27/01/2025
আজ পবিত্র শবে মেরাজ বা লাইলাতুল ইসরা। আমাদের প্রিয় নবীজি সা. এর জীবনে ঘটা এক অবিষ্মরণীয় ঐতিহাসিক রজনী। যে রাতে আমাদের নবীজি সা. উর্ধ্বজগত সায়র করেছিলেন। এটি আমাদের নবীজির জন্য মহা সম্মানের, আমাদের জন্য মহা গৌরবের।শবে মেরাজ উপলক্ষে মুসলমানরা নফল ইবাদত, নামাজ, কুরআন তিলাওয়াত এবং দোয়া করে থাকেন।