It’s Smrity

It’s Smrity Run this life is full of me. So thankful to the Creator for everything. YouTube : Neel Smrity

What else is revealed in your appearance! Real beauty is in your behavior...
07/01/2026

What else is revealed in your appearance!
Real beauty is in your behavior...

07/01/2026

আমার পুতুল ❤️‍🩹🥰

আজ ৭দিন হলো বাসা চেঞ্জ করে নতুন বাসায় আসছি,,, আমিতো আগের বাসা মিস করছি ঠিক আছে কিন্তু আমার পাখি টা মনে হয় বেশিই মিস করছে...
05/01/2026

আজ ৭দিন হলো বাসা চেঞ্জ করে নতুন বাসায় আসছি,,,
আমিতো আগের বাসা মিস করছি ঠিক আছে কিন্তু আমার পাখি টা মনে হয় বেশিই মিস করছে।

এই বাসায় আসার পর থেকে তার কান্নাকাটি বেড়ে গেছে কয়েক বার বলছে বাসা বাসায়। গতকাল তালা আর চাবি এনে আমাকে দিয়ে বলতেছে বাসায় চঅ (চলো)।
সে ভেবেছে আমারা এখানে ঘুরতে আসছি আবার আগের বাসায় চলে যাবো।
তার জন্মের পরে থেকে সে অই বাসাতেই তাই হয়তো এমন ভাবনা😢😢😢

ঘুরে ফিরে কেন যেন আমি যেসব জায়গা অপছন্দ করি বা বসবাস করতে চাইনা যে জায়গা গুলোতে। উপরওয়ালা আমার চাওয়ার মাঝে এক বালতি জল ঢ...
03/01/2026

ঘুরে ফিরে কেন যেন আমি যেসব জায়গা অপছন্দ করি বা বসবাস করতে চাইনা যে জায়গা গুলোতে।
উপরওয়ালা আমার চাওয়ার মাঝে এক বালতি জল ঢেলে দিয়ে আমাকে সেখানেই পাঠিয়ে দেয়😇😇😇

এইযে এতো মানুষ, এতো বড় বড় বাসা বিল্ডিং, এতো এতো জনকোলাহল এর কিছুই আমার ভালো লাগেনা। আমার কেন যেন একটু নিরবতা, ফাকা জায়গায় শান্ত বাড়ি। গাছপালায় ঘেরা শান্ত পরিবেশে মন ছুটে।

কিন্তু..............................

30/12/2025

অনেক অনেক স্মৃতি জমা করে চলে যাচ্ছি 🥲🥲🥲

পিছনের বেডা দুইটারে সরনো যায়না🙄
29/12/2025

পিছনের বেডা দুইটারে সরনো যায়না🙄

29/12/2025

Trending reels

28/12/2025

প্যাকিং করা হচ্ছে, ছেড়ে যাওয়ার 😔 আমি যদি এর থেকে আরও অনেক ভালো বাসায় ও থাকি। তবু এই বাসার প্রতি আমার এক অদ্ভুত মায়া কাজ করবে সারাজীবন🥹🥹🥹
কারণ এইটা আমার ভবঘুরে জীবনের প্রথম ভাড়া বাসা,,, দেখতে দেখতে ৬টা বছর কাটিয়ে দিয়েছি এইখানে, আমার ছেলের বেড়ে উঠা এইখানে। তার ও ৫টা বছর কেটে গেছে। তারপর আসলো আমার শখের পুতুল আমার মেয়ে।
আমার বাচ্চাদের অনেক স্মৃতি এই বাসার প্রতিটা কোনায় কোনায়।

আমাদের দুজনার অনেক গল্প জমা হলো এখানে,,, কিন্তু আমরা ভাড়াটিয়া😢 আজ এখানে তো কাল ওখানে। এই জীবন টা অনেক অদ্ভুত।
কত যত্ন করে কত মায়া করে এই সংসার টা সাজানো হয়েছে। কিন্তু বাসার মায়া করে কি লাভ!!!!
সেইতো মায়া কাটিয়ে যেতেই হবে।

প্যাকিং চলছে, একটা বাসার প্রতি এতো মায়া করে কি লাভ!!!সেইতো সব সব ছেড়ে চলে যেতেই হবে 🥺🥺🥺
28/12/2025

প্যাকিং চলছে, একটা বাসার প্রতি এতো মায়া করে কি লাভ!!!
সেইতো সব সব ছেড়ে চলে যেতেই হবে 🥺🥺🥺

যখন থেকে বয়স জিনিস টা মুটামুটি ভাবে বুঝতে শিখেছি তখন মনে হতো ৩০বছর মানে বুড়ো-বুড়ি হয়ে যাওয়া😃😃😃 মনে হতো অনেক বেশী কিছু।কি...
24/12/2025

যখন থেকে বয়স জিনিস টা মুটামুটি ভাবে বুঝতে শিখেছি তখন মনে হতো ৩০বছর মানে বুড়ো-বুড়ি হয়ে যাওয়া😃😃😃
মনে হতো অনেক বেশী কিছু।

কিন্তু একথা ভাবতে ভাবতে দিন কেটে গেছে অনেক, আর অল্প কিছু বছর পরে আমিও ৩০এ পা দিব😶

কি অদ্ভুত লাগে, সময় কিভাবে পার হচ্ছে!!!

Address

Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when It’s Smrity posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share