28/04/2024
বাংলাদেশের মতো এতো গরিব দেশের সাথে যতো দিন আমার জেলা নোয়াখালী,থাকবে ততই আমরা পিছিয়ে থাকবো,এই দেশ আমাদের কারণে চলে, কিন্তু বিনিময়ে আমরা এই দেশ থেকে কি পেয়েছি একটা বিভাগ পাইলাম না,নোয়াখালীর এক ইউনিয়নের টাকা দিয়ে যে জেলারে ১০বার গোসল করানো যাইবো সে ফকিন্নি জেলা গুলারে বিভাগ দেয়,নোয়াখালী দেশের দিতীয় ধনী জেলা, প্রথম ঢাকায় সেইটা ও নোয়াখালীর টাকায়,এই ফকিন্নি দেশ নোয়াখালীর মতো জেলা ডিজার্ভ করেনা,আমাদের মেধা পরিশ্রম এই দেশের মানুষের সাথে যায়না,নোয়াখালীর কারণেই এই দেশ এখানে, দেশের ৩৪%ব্যাবসা নোয়াখালীর,দেশের ৩৩%অর্থনিতী একাই নিয়ন্ত্রণ করে নোয়াখালী দেশের ২ কোটি মানুষের কর্মস্থান হয়েছে নোয়াখালীর জন্য ,রেমিট্যান্স দিয়ে টপ ৫ নোয়াখালী, প্রায় ৮ লাখ প্রবাসী নোয়াখালীর,গত ৩ বছরে নোয়াখালীর প্রবাসী রা রেমিট্যান্স পাঠিয়েছে, ৬৬ হাজার ১৯৪ কোটি ঢাকার ২৮% বাড়ির মালিক নোয়াখালীর ,দেশের ২৫% মাছ নোয়াখালী দেয়,গত ১৫ বছরে দেশের উন্নয়নের ৩০% টাকা নোয়াখালীর আমেরিকার ৭০% বাঙালি নোয়াখালীর,দেশের বড় শিল্পকারখানা তার ৩৪% নোয়াখালীর,দেশের প্রায় ২০ টা জেলার উন্নয়ন নোয়াখালীর টাকায় হয়েছে,একটা মাত্র জেলা নোয়াখালী যেখানে কোনো হত দরিদ্র নেই,১০০ মধ্যে ৭০ জনেই কোটি প্রতি, ২৫ টা জেলা এক করলে ও নোয়াখালীর টাকার সমান হবেনা,বাংলাদেশ কি আমাদের লেভেলের সাথে যায়,নোয়াখালীর কারণে দেশের ২ কোটি মানুষ কর্ম পাইছে,অধিকাংশ জেলা যারা দেশ কে কিছু দিতে পারেনি তারাই, আমাদের জন্য সব কিছু পেয়েছে, নোয়াখালী না থাকলে এই দেশ আফ্রিকার কোনো গরিব দেশের মতো থাকতো,এই দেশের মানুষের সাথে আমাদের যায় না,নোয়াখালী কে আগে জাপানি বলতো কেন,আমরা সব কিছুতে সেরা,যদি একটা দেশ হতো নোয়াখালী তাহলে এই দেশকে দেখিয়ে দিতাম,নোয়াখালী কি,