18/06/2022
আমরা নব্বই কোটি টাকা খরচ করে মানব পতাকা বানাই। তিন হাজার কোটি টাকা দিয়ে স্যাটেলাইট বানাই। বারো'শো কোটি টাকায় রোবট সুফিয়া ভাড়া করি। চৌদ্দ'শত কোটি টাকা খরচ করে বিমানবন্দরের নাম পাল্টাই। চার'শত কোটি টাকার বাজী কিনে মরা মানুষের জন্মদিন পালন করি।
বন্যা পরিস্থিতি মোকাবিলা কারার জন্য এখন পর্যন্ত সরকারের পদক্ষেপ দৃশ্যমান নয়।মানুষের এইসব হাহাকার কবে শেষ হবে আল্লাহ তায়ালা ভালো জানেন।
আমরা কল্যাণকর একটা শাসনব্যবস্থা চায়।