদন করেছিলেন। আজ ভিসার আবেদন জমা দিতে গেলে তাদের কাগজপত্র যাচাই-বাছাইকালে বোঝা যায় এগুলো জাল ডকুমেন্ট। তাই তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তারা জানান কামাল নামের এক দালালের কাছে ৮ মাস ঘুরে আজ তারা সেটি জমা দিতে এসেছেন। ভিসার জন্য তারা টাকার বিনিময়ে চুক্তি করেন।
তিনি আরও বলেন, এর আগেও তারা জাল ডকুমেন্ট দিয়ে ব্যবসায়ী ভিসা নিয়েছেন। তাদের দুজনের ৬টি করে মোট ১২টি পাসপোর্ট আছে। একাধিকবার ভারত গেছেন। জালিয়াতির অভিযোগ তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, ভিসার জন্য জাল ডকুমেন্ট ব্যবহারের জন্য দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এর পাশাপাশি এই চক্রের সঙ্গে কারা কারা জড়িতে সেটিও খুঁজে বের করা হবে।

ভারী বর্ষণে রাজশাহীতে ১০০ কোটি টাকার মাছের ক্ষতি ।অতি ভারী বৃষ্টিতে রাজশাহীর ৭৫২টি পুকুরের প্রায় ১০০ কোটি টাকার মাছ ভেসে...
09/10/2023

ভারী বর্ষণে রাজশাহীতে ১০০ কোটি টাকার মাছের ক্ষতি ।

অতি ভারী বৃষ্টিতে রাজশাহীর ৭৫২টি পুকুরের প্রায় ১০০ কোটি টাকার মাছ ভেসে গেছে। গতকাল রবিবার জেলা মৎস্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম এ তথ্য দিয়েছেন। তবে ভেসে যাওয়া পুকুরের সংখ্যা এবং ক্ষয়ক্ষতি আরও বেশি হবে বলে জানিয়েছেন জেলার কয়েকজন মৎস্যচাষী।
জেলা মৎস্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘ভারী বর্ষণের পর ক্ষয়ক্ষতি নিরূপণ করা হয়েছে। বিভিন্ন উপজেলা থেকে আসা তথ্যমতে, জেলায় মোট ৭৫২টি পুকুর বৃষ্টির পানিতে ভেসে গেছে। এসব পুকুরের বেশিরভাগই বিল এলাকায়। পুকুরগুলো ভেসে যাওয়ায় প্রায় ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে মাছচাষীদের। এরমধ্যে সবচেয়ে বেশি ২৫০ পুকুর ভেসে গেছে শুধু গোদাগাড়ী উপজেলায়। এখানে প্রায় ৩০ কোটি টাকার ক্ষতি হয়েছে।
তবে মাছচাষীদের ক্ষতির পরিমাণ আরও বেশি বলে মনে করেন তারা। গোদাগাড়ীর কমলাপুর বিলের দু’একটি বাদে সব পুকুরের মাছ ভেসে গেছে। এই বিলের চাষী গোদাগাড়ীর গোগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হযরত আলী বলেন, কমলাপুর বিলে তার ১০০ বিঘা জমিতে পুকুর ছিল। ১৬ বিঘার একটি ছাড়া সব পুকুরের মাছ ভেসে গেছে। শুধু কমলাপুর বিলেই চাষীদের ক্ষতি ১০০ কোটি টাকা হবে বলে তার ধারণা।

দরিদ্র পরিবার, শিশুসন্তানকে নিয়ে রশিতে ঝুললেন মা!রাজশাহীতে পারিবারিক কলহের জেরে এক রশিতে মা-ছেলের আত্মহত্যার ঘটনা ঘটেছে।...
09/10/2023

দরিদ্র পরিবার, শিশুসন্তানকে নিয়ে রশিতে ঝুললেন মা!

