
09/08/2024
একটু সেক্রিফাইস করতে হয়…….
ক্লাসরুমে যেখানে বসেছি, কেউ যদি সেখানে এসে বসে তবে একটু সেক্রিফাইস করতে হয়
বাদামের খোসা দিয়ে বাসের সিট দখল রাখা, কেউ যদি ফুটিয়ে উড়িয়ে দেয় একটু সেক্রিফাইস করতে হয়
কেউ বলেছে তোমাকে দিয়ে কিছছু হবে না, তবে আত্মবিশ্বাস আছে কিন্তু মুখ বন্ধ, একটু সেক্রিফাইস করতে হয়
সঠিক থাকার পরেও কেউ যদি অপবাদ দেয় মেনে নিলে একটু সেক্রিফাইস করতে হয়
তোমাকে দিয়ে বল করিয়ে নেয়া হলো পুরো ম্যাচ, ব্যাট করতে পেলে না একটু সেক্রিফাইস করতে হয়
সারা জীবন সংসারের হাল ধরে যদি শুনতে হয় আমাদের জন্য কিছুই করনি একটু সেক্রিফাইস করতে
খাবারটা রান্না করলে, তোমার ভাগের অংশটুকু বুঝে পেলে না একটু সেক্রিফাইস করতে হয়
ঠিক থাকার পরেও বউ আচ্ছামত কথা শোনালো কিছু বললে না একটু সেক্রিফাইস করতে হয়
সারাদিন পরিশ্রম করে তুমি ক্লান্ত এরপরেও যখন শুনবে কিছুই তো করনি সারাদিন জুড়ে একটু সেক্রিফাইস করতে হয়
যে দাবি ছেড়ে দিলে ব্যক্তি স্বার্থ থেকে সামষ্টিক স্বার্থ অর্জন হতে একটু সেক্রিফাইস করতে হয়
একটু সেক্রিফাইস তোমাকে করবে সুখী
আর মানব জীবনে সুখ-ই তো সব থেকে বড় অর্জন।