11/11/2023
শেখ হাসিনার ভিশন ৪১, বাস্তবায়নে গণতান্ত্রিক
চেতনায় যুব সমাজকে এগিয়ে আসতে হবে।।
-------মুহিবুর রহমান মানিক এমপি
ছাতক প্রতিনিধি ঃ
ছাতক উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে শনিবার (১১ নভেম্বর) যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনুষ্ঠানিক ভাবে কেক কাটেন প্রধান অতিথি মুহিবুর রহমান মানিক এমপি। বিকালে ছাতকে আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষেকেক কাটেন তিনি। এ উপলক্ষে এক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক চেয়ারম্যান জনাব মুরাদ হোসেন সাহেবের সভাপতিত্বে ও ছাতক উপজেলা যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ও ঐতিহ্যবাহী উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের তিন বারের নির্বাচিত সুযোগ্য চেয়ারম্যান জনাব বিল্লাল আহমদ সাহেবের পরিলনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মুহিবুর রহমান মানিক এমপি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় শেখ হাসিনার ৪১ ভিশন বাস্তবায়নে অসাম্প্রদায়িক,গণতান্ত্রিক, শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে দেশের যুব সমাজ এগিয়ে আসতে হবে। এ ক্ষেত্রে আওয়ামী যুবলীগের অগ্রণী ভুমিকার প্রয়োজন। অতীতেও যুবলীগ দেশের সকল লড়াই সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে।
তিনি বলেন,প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে এবং উন্নয়নের চলমান ধারাকে অবব্যাহত রাখতে আওয়ামীলীগের পতাকা তলে সবাইকে সমবেত হয়ে কাজ করতে হবে।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ছাতক উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক জনাব সৈয়দ আহমদ,আওয়ামীলীগ নেতা জনাব আফজাল হোসেন,যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা জনাব মিজানুর রহমান হিরু, পৌর আওয়ামীলীগ নেতা জনাব সাব্বির আহমদ,
উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সহ সভাপতি মাহমুদুর রহমান জুসেফ,সাংগঠনিক সম্পাদক আরজ আলী,মিজানুর রহমান রাসেল,রাফি আহমদ রিংকু,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আঙ্গুর আলম,প্রচার সম্পাদক আমতর আলী,সদস্য সুরেতাজ মিয়া, নিয়ামত আলী, লিটন মিয়া,আব্দুল করিম,ভাতগাও ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহিন আহমদ,সাধারণ সম্পাদক কয়েস আহমদ,সিংচাপইড় ইউনিয়ন যুবলীগের সভাপতি জুবায়ের আহমদ,সাধারণ সম্পাদক সাচ্চু মিয়া,ছৈলা আফজালাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি শামীম আহমদ,কালারুকা ইউনিয়ন যুবলীগের সভাপতি ফজলু মিয়া,ছাতক সদর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক আমিরুল হক, ইউনিয়ন যুবলীগ নেতা ডাঃ আব্দুল সালাম,পাবেল আহমদ,আমির আলী,মুহিবুর রহমান, আব্দুল গফুর,সুমন মিয়া,সফিকুন নুর,আব্দুর রশিদ,রুপন মিয়া,লাল মিয়া,আব্দুল সালাম, ওমর আলী,সহ উপজেলা ও ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।