রাজশাহীতে পারিবারিক কলহের জেরে এক রশিতে মা-ছেলের আত্মহত্যার ঘটনা ঘটেছে। রোববার (৮ অক্টোবর) সন্ধ্যায় পুঠিয়া উপজেলার বিড়ালদহ এলাকায় এ ঘটনা ঘটে।

তারা হলেন শান্তনা খাতুন (২৮) ও তার পাঁচ বছরের সন্তান মো. জিহাদ। শান্তনার স্বামীর নাম মো. জয়।
বিষয়টি নিশ্চিত করে পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, তাদের পরিবারিক অবস্থা খারাপ। দরিদ্র পরিবার। পরিবারে নানান সমস্যা চলে শুনেছি। এ কারণে হয়তো শিশুসন্তানকে নিয়ে এক রশিতে আত্মহত্যা করেছেন মা।

ওসি আরও বলেন, মরদেহ দুটি থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্ত করা হবে কি না এখনো সিদ্ধান্ত হয়নি। পরিবার থেকে মামলা হলে ময়নাতদন্ত করা হবে।

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাসিক মেয়র লিটনের ঢাকায় কার্যালয়ের উদ্বোধনবাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও...
04/10/2023

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাসিক মেয়র লিটনের ঢাকায় কার্যালয়ের উদ্বোধন

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের ঢাকাস্থ কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। বুধবার (০৪ অক্টোবর) দুপুরে ঢাকার প্রান্থপথে এনা সার্কুস ইমারতের ৬ষ্ঠ তলা অবস্থিত নতুন কার্যালয়টি ফিতা কেটে উদ্বোধন ও এ উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহ-সভাপতি ডা. তবিবুর রহমান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, আহসানুল হক পিন্টু, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব জাহিদুল ইসলাম জাহিদ, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, বাঘা পৌরসভার মেয়র আক্কাস আলী, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত জোরওয়ারর্দার, যুবলীগ নেতা তৌরিদ আল মাসুদ রনি, নাহিদ আক্তার নাহান, মুকুল শেখ, কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হীল বারী, উপগ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক সাখাওয়াত হোসেন রনি, রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজ সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রাজশাহীতে চাকরিমেলাশতাধিক কর্মী নিয়োগ দেবে প্রাণ-আরএফএল গ্রুপরাজশাহীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান রাজশাহী কলেজে দিনব্যাপ...
04/10/2023

রাজশাহীতে চাকরিমেলা
শতাধিক কর্মী নিয়োগ দেবে প্রাণ-আরএফএল গ্রুপ

রাজশাহীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান রাজশাহী কলেজে দিনব্যাপী চাকরি মেলার আয়োজন করতে যাচ্ছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপ। মেলায় রাজশাহীসহ সারাদেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি পদে শতাধিক কর্মসংস্থানের সুযোগ থাকবে। আগামী রোববার (৮ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজশাহী কলেজ অডিটোরিয়ামে এ মেলা অনুষ্ঠিত হবে।

রাজশাহী কলেজসহ আশপাশের সব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগ্রহী যোগ্যতাসম্পন্ন আবেদনকারীরা মেলায় অংশ নিতে পারবেন। রাজশাহী কলেজ ক্যারিয়ার ক্লাবের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হবে।

চাকরিমেলায় ট্রেইনি এক্সিকিউটিভ-কাস্টমার কেয়ার (নারী), অ্যাসিসট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার (পুরুষ), শোরুম সেলস এক্সিকিউটিভ, অ্যাসিসট্যান্ট অপারেটর, টেকনিশিয়ান (সুইটস, বেকারি, পেস্টি, কেক) ও ইলেকট্রিশিয়ান/মেকানিক/ওয়েল্ডার নিয়োগ দেওয়া হবে।

ট্রেইনি এক্সিকিউটিভ-কাস্টমার কেয়ার (নারী) পদের জন্য এইচএসসি/স্নাতক পাস হতে হবে। অ্যাসিসট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার (পুরুষ) পদের জন্য যে কোনো বিষয়ে বিবিএ/এমবিএ পাস হতে হবে। পদ দুটির জন্য প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর। তবে এক্ষেত্রে কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। এছাড়া শোরুম সেলস এক্সিকিউটিভ পদে কমপক্ষ এইচএসসি পাস এবং বয়সসীমা ১৮-৩০ বছর হতে হবে।

অ্যাসিসট্যান্ট অপারেটর পদে কমপক্ষে এইচএসসি পাস হতে হবে। বয়স হতে হবে ১৮-৩৫ বছর। ন্যূনতম ৩ মাস মেয়াদি ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল/ আরএসি/ওয়েল্ডিং বিষয়ে কারিগরি কোর্স থাকতে হবে। টেকনিশিয়ান (সুইটস, বেকারি, পেস্টি, কেক) পদে কমপক্ষে অষ্টম শ্রেণি পাস হতে হবে। ফুড অ্যান্ড বেভারেজ ফ্যাক্টরিতে বিভিন্ন মেশিন চালানোর ন্যূনতম অভিজ্ঞতা থাকতে হবে দুই বছর। ইলেকট্রিশিয়ান/মেকানিক/ওয়েল্ডার পদে অষ্টম শ্রেণি পাসসহ সংশ্লিষ্ট কাজে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরি মেলায় অংশগ্রহণকারী যোগ্য ও আগ্রহী প্রার্থীদের উল্লিখিত পদগুলোতে ছবিসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সব সনদ, জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধনসহ সনদ এবং প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদ নিয়ে নির্ধারিত তারিখ ও সময়ে সরাসরি সাক্ষাৎকার ও নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে হবে।

রাজশাহী কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক বলেন, চাকরি মেলা শুধু কর্মসংস্থানই নয়, আমাদের ছেলেমেয়েদের আরও দক্ষ করে তুলবে। তারা এখানে সিভি লিখন, কাজ করার পদ্ধতি ও চাকরির সাক্ষাৎকার দেওয়ার বিষয়ে অনেক কিছু শিখতে পারবে।

তিনি বলেন, প্রাণ-আরএফএল গ্রুপের চাকরি মেলায় প্রতিষ্ঠানটিতে আমাদের অনেক শিক্ষার্থীর চাকরির সুযোগ হবে। এসব উদ্যোগ আমাদের জন্য খুবই উপকার হয়।

ঘুমের মধ্যে’ মারা গেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র রনি।মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ক...
04/10/2023

ঘুমের মধ্যে’ মারা গেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র রনি।

মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক সুব্রত প্রামাণিক।
ওই শিক্ষার্থীর নাম ফরহাদ হোসেন রনি। তার বাসা কুমিল্লা জেলায়। তিনি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। তিনি মাদার বখ্শ হলের আবাসিক ছাত্র ছিলেন।

খোঁজ নিয়ে জানা যায়, রনি তার বাবা-মায়ের একমাত্র সন্তান ছিলেন। তার বাবা স্কুলে শিক্ষকতা করেন। গত আগস্টে স্নাতক শেষ হওয়ায় ঢাকার মিরপুর-১ এ একটি মেসে থেকে চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন রনি।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিভাগের সহযোগী অধ্যাপক সুব্রত প্রামাণিক বলেন, রনির মৃত্যুর বিষয়টি তার সহপাঠীরা ফোন করে জানিয়েছে। মৃত্যুর কারণ এখনো অস্পষ্ট। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বাকিটা রিপোর্ট থেকে বিস্তারিত জানা যাবে।

রনির সহপাঠী মামুন বলেন, ‘রাতে সে ঘুমিয়ে ছিল। কিন্তু সকাল হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি। তার রুমমেট কয়েকবার ডাকলেও কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। দুপুরবেলা ডাক দিলেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে সন্ধ্যা বেলায় মেসের কয়েকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে হার্ট অ্যাটাকে ঘুমের মধ্যেই রনির মৃত্যু হয়েছে। তার মা-বাবা হাসপাতালে এসেছেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে।

Address

Rajshahi
6000

Website

Alerts

Be the first to know and let us send you an email when GreenCity News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to GreenCity News:

Videos

Share


Other News & Media Websites in Rajshahi

Show All

You may also like